Boikaal Potrika

Boikaal Potrika Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boikaal Potrika, Publisher, KOLKATA.

নিবেদনে বইকাল, আমরা খুঁজছি সেরা লেখক, আর নতুন স্বাদের লেখা। আমরা খুঁজছি দৃপ্ত কবিতা। তাই আমাদের এই উদ্যোগকে নিয়ে আসছি সব...
10/02/2024

নিবেদনে বইকাল,

আমরা খুঁজছি সেরা লেখক, আর নতুন স্বাদের লেখা। আমরা খুঁজছি দৃপ্ত কবিতা। তাই আমাদের এই উদ্যোগকে নিয়ে আসছি সবার সামনে। এই পর্বে আমরা প্রকাশ করবো সেরা দশটি দুই ফর্মার বই, যার প্রতিটায় লেখকের খরচ মাত্র ৪৩০০ টাকা।

♦ পাঠিয়ে দিন আপনার সেরা ২৪টি কবিতা, বইয়ের নাম, উৎসর্গ এবং লেখক পরিচিতিসহ সম্পূর্ণ পাণ্ডুলিপি।
♦ প্রত্যেক বই ISBN যুক্ত হবে।
♦ লেখকের সর্বোচ্চ খরচ মাত্র ৪৩০০ টাকা। বাকি খরচ এবং বিপণনের দায়ভার প্রকাশনের।
♦ লেখক প্রকাশক যৌথ উদ্যোগে প্রকাশিত হবে গ্রন্থ।
♦ লেখক পাবেন ২০ টি বই লেখককপি হিসেবে।
♦ বাকি মুদ্রিত বইয়ের বিক্রির ওপর বর্ষশেষে ৪০% রয়্যালটি প্রদান।
♦ প্রত্যেক বই ম্যাটফিনিশ পেপারব্যাক কভার এবং সবথেকে ভালো পেজ কোয়ালিটির হবে।
♦ বই বিপণনের যথাযথ সুব্যবস্থা থাকছে। (অনলাইন হোম ডেলিভারির সুবিধাসহ)

অত্যন্ত কম খরচে প্রকাশিত হোক আপনার প্রিয় পাণ্ডুলিপি(Manuscript), ই-বুক আকারে। বইকাল প্রকাশনার পক্ষ থেকে বইমেলা পরবর্তী স...
07/02/2024

অত্যন্ত কম খরচে প্রকাশিত হোক আপনার প্রিয় পাণ্ডুলিপি(Manuscript), ই-বুক আকারে। বইকাল প্রকাশনার পক্ষ থেকে বইমেলা পরবর্তী সুবর্ণ সুযোগ। কবিতা হোক বা গল্প, উপন্যাস বা প্রবন্ধ, আপনার সন্তানসম লেখা দুমলাটের মধ্যে সযত্নে সাজিয়ে দিতে আমরা আগ্রহী। তাই দেরি না করে সত্ত্বর পাঠিয়ে দিন আপনার পাণ্ডুলিপি।

পাণ্ডুলিপি পাঠানোর আগে সম্পূর্ণ নিয়মাবলী পড়ে দেখার অনুরোধ রইলো।

নিবেদনে বইকাল, আমরা খুঁজছি সেরা লেখক, আর নতুন স্বাদের লেখা। আমরা খুঁজছি দৃপ্ত কবিতা। তাই আমাদের এই উদ্যোগকে নিয়ে আসছি সব...
23/08/2023

নিবেদনে বইকাল,

আমরা খুঁজছি সেরা লেখক, আর নতুন স্বাদের লেখা। আমরা খুঁজছি দৃপ্ত কবিতা। তাই আমাদের এই উদ্যোগকে নিয়ে আসছি সবার সামনে। এই পর্বে আমরা প্রকাশ করবো সেরা দশটি দুই ফর্মার বই, যার প্রতিটায় লেখকের খরচ মাত্র ৪৩০০ টাকা।

