সময়বৃত্ত - Samaybritto

সময়বৃত্ত - Samaybritto প্রকতির বুকে নাচে মহাকাল
কালবৈশাখী নৃত্য ;
গর্ভের থেকে সূর্য ছিনিয়ে -
এনেছে সময়বৃত্ত ❤️🌿❤️🌿❤️🌿❤

27/10/2025

প্রস্তুতি চলছে জোর কদমে......দেখা হচ্ছে ৩১শে অক্টোবর ঠিক সন্ধ্যে ৬ টা



আজ শহরে... ❤️❤️❤️ 🔥🔥🔥
25/10/2025

আজ শহরে... ❤️❤️❤️ 🔥🔥🔥

25/10/2025

আদিবাসী সাঁওতাল অভুক্ত মানুষকে খাবার খাওয়াবে কমলিকা, প্রত্যন্ত গ্রামের মুমূর্ষু রোগীকে সারিয়ে তুলবে কমলিকা ,,



fans Srijita Hazra Pranhari Roy Sarkar Suchana Roy Bhattacharya Jeet Sardar Sonu Roy Smita Bhattacharjee তৃণাঞ্জয় ভট্টাচার্য্য তৃণলিপি - Trinolipi

'কবে আসতিছো?''আর একটা সপ্তাহ দে ভাই। সকলের আগে তোর কাছে যাব।' এই ছবিটা থেকে কী বোঝা যায়? হ্যাঁ, ঠিকই চিনেছেন, গোয়ালপাড়া ...
25/10/2025

'কবে আসতিছো?'
'আর একটা সপ্তাহ দে ভাই। সকলের আগে তোর কাছে যাব।'

এই ছবিটা থেকে কী বোঝা যায়? হ্যাঁ, ঠিকই চিনেছেন, গোয়ালপাড়া কোপাইপারের বাউল। আমার প্রাণের বন্ধু। আসলে ওখানে কাজ করাটা আমার অডিট রিপোর্ট ঠিক রাখার জন্য নয়। সেটা তো আছেই। নিজস্ব অফিসিয়াল সিস্টেমে চলবে। আসল ব্যাপার হল প্রাণের তাড়না। আমরা তো ওখানে শুধু মাসিক রেশন আর স্বাস্থ্যপরিষেবার কাজ করি। তাহলে, কীসের জন্য আমরা বছর বছর পড়াশোনা আর শীতের সামগ্রী নিয়ে যাই? ওটা প্রাণের তাগিদ থেকে। যে ভদ্রলোককে দেখছেন, উনি শুভাশিসদা। আমার এই কাজের দীর্ঘদিনের সাথী, গাইড। তারপাশে খেলাদি। ঐখানেই চায়ের দোকান। জানেন, মাঝে মাঝে খাওয়ার পয়সা থাকেনা ফেরার আগে। ওই খেলাদি নিজের দোকানে ডাল-ভাত-আলুভাতে বানিয়ে জোর করে খাইয়ে দেন। কিন্তু অনেকগুলো টাকা লাগে প্রতিটা প্রজেক্টে। যার এক্সেল আমরা সবসময় দিয়ে দিই।

একটু শক্ত করতে হবে কাজের ভিতটা এবার। আপনাদের ভালো লাগে না, ওই মানুষগুলো যখন আপনাদের ভালোবাসার উপহারে একসাথে হেসে ওঠে? পানু দাস বাউলের শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। সুধীরদাকে আমি রাখতে পারিনি। অথচ, ওর আখড়াই ছিল আমার ছাত্রজীবনের মূল ঠিকানা। এই বাউল বন্ধুকে আমার সুস্থ রাখতেই হবে।

আর এই সব কথা নিয়েই আসছে সময়বৃত্তের বার্ষিক অনুষ্ঠান, সাথে নাটক - কমলিকা, আগামী ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার, দক্ষিন কলকাতার হাজরার সুজাতা সদনে। আর তারপরেই ২ নভেম্বর, ২০২৫ রবিবার থেকে শুরু হয়ে যাবে সাঁওতাল গ্রাম বনের পুকুরে স্বাস্থ্য শিবিরের কাজ। এগিয়ে আসুন বন্ধু। আপনার কেনা একটা একটা টিকিট আমাদের এই কাজকে আরও শক্তিশালী করবে। কোনো রাজনীতি নয়, কোনো ধর্মীয় ভেদাভেদ নয়, শুধুমাত্র কয়েকটা পিছিয়ে থাকা মানুষের কাছে যাওয়া। যাদের পাড়ায় ঢুকলে ফোনের টাওয়ারটাও ঠিক মতো পাওয়া যায়না।

