Oliullah Mondal

Oliullah Mondal I will be your sewing pattern maker for any type of apparel grading

With This Mummy Sews  – I just got recognized as one of their top fans! 🎉
22/04/2025

With This Mummy Sews – I just got recognized as one of their top fans! 🎉

Caption plz
26/03/2025

Caption plz

https://www.fiverr.com/s/zWKye3R
26/02/2025

https://www.fiverr.com/s/zWKye3R

For only $5, Oliullahmond996 will run CEO keyword research and optimize your garment pattern. | Hi there! Welcome to my profile. I am **OLIULLAH MONDAL**, a professional CAD pattern maker specializing in **Pattern Development** and **Grading**. With years of experience | Fiverr

বিজেপি এবং আরএসএস সরাসরি মনমোহন সিং সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারছিল না। ইউপিএ-২ কে বদনাম করার জন্য আরএসএস অন্না হাজার...
09/02/2025

বিজেপি এবং আরএসএস সরাসরি মনমোহন সিং সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারছিল না। ইউপিএ-২ কে বদনাম করার জন্য আরএসএস অন্না হাজারে আন্দোলনকে উৎসাহিত করেছিল।

অরবিন্দ কেজরিওয়াল সেই অন্না হাজারে আন্দোলনেরই একটি উৎপাদ। তিনি তাঁর গুরুকে বিশ্বাসঘাতকতা করে রাজনীতিতে প্রবেশ করেন।

২০১৩ সালে দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পর, অরবিন্দ কেজরিওয়াল অহংকারী হয়ে ওঠেন। ২০১৪ সালে তিনি দুর্নীতিগ্রস্ত নেতাদের একটি তালিকা প্রকাশ করেন,

যেখানে মুলায়ম সিং যাদব, শরদ পাওয়ার, রাহুল গান্ধী, মায়াবতী এবং অন্যান্য নেতাদের দুর্নীতিগ্রস্ত বলে অপমান করা হয়।

অহংকারী কেজরিওয়াল কখনও তাঁর দলে ওবিসি, এসসি, এসটি নেতাদের নেতৃত্বকে অগ্রাধিকার দেননি। সন্দীপ বাল্মীকি ও রাজেন্দ্র পাল গৌতমকে দল ছাড়তে বাধ্য করা হয়।

২০২৪ সালে যখন অহংকারী কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তখন তিনি ইন্ডিয়া জোটকে ব্যবহার করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি।

আরএসএস-বিজেপি তাদেরই বি-টিম আম আদমি পার্টিকে দিল্লিতে পরাজিত করে।

পুরো দিল্লি বিধানসভা নির্বাচন ছিল এ-টিম বনাম বি-টিমের মধ্যে লড়াই।

23 এ জানুয়ারি না থাকলে 26 জানুয়ারি কি তা হয়তো জানতাম না
23/01/2025

23 এ জানুয়ারি না থাকলে 26 জানুয়ারি কি তা হয়তো জানতাম না

কুমড়া ফুল 🌼ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার প...
15/10/2024

কুমড়া ফুল 🌼
ইউরোপে যার মূল্য ১.৯৯ ইউরো। বাংলা টাকায় যার মূল্য প্রায় (২৫৮) টাকা হয়। তবে স্থান বদলের মধ্যে, আপনিও রাস্তার পাশে পড়ে থাকা কুমড়া ফুলের মতো মূল্যহীন।

বর্তমানে আপনি যে স্থানে আছেন তাতে যদি আপনি মূল্যহীন হয়ে থাকেন, তাহলে সুযোগ বুঝে স্থান পরিবর্তন করে ফেলুন।দেখবেন আপনার মূল্য ঠিক এই সুপার শপের কুমড়া ফুলের মতো বেড়ে যাবে। স্থান,কাল,পাত্র ভেদে অনেক সময় অনেক কিছুর মূল্য অনেক বেশি বেড়ে যায়। সঠিক সময়ে স্থান পরিবর্তন করাটাই জরুরি।

11/08/2024

১. যত বেশী তুমি মূল্যবান হবে, মাথায় রেখো তত বেশী তুমি সমালোচনার পাত্র হবে- নেলসন ম্যান্ডেলা

