News Bengal 365

News Bengal 365 News web portal for the people...

News Bengal 365 পশ্চিমবঙ্গ তথা গোটা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি সংবাদ পাঠকদের কথা ভেবেই এই নিউজ ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে৷ News Bengal 365 আপনাকে সবসময় খবরের আপডেট দিতে থাকে৷

পুলিশি তৎপরতায় চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার জিনিসপত্র, গ্রেফতার চারনিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: গত বুধবার সকালে বা...
16/10/2025

পুলিশি তৎপরতায় চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার জিনিসপত্র, গ্রেফতার চার

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: গত বুধবার সকালে বাঁকুড়া জেলার ইন্দপুরের পিএইচই বিভাগের কর্মচারী, এলএন্ডটি কনস্ট্রাকশন (প্রশাসন বিভাগ) এর অধীনে কর্মরত কর্মচারী এবং সাইট ইঞ্জিনিয়ার চাকালতোর গ্রামের জলের ট্যাঙ্ক সাইট পরিদর্শন করার সময় লক্ষ্য করেন, একটি ৪” বস চপ করাত কাটার মেশিন, একটি এজি৪ গ্রাইন্ডিং মেশিন এবং কিছু টিএমটি লোহার রড গত রাতে চুরি হয়েছে।
এরপরই গত ১৫/১০/২৫ তারিখে তারা ইন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদনুসারে, ইন্দপুর পি.এস. একটি এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করে। সূত্রের তথ্য এবং কাছাকাছি সিসিটিভি এলাকা বিশ্লেষণ করে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে, মামলায় জড়িত মোট চারজন অভিযুক্তকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় এবং চপ করাত কাটার মেশিন, পাওয়ার কেবল, একটি ওয়েল্ডিং মেশিন এবং টিএমটি লোহার রড সহ চুরি হওয়া জিনিসপত্রও উদ্ধার করা হয়। দ্রুত পুলিশি পদক্ষেপের ফলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং অল্প সময়ের মধ্যে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়।

15/10/2025

অলঙ্কারের নজরকাড়া বিপুল সম্ভার নিয়ে মালদায় পথচলা শুরু কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড জুয়েলারির

উজ্জ্বল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: শুভ ধনতেরাসের প্রাক্কালে ডায়মন্ড এবং গোল্ড অলঙ্কারের নজরকাড়া বিপুল কালেকশন নিয়ে মালদায় পথচলা শুরু করল এক নামি ব্র্যান্ডেড কোম্পানী কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি। ঝাঁ চকচকে নতুন শোরুমের শুভ উদ্বোধন হয়ে গেল মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকায়। বুধবার সন্ধ্যায় সেই শোরুমের জমকালো উদ্বোধন অনুষ্ঠান চোখে পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর কারুলি চৌধুরী, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র, সংস্থার কর্ণধার অরুণ মাহেশ্বরী, কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ডের পশ্চিমবঙ্গের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার জয়ন্ত নাগ সহ আরও অনেকেই। জয়ন্তবাবু জানান, কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ড ভারতের এক নামি ব্র্যান্ডেড কোম্পানী। সেই কোম্পানীর নতুন শোরুম আজ উদ্বোধন হল মালদায়। এই শোরুমে ডায়মন্ড এবং গোল্ড অলঙ্কারের বিপুল নজরকাড়া কালেকশন রয়েছে। তাই আশা করছেন দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মালদাতেও কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড গোল্ডের নতুন শোরুম কৃষ্ণা ডায়মন্ড অ্যান্ড জুয়েলারি ক্রেতাদের মন জয় করবে।

15/10/2025

ইন্দাসে বিজেপি সমর্থক গৃহবধূ ধর্ষণচেষ্টা কাণ্ডে অভিযুক্ত গ্রেফতার

নিউজ বেঙ্গল 365, বিষ্ণুপুর: ইন্দাসে বিজেপি সমর্থক গৃহবধূর ওপর ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত তাপস বাগদিকে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ। গতকাল রাতে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা নির্যাতিতা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় যান। বিধায়কের উপস্থিতিতে পুলিশ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করে। পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আজ ধৃত অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

