Our Star News

Our Star News Our Star News is a Web Media. Impartial news and news analysis is only moto. Please stay with us and
(1)

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার ফেরালেন অভিনেতা সুপ্রিয় দত্ত।
05/09/2024

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার ফেরালেন অভিনেতা সুপ্রিয় দত্ত।

12/05/2024

কার্তিক মহারাজের রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে ভাইরাল সময়োপযোগী বক্তব্য শুনুন।

সৌজন্যে: আধ্যাত্মিকতার আয়না ও সেবক চয়ন
#কার্তিক মহারাজ

দেখে নিন পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট।
16/03/2024

দেখে নিন পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট।

CAA,জানুন কীভাবে নাগরিক হবেন।চালু হলো নতুন আইনে অতিরিক্ত ধারায় নাগরিকত্ব লাভের পোর্টাল১১.০৩.২৪ ভারত সরকার গেজেটে বিজ্ঞপ...
12/03/2024

CAA,জানুন কীভাবে নাগরিক হবেন।
চালু হলো নতুন আইনে অতিরিক্ত ধারায় নাগরিকত্ব লাভের পোর্টাল

১১.০৩.২৪ ভারত সরকার গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে CAA সারা দেশে চালু করলো। কিভাবে আবেদন করবেন? কোথায় আবেদন করবেন? কি কি নিয়ে আবেদন করবেন? কারা আবেদন করবেন? রইল তার ডিটেল

পয়েন্ট-১

ভারত সরকার সারা দেশে CAA ঘোষণা করেছে। CAA -এর ফুল ফর্ম হল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
সহজ ভাবে - ১৯৭১ থেকে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রীষ্টানদের জন্য ভারতীয় নাগরিক হওয়ার বড় সুযোগ৷

পয়েন্ট -২

কোথায়, কিভাবে অ্যাপ্লাই করবেন?
indiancitizenshiponline.nic.in (সম্ভাব্য)

এই ওয়েব সাইটে অনলাইনে আবেদন করবেন৷

পয়েন্ট -৩

কিভাবে আবেদন করবেন?

- ওয়েবসাইটটি ক্লিক করে খুললেই
প্রথম পেজে স্ক্রল করে নীচে গেলে

- ‘Registration As a Citizen of India Under Section 5(1)(a) of the Citizenship Act, 1955 Made by a person of Indian Origin’

বলে যে অপশনটা পাবেন, তার নীচে থাকছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে তার সমস্ত ডিটেল পাবেন।

পয়েন্ট-৪

এবার এই ডিটেলস্ পড়ে নিয়ে স্ক্রল করে নীচের দিকে নামলে পাবেন
Apply Online অপশন।
এটাই ক্লিক করে নিতে হবে। এখানে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। (এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন) যেরকম চাকরির পরীক্ষায় হয়। এবারে এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে পর পর নিজের নাম ঠিকানা, আগে কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এসব তথ্য দিতে হবে৷

পয়েন্ট-৫

এরপর পেজ স্ক্রল করে নেমে আসুন Photo/Documents অপশনে। এখানে আবেদনকারীকে নিজের ছবি ও যে যে সাপোর্টিং ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো আপলোড করতে হবে (যে রকমটা আমরা চাকরি পরীক্ষার ফর্মে করে থাকি।)

পয়েন্ট-৬

এবার View Application এ বলে একটি অপশন পাবেন এখান থেকে আপনার করা পুরো অ্যাপ্লিকেশনটা একবার /দু'বার ভালোভাবে চেক করে নিতে হবে৷ দেখে নিতে হবে নামের বানান বা তথ্যে কোনও ভুল যাতে না থাকে। ভুল থাকলে এডিট অপশনে গিয়ে সেটা ঠিক করে নিতে হবে৷

পয়েন্ট-৭

অ্যাপ্লিকেশনটা ভালোভাবে চেক করা হয়ে গেলে SUBMIT অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু আর কোনওভাবেই অ্যাপ্লিকেশনের কোনও ভুল শোধরানো যাবে না। তাই সাবমিটের আগে ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে হবে।

