25/10/2025
'কবে আসতিছো?'
'আর একটা সপ্তাহ দে ভাই। সকলের আগে তোর কাছে যাব।'
এই ছবিটা থেকে কী বোঝা যায়? হ্যাঁ, ঠিকই চিনেছেন, গোয়ালপাড়া কোপাইপারের বাউল। আমার প্রাণের বন্ধু। আসলে ওখানে কাজ করাটা আমার অডিট রিপোর্ট ঠিক রাখার জন্য নয়। সেটা তো আছেই। নিজস্ব অফিসিয়াল সিস্টেমে চলবে। আসল ব্যাপার হল প্রাণের তাড়না। আমরা তো ওখানে শুধু মাসিক রেশন আর স্বাস্থ্যপরিষেবার কাজ করি। তাহলে, কীসের জন্য আমরা বছর বছর পড়াশোনা আর শীতের সামগ্রী নিয়ে যাই? ওটা প্রাণের তাগিদ থেকে। যে ভদ্রলোককে দেখছেন, উনি শুভাশিসদা। আমার এই কাজের দীর্ঘদিনের সাথী, গাইড। তারপাশে খেলাদি। ঐখানেই চায়ের দোকান। জানেন, মাঝে মাঝে খাওয়ার পয়সা থাকেনা ফেরার আগে। ওই খেলাদি নিজের দোকানে ডাল-ভাত-আলুভাতে বানিয়ে জোর করে খাইয়ে দেন। কিন্তু অনেকগুলো টাকা লাগে প্রতিটা প্রজেক্টে। যার এক্সেল আমরা সবসময় দিয়ে দিই।
একটু শক্ত করতে হবে কাজের ভিতটা এবার। আপনাদের ভালো লাগে না, ওই মানুষগুলো যখন আপনাদের ভালোবাসার উপহারে একসাথে হেসে ওঠে? পানু দাস বাউলের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। সুধীরদাকে আমি রাখতে পারিনি। অথচ, ওর আখড়াই ছিল আমার ছাত্রজীবনের মূল ঠিকানা। এই বাউল বন্ধুকে আমার সুস্থ রাখতেই হবে।
আর এই সব কথা নিয়েই আসছে সময়বৃত্তের বার্ষিক অনুষ্ঠান, সাথে নাটক - কমলিকা, আগামী ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার, দক্ষিন কলকাতার হাজরার সুজাতা সদনে। আর তারপরেই ২ নভেম্বর, ২০২৫ রবিবার থেকে শুরু হয়ে যাবে সাঁওতাল গ্রাম বনের পুকুরে স্বাস্থ্য শিবিরের কাজ। এগিয়ে আসুন বন্ধু। আপনার কেনা একটা একটা টিকিট আমাদের এই কাজকে আরও শক্তিশালী করবে। কোনো রাজনীতি নয়, কোনো ধর্মীয় ভেদাভেদ নয়, শুধুমাত্র কয়েকটা পিছিয়ে থাকা মানুষের কাছে যাওয়া। যাদের পাড়ায় ঢুকলে ফোনের টাওয়ারটাও ঠিক মতো পাওয়া যায়না।
আমাদের টিকিটের মূল্য মাত্র ৬০/- টাকা। আমাদের অনুরোধ, আপনি যদি নিজে ঐদিন অনুষ্ঠানে নাও আসতে পারেন, তবু টিকিট কিনে আমাদের এই কাজটাকে করতে সাহায্য করুন।
সময়বৃত্ত আপনাদের ভরসাতেই ঝুঁকি নেয়। সেই ঝুঁকি নিয়েই এগিয়ে গিয়েছি এতোগুলো বছর।
টিকিট কেনার জন্য এখনই জিপে করুন ৬২৯০৪৪৮৬৫৪ নম্বরে।
টিকিটেও স্ক্যানার দেওয়া আছে।
বিনীত,
সময়বৃত্ত পরিবার