15/10/2025

মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য

উজ্জ্বল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: মালদা মেডিকেলের ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার শূন্য। চালু নেই রক্ত মজুত থাকার ডিসপ্লে বোর্ডও। এই পরিস্থিতিতে চরম সমস্যায় পড়েছেন রোগীদের পরিবারের লোকজন। ডোনার খুঁজতে চরম হয়রানির শিকার রোগীর পরিজনরা।
মালদা মেডিকেলে রোগীদের চাপ বরাবরই অনেক বেশি। মালদা জেলার পাশাপাশি ভিন জেলা ও ভিন রাজ্য থেকে প্রতিদিন বহু মানুষ মালদা মেডিকেলে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। খোদ রাজ্যের প্রশাসনিক প্রধানের মুখেও সেকথা শোনা গিয়েছে। যেখানে প্রতিদিন এত মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসছেন সেখানে রক্তের চাহিদাও বেশি থাকা স্বাভাবিক। পর্যাপ্ত রক্তের জোগান না থাকায় মেডিকেলের ব্লাড ব্যাংকে বেশিরভাগ সময়ই রক্ত মজুত থাকছে না। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন আম আদমি। ডোনার না নিয়ে গেলে রক্ত মিলছে না বলে দাবি করছেন রোগীর পরিবারের লোকজন।
দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা বাসিন্দা শীতল রাজবংশী। রক্তের অভাবে আটকে পড়েছে তার পরিবারের এক সদস্যের অপারেশন। ব্লাড ব্যাংক থেকে জানানো হচ্ছে কোন রক্ত নেই ডোনার নিয়ে আসার জন্য। এই পরিস্থিতিতে সকাল থেকে তিনি হন্ন হয়ে ঘুরছেন। আটকে পড়েছে অপারেশন।
পুরাতন মালদার কালিতলার বাসিন্দা, জয়ন্ত রাজবংশী। বাবা সুরজ রাজবংশী ক্যান্সার আক্রান্ত। রক্তের অভাবে আটকে পড়েছে চিকিৎসা।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থ প্রতিম মুখোপাধ্যায় জানান, “মালদা মেডিকেলে ভিন জেলার পাশাপাশি ভিন রাজ্যের মানুষও পরিসেবা নিতে আসেন। সেক্ষেত্রে আমাদের রক্তের জোগানের থেকে চাহিদা অনেকটা বেশি হয়ে যায়। তাই অনেক সময়ই ব্লাড ব্যাংকে রক্ত মজুত থাকে না। সম্প্রতি ব্লাড ব্যাংক সংস্কারের কাজ শুরু হয়েছে। সিভিক, ইলেকট্রিক্যালের কাজ চলার কারণে আপাতত ডিসপ্লে বোর্ড চালু রাখা যাচ্ছে না। দ্রুত আমরা সেটা চালু করার ব্যবস্থা করছি।”
অন্যদিকে এই বিষয় জেলার স্বেচ্ছাসেবী সংস্থা গুলির দাবি রক্ত সংকট মোকাবিলায় তারা বরাবরই উদ্যোগ গ্রহণ করেছে। একাধিক জায়গায় রক্তদান শিবির করছেন।

15/10/2025

মালদা শহরের এগ্রিকালচার ফার্মের মাঠে শুরু মালদা বাজি বাজার

উজ্জল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদ্বোধন হয়ে গেল মালদা বাজি বাজারের। ফিতা কেটে বাজি বাজারের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্যরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে এই বাজার। প্রতিদিন রাত ৯ টা পর্যন্ত এই বাজার খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন। মালদা শহরের এগ্রিকালচার ফার্মের মাঠে এই বাজার বসানো হয়েছে।‌ মোট ৫১ টি স্টল রয়েছে। সেখানেই খুচরো ও পাইকারি বাজি পাওয়া যাবে। জেলা প্রশাসন ও মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বাজি বাজারের সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে। জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, 'মালদা জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আলাদা করে বাজি বাজার বসাচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। প্রশাসন তাদের সমস্ত রকম সহযোগিতা করছে। এই বাজারে শব্দবাজি একেবারেই নিষিদ্ধ'।

