
14/08/2025
শ্রীঅরবিন্দের জন্মদিবসে শ্রদ্ধার্ঘ্য 🙏
(১৫ আগস্ট ১৮৭২ – ৫ ডিসেম্বর ১৯৫০),
একজন বিশিষ্ট ভারতীয় দার্শনিক, যোগী, কবি ও জাতীয়তাবাদী। কেমব্রিজে শিক্ষা শেষে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে 'বন্দে মাতরম' পত্রিকার সম্পাদনা করেন এবং বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন। আলিপুর বোমা মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকার সময় তাঁর আধ্যাত্মিক রূপান্তর ঘটে। মুক্তির পর তিনি পন্ডিচেরিতে থেকে রাজনীতি পরিত্যাগ করে আধ্যাত্মিক সাধনায় মনোনিবেশ করেন ও ‘যোগ সমন্বয়’ নামে এক নতুন সাধনার পথের সূচনা করেন। ১৯২৬ সালে তিনি মীরা আলফাসা (শ্রীমা)-র সহায়তায় প্রতিষ্ঠা করেন শ্রীঅরবিন্দ আশ্রম। তাঁর বিখ্যাত গ্রন্থের মধ্যে The Life Divine, The Synthesis of Yoga এবং মহাকাব্য Savitri উল্লেখযোগ্য, যা আধ্যাত্মিক বিবর্তনের দর্শনে ভরপুর।