পয়েন্ট-৮

অ্যাপ্লিকেশন সাবমিট করার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটা ফাইল নম্বর জেনারেট হবে আপনার অ্যাপ্লিকেশনের জন্য। এটা আপনার জন্য নির্দিষ্ট এটা মনে রাখুন, লিখে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, প্রিন্ট নিয়ে রাখুন (পরে কাজে লাগবে) । এবার এটা Close অপশন আসবে৷ সেটাতে ক্লিক করলে স্ক্যান করা ডকুমেন্ট আপলোড অপশন আসবে, ডকুমেন্ট আপলোড হয়ে গেলে 'প্রিন্ট অ্যাপ্লিকেশন' অপশন আসবে। অবশ্যই প্রিন্ট নিয়ে রাখুন৷

পয়েন্ট-৯

এবার অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড (ATM CARD), ইউপিআই এসব অপশনের যেটাতে আপনার সুবিধা তা দিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে একটা পেমেন্ট ডান-এর প্রিন্ট আউট নিয়ে রাখুন (পরে কাজে লাগবে)

পয়েন্ট-১০

অনলাইন অ্যাপ্লিকেশনের কপিটা এবং তার সঙ্গে যা যা সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছেন সেগুলো নিয়ে আপনার জেলাশাসক অফিসে গিয়ে জমা দিতে হবে।

পয়েন্ট-১১

ভেরিফিকেশন পর্ব-

সরকার আপনার জমা দেওয়া সমস্ত নথি মিলিয়ে দেখে আপনার ঠিকানায় একটা চিঠি পাঠাবে, মেইল ও আপনার রেজিস্টার মোবাইলেও একই বিষয়ে একটি SMS আসবে। সেই SMS-এ আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন ক্যাটাগরিতে আপনি ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন। ওই চিঠি/মেইল/এসএমএস পাওয়ার পর অনলাইনে ( indiancitizenshiponline.nic.in) আর একবার সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে৷ (সম্ভাব্য)

পয়েন্ট-১২

এরপরই আপনার অ্যাপ্লিকেশন আরও একবার ভেরিফাই করবে সরকার। তারপরই কয়েকদিনের ব্যবধানে আপনাকে একটি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হবে ভারত সরকারের পক্ষ থেকে।

বি দ্রঃ - CAA এর মাধ্যমে নাগরিকতা পাওয়ার আবেদন করতে গিয়ে আপনার মনে যে ধরনের সম্ভাব্য প্রশ্ন উঠতে পারে তার একটা FAQ মানে প্রশ্ন তালিকা ও তার উত্তর এই ওয়েবসাইটেই ভারত সরকার আগাম দিয়ে রেখেছে, সেগুলোও পড়ে নিতে পারেন৷

CAA কাউকে দেশ ছাড়া করার আইন নয়। বরং দেশে যাতে আইন মেনে ভালো ভাবে থাকা যায় তার আইন।

বিদ্রঃ-তাড়াহুড়ো করে এখনই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করতে যাবেন না৷ আর কিছুদিন অপেক্ষা করুন, ভোট যাক।

#সিএএ

19/02/2024
 # বিজেপি সভাপতির মুখে আলকাতরা, গোষ্ঠী দ্বন্দ্বের জের  #28.09.23- পানিহাটি বিধানসভার পানিহাটি মন্ডল-3 বিজেপি পার্টি অফিস...
28/09/2023

# বিজেপি সভাপতির মুখে আলকাতরা, গোষ্ঠী দ্বন্দ্বের জের #

28.09.23- পানিহাটি বিধানসভার পানিহাটি মন্ডল-3 বিজেপি পার্টি অফিসে দেওয়ালে থাকা ওই মন্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষের ছবির মুখে কে বা কারা আলকাতরা লাগিয়ে দিয়েছে তা নিয়ে আজ ভোরবেলায় উত্তেজনা দেখা যায় পানিহাটির আজাদ হিন্দ নগর বিজেপি পার্টি অফিস সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রের খবর এই পার্টি অফিস অনেক বছর ধরেই ওখানে রয়েছে এবং অফিসের দেওয়ালে ফ্লেক্সে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কলকাতা উত্তর শহরতলী জেলা সভাপতি অরিজিৎ বক্সি ও পানিহাটি মন্ডল -3 সভাপতি, ইন্দ্রজিৎ ঘোষের ছবি সম্বলিত একটি বড়ফ্লেক্স অনেকদিন ধরেই রয়েছে।

কিন্তু এই জাতীয় ঘটনা আগে কখনো দেখতে পাওয়া যায়নি। এই দিন সকালে এই ফ্লেক্সটি বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে খুলে ফেলা হয়। এই আলকাতরা লাগানোর বিষয়ে থানায় কোন অভিযোগ জমা পড়েনি।

