03/09/2025
"সীমা পাহুজাদের সিবিআই এর চাকরি থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল! আরজি করের তদন্ত শেষ করে দিয়েছে ওরা। কার বা কাদের প্রভাবে করেছে জানিনা তবে কোনো তদন্তই করেনি।
অন্যদিকে সুপ্রিমকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে জবাব দিতে হবে উনি কার কোথায় আরজি মামলা হাইকোর্ট থেকে নিজের হাতে নিয়ে শেষ করে দিলেন। মামলাটাকে শেষ করার জন্যই উনি হাইকোর্ট থেকে তুলে নিয়েগিয়েছিলেন । বাংলার মানুষের কাছে ওনাকে জবাব দিতে হবে!"
-প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি