News Bengal 365

News Bengal 365 News web portal for the people...

News Bengal 365 পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি সংবাদ পাঠকদের কথা ভেবেই এই নিউজ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে৷ News Bengal 365 আপনাকে সবসময় খবরের আপডেট দিতে থাকে৷

23/08/2025

তৃণমূল ঘনিষ্ট দুই ইন্টার্ন চিকিৎসকের শাস্তির দাবিতে ঘেরাও মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: ইন্টার্ন চিকিৎসকদের দ্বন্দ্বে উত্তপ্ত মালদা মেডিক্যাল কলেজ। ২৪ ঘন্টা ধরে মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ জুনিয়ার চিকিৎসকদের একাংশের। অভিযোগ,বৃহস্পতিবার বহির্বিভাগে চিকিৎসার সময় এক ইন্টার্নকে মারধর করা হয়। সে ঘটনায় তৃণমূল ঘনিষ্ট দুই ইন্টার্ন জড়িত বলে অভিযোগ। তাঁদের বিরুদ্ধে মেডিক্যাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা না নেওয়ায় দফায় দফায় মেডিক্যালের প্রশাসনিক ভবনে বিক্ষোভ আন্দোলন শুরু করা হয়। শুক্রবার থেকে দফায় দফায় এই মর্মে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন চিকিৎসকদের একাংশ। আন্দোলনকারী চিকিৎসকদের অভিযোগ, অভিযুক্ত এই দুই ইন্টার্ন চিকিৎসক শাসক দল ঘনিষ্ঠ। তাই মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। সেই সঙ্গে তারা এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে ওই দুই ইন্টার্ন চিকিৎসককে সাসপেন্ড করতে হবে এই দাবিতে ঘেরাও করে রেখেছেন অধ্যক্ষকে বলে তারা জানান।
যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সাত দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়।

23/08/2025

পদ্ম ছেড়ে ঘাসফুলে জঙ্গলমহলের নেতা জয়ন্ত মিত্র

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: জঙ্গলমহলের নেতা জয়ন্ত মিত্রর নাম কে না জানত। এক সময় জঙ্গলমহলের রাজনীতিতে শেষ কথা ছিল তৃণমূল নেতা জয়ন্ত মিত্র। তাঁর হাত ধরেই একের পর এক ভোট বৈতরনী পাড় করেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বড় বড় তৃণমূল নেতারা এক নামে চেনে জয়ন্ত মিত্রকে। কিন্তু আচমকাই ২০২১ সালে মেদিনীপুরে অমিত শাহের সভামঞ্চ থেকে তৃণমূল নেতা জয়ন্ত মিত্রর বিজেপিতে যোগদান করার খবর ঘোষনা করা হয়। তারপর থেকেই তৃণমূলের থেকে দূরত্ব তৈরী হয় জয়ন্ত মিত্রের৷
গত শুক্রবার কলকাতায় ক্যামাক স্ট্রীটে অভিষেক ব্যনার্জী ও সুব্রত বক্সী বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব ও বিধায়কদের সাথে বৈঠক করেন। সেই বৈঠকেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী নির্দেশ দেন জয়ন্ত মিত্রকে তৃণমূলে ফেরানোর। আর সেই নির্দেশ পাওয়ার পরই আজ শনিবার তালডাংরা তৃণমূল কার্য্যালয়ে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্বের হাত ধরেই তৃণমূলে ফিরলেন জয়ন্ত মিত্র।
এদিন তৃণমূলে যোগদান করেই বিস্ফোরক জয়ন্ত মিত্র। তিনি বলেন, 'শুভেন্দু অধিকারী চক্রান্ত করেই তাকে তৃণমূল থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু যেভাবে বাঙালী ও বাংলার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী নেতৃত্বে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার তাই তৃণমূলে ফিরে এলাম'। ২০২৬ এর ভোটে বিজেপিকে বিরুদ্ধে সকলে একসাথে মিলে লড়াই করব দাবি জয়ন্ত মিত্রের। তৃণমূল জেলা সভাপতি তারাশংকর রায়ের দাবি, অভিষেক ব্যানার্জীর নির্দেশে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হল। অপরদিকে, বিজেপির কটাক্ষ মানুষ বিজেপির সাথে আছে। কে গেলো আর কে এলো তাতে বিজেপির কোন কিছু যায় আসেনা।

23/08/2025

শিলাবতী নদীর সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় বন্ধ খাতড়া-সিমলাপাল রাজ্য সড়ক

