U Bangla TV

U Bangla TV Bengali News & Entertainment

30/11/2024

'মন্দির-নগরী' হিসেবেই খ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর। এক সময়ের মল্ল রাজাদের রাজধানী, প্রাচীন এই পৌর শহরের টেরাকোটার মন্দিরগুলি যেমন পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু, তেমনি বাংলার সুপ্রাচীন শিল্পকলার টানে এখানে ছুটে আসেন দেশ বিদেশের অসংখ্য শিল্পানুরাগী মানুষ। চলতি পর্যটন মরশুমের শুরুতেই ভীড় বাড়ছে বিষ্ণুপুরে। ফলে আশার আলো দেখছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও। অন্যদিকে, এখানে মানুষজন ঘুরে দেখছেন ১৬০০ খ্রীষ্টাব্দে মল্ল রাজ বীর হাম্বিরের তৈরী রাসমঞ্চ। সঙ্গে পর্যটকদের অন্যতম দ্রষ্টব্যের তালিকায় জোড় বাংলা মন্দির, শ্যাম রায় মন্দির, মদন মোহন মন্দির, লালজি মন্দির, রাধাশ্যাম মন্দির, জোড় শ্রেণীর মন্দির, মৃন্ময়ী মন্দির, দলমাদল কামান, গড়দরজা তো আছেই। দেশের অন্যতম প্রাচীণ এই শহরে এসে সে সব তো তাঁরা ঘুরে দেখছেনই।

30/11/2024

দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আগমণ হল ছয় নতুন অতিথির।এতে ব্যাপক উচ্ছসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ।বন দপ্তর সূত্রে জানা গিয়েছে,হায়দেরাবাদের নেহেরু জুওলজিকাল পার্ক থেকে আনা হয়েছে একজোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি ও দুজোড়া গোল্ডেন জ্যাকেল বা সোনালি শেয়াল।আর ওই একজোরা সাদা রয়্যাল বেঙ্গল টাইগারের আগমনে দার্জিলিং চিড়িয়াখানা দেশের মধ্যে একমাত্র চিড়িয়াখানার জায়গা দখল করল যেখানে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার রয়েছে।আর নতুন অতিথির আগমনে ব্যাপক উচ্ছসিত চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বন দপ্তরের আধিকারিকরা।

30/11/2024

উরস উৎসবের জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। ডিসেম্বরের ১ তারিখ সন্ধ্যা থেকে থেকে ২ তারিখ সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। ফলে রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত অন্য পথে যান চলাচল করবে। সঙ্গে খিদিরপুর রোড-সহ একাধিক রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ।

30/11/2024

অবৈধভাবে শতাধিক গাছ কেটে নেওয়ার অভিযোগ বীরভূমের মল্লারপুর থানার দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের এলাকায়। মল্লারপুর থেকে হাজীপুর যাওয়ার রাস্তা উপর দুই ধারে যে গাছ রয়েছে, সেই গাছ গুলোকে যন্ত্রের সাহায্যে কেটে নেওয়ার অভিযোগ দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা হাজরা বিরুদ্ধে । এলাকার মানুষ জানতে চাইলে তাদেরকে কোন কাগজ দেখাতে পারেনি দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের প্রধান । এমনকি কাগজ দেখতে চাইলে হুমকি দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে ।

30/11/2024

অভিনেত্রী কীর্তি, আমার বিয়ে আগামী মাসে গোয়ায়, তাই আমি দর্শনের জন্য এসেছি।

30/11/2024

সুন্দরবনের মানুষের খাদ্যা অভ্যাস নিয়ে অনুশীলন করার জন্য হরিয়ানার একদল বিজ্ঞানী হাজির সুন্দরবনের। মূলত সুন্দরবনের মানুষের জীবন বৈচিত্র্য ও খাদ্যাভ্যাস নিয়ে অনুশীলন করার জন্য হরিয়ানার একটি বিজ্ঞান বিভাগের বিশ্ববিদ্যালয় থেকে একদল ছাত্রছাত্রীরা আসেন জয়নগরে। মূলত সুন্দরবনের বিভিন্ন ধরনের খাবারের গুণগতমান যাচাই করেন তারা। এছাড়াও জয়নগরের নিমপীঠ কৃষিবিজ্ঞান কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে হরিয়ানার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুন্দরবনের বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল গুলি গবেষণা করে। এমনকি সুন্দরবনের প্রান্তিক এলাকার প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে বাড়ির খাদ্যাভ্যাস এবং রোজ নামচা অনুশীলন করেন তারা।

30/11/2024

Anantnag, J&K: Tourists enjoy as Pahalgam's Betab Valley receives first snowfall of the season/Ramban district of Jammu and Kashmir witnesses fresh snowfall

30/11/2024

গেদে সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন । দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলতা। নদিয়ার গেদের স্থলবন্দর খাঁ খাঁ করছে। একদিকে অন্তবর্তী সরকার, অন্যদিকে ইসকন মঠের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই । ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে ।

