29/12/2024
অনুভূতি বইমেলা সংখ্যা ২০২৫
চতুর্থ বর্ষ || চতুর্থ সংখ্যা
বিষয় : শিশু কিশোর উপযোগী গল্প (অনধিক ১০০০ শব্দে)
লেখা পাঠানোর নিয়ম:
■ ইমেল ব্যতীত কোনোভাবে লেখা নেওয়া হবে না। লেখা পাঠানোর পর Whatsapp গ্রুপে জয়েন হওয়া বাধ্যতামূলক।
■ অপ্রকাশিত লেখা মেল বডিতে টাইপ করে পাঠাতে হবে। লেখার শেষে লেখকের নাম ও ফোন নম্বর থাকা আবশ্যিক এবং পূর্বে প্রকাশিত লেখা দেওয়া যাবে না। অপ্রকাশিত লেখা দিতে হবে।
■ প্রত্যেক লেখক কেবল একটিমাত্র বিভাগে লেখা পাঠাতে পারেন।
■ লেখা পাঠানোর শেষ দিন ৫ জানুয়ারি ২০২৫
■ লেখা পাঠানোর পর প্রাপ্তি স্বীকার রিপ্লাই পাবেন অটোমেটিক। লেখা পাঠানোর পর অপেক্ষা করুন, ৭ডিসেম্বরের পর মনোনয়ন শুরু হবে।
■ লেখকদের জন্য প্রিন্টেড সৌজন্য সংখ্যা রয়েছে, আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলায় অনুভূতি'র স্টল থেকে বইটি সংগ্রহ করতে হবে লেখকদের।
[email protected]
কার্যনির্বাহী দপ্তরঃ ১৮৪৪, পূর্ব সিঁথি রোড, মধুগড়, দমদম, কলকাতা-৩০
সম্পাদকীয় দপ্তরঃ কুলিদা, বামনদা, দাঁতন, পশ্চিম মেদিনীপুর, ৭২১৪২৬
যোগাযোগ: ৬২৯৬৪৭৮০৮৯