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: ভারী বৃষ্টির জেরে এবার জলের তলায় চলে গেল খাতড়া-সিমলাপাল রাজ্য সড়কের শিলাবতী সেতু এখন জলের তলায়। অস্বাভাবিক ভারী বৃষ্টির জেরে আজ সকাল থেকে শিলাবতী নদীর জল শিলাবতী সেতুর উপর দিয়ে বইতে থাকে। ওই সেতু দিয়ে মানুষের যাতায়াত ও যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ ও প্রশাসন।
খাতড়া সিমলাপাল রাজ্য সড়ক, বাঁকুড়া জেলার খাতড়া মহকুমা সদরের সঙ্গে সিমলাপাল ব্লক এলাকার যোগাযোগের অন্যতম সড়ক।
সিমলাপালের রাস্তায় অদূরেই রয়েছে শিলাবতী নদীর সেতু। গত বুধবার থেকে লাগাতার ভারী বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বেড়ে আজ সকালে সেতুর উপর দিয়ে বইতে থাকে। বিপদের আশঙ্কায় পুলিশ ও প্রশাসন শিলাবতী নদীর সেতু দিয়ে যাতায়াত ও যান চলাচল বন্ধ করে দেয়। এর ফলে খাতড়া ও সিমলাপালের যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায়।
সেতুর দুদিকে সিভিক কর্মীদের মোতায়েন করা হয়েছে। অপরদিকে সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন ওই রুটে যাতায়াতকারী যাত্রীরা। একাধিক যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাক সহ অন্যান্য যানবাহন সেতুর দুই দিকে দাঁড়িয়ে রয়েছে।

23/08/2025

মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দুর্গোৎসব উপলক্ষে সমন্বয় বৈঠক

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মালদা জেলার পুজো কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক হয়ে গেল শুক্রবার। মালদা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে এদিন বৈঠক অনুষ্ঠিত হয় মালদা শহরের দুর্গাকিংকর কলেজ অডিটোরিয়ামে। উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। বৈঠকে দুই পৌরসভার বিভিন্ন পুজো কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন ব্লকের পুজো কমিটির সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে অংশ নেন। তাদের নিয়েই উপস্থিত জেলা প্রশাসনিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সরকারি নিয়ম-কানুন ও বিধি-নিষেধের কথা তুলে ধরেন। অনলাইন পোর্টালে পুজো কমিটিগুলি কীভাবে সহজে পুজো সংক্রান্ত বিভিন্ন দপ্তরের অনুমতি সহজেই পেতে পারেন তা তুলে ধরেন।

23/08/2025

ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুরে ফুটবল টুর্নামেন্টে বিজয়ী মহদিপুর সি এন্ড এফ

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষের উদ্যোগে ও গোল্ডেন ক্লাবের পরিচালনায় এবং মহদীপুর সীমান্ত এলাকার একাধিক ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় স্বর্গীয় রামচন্দ্র ঘোষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ভারত- বাংলাদেশ সীমান্তের মহদীপুর মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয় তার ফাইনাল খেলা। মুখোমুখি হয়েছিল যাত্রাডাঙ্গা এবং মহদীপুর সি এন্ড এফ। হাডাহাড্ডি লড়াইয়ের পর জয়ী হয় মহদিপুর সি এন্ড এফ। চ্যাম্পিয়ন দলের হাতে নগদ এক লক্ষ দশ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। সেই সঙ্গে রানার্স দলকে নগদ ৮০ হাজার টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক উত্তম বসাক কোষাধ্যক্ষ বিমল চন্দ্র দাস, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই খেলার উদ্যোক্তা প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা।

