CSM MEDIA

CSM MEDIA Media News-Stories | Sports News-Stories Pictures-Video-Interviews

03/09/2025

"সীমা পাহুজাদের সিবিআই এর চাকরি থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল! আরজি করের তদন্ত শেষ করে দিয়েছে ওরা। কার বা কাদের প্রভাবে করেছে জানিনা তবে কোনো তদন্তই করেনি।
অন্যদিকে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে জবাব দিতে হবে উনি কার কোথায় আরজি মামলা হাইকোর্ট থেকে নিজের হাতে নিয়ে শেষ করে দিলেন। মামলাটাকে শেষ করার জন্যই উনি হাইকোর্ট থেকে তুলে নিয়েগিয়েছিলেন । বাংলার মানুষের কাছে ওনাকে জবাব দিতে হবে!"
-প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি

03/09/2025

মুখ্যমন্ত্রীর আত্মীয়া আছে বলে গ্রূপ সি ও ডি'র দাগীদের নাম প্রকাশ করছেনা! শুধু তাই নয় সেই কারণেও এই সি ও ডি'দের জন্য উনি ভাতা ঘোষণা করে দিয়েছিলেন!

চার হাজার কোটির দুর্নীতির মধ্যে শুভেন্দুর একারই হাজার কোটির বেশি!সেদিন মেহবুব সহ যারা দিল্লি গিয়েছিলো তাদের ব়্যাঙ্ক জাম...
02/09/2025

চার হাজার কোটির দুর্নীতির মধ্যে শুভেন্দুর একারই হাজার কোটির বেশি!
সেদিন মেহবুব সহ যারা দিল্লি গিয়েছিলো তাদের ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া বলেছিলেন শুভেন্দু অধিকারী! এখন সেই ব়্যাঙ্ক জাম্পদেরই চাকরি বাঁচানোর জন্য বিধানসভায় বিল আনার কথা বলছেন শুভেন্দু! কি কিউট তাই না! মানুষের স্মৃতিশক্তি খুবই কম তাই সেভেন্দুর ধাপ্পাবাজি ঠিক ধরতে পাচ্ছেনা!

02/09/2025

শিক্ষামন্ত্রী পন্ডিত সুলভ মন্তব্য করলেন না নাটকীয় রসিকতা করলেন তা আমার কাছে পরিষ্কার নয়। আবার শারদ উৎসবের সময় গোটা শহর জুড়ে বাঁশ বাধা! গাড়ি চলতে পারছেনা। সেখানে একটা মন্ডপ থাকলে সেনার কি ক্ষতি হতো জানিনা। সেনা এতো তৎপর হয়ে একাজ করে মন্ত্রী মহাশয়কে এমন মন্তব্য করার সুযোগ কেন করে দিলেন তা ভেবেও আমি বিভ্রান্ত!

এই খবরটা কিন্তু কোনো মিডিয়া দেখায়নি! ভাবা যায়! সত্যি কত কাজের মানুষ বিশ্বগুরু!
02/09/2025

এই খবরটা কিন্তু কোনো মিডিয়া দেখায়নি! ভাবা যায়! সত্যি কত কাজের মানুষ বিশ্বগুরু!

আর কত বিজেপি তৃণমূলের গড়াপেটা নাটক দেখবে মানুষ!কি অদ্ভুত মিল তাইনা! সেদিনও তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল আজ সেই একই...
02/09/2025

আর কত বিজেপি তৃণমূলের গড়াপেটা নাটক দেখবে মানুষ!
কি অদ্ভুত মিল তাইনা! সেদিনও তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করা হয়েছিল আজ সেই একই কাজ করা হলো! দুটোই কেমন যেন রহস্যজনক! মানুষকে বিভ্রান্ত করা! আর কত বিজেপি তৃণমূলের গড়াপেটা নাটক দেখবে মানুষ!
ভালো করে দেখুন! সেনার গাড়ি বাঁ দিক ঘেঁষে দাঁড়িয়ে ছিল। কমিশনারের গাড়ি আসতেই সেটা এগোতে শুরু করলো ডান দিকে কিছুটা মুখ ঘুরিয়ে। কমিশনারের গাড়ি ডান দিক দিয়ে ওভারটেক করে চলে গেলো। জানিনা ডান দিক দিয়ে ওভারটেক করার ট্রাফিকের নিয়ম আছে কিনা। তারপরে হটাৎ শুরু হলো কাহিনী। গন্ধটা কেমন সন্দেহজনক নয় কি!

