Jajabor TV

Jajabor TV যে কোন বিজ্ঞাপন, সংবাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন

কসবাকাণ্ডই প্রথম নয়, ২০২৩ সালেও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের নির্যাতনের শিকার হয়েছিলেন আরও এক ছাত্রী। সেবার পিকনিকে গিয়ে ...
01/07/2025

কসবাকাণ্ডই প্রথম নয়, ২০২৩ সালেও তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্রের নির্যাতনের শিকার হয়েছিলেন আরও এক ছাত্রী। সেবার পিকনিকে গিয়ে তাঁকে নির্যাতন করেছিল প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র। শিউরে ওঠার মতো অভিজ্ঞতা,

শুনলেই গা শিউরে উঠতে বাধ্য !

শুনলেই লজ্জায়-ঘেন্নায় শরীর ঘিনঘিন করবে ! কিন্তু, অন্য়রা যা কানে শুনতে পারছেন না, অবলীলায় তা করতে পারতেন কসবা গণধর্ষ*ণকাণ্ডে ধৃত তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র ! আর তাঁর বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই হাতে নির্যাতনের শিকার, সাউথ ক্যালকাটা ল কলেজেরই আরেক ছাত্রী ! তাঁর অভিযোগ, ২০২৩ সালে একটি কলেজ পিকনিকে তাঁকে যৌ*ন নির্যাতন করেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন দাপুটে-প্রভাবশালী নেতা মনোজিৎ মিশ্র !

অভিযোগকারিণী ছাত্রী বলেন, "মদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে মনোজিতের আন্ডারেই। আমি যখন ফোনটা রাখতে যাই, রাখার সঙ্গে সঙ্গে আমি শুনতে পাই, ওই রুমটার দরজা দেয়। ছিটকিনি মেরে দেয়। যেই আলোটা এসেছে, তখন পরিষ্কার হল ওটা মনোজিৎ। শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে এগোচ্ছিল। প্রচণ্ড মত্ত অবস্থায় ছিল।"

বহু দূর থেকে আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে মা-বাবাকে ছেড়ে কলকাতায় এসেছিলেন পড়তে ! আর এই অবস্থায় নিজেরই কলেজের এক সিনিয়রের ভয়ঙ্কর চেহারা দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ছাত্রী ! অভিযোগকারিণী ছাত্রী বলেন, "আমি বলি, দাদা এখন দরজাটা বন্ধ করো না। আমি বাইরে বেরবো। সে কথাটা অগ্রাহ্য করে আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। আমার হাত চেপে সে পিছনে ঠেলে নিয়ে যায় ব্য়ালকনিতে। যতটা আমার শরীরে জোর ছিল, আমি ঠেলে সরানোর চেষ্টা করি। কিন্তু সে কোনওভাবেই সরে না। গলার মধ্য়ে কামড়াতে শুরু করে, সে আমার বডির ওপর খুব অশ্লীল মন্তব্য করতে করতে, বুকের মধ্য়ে হাত দিয়ে অন্তর্বাসটা ছিঁড়ে দেন।"

প্রাণপণে নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করে যান ওই ছাত্রী ! কিন্তু মনোজিৎ তো তখন সব কিছুর ঊর্ধ্বে ! প্রভাবশালীদের মদতে প্রশ্রয়ে তাঁর দাপট তখন তুঙ্গে ! অভিযোগকারিণীর কথায়, "আমার বাবার নাম বলেন। আমার বোন কোন স্কুলে পড়ে, এটাও বলা হয়, বোনকে স্কুল থেকে তুলে নিয়ে যাবে। ২০ মিনিট লাগবে না বাবা-মায়ের আতা-পাতা মিটিয়ে দেবে। তারপরেই বলে যদি এটা না চাস যে আমি এগুলো করি তাহলে আমি যেভাবে ছুচ্ছি, সেভাবে ছুঁতে দে। ৩০-৩৫ সেকেন্ডের জন্য আমার হুঁশ ছিল না। আমার যদি ৩০-৩৫ সেকেন্ডের থেকে বেশি জ্ঞান হারাত তাহলে আজকের নির্যাতিতাটা আমিই হতাম।" শেষমেষ সেইসময় দরজায় অন্য কেউ নক করায় সেই যাত্রায় রেহাই পেয়েছিলেন ওই তরুণী।

সংগৃহীত

#কসবা

এক মহিলার গলার চামড়া ফুঁড়ে বেরিয়ে এল মাছের কাঁটা (Fish Bone)। এমন বিরলতম ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররাও অ...
01/07/2025