♦ পাঠিয়ে দিন আপনার সেরা ২৪টি কবিতা, বইয়ের নাম, উৎসর্গ এবং লেখক পরিচিতিসহ সম্পূর্ণ পাণ্ডুলিপি।
♦ প্রত্যেক বই ISBN যুক্ত হবে।
♦ লেখকের সর্বোচ্চ খরচ মাত্র ৪৫০০ টাকা। বাকি খরচ এবং বিপণনের দায়ভার প্রকাশনের।
♦ লেখক প্রকাশক যৌথ উদ্যোগে প্রকাশিত হবে গ্রন্থ।
♦ লেখক পাবেন ২০ টি বই লেখককপি হিসেবে।
♦ বাকি মুদ্রিত বইয়ের বিক্রির ওপর বর্ষশেষে ৪০% রয়্যালটি প্রদান।
♦ প্রত্যেক বই ম্যাটফিনিশ পেপারব্যাক কভার এবং সবথেকে ভালো পেজ কোয়ালিটির হবে।
♦ বই বিপণনের যথাযথ সুব্যবস্থা থাকছে। (অনলাইন হোম ডেলিভারির সুবিধাসহ)

এবার আপনার প্রিয় পাণ্ডুলিপি প্রকাশিত হোক মুদ্রিত বই আকারে। যথাসম্ভব কম খরচে উন্নত মানের মুদ্রণ, ভালো পেজ কোয়ালিটি এবং অন...
19/05/2023

এবার আপনার প্রিয় পাণ্ডুলিপি প্রকাশিত হোক মুদ্রিত বই আকারে। যথাসম্ভব কম খরচে উন্নত মানের মুদ্রণ, ভালো পেজ কোয়ালিটি এবং অন্যান্য সুবিধা নিয়ে হাজির বইকাল প্রকাশন। প্রত্যেক বই ISBN যুক্ত হবে এবং বইটির যথোপযুক্ত বিপণনের ব্যবস্থাও থাকবে। থাকছে আপনার বইয়ের বিক্রির ওপর লেখকের প্রাপ্য রয়্যালটির ব্যবস্থা। বই প্রকাশের সাথে সাথে থাকবে লেখকের জন্য কমপক্ষে ২০টি লেখক কপি।
বিশদে কথা বলার জন্য যেকোনো সময় ফোন অথবা whatsapp করতে পারেন আমাদের সঙ্গে 9832751878 -এই নম্বরে।

এক প্রথিতযশা লেখকের কলমে ছিল, "যে আলপথ দিয়ে হেঁটে যায়নি কোনোদিন, তার দিগন্তের অধিকার নেই।" এই গ্রন্থের লেখিকা জীবনের পথে...
27/12/2022

এক প্রথিতযশা লেখকের কলমে ছিল, "যে আলপথ দিয়ে হেঁটে যায়নি কোনোদিন, তার দিগন্তের অধিকার নেই।" এই গ্রন্থের লেখিকা জীবনের পথে বন্ধু করেছেন তাদেরই যারা অনায়াসে বন্ধু হতে চায়, অথচ অবহেলিত। কি অদ্ভুত তাই না! টলটলে গভীর হরিণের চোখের মতো দিঘী, ফাঁকা মাঠ, পথের দুধারে সবুজ ঘাসের স্পর্শ, শূন্য দালান- নাটমন্দির, ধানক্ষেত এরা সবাই তাঁর বন্ধু। সময়ের মুঠো আলগা হয় সহজেই। সময়ে যে কাছে আসে, সময় পেরলে দূরের নৌকা সে! লেখিকা বহুদিন পৌঁছাতে পারেননি বন্ধুদের কাছে, বন্ধুরাও অভিযোগের ডালি সাজিয়ে অপেক্ষায়। কি লিখছেন তাহলে তিনি? নতুন কিছু! লেখিকা লিখেছেন তাঁর বন্ধুদের জন্য, লিখেছেন তাঁর বন্ধুহীন একাকীত্বকে। আর সেখানে ধীরে ধীরে মিশেছে জীবনদর্শন, মূল্যবোধ। ব্যক্তিগত যাকিছু চিন্তা, আক্ষেপ অথবা আনন্দ, সবকিছুই ঠাঁই পেয়েছে এই গ্রন্থে। দুই মলাটের ভিতরে তিলেতিলে গড়ে উঠেছে একরাশ কবিতার ভিতর একান্ত লেখিকা।

এক ভিন্ন স্বাদের কবিতাগুচ্ছ নিয়ে প্রকাশিত হলো কবি কেয়া ঘোষের নতুন কাব্যগ্রন্থ 'আমার কবিতায় আমি।'

ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারেন খুব সহজেই। https://share.gostore.app/K7up এই লিংক-এ ক্লিক করুন আর অর্ডার দিন আপনার ঠিকানায়।

