09/07/2025
একাকীত্বের সুর বাজে,
আপনজনের কষ্টে । জীবনের স্রোতে, দুঃখের ঢেউ আছড়ে পরে, আলো ঝলমলে দিনেও, অন্ধকার নেমে আসে,
মেয়েটি কাঁদে, তার বাবার জন্য,
ছেলেটি খোঁজে, মায়ের ভালোবাসার জন্য। প্রতিটি অশ্রু কণা,এক নতুন পথের আলো দেখায়।
জীবনের পথে
এই অশ্রু হোক পাথেয়!