22/08/2025

স্কুল চলাকালীন মাইক বাজিয়ে উৎসবের মেজাজে 'আমাদের পাড়া আমাদের সমাধান' শিবির

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: একদিকে স্কুলে চলছে ক্লাস, অন্যদিকে সেই স্কুলেই ক্লাসরুম দখল করে মাইক বাজিয়ে চলছে 'আমাদের পাড়া আমাদের সমাধান', ক্ষুব্ধ অভিভাবক থেকে স্থানীয় বাসিন্দারা, শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
পাড়ার সমস্যা সমাধান করতে আয়োজন করা হয়েছিল 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের শিবির। কিন্তু সেই শিবিরই হয়ে উঠল স্কুলের পঠন পাঠনের অন্যতম সমস্যার কারন। বাঁকুড়ার চাকা নির্মলানন্দ হাইস্কুলের ক্লাসরুম দখল করে যেভাবে দিনভর মাইক বাজিয়ে চললো 'আমাদের পাড়া আমাদের সমাধান' শিবির তাতে কার্যত লাটে উঠল স্কুলের পঠন পাঠন। স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ এলাকার অভিভাবকেরা। যাকে ঘিরে চললো রাজনৈতিক তরজাও।
বাঁকুড়ার খাতড়া ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের চাকা নির্মলানন্দ হাইস্কুলে এদিন স্থানাইয় ১০৭, ১১৪ ও ১১২ নম্বর বুথের 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের শিবির আয়োজন করে স্থানীয় ব্লক প্রশাসন। স্কুলকে আগাম জানিয়ে স্কুলের বেশ কয়েকটি ক্লাসরুম দখল করে শুরু হয় শিবির। শিবিরে কাতারে কাতারে এলাকার মানুষের আনাগোনা যেমন ছিল তেমনই সেখানে শিবির উপলক্ষে বাজানো হচ্ছিল মাইক ও ধামসা মাদল। কার্যত উৎসবের মেজাজে যখন এই শিবির চলছে তখন সেই স্কুলেই ক্লাসরুমে নিতান্ত বাধ্য হয়ে কোনোমতে ক্লাস করাচ্ছিলেন শিক্ষক শিক্ষিকারা। ফলে মার খায় পঠন পাঠন। স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়ায় অভিভাবকদের মধ্যে। অভিভাবকদের দাবি, এভাবে স্কুলের পঠন পাঠন ব্যহত না করে কোনো ছুটির দিনে অথবা অন্যত্র কোথাও অনায়াসেই এই শিবিরের আয়োজন করা যেত। শিবিরের জন্য স্কুলের পঠন পাঠন ব্যপকভাবে ব্যহত হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে প্রধান শিক্ষকও। আর স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনাকে প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতা বলে দাবি করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে শিক্ষাকে এভাবে জলাঞ্জলি দিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির করে মানুষকে কাজ দেখানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির অভিযোগ উড়িয়ে তৃনমূলের দাবি শিবিরের জন্য স্কুলের পঠন পাঠনে কোনো বিঘ্ন ঘটেনি। বিরোধীরা অহেতুম মিথ্যা অভিযোগ তুলে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।

22/08/2025

মোথাবাড়িতে সংঘর্ষে আহত ১, অভিযোগের তির বিজেপির দিকে

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের পরিবারের সদস্য। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা। আহত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। ঘটনা তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ।
জানা গেছে আহত তৃণমূল কর্মী সমর্থকের নাম সুষমা মন্ডল রায়। ধারালো হাঁসুয়া দিয়ে তার বাম হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বুকে একাধিক কোপ মারা হয়েছে। ঘটনায় আহত হয়েছে তার স্বামী বাপি রায়ও। আক্রান্ত তৃণমূল সমর্থক বাপি রায়ের অভিযোগ, তার বৌদি, মালা রায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। সেই সূত্রে তাদের পরিবার দীর্ঘদিন ধরেই শাসক দলের সাথে যুক্ত। আর এটাই হলো কারণ। তৃণমূল করায় স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তার স্ত্রী এবং তার উপর হামলা করেছে।
যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি গ্রাম্য বিবাদ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

22/08/2025

একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মালদায় ব্যাপক চাঞ্চল্য

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: একই পরিবারের এক কন্যা শিশু সহ তিনজনের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চকবাহাদুরপুর এলাকায়। মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ, বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা। নয় জনের মধ্যে বাকি ছয়জনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়ী হয় বলে জানা যায়। তারা সকলেই বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে বাড়িতে বলে জানা যায়। বাকি তিনজনের দফায় দফায় মৃত্যুর ঘটনা ঘটে ।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বুল্টি মন্ডল (৩৫) । তার মেয়ে পিউ মন্ডল (১০) এবং শাশুড়ি পুষ্প মন্ডল (৬৫)। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি জানার পর বৈষ্ণবনগর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসন মৃতদের বাড়িতে তদন্তে পৌঁছায়। যদিও এই মৃত্যুর কারণ সম্পর্কে বৈষ্ণবনগর থানার পুলিশ পরিষ্কার করে কিছু জানায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর পরিবারের নয় জন চরম অস্বস্তি বোধ করে। বাড়ির গৃহকর্তা স্বপন মন্ডল সহ সকলেই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীদের সাহায্যে সকলকেই প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তিনজনকেই মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় বুলটি মন্ডলের। পরে দুইজনকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। এরপর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় ১০ বছরের শিশু কন্যার। তারপরেই আবার রাত্রি আটটা নাগাদ মৃত্যু হয় ওই বৃদ্ধার। তবে পরিবারের বাকি সদস্যরা স্বাভাবিক রয়েছে বলে জানা যায়। যদিও কি কারণে এই দুর্ঘটনা সেই সম্পর্কে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা পুলিশ এবং প্রশাসনের।
পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