বিজেপি যুবর পক্ষ থেকে এই ঘটনায় বিরোধী পার্টি জড়িত বলে অভিযোগ করা হয়েছে কিন্তু বিজেপির অন্দরমহলের খবর বিগত কয়েক মাস ধরেই এই মন্ডলে নানান মোর্চা ও মন্ডল কমিটির পার্টি নেতাদের মধ্যে ইন্দ্রজিৎ ঘোষের সাংগঠনিক কাজকর্ম নিয়ে ব্যাপক ক্ষোভ রয়েছে এটা তারই বহিঃপ্রকাশ।

এই প্রতিবেদন প্রকাশ করা অব্দি (রাত পর্যন্ত) এই ঘটনাকে কেন্দ্র করে কোন প্রতিবাদ সভা বা মিছিলের আয়োজন করা হয়নি যা প্রমাণ করে এই অঞ্চলে সত্যিই বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে দুর্বল হয়ে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এই মন্ডলের এক বিজেপি কর্মকর্তা জানান," আমাদের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষের বিরুদ্ধে এই মন্ডলে ন্যায় সঙ্গত অনেক অভিযোগ রয়েছে। উনি সঠিকভাবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে দল পরিচালনা করছেন না। হয়তো তার জন্য এই ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনাটা না ঘটানোই উচিত ছিল।" তিনি এই ঘটনায় বিরোধী কোন দলকে দোষ দিতে অরাজি।

ওই পার্টি অফিসে একাধিকবার নানান মিটিংয়ে বিজেপি নেতা ও কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। যা স্থানীয় মানুষ আগেই প্রত্যক্ষ করেছেন। সভাপতি হিসেবে ইন্দ্রজিৎ ঘোষের কার্যকলাপের বিরুদ্ধে যে অভিযোগ নানান সময়ে জেলা অফিসে মৌখিকভাবে জানানো হয়েছে তার ভিত্তিতে ইন্দ্রজিৎ ঘোষের সভাপতিত্ব এর পরেও থাকে কিনা এখন সেটা দেখার।

বর্তমানে ইন্দ্রজিৎ ঘোষকে সরিয়ে যদি সঠিক উপযুক্ত কোন ব্যক্তিকে এই মন্ডলের সভাপতি না করা হয় তবে বিজেপির অধিকাংশ নেতা-কর্মীরা আর এই সভাপতির নেতৃত্বে কাজ করবেন না বলে জানা গিয়েছে।

 # # # তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুললেন তৃণমূলের বিধায়ক  # # ২০২১ এ বিধানসভা নির্বাচনে রাজনীতির বাইরে থেকে এসে প্রথমবার ভো...
10/07/2023

# # # তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুললেন তৃণমূলের বিধায়ক # #

২০২১ এ বিধানসভা নির্বাচনে রাজনীতির বাইরে থেকে এসে প্রথমবার ভোটে দাঁড়িয়েই জয়ী হয়েছেন হুগলি, বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী। বর্তমানে তিনি বলাগড়ের বিধায়ক।

বেশ কিছুদিন ধরে মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন। যেটা খুবই ব্যতিক্রমিক ঘটনা। উল্লেখ্য কুন্তল ঘোষ যিনি স্কুল শিক্ষকতার চাকরি দেওয়ার দুর্নীতিতে বর্তমানে জেল বন্দি তিনিও এই অঞ্চলেরই যুব নেতা ছিলেন।

শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন মনোরঞ্জন ব্যাপারী তাঁর ফেসবুকে কী পোস্ট করেছেন চলুন সেটা হুবহু দেখে নিই - "কী করবো কিছু বুঝে উঠতে পারছি না। এত চোর এত ধান্ধাবাজ যে একটা দলে থাকতে পারে আমার জানা ছিলনা।জানা ছিলনা সেই চোর ধান্ধাবাজগুলো বড় বড় নেতাদের এত প্রিয়।

