10/04/2023
কিছু কিছু পাবলিক আছে যাদের বাবা, মা, দিদির প্রতি দায়িত্ব আছে। কিন্তু সে যে বিয়ে করে একটা মেয়ে কে নিয়ে আসে ও তার পর যখন একটা সন্তান হয় তার প্রতি তার কোনো দায়িত্ব থাকে না তাদের বাপের বাড়ি রেখে আসে এবং বলে যে বাবা মা সন্তানের দায়িত্ব বিদ্ধেশমে জায়গা নয় কথা টা খুব ভালো কিন্তু এই সব মানুষ এর মুখে এইসব কথা শোভা দেয় না, তার শুধু একদিকেই দায়িত্ত আছে আর একদিনে হাত ঝেড়ে ফেলে তার বৌ কে কথায় কথায় গায়ে হাত দেওয়া কেমন পুরুষত্ব কেউ বলবেন?? দিদির বর সরকারি চাকরি করে তার পরোও দিদি তার ছেলে মেয়ে কে দেখার দায়িত্ব তার , সে একটা ছেলে তার বাবা মা কে দেখতে হবে, সে একটা ভাই দিদি কে দেখতে হবে, সে একটা মামা ভাগ্না ভাগ্নি কে দেখতে হবে। একটা মেয়ে কে যখন বিয়ে করে তার দায়িত্ব নেয়ার কথা সেখানে তার দায়িত্ব কোথায় গেলো, তার যখন একটা সন্তান হইছে তার প্রতি দায়িত্ব কথা গেলো ??? সে এতটাই দায়িত্ব সিল যে বাবা মা দিদি জাই বলে তাই শোনে ওরা এখন বলছে বৌ বাচ্চা ছেড়ে দে তোকে আবার বিয়ে দেব সে এখন এক পায়ে রাজি। সে তার বৌ বাচ্ছা কে ছেড়ে দিতে রাজি কিন্তু এমন লোক জন দের ছাড়তে রাজি না এই সব ছেলে পৃথিবী তে থাকার থেকে না থাকা অনেক ভালো। তার দিদির ও ছেলে মেয়ে আছে ভগবান জানি ওর মেয়ে সব সুখ কেরে নেয় তাহলে সে বুজবে একটা মেয়ের জীবনের সাথে খেলা করলে কি হয়। সে একসাথে দুটো মেয়ের জীবন নষ্ট করেছে তার বৌ ও বাচ্ছা, এই সমস্ত লোকেদের কাপুরুষ বলে আর কারো ক্ষতি করে কারু ভালো হয়না হবেও না। বাবা মা দিদি কে নিয়ে থাকতে পারতো বিয়ে করার কি দরকার ছিলো