বইয়ের অনলাইন অর্ডার সম্পর্কিত যে কোনোরকম জিজ্ঞাসায় যোগাযোগ নম্বর 7980241869

(আপনি কি বইপ্রকাশে ইচ্ছুক? আমরা, বইকাল আছি আপনার পাশে। আপনার বইকে সর্বোচ্চ কোয়ালিটি দিয়ে প্রকাশ করবো আমরা। বিশদে কথা বলার জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই নম্বরে - 9832751878)

বইকাল প্রকাশন থেকে প্রকাশিত হলো কবি অমিত বাগল-এর সেরা কবিতাগুলি নিয়ে নতুন কাব্যগ্রন্থ, 'বোতামঘরের আলো।' কবি অমিত বাগল, ত...
02/11/2022

বইকাল প্রকাশন থেকে প্রকাশিত হলো কবি অমিত বাগল-এর সেরা কবিতাগুলি নিয়ে নতুন কাব্যগ্রন্থ, 'বোতামঘরের আলো।' কবি অমিত বাগল, তাঁর লেখালেখি শুরু সেই আটের দশক থেকে। দীর্ঘ সময় ধরে তাঁর এই নিরলস সাহিত্যচর্চার সুস্পষ্ট প্রতিচ্ছবি দেখা যায় কবির কলমে। জীবনের বাস্তব নানান ঘটনাপ্রবাহকে কবি নিজের মুনশিয়ানায় এমনভাবে একসুতোয় বেঁধেছেন যাতে 'বোতামঘরের আলো'র কবিতারা বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছে ধারাবাহিকভাবে। ইতিপূর্বে তাঁর লেখা অন্যান্য বইগুলির মধ্যে 'ক্যানভাসে আদিম বর্বর', 'জলবর্ণমালা', 'পিওনপাখির সাইকেল' ইত্যাদি পাঠকমহলে সমাদৃত।

হাতে সময় খুবই কম। ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে বহু ভালো লেখা। এই পর্বে নির্বাচিত পাণ্ডুলিপিদের বই আকারে প্রকাশ করার কাজ চ...
27/08/2022

হাতে সময় খুবই কম। ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে বহু ভালো লেখা। এই পর্বে নির্বাচিত পাণ্ডুলিপিদের বই আকারে প্রকাশ করার কাজ চলছে। "ভালবেসে বই" পর্বে আমরা লেখকদের কাছে যে পরিমাণ সাড়া পেয়েছি তা অভূতপূর্ব। যার জন্য পাণ্ডুলিপি পাঠানোর শেষদিনের তারিখ বৃদ্ধি করে আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত করতে বাধ্য হয়েছি। সেই ১০ই সেপ্টেম্বরও চলে এলো প্রায়। যদি কোনো সম্মানীয় লেখক আমাদের এই "ভালবেসে বই" পর্বে আগ্রহী থাকেন, অনুগ্রহ করে পাণ্ডুলিপি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। নিচের বিজ্ঞাপনে আমরা সমস্ত বিষয় স্পষ্টভাবে উল্লেখ করেছি। তারপরও যদি কারোর কোনো জিজ্ঞাস্য থাকে তবে আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে নিলে আশাকরি সুনির্দিষ্ট তথ্য দিয়ে সম্পূর্ণ সহায়তা করতে পারবো।
ধন্যবাদ।

বইকাল প্রকাশন থেকে প্রকাশিত হলো কবি প্রতীক মিত্র'র সেরা কবিতাগুলি নিয়ে নতুন কাব্যগ্রন্থ "প্রলাপের পাতাগুলো।" প্রতীক মিত্...
12/08/2022

বইকাল প্রকাশন থেকে প্রকাশিত হলো কবি প্রতীক মিত্র'র সেরা কবিতাগুলি নিয়ে নতুন কাব্যগ্রন্থ "প্রলাপের পাতাগুলো।" প্রতীক মিত্র, যার ই-বুক "কেলাইডোস্কোপ" ইতিমধ্যেই পাঠকমহলে সমাদৃত।
"প্রলাপের পাতাগুলো" আপাতত পাওয়া যাচ্ছে কলেজ স্ট্রিটে সৃষ্টি বইমহল-এ (প্যারামাউন্ট-এর ঠিক বিপরীতে)। এছাড়াও ঘরে বসে বইটি সংগ্রহ করার জন্য খোলা আছে আমাদের whatsapp নম্বর, যেখানে খুব সহজেই অর্ডার করতে পারেন বইটি।