এক তৃনমূল থেকে বিজেপিতে যাওয়া, আবার ভোটের পরে বিজেপি থেকে তৃনমূলে ফেরা এক নেতা বলাগড়ে এসে প্রেস মিটিং করে গেলেন। আমি বলাগড়ের জনগনের ভোটে নির্বাচিত বিধায়ক। আমাকে তিনি একটা খবর দেবার প্রয়োজন আছে সেটা মনে করলেন না। কারা তাকে ঘিরে বসেছিল বলাগড়ের মানুষ দেখেছেন। তাদের সবাই চেনেন তাই আমি কিছু বলতে চাই না। সব ভোটের বাক্স খুললে বোঝা যাবে। সব জবাব মানুষ ভোটের বাক্সে দেবেন।

সে যা হোক আমি বলতে চাইছি দলের যারা প্রার্থী তাদের নির্বাচন ব‍্যায় বাবদ ছটি অঞ্চলের প্রার্থী পিছু দুহাজার করে টাকা অরিন্দম গুইন মারফত আমাকে দেওয়া হয়েছে। বাকি সাতটি অঞ্চলের টাকা ব্লক সভাপতি নবীন গাঙ্গুলি নিয়ে এসেছে।

আমার লিষ্টের টাকা আমি প্রার্থীকে দিয়েছি। যে কটা বাকি আছে এখন জিরাটে এসে লিষ্ট মিলিয়ে নিয়ে যাবেন। ব্লক সভাপতি যে টাকা এনেছে সে বিলি বন্টন না করলে তার জন‍্য আমি দায়ী নই। আপনারা জেলা সভাপতিকে জানান।"

তিনি ওইদিন আরও পোস্ট করেন - "বলাগর বাসী তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়া গ্রাম সভার সমস্ত প্রার্থী আপনাদের জানাই, যে ছটি অঞ্চলের প্রার্থীদের নির্বাচনী ব‍্যায় বাবদ দল দু হাজার করে টাকা দিয়ে ছিল আজ বেলা আড়াইটার মধ‍্যে সবার সব টাকা আমি বিতরন করে দিয়েছি। আর এক জনের টাকাও আমার কাছে নেই।

বাকি সাতটি অঞ্চলের টাকা নবীন গাঙ্গুলীর কাছে আছে। সে দিলেও ভালো না দিলেও ভালো। ও নিয়ে আমার কিছু বলার নেই। কারো কিছু বলার থাকলে জেলা সভাপতিকে জানান।"

ব্যাপারী বাবু যে মুখ বন্ধ করবেন না, সত্য কথা বলবেন তাও ফেসবুকে পোস্ট করে জানান - "আমার নাম মনোরঞ্জন ব্যাপারী । আমার জিভে তালা মারবে সে তালা আজও তৈরী হয়নি। সত্যের জন্য সব কিছু ত্যাগ করতে রাজি আছি কিন্ত কোন কিছুর জন্য সত্য ন্যায় আদর্শ থেকে বিচ্যুত হবোনা ।"

এর আগেও তিনি আর এক তৃনমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে তৃণমূল থেকে বিজেপি এবং বিজেপি থেকে তৃণমূলে যাওয়া নিয়ে কটাক্ষ করেন।

কয়েকদিন আগে মনোরঞ্জন ব্যাপারী সাংবাদিকদের জানান মমতা ব্যানার্জিকে ভালোবেসেই তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। মমতার নির্দেশেই তিনি সরকারি চাকরি ছেড়েছিলেন। তিনি লেখক মানুষ তাই এই ভোটে দাঁড়ানো তার কাছে পাগলামি ছাড়া আর কিছু না।

সব্যসাচী দত্ত প্রসঙ্গে তিনি বলেন "রাজনীতিবিদরা ভীষণ ধূর্ত হন, তারা নিজেদের স্বার্থে সবকিছুই করতে পারেন।"

 # # #  বন্ধ ক্যামেরায়  ভোট নজিরবিহীন  # # #    নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গের প্রতিটি স্পর্শকাতর বুথে ...
09/07/2023

# # # বন্ধ ক্যামেরায় ভোট নজিরবিহীন # # #
নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছিল পশ্চিমবঙ্গের প্রতিটি স্পর্শকাতর বুথে সিসি ক্যামেরা লাগানো হবে। নিয়মমতো সিসি ক্যামেরা সেগুলোতে লাগানোও হয়েছিল। কিন্তু সকলই বৃথা । অধিকাংশ সিসি ক্যামেরা সচল করা হয়নি। এগুলোর বেশিরভাগের সঙ্গেই বিদ্যুৎ সংযোগ করা হয়নি। ফলে ক্যামেরাগুলো শুধু সাজানো খেলনার মতোই রয়েছিল বুথে বুথে। এই সুযোগে প্রায় এই জাতীয় প্রতিটা বুথেই অবাধে ছাপ্পা ভোট চলেছে বলে বিরোধী পক্ষের অভিযোগ।

