
10/02/2024
নিবেদনে বইকাল,
আমরা খুঁজছি সেরা লেখক, আর নতুন স্বাদের লেখা। আমরা খুঁজছি দৃপ্ত কবিতা। তাই আমাদের এই উদ্যোগকে নিয়ে আসছি সবার সামনে। এই পর্বে আমরা প্রকাশ করবো সেরা দশটি দুই ফর্মার বই, যার প্রতিটায় লেখকের খরচ মাত্র ৪৩০০ টাকা।
♦ পাঠিয়ে দিন আপনার সেরা ২৪টি কবিতা, বইয়ের নাম, উৎসর্গ এবং লেখক পরিচিতিসহ সম্পূর্ণ পাণ্ডুলিপি।
♦ প্রত্যেক বই ISBN যুক্ত হবে।
♦ লেখকের সর্বোচ্চ খরচ মাত্র ৪৩০০ টাকা। বাকি খরচ এবং বিপণনের দায়ভার প্রকাশনের।
♦ লেখক প্রকাশক যৌথ উদ্যোগে প্রকাশিত হবে গ্রন্থ।
♦ লেখক পাবেন ২০ টি বই লেখককপি হিসেবে।
♦ বাকি মুদ্রিত বইয়ের বিক্রির ওপর বর্ষশেষে ৪০% রয়্যালটি প্রদান।
♦ প্রত্যেক বই ম্যাটফিনিশ পেপারব্যাক কভার এবং সবথেকে ভালো পেজ কোয়ালিটির হবে।
♦ বই বিপণনের যথাযথ সুব্যবস্থা থাকছে। (অনলাইন হোম ডেলিভারির সুবিধাসহ)