এক মহিলার গলার চামড়া ফুঁড়ে বেরিয়ে এল মাছের কাঁটা (Fish Bone)। এমন বিরলতম ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররাও অবাক ও স্তম্ভিত। এদিকে সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল।

কয়েক সপ্তাহ আগে দুপুরে মাছের স্যুপ খাওয়ার সময় একটি মাছের কাঁটা গলায় আটকে যায় সাং-এর। সঙ্গে সঙ্গেই তীব্র যন্ত্রণা অনুভব করেন তিনি। ঘরোয়া পদ্ধতিতে কাঁটাটি সরানোর চেষ্টা করা হয়। কিন্তু কাঁটা কিছুতেই নামে না(Fish Bone)।

পরিস্থিতি জটিল হলে সাং স্থানীয় একটি হাসপাতালে যান। সেখানে এক্স-রে করা হলেও, কাঁটার কোনো চিহ্ন পাওয়া যায়নি। চিকিৎসকেরা মনে করেন, হয়তো কাঁটা ইতিমধ্যে গলা থেকে নেমে গেছে কিংবা শরীর থেকেই বেরিয়ে গেছে। কিছু ওষুধ দিয়ে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

তবে সমস্যা থেকে যায়। দিন গড়িয়ে সপ্তাহ পার হলেও ব্যথা ও অস্বস্তি কমেনি। গলায় ফোলাভাব দেখা দেয়। দ্বিতীয়বার চিকিৎসকের শরণাপন্ন হলে আবারও পরীক্ষায় কিছু ধরা পড়ে না। থাইরয়েড সংক্রান্ত সমস্যা হতে পারে ভেবে কিছু ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয় তাঁকে। কিন্তু বাস্তবে ছিল আরও ভয়াবহ (Fish Bone)।

১৭ জুন সাং যখন ঘরেই গলায় মলম লাগাচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন তাঁর গলার চামড়ার নিচ থেকে কিছু একটা ঠেলে বেরিয়ে আসছে। ভালো করে তাকিয়ে দেখেন একটি ধারালো সাদা কাঁটার মতো কিছু তাঁর গলার পাশ দিয়ে ফুঁড়ে বেরোচ্ছে। আলতো চাপ দিতেই ভেতর থেকে বেরিয়ে আসে এক টুকরো মাছের কাঁটা!

তাঁর স্বামী এই দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্ট করেন এবং লেখেন, 'এটি দেখে মনে হবে শরীরের ভিতর থেকে কাঁটা নিজেই চামড়া ঠেলে বেরিয়ে এসেছে।'

এরপর তড়িঘড়ি করে তাঁরা আবার হাসপাতালে ছুটে যান। চিকিৎসকেরা অপারেশন করে সাং-এর গলার চামড়ার নিচ থেকে প্রায় ২ সেন্টিমিটার লম্বা একটি মাছের কাঁটা বের করে আনেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা এতদিনের ক্যারিয়ারে এমন ঘটনা আগে কখনও দেখেননি।

সুরিয়ান তাঁর ফেসবুক পোস্টে লেখেন, 'আমি এই ছবি ও গল্প শেয়ার করছি মানুষকে ভয় দেখানোর জন্য নয়, বরং সবাইকে সতর্ক করতে। মাছ খাওয়ার সময় সাবধান না হলে এমন বিপজ্জনক ঘটনা ঘটতেই পারে।'

এই ঘটনা চিকিৎসা বিজ্ঞানে একটি বিরল দৃষ্টান্ত হয়ে রইল, যেখানে এক্স-রে-তে ধরা না পড়লেও একটি কাঁটা ধীরে ধীরে শরীরের টিস্যু ভেদ করে বাইরে বেরিয়ে আসে। সাং বর্তমানে সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

জুলাই মাসের প্রথম দিনেই রান্নার গ্যাস নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে ৷ জুলাই মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা ...
01/07/2025

জুলাই মাসের প্রথম দিনেই রান্নার গ্যাস নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে ৷ জুলাই মাসে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক ধাক্কায় প্রায় 60 টাকা কমেছে রান্নার গ্যাসের দাম! দেশের তেল বিপণন সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় 58.50 টাকা কমিয়েছে ৷

এই নিয়ে টানা চতুর্থ মাসে রান্নার গ্যাসে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। বাস্তবে, টানা চতুর্থ মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে, যার ফলে প্রতি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 1900 টাকা থেকে কমে 1600 টাকা হয়ে গিয়েছে।