02/09/2025

এরাজ্যে আসল এবং একমাত্র দাগি একজনই! কারণ এরাজ্যে একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট! ওই একটা দাগির জন্য আজ এতো দাগি শিক্ষক ধরা পড়ছে! চাকরি উনি না দিলে সামনে ভোট আসছে। হাত পীত ওনাকে মানুষের কাছে যেতে হবে।

সমাজমাধ্যমে রাহুল গান্ধীর পিছনে মোদী! কোনো রাজনৈতিক দলের তথ্য নয়! বাস্তব তথ্য।
02/09/2025

সমাজমাধ্যমে রাহুল গান্ধীর পিছনে মোদী! কোনো রাজনৈতিক দলের তথ্য নয়! বাস্তব তথ্য।

শুভেন্দু সেদিন বলেছিলেন সিপিআইএম ও বিজেপি খুন করেছে নান্টু প্রধানকে! অথচ এলাকায় শোনা যায় শুভেন্দু জড়িত!নান্টু প্রধানকে ক...
02/09/2025

শুভেন্দু সেদিন বলেছিলেন সিপিআইএম ও বিজেপি খুন করেছে নান্টু প্রধানকে! অথচ এলাকায় শোনা যায় শুভেন্দু জড়িত!
নান্টু প্রধানকে কে খুন করছিলো তদন্ত করে দেখা হোক! এলাকার লোকজন বলে নিয়োগ দুর্নীতিতে যুক্ত নান্টুর খুনের পিছনে শুভেন্দু অধিকারী ছিলেন। সেদিন খুনের ওর শুভেন্দু বলেছিলেন সিপিআইএম এবং বিজেপি চক্রান্ত করে নান্টুকে খুন করেছে। কিন্তু তার প্রকৃত তদন্ত আর হলোনা কেন। উল্লেখ, আঠারো সালে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ব্লকের মোবারকপুরে খুন হয়েছিলেন তৃণমূলের উপপ্রধান নান্টু প্রধান। চাকরি চুরির সঙ্গে জড়িত থাকার প্রমান মেলে। বহু মানুষ পরে নান্টুর বাড়িতে টাকা ফেরত নিতে এসেছিলো বলেও অভিযোগ। কিন্তু পার্থ ঘনিষ্ঠ বলে চালিয়ে দেন শুভেন্দু।
ছবি : সেদিন চাকরি চোর নান্টুর মূর্তি বসানো হয়েছিল এই শুভেন্দুদেরই নেতৃত্বে।

নিয়োগ দুর্নীতিতে জড়িত জেলার তৃণমূল নেতৃত্ব। জড়িত রাজ্যের বিরোধী দলনেতাও। স্বীকার করে কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের!“...
02/09/2025

নিয়োগ দুর্নীতিতে জড়িত জেলার তৃণমূল নেতৃত্ব। জড়িত রাজ্যের বিরোধী দলনেতাও। স্বীকার করে কান ধরে ওঠবস তৃণমূল কাউন্সিলরের!

“আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে সমস্ত নেতা টাকা নেওয়ার পরেও মুখ খুলছেন না এবং বিরোধী দলনেতা শুভেন্দুবাবু যে বড় বড় ভাষণ দিচ্ছেন, তার একমাত্র কারণ আমাদের নেতৃত্বের মুখ না খোলা। তাঁদের হয়ে মানুষের কাছে আমি ক্ষমা চাইছি।’’

02/09/2025

পুলিশ ও সেনাকে হাসির খোরাকে পরিণত করছে তৃণমূল ও বিজেপি!
ভোটের জন্য এমন নোংরামি বিশ্বের কোথাও হয়না!

02/09/2025

"আপনি ভাঙা হাতেই যা চুরি করেছেন, হাত গোটা থাকলে কত চুরি করতেন কে জানে!"
"আপনার মাথায় কে মেরেছিলো কতগুলো সেলাই পড়েছিল বা ব্রেনের অপারেশন হয়েছিল কিনা জানা নেই তবে অপারেশন হলে সেটা যে সফল হয়নি তা আপনার কথাবার্তা ও কাজকর্মেই বোঝা যায়! আর ভাঙা হাতেই যা চুরি করেছেন, হাত গোটা থাকলে কত চুরু করতেন কে জানে!"

Address

M.T.Road
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when CSM MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category