মর্নিং Time

মর্নিং Time Voice of People

05/04/2025

বাংলাদেশের স্যাটেলাইট থেকে মুজিবর রহমানের ও মেট্রোরেল থেকে হাসিনার নাম মুছে ফেলতে পারতেছে না বাংলাদেশের উপদেষ্টারা। সেই রকম ইরেজার কই

02/04/2025

ব্রুসেলায় দ্বিতীয়বার সংক্রমিত প্রাণীকর্মী মল্লিকার হাহাকার, " আমি কি আর কোনোদিন সুস্থ হব না? আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম..."

পার্থসারথি সেনগুপ্ত

টিকাকরণের সময় হাতে ইনজেকশনের সিরিঞ্জের ছুঁচ ফুটে এক প্রাণী কর্মী ব্রুসেলাতে আক্রান্ত হয়েছেন বলেই সরকারি সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগর ব্লকের তালপুকুর গ্রামে। সূত্রে খবর মল্লিকা ঘোষ (৪৪) নামে ওই প্রাণী মৈত্রী সম্প্রতি তাঁর
এলাকার একটি বাড়িতে গবাদি পশুকে ব্রুসেলার টিকা দিতে গিয়েছিলেন। তখনই এই দুর্ঘটনা ঘটে। টিকা দেওয়ার সময় বাছুরের মালিক সেটিকে ধরেও ছিল। কিন্তু পশুটি খুব জোরে নড়ে চড়ে ওঠায় ভ্যাকসিন ভর্তি সিরিঞ্জের ছুঁচ সজোরে মল্লিকার হাতে ফুটে যায়। জানা গিয়েছে, সেই সময় মুখে মাস্ক থাকলেও তাঁর হাতে কোনো গ্লাভসও ছিল না। হাত থেকে ঝর ঝর করে রক্ত পড়তে শুরু করে। আহত অবস্থাতেই অবশ্য তিনি টিকাকরনের কাজ শেষ করেন।

এই ঘটনার দিনকয়েক পরেই ওই মহিলা কলকাতায় এসে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে রক্ত পরীক্ষা করান। ট্রপিক্যাল থেকে ১০ মার্চ দেওয়া রক্ত পরীক্ষার রিপোর্ট অনুযায়ী মল্লিকা ব্রুসেলা পজিটিভ। এরপর তিনি ট্রপিক্যালে এসে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন। তাঁর ব্রুসেলার চিকিৎসাও শুরু হয়েছে। ট্রপিক্যালের চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী তিনি ওষুধ খাওয়াও শুরু করেছেন।

উল্লেখ্য, এর আগেও ব্রুসেলা টিকাকরনের সময় এই প্রাণী কর্মীর হাতে সিরিঞ্জের ছুঁচ ফুটেছিল। যদিও সেই সময় তাঁর হাতে গ্লাভস পরা ছিল। সেই সময়ও স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে রক্ত পরীক্ষা করানোর পর দেখা যায় তিনি প্রাণী বাহিত এই রোগটিতে সংক্রমিত হয়েছেন। এরপর দীর্ঘ চিকিৎসার পর তিনি " সুস্থ " হন। যদিও মল্লিকা জানিয়েছেন, তারপরও অবশ্য তাঁর শরীরে ব্রুসেলার বেশ কিছু লক্ষণ যেমন সারা শরীরে ব্যথা ও আড়ষ্ট ভাব পুরোপুরিই নিরাময় হয় নি। ব্যথার প্রকোপ বেশি শিরদাড়া ও সংলগ্ন অংশে। তাঁর শরীর দুর্বলতার ঘোরও থেকেই গিয়েছে।

দ্বিতীয়বার ইনজেকশনের সিরিঞ্জ ফুটে ব্রুসেলা আক্রান্ত হওয়ার পর দুশ্চিন্তায় রাতের ঘুম ছুটে গিয়েছে মল্লিকার । তাঁর একটাই প্রশ্ন, " আমি কি আর কোনো দিন সুস্থ হবো না? আমি কিন্তু বাঁচতে চেয়েছিলাম।" এই প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্রুসেলা বিশেষজ্ঞ ড.শতদল দাসের মতে," সাধারণ ভাবে ব্রুসেলা সংক্রমণ যখন কারোর "অ্যাকিউট" হয়ে যায়, তখন তাঁর মধ্যে বারে বারে সংক্রমণের প্রকোপ নজরে আসে। এরকমও দেখা যায় প্রাথমিক ভাবে প্রাণী বাহিত এই রোগটিতে কোনো ব্যক্তি আক্রান্ত হওয়ার পর কিছুদিন ওষুধ খাওয়ার জেরে তিনি সাময়িকভাবে ' সুস্থ ' হয়ে গেলেও ফের সংক্রমিত হচ্ছেন। এক্ষেত্রে তাঁর শরীরে জীবাণু রয়ে যাচ্ছে।"

শতদলবাবুর সংযোজন, " ব্রুসেলার জীবাণু একবার মানুষের শরীরে এলে বার বার সংক্রমিত হওয়ার আশঙ্কা নস্যাৎ করা যায় না। এটাও ঘটনা যেখানে অন্য রাজ্যগুলিতে ব্রুসেলা সংক্রমণের হার তেমন একটা উল্লেখযোগ্য নয়, সেই তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে গত প্রায় চার বছর ধরে ধারাবাহিক ভাবে একটি বিশেষ পেশাদারী গোষ্ঠী অর্থাৎ প্রাণী কর্মীরা শয়ে শয়ে রোগটিতে সংক্রমিত হচ্ছেন। এক মহিলা প্রাণী কর্মী সহ একাধিক জন মারাও গিয়েছেন। যাঁরা আগে সংক্রমিত হয়েছিলেন, তাঁরা আবার সংক্রমণের শিকার হচ্ছেন।" তাঁর প্রস্তাব, " রাজ্য সরকারের তরফেও ধারাবাহিক ভাবে নজরদারি চালানো দরকার। এই পেশার মানুষদের নিয়মিত রক্ত পরীক্ষা করানো, বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চিকিৎসার ব্যবস্থা বা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার প্রয়োজনে এই প্রান্তিক মানুষগুলির জন্য পুষ্টিকর খাদ্যের সংস্থান ইত্যাদি খুবই জরুরি। একটি দীর্ঘস্থায়ী প্রটোকল গড়ে না এগোলে এই রাজ্যে জন স্বাস্থ্যের ক্ষেত্রে এই রোগ বড় ধরনের বিপদের কারণ হয়ে উঠতে পারে। "

পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ কর্মী অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সৌমিত্র মন্ডলের অভিযোগ, " রাজ্য সরকার ঠিক মত সুরক্ষা সরঞ্জাম না দেওয়াতেই বার বার সংক্রমণ ছড়াচ্ছে। প্রাণী কর্মীদের জীবন সংশয় হচ্ছে। সব মিলিয়ে এটা জন সমাজের পক্ষেও হানিকর।" তিনি বলেন, " ভুলে গেলে চলবে না, পাঁচের দশকে ঠান্ডা যুদ্ধের সময় আমেরিকার সেনা বাহিনী কামানের গোলার মধ্যে ব্রুসেলার জীবাণু ভরে গেল জৈব অস্ত্র বানিয়েছিল। পরে অবশ্য এই নিয়ে গোটা মার্কিন যুক্ত রাষ্ট্রে আলোড়ন শুরু হওয়ায় সেগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়। "

LALBAZAR HIGHLIGHTS The Pursuit and Capture of Kartick DasOn the 21st of January, immediately after committing his crime...
02/04/2025

LALBAZAR HIGHLIGHTS

The Pursuit and Capture of Kartick Das

On the 21st of January, immediately after committing his crime, Kartick Das fled the scene, moving from place to place in an attempt to evade arrest. For several days, he remained on the run, carefully avoiding any suspicion while constantly changing locations. However, his escape came to an end due to the vigilance and bravery of one determined citizen. His photograph had been shared by on social media and a reward had been announced for any information regarding his wherabouts.

Said lady, a keen observer and a responsible citizen, spotted Kartick Das inside a bus. Recognizing him, she did not hesitate to act and informed the officers of Haridevpur PS. Demonstrating immense courage, she discreetly followed the accused as he got down at Howrah Bus Stand and proceeded toward Howrah Station.

Understanding the criticality of the moment, lady took a short video of the suspect, confirming his identity and location. With this crucial information, Inspector Tapojyoti Das, in charge of Howrah GRPS, and his team sprang into action. They successfully intercepted Kartick Das among thousands of commuters. Following the interception, officers from Haridevpur Police Station arrived and formally arrested Kartick Das.

This operation stands as a testament to the power of citizen vigilance and seamless police coordination. Her courage and quick thinking played a crucial role in ensuring that justice was served. Hence she was generously rewarded.

Rewarded to braver ledy one certificate and money.

LALBAZAR H8GHLIGHTSActing upon an information from credible source  and subsequent technical support a team of Narcotic ...
29/03/2025

LALBAZAR H8GHLIGHTS

Acting upon an information from credible source and subsequent technical support a team of Narcotic cell ,DD on 29.03.2025 at 9:30 hrs. succeeded to intercep 04 persons on the eastern side footpath of New Road, near Dharmatala Govt. Bus Stand beside a temporary tyre repairing shop, PS - Maidan, Kolkata - 69 and recovered and seized total 65.437 Kgs G***a from joint and conscious possession of the said persons and arrested the following four persons for supplying the said G***a from Angul, Odisha to their destination at kolkata,
1. Arun Biswas (34)
S/O - Lt. Srimanta Biswas of Vill - Kumri Panchanna Mile, P.O. - Tarapur, PS - Hogalberia, Dist - Nadia.
2. Sujoy Bairagya (41)
S/O - Lt. Raghunath Bairagya of Vill - Khaspur Ghoshpara, PS - Tehatta, Dist - Nadia.
3. Subodh Sarkar (41)
S/O - Dhiren Sarkar
Vill - Kumri Panchanna Mile, P.O. - Tarapur, PS - Hogalberia, Dist - Nadia and
4. Tapan Kumar Biswas (62), S/O- Lt. Ranupada Biswas of Vill - Radhanagar, P.O. - Gopinathpur, PS - Palashi, Dist - Nadia

28/03/2025

বাংলাদেশের ছাত্র ছাত্রীদের প্রতিদিন হাসিনা ও আওয়ামীলীগ উচ্চারণ না করলে পেটের ভাত হজম হয় না। মেধাহীন সারা দেশ।
কর্ম দিবস নাই, আছে শুধু কুৎসিত ভাষায় গালিগালাজ করা।

27/03/2025

আমেরিকার চালে ভারত পা না দেওয়ায় ক্ষুব্ধ ইউএস. ভারতের আর এক চালে আমেরিকার আর্থিক ব্যবস্থায় ধ্বস নামতে পারে। কঠিন চিন্তায় ইউএস সহ কয়েকটি দেশ।

27/03/2025

বাংলাদেশের সামরিক শাসন , আওয়ামীলীগ এর প্রত্যাবর্তন, ইউনুসের পলায়ন, বিএনপি-জামাতের খেল খতম, বাংলাদেশ - ভারত মৈত্রীবন্ধন।

Address

Kolkata
700039

Alerts

Be the first to know and let us send you an email when মর্নিং Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share