জুলাই মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 57 টাকারও বেশি কমেছে। সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে দিল্লিতে। যদি আমরা ঘরোয়া ব্যবহারের রান্নার গ্যাসের কথা বলি, তাহলে 8 এপ্রিলের পর থেকে এর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি। শেষবার সরকার ঘরোয়া রান্নার গ্যাসের দাম প্রতি সিলিন্ডারে 50 টাকা বাড়িয়েছিল। চলুন জেনে নেওয়া যাক, দেশে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং ঘরোয়া গ্যাস সিলিন্ডারের বর্তনাম দাম কত।

টানা চতুর্থ মাসের মতো সস্তা হল বাণিজ্যিক রান্নার গ্যাসে:

আইওসিএলের তথ্য অনুযায়ী, টানা চতুর্থ মাসের মতো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে। জুলাইয়ের প্রথম দিনে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম 58 টাকা 50 পয়সা কমেছে। অন্যদিকে কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে 57 টাকা, 58 টাকা এবং 57 টাকা 50 পয়সা কমেছে। দাম কমার পর দেশের এই চার মহানগরীতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম যথাক্রমে 1665, 1769 টাকা, 1616.50 টাকা এবং 1823.50 টাকা হয়ে গিয়েছে।

সাপের শত্রু ঘরের এই ৪ জিনিস! দরজায় ছুঁড়ে দিলেই কাছে আসবে না সাপ! বর্ষায় নো টেনশন!কিছু সহজ ঘরোয়া উপায় আছে যা অনুসরণ করলে ...
01/07/2025

সাপের শত্রু ঘরের এই ৪ জিনিস! দরজায় ছুঁড়ে দিলেই কাছে আসবে না সাপ! বর্ষায় নো টেনশন!
কিছু সহজ ঘরোয়া উপায় আছে যা অনুসরণ করলে আপনি সহজেই সাপকে আপনার বাড়ি বা বাগানের কাছ থেকে দূরে রাখতে পারেন।

Snake Fact: সাপের নাম শুনলেই গায়ের লোম খাড়া হয়ে যায়। সাহসী মানুষও ভয় পায় যদি ঘরের আশপাশে সাপ দেখে। অনেক সময়েই বাড়ির বাগানে সাপ ঢুকে পড়ে। গাছপালা বেশি থাকলে সাপ আসার প্রবণতা বেড়ে যায়।

Snake Repellant tips: এমনকি কখনও কখনও তারা বাড়ির ভেতরেও ঢুকে পড়ে, যা শিশু ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য বিপজ্জনক। তবে চিন্তার কিছু নেই! কিছু সহজ ঘরোয়া উপায় আছে যা অনুসরণ করলে আপনি সহজেই সাপকে আপনার বাড়ি বা বাগানের কাছ থেকে দূরে রাখতে পারেন।

Snake Repellant tips: ✅ ১. ন্যাফথালিন বল (Naphthalene Balls) সাপ দূরে রাখার সেরা ও সহজ উপায় হল ন্যাফথালিন। কী করবেন: ৪-৫টি ন্যাফথালিন বল ভালো করে গুঁড়ো করে নিন। তারপর ১-২ কাপ জলের সঙ্গে মিশিয়ে একটি সলিউশন তৈরি করুন।

এই দ্রবণটি বাগান, গাছপালা, দরজা ও জানালায় স্প্রে করুন। ⚠️ লক্ষ্য রাখবেন, শিশুরা যেন এই দ্রবণের সংস্পর্শে না আসে। 👉 এর গন্ধ এতটাই তীব্র যে সাপ তার আশেপাশে আসেই না।

২. অ্যামোনিয়া (Ammonia) অ্যামোনিয়ার গন্ধ সাপ সহ্য করতে পারে না। বর্ষাকালে পোকামাকড় তাড়াতেও এটি খুব কার্যকর। কীভাবে ব্যবহার করবেন: ২-৩ টেবিলচামচ অ্যামোনিয়ার সঙ্গে ১-২ কাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর সেই দ্রবণটি গাছপালা, দরজা ও আশপাশে স্প্রে করুন। 👉 কয়েক সেকেন্ডের মধ্যেই সাপ গন্ধ পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।

✅ ৩. লবঙ্গ ও দারুচিনির তেল (Clove and Cinnamon Oil) এই দুটি তেলের গন্ধ সাপদের জন্য অসহ্য। ব্যবহার পদ্ধতি: ২ চা চামচ লবঙ্গ তেল ও দারুচিনি তেল মিশিয়ে ৩ কাপ জলে মিশিয়ে স্প্রে বানিয়ে ফেলুন। তারপর সেই দ্রবণ বাগানের গাছে গাছে স্প্রে করুন। 👉 এমনকি এই দ্রবণ বৃষ্টির সময়ের পোকামাকড়কেও দূরে রাখে।