আমাদের টিকিটের মূল্য মাত্র ৬০/- টাকা। আমাদের অনুরোধ, আপনি যদি নিজে ঐদিন অনুষ্ঠানে নাও আসতে পারেন, তবু টিকিট কিনে আমাদের এই কাজটাকে করতে সাহায্য করুন।

সময়বৃত্ত আপনাদের ভরসাতেই ঝুঁকি নেয়। সেই ঝুঁকি নিয়েই এগিয়ে গিয়েছি এতোগুলো বছর।

টিকিট কেনার জন্য এখনই জিপে করুন ৬২৯০৪৪৮৬৫৪ নম্বরে।
টিকিটেও স্ক্যানার দেওয়া আছে।

বিনীত,
সময়বৃত্ত পরিবার

'হ্যাঁ, আমরা সবাই থাকবো ইস্কুলের মাঠে। আপনে রবিবার আসছেন তো?' কথা দিলাম। অবশ্যই আসছি। শুরু হয়ে যাবে কাজ। এবার আর আটকাবে ...
24/10/2025

'হ্যাঁ, আমরা সবাই থাকবো ইস্কুলের মাঠে। আপনে রবিবার আসছেন তো?'

কথা দিলাম। অবশ্যই আসছি। শুরু হয়ে যাবে কাজ। এবার আর আটকাবে না। টাকা এবার ঠিক জোগাড় হয়ে যাবে। আগামী ২ নভেম্বর, ২০২৫, রবিবার নতুন রূপে, নতুন উদ্যমে আসতে চলেছে সময়বৃত্ত ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত বীরভূমের বোলপুরের বনের পুকুর ডাঙ্গা আদিবাসী গ্রামে স্বাস্থ্য শিবির।

কথা তো দিলাম। কিন্তু কোথা থেকে আসবে টাকা? ভরসা তো সেই আপনারাই। আপনাদের ভরসাতেই তো বারবার ঝুঁকি নেয় সময়বৃত্ত। সেই কোভিডের সময় থেকে ঝুঁকি নেওয়া শুরু।

আগামী ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার দক্ষিন কলকাতার হাজরার সুজাতা সদনে আয়োজিত হতে চলেছে সময়বৃত্তের বার্ষিক অনুষ্ঠান। আসছে নতুন নাটক -'কমলিকা'। যেখানে তুলে ধরা হবে মেয়েদের ওপর অধিকারের নামে অকথ্য অত্যাচার আর আদিবাসী গ্রামের নিজস্ব সমস্যাগুলোর রূপ।

এগিয়ে আসুন না বন্ধু। মাত্র কয়েকটা টিকিট সংগ্রহ করে পাশে থাকুন এই উদ্যোগের। এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ আমরা সম্পূর্ণ খরচা করবো বীরভূমের আদিবাসী গ্রামে খাদ্য, শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যের স্বাস্থ্য ও ওষুধ বিতরণ শিবিরে। মাত্র ৬০/- টাকা আমাদের একটা টিকিটের দাম। আমাদের অনুরোধ আপনি নিজে যদি ঐ অনুষ্ঠানে নাও আসতে পারেন, শুধু টিকিট কিনে এই উদ্যোগকে সমর্থন করুন।

টিকিটের জন্য জিপে করুন ৬২৯০৪৪৮৬৫৪ নম্বরে।।
টিকিটেও স্ক্যানার দেওয়া আছে।।

তাহলে দেখা হচ্ছে ৩১ অক্টোবর সুজাতা সদনে। আর তারপর থেকে বীরভূমের সাঁওতাল গ্রাম থেকে।

বিনীত,
সময়বৃত্ত পরিবার

 #সবারে_করি_আহ্বান  আপনারা সকলে আসুন। টিকিটের জন্য যোগাযোগ করুন ৬২৯০৪৪৮৬৫৪ (সূচনা রায় ভট্টাচার্য্য) Suchana Roy Bhattach...
23/10/2025

#সবারে_করি_আহ্বান

আপনারা সকলে আসুন। টিকিটের জন্য যোগাযোগ করুন

৬২৯০৪৪৮৬৫৪ (সূচনা রায় ভট্টাচার্য্য) Suchana Roy Bhattacharya
৬২৮৯৯৩৫৯০৩ (সৃজিতা হাজরা) Srijita Hazra

'দাদা, আমরা কলকাতার ফাংশন দেখতি যাব!'না, এইবারও ওঁদের অনুষ্ঠানে নিয়ে আসতে পারবোনা। বনের পুকুরের ওঁদেরকে নিয়ে আসার মত টা...
23/10/2025

'দাদা, আমরা কলকাতার ফাংশন দেখতি যাব!'
না, এইবারও ওঁদের অনুষ্ঠানে নিয়ে আসতে পারবোনা। বনের পুকুরের ওঁদেরকে নিয়ে আসার মত টাকা আমার কাছে এখন নেই। তবে পরের বার অবশ্যই নিয়ে আসবো। আর এইবার, বনের পুকুর প্রাইমারি স্কুলের মাঠেই হেলথ ক্যাম্প করব। শুনলাম,পরপর ম্যালেরিয়া হচ্ছে। ডেঙ্গু একটু বেশি হয়ে গেলে, সেটা সারানোর ক্ষমতা হয়তো আমার নেই। কিন্তু ম্যালেরিয়া তো আটকাতেই পারি, তাই না?