সূত্র মারফত জানা গিয়েছে এই ক্যামেরা সচল না করার জন্য অধিকাংশ বিডিও, এসডিও এবং ডিএমদের প্রচ্ছন্ন মদত ছিলো। সিভিল সেক্টর অফিসার এবং প্রিসাইডিং অফিসারদের এ বিষয়ে প্রায় কিছুই করার ছিল না।

নাম প্রকাশে অনিচ্ছুক বারাসতের এক প্রিসাইডিং অফিসার বলেন,"আমার বুথে ক্যামেরা চলেনি। ওই এলাকার প্রায় সব ভোটকেন্দ্রে একই অবস্থা। যদি কোর্টের মাধ্যমে এই ক্যামেরাগুলোর অবস্থা জানতে চাওয়া হয় যে বেছে বেছে স্পর্শকাতর বুথে কেন ক্যামেরা সচল করা হয়নি তবে প্রশাসন বিপদে পড়বে। এই ইচ্ছাকৃত অব্যবস্থার জন্য সেখানে পুনঃনির্বাচন হওয়া উচিত।"

সারা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত বুথেই এমন ছবি দেখা গিয়েছে বলে বিজেপি, বাম, কংগ্রেস ও আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

#

22.06.23-পঞ্চায়েত নির্বাচনে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখালেন সোদপুরে লোকসংস্কৃতি ভবনের ভোট কর্মীদের ...
22/06/2023

22.06.23-পঞ্চায়েত নির্বাচনে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখালেন সোদপুরে লোকসংস্কৃতি ভবনের ভোট কর্মীদের একাংশ।

তাদের দাবি প্রতি বুথে সেন্ট্রাল ফোর্স-এর নিরাপত্তা ছাড়া তারা ভোট গ্রহণ করতে যাবেন না।উল্লেখ্য এইবার জেলায় জেলায় যখন ভোট কর্মীদের ট্রেনিং শুরু হয় তাতে সারা রাজ্যব্যাপী বিক্ষোভ চলছে।

সেন্ট্রাল ফোর্স এর দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে কেসও করেছেন। হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট একাধিকবার সেন্ট্রাল ফোর্স নিয়োগের নির্দেশ দিয়েছেন। যদিও নানা অজুহাতে নির্বাচন কমিশনার এই ফোর্সকে পর্যাপ্ত নিয়োগ করতে অনিচ্ছুক বলে দেখা যাচ্ছে।
সংগ্রামী যৌথ মঞ্চও সেন্ট্রাল ফোর্স-এর দাবিতে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়ছে।

রাজ্যপাল নির্বাচন কমিশনারকে গতকাল বুধবার (21.06.23) তলপ করলেও তিনি রাজ্যপালের কাছে যান নি। রাজ্যপাল নির্বাচন কমিশনারের জয়েনিং লেটার গ্রহণ করেন নি। তাই সম্ভবত আজকেই হয় নির্বাচন কমিশনার স্বেচ্ছায় পদত্যাগ করবেন বা রাজ্যপাল তাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারেন বলে সূত্রের খবর।

সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভোট কর্মী দেবাশীষ রায় বলেন," গত পঞ্চায়েত ভোটে বারাসাতের আমডাঙ্গায় আমাকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। আমি পুলিশের কাছে কোন নিরাপত্তা পাইনি। তাই সব ভোট কর্মীর নিরাপত্তা প্রথমে সুনিশ্চিত করতে হবে।"

 # # # ভোটে পিছু হটছে বিজেপি  # # #কোলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার বিজেপির দুর্দশা পঞ্চায়েত ভোটে নতুন করে দেখতে পাও...
18/06/2023

# # # ভোটে পিছু হটছে বিজেপি # # #
কোলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার বিজেপির দুর্দশা পঞ্চায়েত ভোটে নতুন করে দেখতে পাওয়া গেল।

কলকাতার উপকণ্ঠে এই জেলার ব্যারাকপুর 2 ব্লকে 39 শতাংশ গ্রাম পঞ্চায়েতের সিটে প্রার্থী দিতে পারল না বিজেপি।