14/10/2025

চুরির ৩৬ ঘন্টার মধ্যেই ধৃত ভিন জেলার দুই আসামী

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: কোতুলপুর থানার অন্তর্গত কোয়ালপাড়া আইসিডিএস সেন্টারে গত ১২ই অক্টোবর রাতে দুই ভিন জেলার চোর একটি পিক আপ ভ্যান নিয়ে এসে সেন্টারে সংরক্ষিত বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে পালায়।
ঘটনার পর কোতুলপুর থানায় একটি চুরির মামলা রুজু হয়। তদন্তে ঘটনাস্থলের নিকটবর্তী এলাকার সিসিটিভি দেখে ও অন্যান্য টেকনিক্যাল ইনপুট বিশ্লেষণ করে হুগলি জেলায় অভিযান চালানো হয় এবং সিঙ্গুর থানার জমপুকুর গ্রামের বাসিন্দা বিজন ধারাকে গতকাল গ্রেপ্তার করা হয় এবং চার দিনের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়। রিমান্ডের সময়কালে তার কনফেশনাল স্টেটমেন্ট অনুসারে আরামবাগ থানার আওতাধীন হরিণখোলা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সুব্রত খানকে আজ গ্রেপ্তার করা হয় এবং চুরির মাল পরিবহনের জন্য ব্যবহৃত গাড়িটিও সিজ করা হয়।
তদন্তে উঠে এসেছে যে, দুই আসামী এই গাড়িটির সাহায্যে একই ধরনের ক্রাইম বিগত এক বছরে একাধিক বার সংঘটিত করেছে।

14/10/2025

বিজেপি সমর্থক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত তৃণমূল কর্মী

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: ইন্দাস বিধানসভার করিশুন্ডা গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানী পুষ্করিনি গ্রামে বিজেপি সমর্থক এক গৃহবধূর উপর চাঞ্চল্যকর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে স্থানীয় তৃণমূল কর্মী তাপস বাগদীর নাম উঠে এসেছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৫ সালের সন্ধ্যা প্রায় ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে তাপস বাগদী (পিতা বিশ্বনাথ বাগদী) সুযোগ বুঝে গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে জাপটে ধরে মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
নির্যাতিতা বলেন, 'আমি আমার পুত্রকে পড়াচ্ছিলাম। তারপর পড়ানো শেষ হলে সে পাশের বাড়িতে যায়, তারপর হঠাৎ দরজা ঠেলে ঢুকে তাপস বাগদী আমাকে জাপটে ধরে মুখ চেপে ধরে। আমি বাধা দিলে সে জোর করে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে পাড়ার মানুষ এলে সে পালিয়ে যায়'।
অভিযোগ, পরদিন সকালে তাপস বাগদী আরও কয়েকজনকে নিয়ে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দেয়। থানায় জানানো হলে, গ্রামছাড়া করা হবে এবং স্বামীকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়।
গৃহবধূর স্বামী সাহেব বাগদী বিজেপি সমর্থক এবং তাঁর কাকা স্থানীয় বিজেপি বুথ সভাপতি। পরিবারের অভিযোগ, অভিযুক্ত তাপস বাগদী তৃণমূলের কর্মী, ফলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুলিশি অভিযোগ করতে বাধা দেওয়া হচ্ছে।
বিজেপির জেলা সভাপতির অভিযোগ, “তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন বিজেপি সমর্থকদের স্ত্রীদের উপর পর্যন্ত হামলা চালাচ্ছে। প্রশাসন নীরব দর্শকের ভূমিকায়।”
ইন্দাস থানায় অভিযোগ দায়েরের চেষ্টা ব্যর্থ হওয়ায় পরে নির্যাতিতা বাঁকুড়া পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর তাঁকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠানো হয়।

14/10/2025

বাঁকুড়ার রবীন্দ্র ভবনে বিশপ প্রাইমারী গার্লস স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উদ্দীপনা

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: বিশপ প্রাইমারী গার্লস স্কুলের বার্ষিক অনুষ্ঠান হলো বাঁকুড়া শহরের রবীন্দ্র ভবনে। মঙ্গলবার এই অনুষ্ঠান ঘিরে ওই স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
বিশপ গার্লস প্রাইমারি স্কুল সূত্রে জানানো হয়েছে, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও পড়ুয়াদের সমানভাবে দক্ষ করে তুলতে তাঁরা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন। সেই কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন প্রথম বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগীতার সফল প্রতিযোগীদের হাতে পূরস্কার তুলে দেওয়া হলো। একই সঙ্গে এদিন অভিভাবকদের উপস্থিতিতে পড়ুয়ারা সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করে বলে তারা জানান।

