12/03/2024
CAA,জানুন কীভাবে নাগরিক হবেন।
চালু হলো নতুন আইনে অতিরিক্ত ধারায় নাগরিকত্ব লাভের পোর্টাল
১১.০৩.২৪ ভারত সরকার গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে CAA সারা দেশে চালু করলো। কিভাবে আবেদন করবেন? কোথায় আবেদন করবেন? কি কি নিয়ে আবেদন করবেন? কারা আবেদন করবেন? রইল তার ডিটেল
পয়েন্ট-১
ভারত সরকার সারা দেশে CAA ঘোষণা করেছে। CAA -এর ফুল ফর্ম হল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট।
সহজ ভাবে - ১৯৭১ থেকে ২০১৪ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, খ্রীষ্টানদের জন্য ভারতীয় নাগরিক হওয়ার বড় সুযোগ৷
পয়েন্ট -২
কোথায়, কিভাবে অ্যাপ্লাই করবেন?
indiancitizenshiponline.nic.in (সম্ভাব্য)
এই ওয়েব সাইটে অনলাইনে আবেদন করবেন৷
পয়েন্ট -৩
কিভাবে আবেদন করবেন?
- ওয়েবসাইটটি ক্লিক করে খুললেই
প্রথম পেজে স্ক্রল করে নীচে গেলে
- ‘Registration As a Citizen of India Under Section 5(1)(a) of the Citizenship Act, 1955 Made by a person of Indian Origin’
বলে যে অপশনটা পাবেন, তার নীচে থাকছে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। কী কী ডকুমেন্টস লাগবে তার সমস্ত ডিটেল পাবেন।
পয়েন্ট-৪
এবার এই ডিটেলস্ পড়ে নিয়ে স্ক্রল করে নীচের দিকে নামলে পাবেন
Apply Online অপশন।
এটাই ক্লিক করে নিতে হবে। এখানে একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। (এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিন) যেরকম চাকরির পরীক্ষায় হয়। এবারে এই অ্যাপ্লিকেশনে ক্লিক করে পর পর নিজের নাম ঠিকানা, আগে কোনও ক্রিমিনাল রেকর্ড আছে কিনা এসব তথ্য দিতে হবে৷
পয়েন্ট-৫
এরপর পেজ স্ক্রল করে নেমে আসুন Photo/Documents অপশনে। এখানে আবেদনকারীকে নিজের ছবি ও যে যে সাপোর্টিং ডকুমেন্টস চাওয়া হয়েছে সেগুলো আপলোড করতে হবে (যে রকমটা আমরা চাকরি পরীক্ষার ফর্মে করে থাকি।)
পয়েন্ট-৬
এবার View Application এ বলে একটি অপশন পাবেন এখান থেকে আপনার করা পুরো অ্যাপ্লিকেশনটা একবার /দু'বার ভালোভাবে চেক করে নিতে হবে৷ দেখে নিতে হবে নামের বানান বা তথ্যে কোনও ভুল যাতে না থাকে। ভুল থাকলে এডিট অপশনে গিয়ে সেটা ঠিক করে নিতে হবে৷
পয়েন্ট-৭
অ্যাপ্লিকেশনটা ভালোভাবে চেক করা হয়ে গেলে SUBMIT অপশনে ক্লিক করে দিতে হবে। এরপর কিন্তু আর কোনওভাবেই অ্যাপ্লিকেশনের কোনও ভুল শোধরানো যাবে না। তাই সাবমিটের আগে ভালো করে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখতে হবে।
পয়েন্ট-৮
অ্যাপ্লিকেশন সাবমিট করার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে একটা ফাইল নম্বর জেনারেট হবে আপনার অ্যাপ্লিকেশনের জন্য। এটা আপনার জন্য নির্দিষ্ট এটা মনে রাখুন, লিখে রাখুন, স্ক্রিনশট নিয়ে রাখুন, প্রিন্ট নিয়ে রাখুন (পরে কাজে লাগবে) । এবার এটা Close অপশন আসবে৷ সেটাতে ক্লিক করলে স্ক্যান করা ডকুমেন্ট আপলোড অপশন আসবে, ডকুমেন্ট আপলোড হয়ে গেলে 'প্রিন্ট অ্যাপ্লিকেশন' অপশন আসবে। অবশ্যই প্রিন্ট নিয়ে রাখুন৷
পয়েন্ট-৯
এবার অনলাইন পেমেন্ট অপশনে গিয়ে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড (ATM CARD), ইউপিআই এসব অপশনের যেটাতে আপনার সুবিধা তা দিয়ে অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পূর্ণ হয়ে গেলে একটা পেমেন্ট ডান-এর প্রিন্ট আউট নিয়ে রাখুন (পরে কাজে লাগবে)
পয়েন্ট-১০
অনলাইন অ্যাপ্লিকেশনের কপিটা এবং তার সঙ্গে যা যা সাপোর্টিং ডকুমেন্টস দিয়েছেন সেগুলো নিয়ে আপনার জেলাশাসক অফিসে গিয়ে জমা দিতে হবে।
পয়েন্ট-১১
ভেরিফিকেশন পর্ব-
সরকার আপনার জমা দেওয়া সমস্ত নথি মিলিয়ে দেখে আপনার ঠিকানায় একটা চিঠি পাঠাবে, মেইল ও আপনার রেজিস্টার মোবাইলেও একই বিষয়ে একটি SMS আসবে। সেই SMS-এ আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন ক্যাটাগরিতে আপনি ভারতীয় নাগরিকত্ব পাচ্ছেন। ওই চিঠি/মেইল/এসএমএস পাওয়ার পর অনলাইনে ( indiancitizenshiponline.nic.in) আর একবার সেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে হবে৷ (সম্ভাব্য)
পয়েন্ট-১২
এরপরই আপনার অ্যাপ্লিকেশন আরও একবার ভেরিফাই করবে সরকার। তারপরই কয়েকদিনের ব্যবধানে আপনাকে একটি নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হবে ভারত সরকারের পক্ষ থেকে।
বি দ্রঃ - CAA এর মাধ্যমে নাগরিকতা পাওয়ার আবেদন করতে গিয়ে আপনার মনে যে ধরনের সম্ভাব্য প্রশ্ন উঠতে পারে তার একটা FAQ মানে প্রশ্ন তালিকা ও তার উত্তর এই ওয়েবসাইটেই ভারত সরকার আগাম দিয়ে রেখেছে, সেগুলোও পড়ে নিতে পারেন৷
CAA কাউকে দেশ ছাড়া করার আইন নয়। বরং দেশে যাতে আইন মেনে ভালো ভাবে থাকা যায় তার আইন।
বিদ্রঃ-তাড়াহুড়ো করে এখনই ওয়েবসাইটে ঢুকে অ্যাপ্লিকেশন করতে যাবেন না৷ আর কিছুদিন অপেক্ষা করুন, ভোট যাক।
#সিএএ