✅ ৪. রসুন বা পেঁয়াজের তেল (Garlic or Onion Oil) রসুন ও পেঁয়াজের তেলেও থাকে এমন কিছু উপাদান যা সাপ পছন্দ করে না। দরজার আশেপাশে এই তেল ছড়িয়ে দিলে সাপ আর কাছেও আসে না।

আপনার বাড়িতে যদি বাগান থাকে এবং সেখানে সাপ ঢুকছে, তাহলে এগুলোর মধ্যে যেকোনো একটি পদ্ধতি অবলম্বন করলেই আপনি এবং আপনার পরিবার নিরাপদে থাকতে পারবেন। তবে প্রয়োজনে পেশাদার সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ।

দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই জঘন্য কাণ্ডে মূল অভিযুক্ত...
30/06/2025

দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা রাজ্যজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই জঘন্য কাণ্ডে মূল অভিযুক্ত এবং তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রাক্তন দাপুটে নেতা মনোজিৎ মিশ্র-সহ তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ মনোজিতের পরিধেয় বস্ত্রাদি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে, যা থেকে গুরুত্বপূর্ণ সূত্র মেলার আশা করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বাড়ি থেকে তাঁর ঘটনার দিনের পরা জামা-প্যান্ট, অন্তর্বাস এবং জুতো বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত এই পোশাকগুলি দ্রুত ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সূত্রের ইঙ্গিত, ফরেনসিক বিশেষজ্ঞরা এই জামাকাপড়ে রক্ত, দাগ বা অন্য কোনো প্রাসঙ্গিক নমুনা রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন। পুলিশ মনে করছে, এই পোশাকগুলি থেকেই মামলার মোড় ঘোরানো গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া যেতে পারে।

এই ঘটনার পর জনমনে সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে মনোজিৎ মিশ্রের একটি পুরনো ফেসবুক পোস্ট, যা ইতিমধ্যেই ভাইরাল। বিস্ময়করভাবে, এই মনোজিৎ মিশ্রই আরজি কর কাণ্ডের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, 'ধর্ষকের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, নাটক নয়, বিচার চাই।' এখন সেই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধেই কসবার আইন কলেজের ছাত্রীকে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ উঠেছে, যা সমাজে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার জন্ম দিয়েছে।

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার ছবি প্রকাশ্যে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি-তালিকা বেশ দীর্ঘ। ধৃতের ফেসবুক প্রোফাইলে নিজের পরিচয় হিসেবে লেখা ছিল- 'ল কলেজের TMCP ইউনিটের প্রাক্তন সভাপতি'। অভিযোগ উঠেছে, কলেজের পরিচালন সমিতির সুপারিশে মনোজিৎ মিশ্র এই কলেজেই অস্থায়ী কর্মী হিসেবে চাকরিও পেয়েছিল। সূত্রের খবর, সাউথ ক্যালকাটা ল'কলেজে অস্থায়ী কর্মীর পাশাপাশি আলিপুর কোর্টেও আইনজীবী হিসেবে প্র্যাকটিস করত এই প্রাক্তন TMCP নেতা ও বর্তমান তৃণমূল কর্মী। অর্থাৎ, সে একইসঙ্গে কলেজের স্টাফও ছিল।

কলেজ সূত্রে জানা গেছে, মনোজিৎ মিশ্র ২০১৪ সালে কলেজে পড়াশোনা করতে এলেও পাশ করতে না পারায় ডিসকলেজিয়েট হয়ে যায়। প্রথম থেকেই সে ক্যাম্পাসে TMCP-র সঙ্গে যুক্ত ছিল এবং ইউনিট প্রেসিডেন্টও হয়েছিল। পরে ২০২১ সালে তাকে দক্ষিণ কলকাতার সাংগঠনিক সম্পাদকও করা হয়। যদিও TMCP-র রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দাবি করেছেন, মনোজিৎ তাদের সংগঠনের কোনো পদে ছিল না।