30/11/2024

ক্ষিণবঙ্গের মধ্যে বর্ধমানে এই প্রথম ক্রেতা সুরক্ষা মেলা শুরু হল । চলবে তিন দিনব্যাপীয় এই মেলা ২৯শে নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত।এই মেলায় মোট স্টল রয়েছে ৬০ টি । এই মেলায় মানুষদের যেমন সচেতন করা হচ্ছে তার পাশাপাশি ব্যবসার ক্ষেত্রে নানান রকম ছোটখাটো ব্যবসা এবং কিছু মেশিনারি এই মেলায় প্রদর্শনই হচ্ছে। বর্ধমান শহরে মেলা হওয়ায় খুশি বর্ধমান জেলার মানুষ ।

29/11/2024

ভারতীয় নৌসেনার অভিযানে এবার আরব সাগর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি আরব সাগরে অভিযান চালায় ভারতীয় নৌসেনা। সেই অভিযানে শ্রীলঙ্কার দুটি মাছ ধরার ট্রলার থেকে অন্তত ৫০০ কেজি ক্রিস্টাল মেথ বাজেয়াপ্ত হয়েছে। সেনা সূত্রে জানা যাচ্ছে, আগামী ২৪ ও ২৫ নভেম্বর উদ্ধার হয়েছে এইক বিপুল মাদক।শ্রীলঙ্কার নৌসেনার দেওয়া তথ্যের ভিত্তিতে আরব সাগরে অভিযানে নামে নৌসেনার দুটি বিমান। তখনই মাঝসমুদ্রে সন্দেহজনক দুটি নৌকা নজরে পড়ে পাইলটের। সঙ্গে সঙ্গে ওই দুই ট্রলারের অবস্থান জানানো হয় উপকূলে। সেইমতো ঘটনাস্থলে পৌঁছয় নৌসেনার জাহাজ। সন্দেহভাজন ওই নৌকায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫০০ কেজি ‘ক্রিস্টাল মেথ’ মাদক। যার বাজারমূল্য কয়েকশো কোটি টাকা।

29/11/2024

রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা ৭৮ টি ছবি ও ২টি শিল্পকর্মকে নিয়ে প্রদর্শনী শুরু হলো। শুক্রবার দুপুর ১২ টা নাগাদ শান্তিনিকেতনের নন্দন আর্ট গ্যালারিতে শুরু হয় এই প্রদর্শনী। আগামী ১৯ শে ডিসেম্বর অবধি এই প্রদর্শনী চলবে। বিশ্বভারতীর কলাভবন ও বেঙ্গল বিনালে যৌথভাবে এই প্রদর্শনী আয়োজন করেছে। জানা গিয়েছে ২০১১ সালে এই ছবিগুলি জনসমক্ষে এনে প্রদর্শন করা হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবিগুলির কোন বিশেষ ভাবধারার মধ্য দিয়ে অঙ্কিত নয়। তাই কলা ভবনের পড়ুয়া থেকে শুরু করে অংকনের প্রতি উৎসাহী ও শিল্পকর্মের অনুরাগী মানুষদের কাছে এটি একটি অন্য ধরনের অভিজ্ঞতা। এই শিল্পকর্মের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য সহ আরোও প্রমুখেরা।

29/11/2024

মোয়া তৈরির অন্যতম উপাদান কনকচূড় ধান। এই ধানের খই দিয়ে তৈরি হয় সুস্বাদু জয়নগরের মোয়া। কনকচূড় ধান সংগ্রহ করে আনতে মোয়া প্রস্তুতকারকদের আগে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে ছুটতে হতো। এই সমস্যা সমাধানে জয়নগর ১ নম্বর ব্লকের কৃষিবিভাগ আতমা প্রকল্পের আওতায় ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছিল কনকচূড় ধানের বীজ। সেই বীজই এবার জয়নগরে চাষ করা হয়েছিল। এখন জমি থেকে সেই ধান চাষ কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে মোয়া তৈরির প্রক্রিয়া।

29/11/2024

মালদহের গাজোলের অন্যতম পর্যটনকেন্দ্র আদিনা ইকোপার্ক সময়সীমা বাড়ানো হলো।বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা নাগাদ ফিতে কেটে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোলের BDO সুদীপ্ত বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন,ইকো পার্কের ইনচার্জ অমিত হালদার, মালদা জেলা খাদ্য কর্মদক্ষের সদস্য রিতা সিংহ, বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ সিংহ, এলাকার বিশিষ্ট সমাজসেবী সনাতন টুডু সহ অন্যান্যরা।ব্লক প্রশাসন জানিয়েছে,এদিন বৃহস্পতিবার থেকে ইকোপার্ক রাত্রি ৮ টা পর্যন্ত খোলা থাকবে। ৫ টার পর টিকিটের দাম ১০ টাকা নির্ধারিত করা হয়েছে। ইকো পার্কের একাধিক সোলার লাইট সহ পার্কের সৌন্দর্যায়ন বৃদ্ধি করা হয়েছে।এছাড়াও নিরাপত্তা থাকবে বলে জানান গাজোল BDO

