
02/09/2025
সময়বৃত্ত চাইছে আগামী নাটকের জন্য নতুন ছেলেমেয়েদের মুখ। নাটকের দিন খুব সামনে। তাই অবিলম্বে যোগাযোগ করতে হবে। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যেকোনো পুরুষ ও মহিলারা যোগাযোগ করুন।
6289728089 নম্বরে (ফোন ও হোয়াটস্যাপ)
হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য নিজের চার কপি ক্যাজুয়াল ছবি (পাসপোর্ট ছবি নয়), সাথে নিজের খুব ছোট করে ইন্ট্রো, ঠিকানা,শিক্ষাগত যোগ্যতা, পেশা বয়স লিখে পাঠিয়ে দেবেন। আসার পরে একটা ইন্ট্রো অডিশন নেওয়া হবে, যদি ঠিক মনে হয়,তারপর নিয়ে নেওয়া হবে।
আবার বলছি, সময় সীমিত তাই খুব তাড়াতাড়ি পাঠাতে হবে। নিশ্চয়ই সময়বৃত্ত ক্রিয়েটিভে অনেক রকম কাজের সুযোগ আছে, কিন্তু আসতে হবে শুধুমাত্র থিয়েটার করার মানসিকতা থেকেই।
゚