14/10/2025

বাঁকুড়ায় বিজেপির বিক্ষোভে পুলিশের বাধা, উত্তেজনা চরমে।

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: বিজেপির পক্ষ থেকে আজ বাঁকুড়া শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। উপজাতি নেতা ও সাংসদ খগেন মুর্মুর উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নৃশংস হামলা এবং দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের প্রতিবাদে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি হিন্দু স্কুল ময়দান থেকে শুরু হয়ে বাঁকুড়া জেলা প্রশাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার একাধিক বিজেপি বিধায়ক, জেলা নেতৃত্ব এবং সাংগঠনিক দুটি জেলার সভাপতি। কিন্তু ডিএম অফিসে পৌঁছানোর আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। পুলিশের ব্যারিকেড ঘিরে বিক্ষোভ শুরু হয়। বিজেপির অভিযোগ, প্রশাসন ও রাজ্য সরকার বিরোধী দলের গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চায়। পুলিশ ও তৃণমূলের যোগসাজশে বিজেপিকে রাস্তায় নামতে বাধা দেওয়া হচ্ছে।
বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই দমননীতির বিরুদ্ধে লড়াই চলবে, রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে প্রতিটি জেলায় আন্দোলন জারি থাকবে।”

14/10/2025

দীপাবলিকে আলোয় ভাসাতে মোমবাতি তৈরির ব্যস্ততা তুঙ্গে

উজ্জ্বল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: আর হাতে গোনা মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই আলোর উৎসব দীপাবলি, আর দীপাবলি মানেই বাঙালির গৃহাঙ্গনে মোমবাতি ও প্রদীপ জ্বালানোর রেওয়াজ যুগ যুগ ধরে চলে আসছে, আর এই দীপাবলিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও মালদা শহরের হায়দারপুরে মোমবাতি তৈরির ব্যস্ততা এখন তুঙ্গে. আগামী ২০শে অক্টোবর আলোর উৎসব দীপাবলি। কালী পুজো এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মোমবাতির চাহিদা ওঠে তুঙ্গে। যেমনটা উঠেছে এবারও। তাই মালদা শহরের হায়দারপুরের মোমবাতি কারখানার কারিগরদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই। তারা সারাক্ষণ মোম গলিয়ে ছাঁচে ঢেলে বিভিন্ন সাইজের, বিভিন্ন আঙ্গিকের মোমবাতি তৈরি করে চলেছেন। কারখানার মালিক রতন সাহা জানালেন, এবছর মোমের দাম বাড়েনি। বরং জিএসটি হার কমায় মোমবাতির দাম কিছুটা কমেছে।

14/10/2025

গোষ্ঠীদ্বন্ধে জর্জরিত হরিশ্চন্দ্রপুরে তৃণমূল প্রার্থী 'গরিবের বন্ধু' মতিউর রহমান?

