18/09/2025
আগে দেখতাম 5 Point Sightseeing, 7 Point Sightseeing – এসব ঘুরতেই মানুষ মজা পেত। এখন দেখি বেশিরভাগ মানুষ খুঁজছে একটা প্রপার্টি, যেখানে বসে থাকা যাবে, সুইমিং পুল থাকবে, খাওয়া ভালো হবে। লোকেশনটা খুব সুন্দর না হলেও চলে, শহরের কোলাহল থেকে একটু দূরে না হলেও চলে। 🏖️🏡
এটা কি নতুন ট্রেন্ড? এখন হাতে সময় থাকা মানুষও নাকি এই ধরণের রিল্যাক্স ভ্যাকেশনকেই বেশি চাইছে।
আপনাদের মতামত জানাবেন, আমি ভুলও হতেও পারি! 🤷♂️
দাঁড়িয়ে আছি Kashish Waterfall
এটা বিহারের Kaimur Wildlife Sanctuary এর একটা বিশেষ আকর্ষণ।