29/11/2024

সংস্কারের কাজের জন্য আগামী 6 ডিসেম্বর থেকে টানা চার মাস বন্ধ থাকবে বারাসত উড়ালপুল ।
জেলা প্রশাসন, পূর্ত দফতর ও বারাসত পুরসভা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে । প্রশাসন সূত্রে খবর, পুরোপুরি বন্ধ থাকবে না । সপ্তাহের শনি ও রবিবার বন্ধ থাকবে উড়ালপুলটি । বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মে চলাচল করবে যানবাহন । তবে পণ্যবাহী ট্রাক ও ভারী যানবাহন চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে প্রশাসনের তরফে ।

29/11/2024

আলু,পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই উর্দ্ধমুখী তাই শুক্রুবার পশ্চিমবর্ধমান জেলা টাস্কফোর্স আসানসোলের বারকর ও নিয়ামতপুর বাজার পরিদর্শন করলেন!বরাকর ও নিয়ামতপুর হোলসেল আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন!বাজারে আলু, পেঁয়াজ, সহ কাঁচা সব্জির দর দাম ক্ষতিয়ে দেখেন!জেলা টাস্ক ফোর্ষের সদস্য রা বলেন পশ্চিমবর্ধমান জেলা শাসকের নির্দেশে বাজার পরিদর্শন!যদিও বরাকর ও নিয়ামতপুর বাজারে কাঁচা সব্জির দাম নিয়ন্ত্রণে রয়েছে!তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠানাম করছে!

29/11/2024

স্কুল পড়ুয়াদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করল বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডক্টর সুমিত কুমার সাহা। শুক্রবার সকালে বারাসাত 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এফ পি স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এদিন আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাওয়ার উদ্যোগ নিল ১৩ নম্বর ওয়ার্ডের পৌর পিতা ডঃ সুমিত সাহা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সহযোগিতায় যেভাবে শিক্ষার পাঠক্রম কে আরো বাস্তবমুখী গড়ে তোলার উদ্যোগেই এদিনের এই অভিনব উদ্যোগ। ছাত্র-ছাত্রীরা যেগুলি তাদের পাঠক্রমে পড়াশোনা করছে সেগুলোই যাতে নিজে চোখে দেখে বাস্তবায়নের রূপ দিতে পারে সেদিকেই লক্ষ্য দিয়ে এদিনের এই ভ্রমণের উদ্দেশ্য এমনটাই এদিন জানালেন পৌর পিতা সুমিত সাহা।

29/11/2024

মধ্যমগ্রাম চৌমাথায় সুভাষ ময়দানে বৃহস্পতিবার উদ্বোধন হল উত্তর ২৪ পরগনা জেলা খাদি মেলার। উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, রাজ্য খাদি ও গ্রামীণ পর্ষদের সভাপতি কল্লোল খাঁ, জেলা আধিকারিক পিনাকী দত্ত, কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি সহ অনান্যরা। আজ, শুক্রবার থেকে সাধারণ মানুষের জন্য মেলা খুলে দেওয়া হবে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এখানে থাকছে পাঞ্জাবি, কূর্তি, কাপড়, আচার, শাল, কাপড় ছাড়াও শীতের সামগ্রীর স্টল। এছাড়া বেত ও কাঠের আসবাব বিক্রি হবে। এ বিষয়ে জেলা পরিষদের ক্ষুদ্র-শিল্প দপ্তরের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি বলেন, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আমরা কাজ করি। গত বছর ভালো টাকার সামগ্রী বিক্রি হয়েছিল। এবার প্রায় ১৫০ টির মতো স্টল থাকছে। মানুষ নিজের পচ্ছন্দমতো জিনিস কিনতে পারবেন।

29/11/2024

কর্মসংস্থানের নতুন পথ দেখাচ্ছে যাত্রী সাথী অ্যাপ।শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে শিলিগুড়িতেও শুরু হয়েছে এই অ্যাপের পরিসেবা।যার মধ্য দিয়ে খুব সহজেই গাড়ি বুক করতে পারবেন আপনিও।তবে সেটা সরকারি,ও পরিষেবা থাকছে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে।এই অ্যাপের মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারছে চালকেরা।কেবলমাত্র চার চাকা গাড়ি নয় বাইক পরিষেবা দিয়েও আয় করা যাচ্ছে প্রচুর টাকা।মাত্র চার মাসের মধ্যে সব মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার ব্যবসা করেছেন শিলিগুড়ির গাড়ি চালকেরা।জানা যায়,১০ই জুলাই চালু হওয়ার পর থেকে,অ্যাপটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে।এখনো পর্যন্ত প্রায় ২৪,০০০ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং বাইক ও চার চাকা মিলিয়ে ৩৭,০০০টি রাইড সম্পূর্ণ হয়েছে৷আনুমানিক ৫,৯০০জন চালক অ্যাপটিতে রেজিস্ট্রেশন করিয়েছেন।

Address

272 Bangur Avenue, Block A
Kolkata
700055

Opening Hours

Monday 11am - 8pm
Tuesday 11am - 6pm
Wednesday 11am - 6pm
Thursday 11am - 6pm
Friday 11am - 6pm
Saturday 11am - 6pm

Alerts

Be the first to know and let us send you an email when U Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to U Bangla TV:

Share