
11/06/2025
হাইফেনের মানবী কথা সিরিজের শুরু ২০২৪ এর কলকাতা বইমেলায়। আশি ছুঁই ছুঁই সন্ধ্যা ব্যানার্জ্জী লিখলেন 'আমার জীবন কথা' আর সত্তর ছুঁই ছুঁই আনন্দময়ী মুখোপাধ্যায় লিখলেন 'অল্প অল্প গল্প'।
মানবী কথা। মহিলাদের নিজেদের কথা। কথা সবার থাকে। কেউ বলতে চায় কেউ চায় না। পুরুষতন্ত্র অবশ্য দীর্ঘকাল ধরে বলে এসেছে মহিলারা বলবে না, শুধু শুনবে। সেই অনুশাসন ভেঙেছিল কেউ কেউ। হেঁশেলের হাঁড়ি ঠেলতে ঠেলতে, আতুর ঘরের তীব্র যন্ত্রণায় বিনিদ্র রাতের চোখের জলে, জীবনভর তাচ্ছিল্যে বিদ্ধ হতে হতে কেউ কেউ হাতে তুলে নিয়েছিল কলম। লিখেছিল মনের কথা। তেমনই দুটি অমূল্য নথি হাইফেনের মুখ্য সম্পাদকের কাছে সযত্নে রাখা ছিল। সেই ১৯১৮ সালে অকাল মৃত মেয়ের শোকে বিলাপ গাঁথা লিখেছিলেন এক মা। ভাবা যায়? এই পোষ্টের মাধ্যমে হাইফেন সেইসব পরিবারের কাছে অনুরোধ জানাচ্ছে, যাদের পারিবারিক বা ব্যক্তিগত সংগ্রহে এমন অমূল্য নথিপত্র রয়েছে দয়া করে আমাদের সুযোগ দিন সেইসব নথি দু মলাটে সুরক্ষিত করে সবার কাছে পৌঁছে দেওয়ার।