এবার আপনার প্রিয় পাণ্ডুলিপি প্রকাশিত হোক মুদ্রিত বই আকারে। যথাসম্ভব কম খরচে উন্নত মানের মুদ্রণ, ভালো পেজ কোয়ালিটি এবং অন...
06/08/2022

এবার আপনার প্রিয় পাণ্ডুলিপি প্রকাশিত হোক মুদ্রিত বই আকারে। যথাসম্ভব কম খরচে উন্নত মানের মুদ্রণ, ভালো পেজ কোয়ালিটি এবং অন্যান্য সুবিধা নিয়ে হাজির বইকাল প্রকাশন। প্রত্যেক বই ISBN যুক্ত হবে এবং বইটির যথোপযুক্ত বিপণনের ব্যবস্থাও থাকবে। থাকছে আপনার বইয়ের বিক্রির ওপর লেখকের প্রাপ্য রয়্যালটির ব্যবস্থা। বই প্রকাশের সাথে সাথে থাকবে লেখকের জন্য কমপক্ষে ২৫টি লেখক কপি।
বিশদে কথা বলার জন্য যেকোনো সময় ফোন করতে পারেন আমাদের 9832751878 -এই নম্বরে।

02/08/2022
বইকাল প্রকাশন নিবেদিতভালবেসে বইআমরা খুঁজছি সেরা লেখক, আমরা খুঁজছি দৃপ্ত কবিতা।আর তাই সকলের সামনে হাজির হৃদয়ে কবিতারা। এই...
02/08/2022

বইকাল প্রকাশন নিবেদিত
ভালবেসে বই

আমরা খুঁজছি সেরা লেখক, আমরা খুঁজছি দৃপ্ত কবিতা।
আর তাই সকলের সামনে হাজির হৃদয়ে কবিতারা। এই পর্বে আমরা প্রকাশ করবো সেরা দশটি দুই ফর্মার কাব্যগ্রন্থ, যার প্রতিটায় লেখকের খরচ মাত্র ৩০০০ টাকা।
ইতিমধ্যেই আমাদের কাছে প্রচুর এমন পাণ্ডুলিপি এসেছে, যার মধ্যে থেকে সেরা বেছে নেওয়া অত্যন্ত কষ্টকর। পাণ্ডুলিপি পাঠানোর শেষ তারিখ ছিল গত ২৫শে জুলাই। কিন্তু বিগত কিছুদিনে আমাদের সাথে এমন অনেক লেখক যোগাযোগ করে জানিয়েছেন সময়সীমা বৃদ্ধি করার জন্য। আমরাও অনুধাবন করতে পারি একজন লেখকের কাছে তাঁর সবচেয়ে প্রিয় লেখাগুলোর মধ্যে নির্দিষ্ট কিছু লেখা বেছে নিয়ে পাণ্ডুলিপি তৈরি করা কতখানি সমস্যার। তাই সকল লেখকের কথা মাথায় রেখে পাণ্ডুলিপি গ্রহণের সময়সীমা আগামী ১০ই সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

ধন্যবাদ।
ভালো থাকুন সকলে।

♦ পাঠিয়ে দিন আপনার সেরা ২৪টি কবিতা, বইয়ের নাম, উৎসর্গ এবং লেখক পরিচিতিসহ সম্পূর্ণ পাণ্ডুলিপি।
♦ প্রত্যেক বই ISBN যুক্ত হবে।
♦ প্রত্যেক বইয়ের জন্য লেখকের খরচ মাত্র ৩০০০ টাকা। বাকি খরচ প্রকাশনের।
♦ লেখক প্রকাশক যৌথ উদ্যোগে প্রকাশিত হবে কাব্যগ্রন্থ।
♦ লেখক পাবেন ২৫টি বই।
♦ বাকি মুদ্রিত বইয়ের বিক্রির ওপর বর্ষশেষে ৪০% রয়্যালটি প্রদান।
♦ প্রত্যেক বই পেপারব্যাক কভার এবং ভালো পেজ কোয়ালিটির হবে।
♦ প্রত্যেক নির্বাচিত লেখককে শংসাপত্র প্রদান।

Address

Kolkata

Telephone

+919832751878

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boikaal Potrika posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Boikaal Potrika:

Share

Category