এই সাংগঠনিক জেলার খড়দা বিধানসভায় চারটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে মোট 106 টি গ্রাম পঞ্চায়েতের সিটের মধ্যে 41 টি বুথে কোন প্রার্থী দিতে পারেনি বিজেপি।

বিজেপির অন্দরমহলের খবর নানান মোর্চার মধ্যে অন্তর্দ্বন্দ্বে এই জেলায় বিজেপি সেইভাবে শক্তিশালী হতে পারছে না। পুরানো ও যোগ্য কর্মীদের সঠিক সম্মান ও নানান কমিটিতে স্থান না দেওয়ার ফলে অনেক কর্মী নিষ্ক্রিয় হয়ে গেছেন। সেই সঙ্গে রয়েছে নানান গোষ্ঠীদ্বন্দ। তাছাড়া 2021 বিধানসভা ভোট পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস দ্বারা অত্যাচারিত কর্মীদের পাশে বিজেপি নেতৃত্ব দাঁড়াতে পারেনি। তাই সেই সমস্ত কর্মী আজ মাঠে নামছেন না।

বিজেপির অনেক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে বিজেপি শুধু ঘরোয়া বৈঠকে নেতাদের গলায় উত্তরীয় পরাতে ব্যস্ত। নিয়মিত ও নিরবিচ্ছিন্নভাবে জনগণকে কেন্দ্র করে কোনো কর্মসূচি বিজেপি নিচ্ছে না তাই তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মী বলেন 'গণ আন্দোলন ছাড়া কখনোই কোন সংগঠন বড় হতে পারে না। বর্তমানে এই জেলায় তেমন কোন গণ আন্দোলন দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র ছবি তুলে সামাজিক মাধ্যমে দিলেই সংগঠন মজবুত হয় না। জেলা ও মন্ডল পর্যায়ে অনেক নেতার দল পরিচালনা করার যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নেই।' তিনি আরও বলেন, ' জেলা নেতৃত্বের একাংশ তৃণমূলের কাছে নিজেদেরকে বিক্রি করেছেন কিনা তার গ্যারান্টি নেই।'

জেলার প্রাক্তন সভাপতি ও বর্তমান রাজ্য কমিটির নেতা কিশোর কর বলেন, 'তৃণমূল কংগ্রেস সারা রাজ্যের মত এই জেলাতেও নানা সন্ত্রাসের মাধ্যমে আমাদের প্রার্থীদের নমিনেশন জমা দিতে দেয়নি।আমরা মোটেই সাংগঠনিকভাবে দুর্বল নই।'

নিচের তথ্যগুলো দেখে নেওয়া যাক যাতে সুস্পষ্ট হবে বিজেপির সাংগঠনিক অবস্থা

বন্দিপুর গ্রাম পঞ্চায়েত -
মোট সিট 18--বিজেপি প্রার্থী দিতে পারেনি এমন সিটের সংখ্যা 13-- বিনা প্রতিদ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা 2

পাতুলিয়া গ্রাম পঞ্চায়েত-
মোট সিট 30-- বিজেপি প্রার্থী দিতে পারেনি এমন সিটের সংখ্যা 16--বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা 6

বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েত-
মোট সিট সংখ্যা 28-- বিজেপি প্রার্থী দিতে পারেনি এমন সিট সংখ্যা 4-- বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেসের সিট সংখ্যা 3

বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েত
মোট সিট 30-- বিজেপি প্রার্থী দিতে পারেনি এমন সিট সংখ্যা 8- বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী-00

পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতে ছয়টা সিটে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে যা তাদের ক্ষেত্রে এক সাফল্য বলে মনে করা হচ্ছে। এখানে কংগ্রেস, বাম ও বিজেপির দুর্দশা সুস্পষ্ট।

18/06/2023

ভোট কর্মীদের বিক্ষোভ, চিন্তায় নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোট ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এই ভোট সুসম্পন্ন করার জন্য সারা রাজ্যব্যাপী ভোট কর্মীদের ট্রেনিং চলছে।
ভোট কর্মীদের সংগঠন ' সংগ্রামী যৌথ মঞ্চ' দাবি করেছে তারা সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা ছাড়া ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করতে যাবে না।

আজ 18 ই জুন, রবিবার , বহরমপুর কলিজিয়েট স্কুলে ভোট কর্মীদের ট্রেনিং চলাকালীন সেখানে এই সংগঠনের পক্ষ থেকে মিছিল করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে প্রায় সমস্ত ভোট কর্মী সামিল হন।

