30/08/2025
জন্মাষ্টমীর পরেই আসে রাধাষ্টমী, যা শ্রীকৃষ্ণের চিরসঙ্গিনী রাধার জন্মতিথি। প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই পুণ্য তিথি পালিত হয়। ভক্তদের বিশ্বাস, এই দিনে রাধা ও কৃষ্ণের যুগলবন্দী উপাসনা করলে জীবনের সকল দুঃখ দূর হয় এবং সুখ-সমৃদ্ধি আসে। কিন্তু এই বছর রাধাষ্টমী ঠিক কোন তারিখে, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে।
৩০ নাকি ৩১ আগস্ট, কবে রাধাষ্টমী
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে, এ বছর রাধাষ্টমী তিথি শুরু হচ্ছে ৩০ আগস্ট, শনিবার, রাত ৮টা ৮ মিনিটে। তিথি শেষ হবে ৩১ আগস্ট, রবিবার, রাত ১০টা ২ মিনিট ৪৪ সেকেন্ডে। এক্ষেত্রে ব্রত ও পূজা পালনের মূল দিনটি হবে ৩১ আগস্ট, রবিবার। সাধারণত, ভক্তরা এই দিনে মধ্যাহ্নকালে পূজা করে থাকেন।
রাধাষ্টমীর শুভ সময়
৩১ আগস্ট, রবিবার, সকাল ১১টা ৫ মিনিট থেকে দুপুর ১টা ৩৮ মিনিট পর্যন্ত রাধাষ্টমীর পূজা ও ব্রত পালনের শুভ মুহূর্ত।
রাধাষ্টমীর মাহাত্ম্য ও নিয়মাবলী
এই দিনে ভক্তরা উপবাস থেকে বিশেষ পূজা ও ভজন-কীর্তন করেন। রাধাকৃষ্ণের মন্দিরে ভিড় জমানোর পাশাপাশি অনেকেই বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি বা ছবির সামনে ফুল, ফল, দুধ, দই এবং ঘি নিবেদন করেন। এই ব্রত পালনের সময় অন্ন গ্রহণ করা হয় না।
বিশ্বাস করা হয়, রাধাষ্টমীর দিনে নিষ্ঠার সঙ্গে উপবাস ও পূজা করলে মনোবাসনা পূর্ণ হয়, সংসারে সুখ-শান্তি বজায় থাকে, এবং দাম্পত্য জীবনে প্রেম ও সৌভাগ্য বৃদ্ধি পায়। রাধার জন্মস্থান উত্তরপ্রদেশের বারসনায় এই দিনে বিশেষ উৎসবের আয়োজন করা হয়। সেখানে হাজার হাজার ভক্ত রাধাকৃষ্ণের মহিমা কীর্তনে অংশ নেন।
ব্রত পালনের জন্য ভোরে উঠে স্নান সেরে পবিত্র পোশাক পরতে হয়। এরপর রাধাকৃষ্ণের ছবি বা মূর্তির সামনে ফুল, ধূপ, প্রদীপ এবং ফল নিবেদন করা হয়। এরপর রাধা-কৃষ্ণ মন্ত্র জপ করলে ভক্তি ও শক্তি বৃদ্ধি পায়। সন্ধ্যায় আরতি এবং কীর্তনের মধ্য দিয়ে দিনের সমাপ্তি ঘটে।
#রাধাকৃষ্ণ #হরেকৃষ্ণ #কৃষ্ণ #রাধা #শ্রীকৃষ্ণ