২. জীবন এক দীর্ঘ যাত্রাপথ সেটা মাথায় রেখে এগিয়ে যাও।

৩. তোমার লক্ষ এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই।

৪. যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকুরি পাওয়া হবে, ততদিন সমাজে শুধু চাকরই জন্মাবে, মালিক নয়।

৫. ভূল তখই ক্ষমাযোগ্য যখন কেউ সেটাকে সত্য বলে স্বীকার করে নেয়- ব্রুস লি।

৬. ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল, যা প্রতিটি মানুষের চেষ্ঠা ও যত্নের বিনিময়ে গড়ে উঠে।

৭. জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে। তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন।

৮. ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চিনিয়ে দিবে।

৯. মায়ের সাথে কখনও উচ্চ স্বরে কথা বলো না, কারন এই মা-ই তোমাকে কথা বলা শিখিয়েছেন।

১০. লবন এবং চিনি দেখতে একই রকম পার্থক্য শুধু স্বাদে, তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরনে।

১১. জীবনে ৬ টি নীতি সবসময় মেনে চলো
– পার্থনা করার আগে পরিপূর্ন বিশ্বাস করো।
– কথা বলার আগে মন দিয়ে ভাল করে শোনো।
– খরচ করার আগে উপার্জন করো।
– কিছু লোখার আগে হাজার বার চিন্তা করো।
– হাল ছাড়ার আগে চেষ্ঠা করো।
– মরার আগে বাচঁতে শেখা।
– যথা সম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো।

কর্মক্ষেত্রে মানুষরূপী গাধা ও বুদ্ধিমান মানুষ এর পার্থক্য :“ভাই পড়ুন, পড়ার কোন বিকল্প নাই। খালি শর্টকার্ট খুঁজেন না,  ...
09/07/2024

কর্মক্ষেত্রে মানুষরূপী গাধা ও বুদ্ধিমান মানুষ এর পার্থক্য :

“ভাই পড়ুন, পড়ার কোন বিকল্প নাই। খালি শর্টকার্ট খুঁজেন না, বুদ্ধিহীন হয়ে যাবেন।”

খুবই কর্মঠ, কাজ পাগলা চাইনিজরা শনি ও রবি দুইদিন ছুটি দেয়; দুপুরে লাঞ্চের পরে ঘুমানোর জন্য ১ ঘন্টা সময় দেয়। শুধু তাই নয়, সবাই যাতে ভালোভাবে ঘুমাতে পারে তার জন্য বিশেষ ধরনের চেয়ার দেয়, পরিবেশ বানিয়ে দেয়।

কেন?

তারা কি বোঝেনা যে ৭ দিনে ৬ দিন ১০/১২ ঘন্টা করে কর্মী কে খাটালে আউটপুট বেশি পাওয়া যাবে?

এই প্রশ্নটি আমি এক চাইনিজ কে করেছিলাম; তিনি উত্তর দিয়েছিলেন ৭ দিনে ৬ দিন ১২/১৪ ঘন্টা খাটিয়ে তুমি শুধু গা-ধা পালবে; কোয়ালিটি পেতে চাইলে তোমাকে মানুষ পালতে হবে, যার ব্রেনকে তুমি যত বৈচিত্র দিতে পারবে, প্রয়োজনমত রেস্ট দিতে পারবে ; ক্রিয়েটিভ আউটপুট পাবে।

তোমার কোম্পানির কাজ যদি গা-ধার কাজ হয় ; মানে বুদ্ধিমত্তা দরকার নাই শুধুমাত্র মাল বহন করতে পারলেই হলো, তাহলে ৭ দিনে পারলে ৭ দিনই কাজ করাও; যখন আর মাল বহন করতে পারবেনা তখন একটিকে বাদ দিয়ে আরেকটিকে নিয়ে নাও।

কিন্তু যদি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়, তাহলে তাকে দুইদিন ছুটি, দুপুরে ঘুম, পেইড ভ্যাকেশন ইত্যাদি দিতে হবে।

সংগৃহীত পোস্ট।

(বি:দ্র: কষ্ট করে পড়ুন পড়ার অভ্যাস করুন, ধন্যবাদ)

25/06/2024

Address

Kolkata
743503

Telephone

+918420012023

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oliullah Mondal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Oliullah Mondal:

Share