আর এই সব কথা মাথায় রেখেই সময়বৃত্ত নিয়ে আসছে তাদের বার্ষিক অনুষ্ঠান, একই সঙ্গে নতুন নাটক - কমলিকা। আপনাদের সাহায্য ছাড়া তো সেটা সম্ভব নয়। আপনারা একটা দুটো টিকিট কিনে সাহায্য না করলে তো আমরা এগোতে পারবো না। আমরা বেশি কিছু চাইছি না, মাত্র ষাট টাকার টিকিট কয়েকটা কিনে আমাদের পাশে দাঁড়ান।

অনুষ্ঠান এবং নাটক তো বটেই, আপনারা এই তৃপ্তি অনুভব করবেন, যে আপনাদের ওই টাকা দিয়ে কোন অভুক্ত পরিবারের সারা মাসের রেশন সুনিশ্চিত হয়েছে। চোখের সামনে দেখতে পাবেন ওই সব কটা আদিবাসী গ্রাম ( বনের পুকুরডাঙ্গা, বল্লভপুর ডাঙ্গা,হাঁসপাড়া, বাগানপাড়া, পিয়ার্সন পল্লী)-এ স্বাস্থ্য শিবিরের নতুন উদ্যোগ শুরু হয়েছে আগামী সপ্তাহ থেকেই।

এগিয়ে আসুন না বন্ধু। ৬০ টাকা কী এমন বেশি? আগামী ৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার সন্ধ্যা ছয়টায় দক্ষিণ কলকাতার হাজরায় সুজাতা সদনে অনুষ্ঠিত হবে আমাদের নতুন নাটক কমলিকা। আর সেখান থেকেই আমরা ঘোষণা করব আমাদের আগামী স্বাস্থ্য শিবির এবং 'ভবঘুরের থলে' ও 'বাউল বিকাশ' শিবিরের।

টিকিট সংগ্রহ করার জন্য এখনই জিপে করুন ৬২৯০৪৪৮৬৫৪ নম্বরে।
টিকিটেও স্ক্যানার দেওয়া আছে।

বিনীত,
সময়বৃত্ত পরিবার

আদিবাসী গ্রামের অনেক মুখ তাকিয়ে আছেন দু'মুঠো অন্নের আশায়। বহু ক্লান্ত চোখ অপেক্ষা করে আছে একটু চিকিৎসার জন্য। এই নাটক থ...
17/10/2025

আদিবাসী গ্রামের অনেক মুখ তাকিয়ে আছেন দু'মুঠো অন্নের আশায়। বহু ক্লান্ত চোখ অপেক্ষা করে আছে একটু চিকিৎসার জন্য। এই নাটক থেকে উপার্জিত অর্থ নিয়ে আমরা সময়বৃত্তের থেকে পৌঁছাবো বোলপুরের সেই পাঁচটি আদিবাসী গ্রামে।

'কমলিকা' নাটক হয়ে নয়, আগুন হয়ে প্রকাশ হোক।

হাত বাড়িয়ে দিন আপনিও।

আপনার এই মাত্র ষাট টাকা খরচাই হয়তো কোনও ঘরে নতুন করে উনুন ধরাতে পারবে। খিদের জ্বালায় পেট ফুলে যাওয়া কোনও বাচ্চার চিকিৎসার খরচ হবে।

আমাদের গুগল পে নম্বর -
৬২৯০৪৪৮৬৫৪
আপনি আসুন, নিয়ে আসুন আপনার কাছের মানুষকেও।

゚viralfbreelsfypシ゚viral
゚viralシviralシfypシ゚viralシalシ







16/10/2025
 ゚viralfbreelsfypシ゚viral  ゚viralシviralシfypシ゚viralシalシ
13/10/2025

゚viralfbreelsfypシ゚viral
゚viralシviralシfypシ゚viralシalシ









12/10/2025

I got over 200 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

Address

Kolkata

Telephone

+919674380334

Website

Alerts

Be the first to know and let us send you an email when সময়বৃত্ত - Samaybritto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সময়বৃত্ত - Samaybritto:

Share