BJP Uttarbanga- বিজেপি উত্তরবঙ্গ

  • Home
  • India
  • KOLKATA
  • BJP Uttarbanga- বিজেপি উত্তরবঙ্গ

BJP Uttarbanga- বিজেপি উত্তরবঙ্গ News and Media

13/06/2025

এইরকম প্রতিবাদ প্রয়োজন।

08/09/2024

*চাক্কা জ্যাম* রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আর জি কর হাসপাতালের নির্যাতিতার বিচারের দাবিতে আজ *হুগলী সাংগঠনিক জেলার* *বলাগড়ে* এ অবরোধ করা হয়।

18/08/2024

RG kar এর ঘটনায় সন্দ্বীপ ঘোষ পদত্যাগ করার পর কোন স্বার্থে তাকে রিওয়ার্ড দিয়ে অন্য এক মেডিকেল কলেজের প্রিন্সিপাল

করলেন মাননীয়া?

কমেন্টে আরো কিছু যুক্ত করতে পারো।
30/04/2024

কমেন্টে আরো কিছু যুক্ত করতে পারো।

18/04/2024

মহুয়া মৈত্র কোথায় থেকে এনার্জি পায় একটু ভালো করে মন দিয়ে শুনুন 😍

01/04/2024

গঙ্গারামপুরে বিরাট সভা সুকান্ত মজুমদারের।

27/03/2024

জনগণ সব দেখছে ।
#মুসলিম #তোষণ #হিন্দু #বিজেপি

রাজনৈতিক লড়াইয়ের মধ্যে ব্যাক্তিগত আক্রমন করা তৃণমূলের পুরোনো অভ্যেস। জেলাবাসী জানের কে অসুর আর ভালো। ৩ বছর রাজ্যের মন্...
18/03/2024

রাজনৈতিক লড়াইয়ের মধ্যে ব্যাক্তিগত আক্রমন করা তৃণমূলের পুরোনো অভ্যেস।

জেলাবাসী জানের কে অসুর আর ভালো। ৩ বছর রাজ্যের মন্ত্রী আছেন উনি জেলার জন্য একটা বড় প্রকল্প আনতে পেরেছেন কি ? ২০১৪ থেকে ২০১৯ তৃণমূলের সাংসদ ছিল কি করেছেন জেলাবাসীর জন্য ?

সেখানে ২০২০-২০২১ করোনা মহামারির সময় বাদে মাত্র ৩ বছরে জেলার উন্নয়নের সুকান্ত মজুমদার ৩ টে নতুন ট্রেন, বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন বানানো থেকে শুরু করে গঙ্গারামপুর বানগড়কে পুনরায় সংস্কারের জন্য ৩ কোটি টাকা এনেছেন। গঙ্গারামপুর বুনিয়াদপুর স্টেশনের পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে। বুনিয়াদ কালিয়াগঞ্জ রেললাইনের লাইনের কাজ চালু করতে সক্ষম হয়েছেন। হিলি বালুরঘাট রেলের জন্য ৬৩৩ কোটি টাকা এনেছেন। আরো নানা বিধ জনকল্যাণমুখী কাজগুলো করেছেন।

সেখানে পরিবার তান্ত্রিক, দখলকারী একজন মন্ত্রী বলছেন অসুর কে হারাবো। পারলে নিজের ভেতরের অসুর টাকাকে হারান। বহু মানুষের চোখের জল বহু চাকরিপ্রার্থীদের চোখের জল আপনার ওপর আছে। ঐ অসুরটাকে হারান।

03/03/2024

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের গর্ব।
Dr. Sukanta Majumdar

চোখে চোখ রেখে তৃণমূলের সঙ্গে  লড়াই হবে এবং এই লড়াইয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্যের জয় হবেই।।🚩
02/03/2024

চোখে চোখ রেখে তৃণমূলের সঙ্গে লড়াই হবে এবং এই লড়াইয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্যের জয় হবেই।।🚩

24/02/2024
21/02/2024

মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা নিজেকে ও ওনার সরকারকে সংখ্যালঘু দরদী বলে ভুয়ো বার্তা রাজ্যের মানুষকে দিয়ে এসেছেন।

তার প্রমাণ এখন কলকাতা কর্পোরেশনের শাসক দলের একজন জনপ্রতিনিধি হয়ে কর্পোরেশনের বাজেট অধিবেশনে খ্রিষ্টান ( সংখ্যালঘু ) কমিউনিটি সম্পর্কে কুৎসিত মন্তব্য করছেন শুনে চুপ করে বসে রয়েছেন। এটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের সংখ্যালঘুদের প্রতি আসল দৃষ্টিভঙ্গি?

এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। ছিঃ

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Uttarbanga- বিজেপি উত্তরবঙ্গ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share