13/02/2023
ছোট বেলা
-------------------
আমরা যখন ছোটোছিলাম আসতো না গাড়ি আমাদের নিতে।
যেতাম পায়ে হেঁটে বন্ধুরা দল বেঁধে ,কোরতাম দুষ্টমি
সরষে ফুল কিংবা ধানের শীষ ছিঁড়ে। ছিলো না আজকের দিনের মতোন টিফিন বক্স আর জলের বোতল গলায় ঝোলা, ছোলো তো শুধু থালা,গেলাস
আর কিছু ছেঁড়া বই এর টুকরো।
খুশি ছিলাম তাতেও আমার,রাগ শুধু এক জনের উপর উঠতো মাঠের পাশের দাদু টার উপর বল
গেলেই কেটে দিতো ,উদাস হয়ে যেতো মোন । এখন মনে হয়, দাদু টার আর বোসে থাকে না কাঁচি হাতে নিয়ে ,৩_৫৩ সবার হাতে মোবাইল যে
এখন মোবাইলেও নাকি খেলা হয় , মাঠের ঘাস বলে তাকে বাবা শান্তি পেলাম যে এ বার বড়ো হবো আমরাও যে।
__ পাপন বর্মন