উজ্জ্বল পাল, নিউজ বেঙ্গল 365, মালদা: মন্ত্রী তাজমুল হোসেনের পর এবার মৃতা পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী তথা সামাজিক মাধ্যমে 'গরিবের বন্ধু' হিসেবে পরিচিত মতিউর রহমান। রাজ্য সরকারের পাশাপাশি এবার পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ক্ষতি-পূরণের ঘোষণা করলেন মতিউর রহমান।
মৃতা পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি, মন্ত্রী এসে আড়াই হাজার টাকা আর্থিক সাহায্য এবং কিছু খাদ্য সামগ্রী দিয়ে গিয়েছিলেন। অন্যদিকে এদিন মতিউর অসহায় পরিবারের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেন। মৃত শ্রমিকের শিশু কন্যার পড়াশোনার দায়িত্ব নেন। ত্রাণ সামগ্রীও দেন। আবার এলাকার মানুষের দাবি অনুযায়ী তিনটি পোল দেন এলাকার জন্য। তিনি এলাকায় পৌছাতেই তাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এলাকার মানুষের মধ্যে। সেখানেই এদিন তিনি ঘোষণা করেন, হরিশ্চন্দ্রপুর বিধানসভার কোন শ্রমিক বাইরে কাজে গিয়ে মারা গেলে প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা করে দেবেন। আর এই ঘোষনার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মতিউরের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিধায়ক সহ তৃণমূলের জন-প্রতিনিধিদের কটাক্ষ করেছে বিজেপি। তারা মন্ত্রীকে পোল মন্ত্রী বলে তোপ দেগেছে। মানবসেবা মুখ্যমন্ত্রীর আদর্শ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। মতিউর রহমানের জনপ্রিয়তা এবং তার সমাজ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে ক্রমশ জোড়ালো হচ্ছে তার তৃণমূলে যোগদানের সম্ভাবনা। প্রসঙ্গত হরিশ্চন্দ্রপুরের গোলামোড় সন্তোষপুর এলাকার বাসিন্দা লুসি খাতুন (৩০) পাঞ্জাবের চন্ডিগড়ে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মারা যান। তার তিন সন্তান রয়েছে। গরিব অসহায় পরিবার। এই দুর্ঘটনার কথা জানতে পারেন মতিউর। তারপরে এদিন তিনি ওই পরিবারের সঙ্গে দেখা করে ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া সহ কন্যা সন্তানের পড়াশোনার দায়িত্ব নেন।
প্রসঙ্গত ২০২১ বিধানসভার হরিশ্চন্দ্রপুরের বিজেপি প্রার্থী মতিউর রহমান এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল সমাজ সেবামূলক কর্মকান্ডের জন্য। এখন প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও জেলার রাজনৈতিক মহলে তার তৃণমূলে যোগদানের জল্পনা নিয়ে চর্চা হচ্ছে। গোষ্ঠীদ্বন্ধে জর্জরিত হরিশ্চন্দ্রপুরে তার মতো একজন স্বচ্ছ ভাব মূর্তির সমাজসেবীকে প্রার্থী করতে পারে তৃণমূল। মনে করছে রাজনৈতিক ওয়াকিবহল মহালের একাংশ। তারপর এদিন তার এই সাহায্য এবং শ্রমিকদের জন্য বড় ঘোষণা নিয়ে আলোড়ন পড়ে গেছে। পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে মারা গেলে রাজ্য সরকার ক্ষতিপূরণ দেয়। পাশাপাশি এবার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ঘোষণা করে দিলেন গরিবের বন্ধু। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতোর। এই এলাকার বহু মানুষ ভিন রাজ্যে কাজ করে। সাম্প্রতিককালে তাদের অনেকে বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যু হয়েছে।

13/10/2025

দুর্লভপুরে বিজয়া সম্মিলনী থেকে সর্ষের মধ্যে ভূত খোঁজার পরামর্শ তৃণমূল নেত্রী প্রিয়দর্শিনী ঘোষের

নিউজ বেঙ্গল 365, বাঁকুড়া: সোমবার বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের অধীনে গঙ্গাজলঘাটি ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জীতেন গরাই এর নেতৃত্বে দুর্লভপুরে অনুষ্ঠিত হয় এক বিজয়া সম্মিলনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায়, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রথীন ব্যানার্জি, জীতেন গরাই, নিমাই মাজী সহ একাধিক তৃণমূল নেতা–কর্মী।
প্রধান বক্তা হিসেবে মঞ্চে বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল যুব নেত্রী প্রিয়দর্শিনী ঘোষ। তিনি বক্তব্যে দলের আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং দলের ভেতরে বিজেপির স্বার্থে কাজ করা ব্যক্তিদের কড়া ভাষায় সমালোচনা করেন। তাঁর কথায়, “দলের ভেতরেই কেউ কেউ বিজেপির হয়ে ভোট করাচ্ছে, তাদের চিহ্নিত করতে হবে। সর্ষের মধ্যেই ভূত খুঁজে বার করতে হবে।” তাঁর এই বক্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী–সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় এবং হাততালিতে ফেটে পড়ে সভা মঞ্চ।
তৃণমূল নেত্রী আরও বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে শালতোড়া বিধানসভা বিজেপির দখলে গিয়েছিল, কিন্তু ২০২৬ সালের ভোটে সেই আসন পুনরুদ্ধার করবে তৃণমূল কংগ্রেস।” জেলা সভাপতি তারাশঙ্কর রায়ের গলাতেও একই সুর ভেসে ওঠে।
অন্যদিকে, এই মন্তব্যের প্রেক্ষিতে শালতোড়ার বর্তমান বিজেপি বিধায়ক চন্দনা বাউরী বলেন, “শালতোড়া বিধানসভার মানুষ বিজেপির সাথেই আছে। এখানে প্রার্থী যেই হোক না কেন, বিজেপিকেই জেতাবে।”
বিজয়া সম্মিলনী উপলক্ষে এদিন দুর্লভপুরে কর্মী–সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when News Bengal 365 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Bengal 365:

Share