21/08/2025

জয়েন্টের ফলাফল প্রকাশের দাবিতে এবিভিপি-র আন্দোলনে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ডাকা বাঁকুড়া জেলাশাসক অফিস অভিযান ঘিরে উত্তেজনা বাঁকুড়ায়। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন পরীক্ষার ফলাফল প্রকাশ ও কলেজে দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করার দাবিতে আজ এবিভিপি কর্মীরা বাঁকুড়া জেলা শাসকের দফতরে অভিযানে সামিল হন। বাঁকুড়া শহরে মিছিল করে জেলা শাসকের অফিস চত্তরে ঢোকার মুখেই পুলিশ তাদের বাধা দেয়। অভিযোগ, পুলিশ মিছিল আটকালে পুলিশের সামনেই তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরে পুলিশের সাথে প্রথমে বাকবিতণ্ডা ও তুমুল ধস্তাধস্তি হয়। ঘটনায় পুলিশ আটজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষার্থীদের ন্যায্য দাবি না শুনে সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আন্দোলন দমন করতে চাইছে। পুলিশের এই ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছে এবিভিপি।

21/08/2025

ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন সাবিত্রী মিত্র

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: মানিকচকের মথুরাপুরে ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শনে গিয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন মানিকচকের বিধায়ক তথা মালদা জেলাপরিষদের মেন্টর সাবিত্রী মিত্র। আজ বৃহস্পতিবার মথুরাপুরে ভাঙন প্রতিরোধের কাজ পরিদর্শনে গিয়ে বিধায়ক অসন্তোষ প্রকাশ করেন।
সেচ দপ্তরের কর্মী সহ ভাঙন প্রতিরোধের কাজের সঙ্গে যুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করে তিনি ঘটনাস্থলে দাঁড়িয়ে রীতিমতো ধমক দিলেন সেচ দপ্তরের কর্মী সহ ঠিকাদার সংস্থার লোকজনেদের। সেই সঙ্গে সাফ জানান দিলেন ভাঙন প্রতিরোধের কাজে কোন রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না।

21/08/2025

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত নয় মাসের শিশুকে বাঁচাতে পিতা মাতার আকুল আবেদন

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: চিকিৎসকরা জানিয়েছেন হাতে রয়েছে আর মাত্র চার মাস। তাই নয় মাসের শিশুকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা বাবা ও মায়ের। এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন মেয়েকে নিয়ে। মেয়েকে বাঁচানোর এ যেন আপ্রাণ লড়াই। মাত্র নয় মাসের নিষ্পাপ শিশু। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। চিকিৎসার খরচ প্রায় ৯ কোটি টাকা। মাথায় হাত অধ্যাপক পিতার। জেলা প্রশাসন ও সাধারণ মানুষের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন। শিশুর পরিবারের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের।
মালদার রতুয়ার, সামসির বাসিন্দা পেশায় অধ্যাপক অনিমেষ মন্ডল, তার নয় মাসের শিশু কন্যা অংশিকা মন্ডল। বর্তমানে একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। রোগটির নাম ষ্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (Spinal Muscular Atrophy)। শিশুটি বর্তমানে এই রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসা ভারতে হলেও তার ওষুধ আনতে হয় আমেরিকা থেকে। যার বাজারমূল্য ৯ কোটি টাকা। এই পরিস্থিতিতে অধ্যাপক পিতার পক্ষে এত খরচ বহন করা সম্ভব নয়। তিনি সরাসরি সরকার ও সাধারণ মানুষের দ্বারস্থ হয়েছেন। ধীরে ধীরে শরীরের হাত-পা বিকলাঙ্গ হয়ে যায়। এরপর নানান রকম ব্যাধি দেখা যায় শরীরে। অসহায় শিশুটির মা বলেন এখনই চিকিৎসা না হলে হয়তো আর এক বছরও শিশুটিকে বাঁচানো যাবেনা।
এই পরিস্থিতিতে, পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাধারণ মানুষকেও এই শিশুর পরিবারের পাশে থাকতে আবেদন জানিয়েছেন।

21/08/2025

দুই ডব্লিউবিসিএস অফিসারসহ চারজনকে সাসপেন্ড করল রাজ্য সরকার

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when News Bengal 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bengal 365:

Share