
07/08/2025
"ভাষার ধর্ম পরিচয় অনুসন্ধানকেই আমরা জল ও পানি প্রসঙ্গে প্রথম ভ্রান্তি বলেছিলাম। এ-প্রসঙ্গে আরও একটি ভ্রান্তি রয়েছে। আরবি-ফারসিকে যদি আরব-পারস্যের ভাষা না-বলে সংকীর্ণভাবে মুসলমানের ভাষা বলা হয়, তাতেও ‘পানি’ একেবারেই মুসলমানের শব্দ নয়। পানি একান্তভাবেই ভারতীয় শব্দ; সংস্কৃত পান বা পানীয়ের সঙ্গেই এর আত্মীয়তা। আরবিতে জলকে বলে ‘মাউন’ আর ফারসিতে বলে ‘আব’। পানি ভারতীয় শব্দ হিসাবেই হিন্দি বা হিন্দুস্থানিতে প্রবেশ করেছে। বাংলা অঞ্চল পেরোলেই বিহার উত্তর প্রদেশে যে ব্যাপকভাবে ‘পানি’র ব্যবহার লক্ষ করি, তাতে অনেক বাঙালি হিন্দুও যোগ দেন। আর হিন্দুস্তানিরা যে ‘পানি’ ব্যবহার করেন সেটাও ‘মুসলমানী’ শব্দের প্রতি কোনও প্রীতির বশে নয়, এটি ভারতীয় শব্দ বলেই।" লিখেছেন, আবুল হাসনাত।
🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/Jol-vs-Paani-Two-inescapable-symbols-of-contrast-and-harmony/651
মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।