তবে কলেজের অনেকেই বলছেন, মনোজিৎ 'প্রভাব খাটিয়ে' আবার ছাত্র হিসেবে কলেজে ঢুকেছিল। তিন বছর আগে সে পাশ করলেও কলেজ ছাড়েনি। তার বিরুদ্ধে বারবার কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। প্রাক্তন ছাত্রদের অভিযোগ, কেউ মনোজিতের বিরুদ্ধে মুখ খুললেই ক্যাম্পাসের ভিতর ও বাইরে শারীরিকভাবে নিগৃহীত হতে হতো। এমনকি ছাত্রীরা অভিযোগ করলেও তাদের বাড়ি বা মেসে গুন্ডা পাঠিয়ে ভয় দেখানো হতো। এই অভিযোগগুলি এখন পুলিশের তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

এই ঘটনা কেবল একটি ধর্ষণ কাণ্ড নয়, বরং ক্ষমতার অপব্যবহার, ছাত্র রাজনীতিতে অপরাধের প্রভাব এবং প্রতিষ্ঠানের দায়বদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।

কসবার গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ। ভরদুপুরে, রাস্তার মাঝে এক ছাত্রীর শ্লীলতাহানি করা হ...
30/06/2025

কসবার গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ। ভরদুপুরে, রাস্তার মাঝে এক ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ উঠেছে। উত্তর ২৪ পরগনার বারাসতের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে(Molestation Case)। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।রবিবার টিউশন পড়তে গিয়েছিল বারাসতের এক ছাত্রী।

দুপুরে পড়া শেষে বারাসত ১২ নম্বর রেলগেটের পাশ দিয়ে টিউশন পড়ে ফিরছিল সে। পথে আচমকা এক ব্যক্তির সঙ্গে তার ধাক্কা লাগে। ছাত্রী বাধা দিলে ওই ব্যক্তি প্রকাশ্যে তার প্রাইভেট পার্টে হাত দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।

রেলগেট এলাকায় ওই ছাত্রীর কান্নার আওয়াজ পেয়ে এলাকার দোকানদাররা ছুটে যান ও ওই ব্যক্তিকে ধরে ফেলেন। অভিযুক্ত যুবক তাঁদের হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন(Molestation Case)।। এরপর স্থানীয় দোকানদারদের মারধর করে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। পরবর্তীতে সকলে মিলে ধরে ফেলেন ওই অভিযুক্ত যুবককে। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে।

এই ঘটনার আগেই কসবার আইন কলেজের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধীরা রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বারবার। তারই মধ্যে জনবহুল এলাকায় দিনের বেলায় এক ছাত্রীর সঙ্গে এমন ঘটনা প্রশাসনিক ব্যর্থতা তুলে ধরছে বলে অভিযোগ উঠছে(Molestation Case)।। ঘটনাস্থল বারাসত রেলগেট সংলগ্ন এলাকা খুবই ব্যস্ত, বিশেষ করে দুপুরে প্রচুর মানুষজন চলাচল করেন। এই এলাকায় নিরাপত্তা ও নজরদারির দাবি দীর্ঘদিনের। আজকের ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসীরা বলছেন, "যদি আমরা না থাকতাম, তাহলে কী হতো ছাত্রীটির? রাস্তাঘাটে নজরদারি বাড়ানো জরুরি।" পুলিশ সূত্রে জানা গেছে, দোষীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে এবং সোমবার আদালতে তোলা হবে। পাশাপাশি ঘটনার সময় আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

খবর সংগৃহীত

#বারাসাত #খবর

30/06/2025

বাংলার মানুষের জন সমুদ্র হুগলীতে

30/06/2025

শ্রীরামপুর মাহেশের রথ যাত্রার ইতিহাস জানেন? চৈতন্য দেব মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী এসেছিলেন 🙏

#রথযাত্রা #মাহেশ_রথযাত্রা

সোমবার তারকেশ্বর বাবা তারকনাথ এর দর্শন এ পুন্য লাভ হবেই 🙏 #মহাদেব  #হরহরমহাদেব  #বাবাতারকনাথ  #তারকেশ্বর
30/06/2025

সোমবার তারকেশ্বর বাবা তারকনাথ এর দর্শন এ পুন্য লাভ হবেই 🙏

#মহাদেব #হরহরমহাদেব #বাবাতারকনাথ #তারকেশ্বর

সোমবার সকাল তারকেশ্বর মন্দির 🙏 হর হর মহাদেব
30/06/2025

সোমবার সকাল তারকেশ্বর মন্দির 🙏 হর হর মহাদেব

29/06/2025

হে জগন্নাথ প্রভু, হরি হরিবোল 🙏 জগন্নাথ দেবের রথযাত্রা হুগলী মাহেশে ৬২৯ বছরের ইতিহাস

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jajabor TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jajabor TV:

Share