উল্লেখ্য যৌথ সংগ্রামী মঞ্চ কলকাতা হাইকোর্টে প্রতিটি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের মোতায়েন করার জন্য ইতিমধ্যেই কেস করেছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এই কেসকে নিয়ে গিয়েছে যার শুনানি সোমবার বা মঙ্গলবার হতে পারে বলে সূত্রের খবর। এই সংগঠন সুপ্রিম কোর্টেও কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের দাবিতে লড়বে বলে জানিয়েছে।

সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম সদস্য ও ভোট কর্মী তাপস মন্ডল বলেন,' আমরা আর রাজকুমার হতে চাই না। ভোট কর্মী ও ভোটারদের নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মী চাই। তা নাহলে একজনও ভোট গ্রহণ করতে যাব না। ইতিমধ্যে আমাদের এই দাবি রাজ্য নির্বাচন কমিশনকে লিখিতভাবে একাধিকবার জানিয়েছি।' এছাড়া তিনি আরো জানান,' রবিবার কেন এই ট্রেনিং হচ্ছে এই বিষয়ে আমরা আমাদের ক্ষোভের কথা ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত আধিকারিককে জানিয়েছি।'

বিরোধীদের বাড়িতে বাড়িতে হুমকি: অভিযুক্ত তৃণমূল   18.06.2023- পঞ্চায়েত ভোটে বিরোধী বিজেপি এবং বাম প্রার্থীদের বাড়িতে ...
18/06/2023

বিরোধীদের বাড়িতে বাড়িতে হুমকি: অভিযুক্ত তৃণমূল

18.06.2023- পঞ্চায়েত ভোটে বিরোধী বিজেপি এবং বাম প্রার্থীদের বাড়িতে বাড়িতে গভীর রাতে নমিনেশন প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ করছেন বিজেপি ও বাম প্রার্থীরা।

ব্যারাকপুর 2 বিডিও অফিসের অন্তর্গত বিলকান্দা 1 ও বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতের একাধিক বিরোধী প্রার্থীর বাড়িতে রবিবার ভোর বেলায় হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।

বিলকান্দা 2 গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম) প্রার্থী গৌরাঙ্গ নন্দী জানান " রবিবার রাত দুটো থেকে আড়াইটা নাগাদ কুড়ি থেকে পঁচিশ জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারী আমার বাড়িতে এসে পঞ্চায়েত ভোটে নমিনেশন প্রত্যাহার করার কথা বলে যায় তা না হলে আমার বাড়ি ভাঙচুর করা হবে এবং আমাকে প্রাণনাশের হুমকিও দেয় তারা। আমরা চিন্তায় আছি। এই কি পশ্চিমবঙ্গে গণতন্ত্র?"

সূত্রের খবর বিলকান্দা 1 গ্রাম পঞ্চায়েতে সিপিআই(এম) প্রার্থী শাকিল আনসারীর বাড়িতেও এইভাবে হুমকি দেওয়া হয়েছে।এছাড়া এই দুই পঞ্চায়েতে বেশিরভাগ বিজেপি প্রার্থীর বাড়িতেও হুমকি চলছে বলে বিজেপি থেকে জানানো হয়েছে। এর উদ্দ্যেশ্য যাতে বিনা প্রতিদ্বিতায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে।

উল্লেখ্য 2018 পঞ্চায়েত নির্বাচনে ব্যারাকপুর 1 ও ব্যারাকপুর 2 ব্লকের 14 টা পঞ্চায়েতে বেশিরভাগ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন। সেইবারেও তারা বিরোধীদের নমিনেশন জমা দিতে বাধা দিয়েছিলেন এবং যারা নমিনেশন জমা দিয়েছিলেন তাদের নমিনেশন হুমকি দিয়ে প্রত্যাহ করতে বাধ্য করেছিলেন।

সারা ব্যারাকপুর জুড়ে এই হুমকি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবার দুপুর তিনটে পর্যন্ত প্রার্থী পদ প্রত্যাহারের শেষ সময়সীমা। সেদিন পর্যন্ত এই হুমকি, হেনস্থা ও বাড়ি ভাঙচুর আরও জোরদার হবে বলে বিরোধী সব পক্ষ মনে করছেন।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Our Star News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Star News:

Share