মার্কসবাদী পথ

মার্কসবাদী পথ Official page of Marxbadi Path – CPI(M) West Bengal's theoretical quarterly. Est. 1981. Now online at marxbadipath.org. Editor: Md.

Join us in Marxist discourse, debate & development. Salim | Associate Editor: Santanu Dey.

'আফ্রিকা মহাদেশ জুড়ে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে তার দখল নেওয়ার চেষ্টার কোনও খামতি রাখেনি সাম্রাজ্যবাদ...
27/10/2025

'আফ্রিকা মহাদেশ জুড়ে যে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে তার দখল নেওয়ার চেষ্টার কোনও খামতি রাখেনি সাম্রাজ্যবাদী শক্তিগুলি। এই উপনিবেশিক আগ্রাসনকে বাধার মুখে পড়তে হচ্ছে সাহেল অঞ্চলে এসে। তাই কখনও গণতন্ত্র রক্ষার অজুহাতে, আবার কখনও মানবাধিকার লঙ্ঘনের বদনাম দিয়ে তারা এই অঞ্চলের প্রগতিশীল সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করতে চায়। চলতি বছরে বুরকিনা ফাসোতে ব্যর্থ অভুথ্যান ঘটানোর পরিকল্পনা তারই উদাহরণ।' লিখছেন, শমীক মণ্ডল।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/The-courage-to-break-the-chain/700

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'শ্রম আইন বলবৎ করা, বিধিনিয়ম মেনে চলা, পরিদর্শনের ব্যবস্থা এবং শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য আপস আলোচনার ব্যবস্থা করা বা ফয়...
26/10/2025

'শ্রম আইন বলবৎ করা, বিধিনিয়ম মেনে চলা, পরিদর্শনের ব্যবস্থা এবং শ্রম বিরোধ নিষ্পত্তির জন্য আপস আলোচনার ব্যবস্থা করা বা ফয়সালা করা — শ্রম আইনের পরিসরে এসব কাজে শ্রম মন্ত্রকের ভূমিকা রয়েছে। আলোচ্য নীতিতে মন্ত্রকের সেই সব কাজের সুযোগ ঘুচিয়ে দেওয়া হয়েছে। এখন শ্রম মন্ত্রকের ভূমিকা হবে শুধুমাত্র নিয়োগ বা কাজ পেতে সাহায্য করা। তবে সেই দায় মন্ত্রক ঠিকমতো পালন করছে কিনা তা পরিমাপ করার কোনও ব্যবস্থা রাখা হয়নি। শ্রম শক্তি নীতি ২০২৫ মালিকশ্রেণির হাতে সেই ক্ষমতা দিতে চেয়েছে যাতে তাদের কাছে শ্রম আইন ভাঙার লাইসেন্স থাকে। তার চেয়েও বড় কথা, এমনকী অনেক বেশি দুর্বল করে ফেলা শ্রম কোডগুলিকেও ক্রমাগত লঙ্ঘন করার লাইসেন্স দেওয়া হয়েছে। এবং মালিকপক্ষকে এমনভাবে ছাড় দেওয়া হয়েছে যাতে তারা নয়া মুক্ত বাণিজ্যের একটা রাজত্ব কায়েম করতে পারে।' লিখছেন, কে এন উমেশ।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Labor-Force-Policy-2025-A-mixture-of-free-market-and-Manusmriti/699

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'দেশ-কাল-সমাজ-মানুষ এবং তাদের যন্ত্রণা-হাহাকার, বাস্তব মাটির কথা কমিক্স শিল্পে নিয়ে আসায় জো স্যাকো’র ভূমিকা অনস্বীকার্য ...
22/10/2025

'দেশ-কাল-সমাজ-মানুষ এবং তাদের যন্ত্রণা-হাহাকার, বাস্তব মাটির কথা কমিক্স শিল্পে নিয়ে আসায় জো স্যাকো’র ভূমিকা অনস্বীকার্য এবং একই সাথে তিনি হয়ে উঠেছেন গোটা দুনিয়ার আরও বহু শিল্পীর প্রেরণা। জো স্যাকো ২০২৩ সালে প্যালেস্তাইনে ইজরায়েলের আগ্রাসন ও গণহত্যা শুরুর পরেও চুপ করে বসে থাকতে পারেননি। তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, তাঁর ভঙ্গিতে।' লিখছেন, তর্পণ সরকার।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Joe-Saccos-War-on-Gaza-Whats-Important-to-Say-Constantly/696

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'১৯৪৭ সালে যে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের সূচনা হয়েছিল তার অবসান এখনও হয়নি। পঞ্চাশ ও ষাট দশকের সোস্যাল ডেমোক্রাট বেন গু...
21/10/2025

'১৯৪৭ সালে যে ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধের সূচনা হয়েছিল তার অবসান এখনও হয়নি। পঞ্চাশ ও ষাট দশকের সোস্যাল ডেমোক্রাট বেন গুরিয়ন এবং গোল্ডা মেয়ার বা আজকের চরম দক্ষিণপন্থী নেতানিয়াহু মন্ত্রীসভার মতো তাদের নেতৃবৃন্দ কখনোই নিজেদের মূল লক্ষ্যকে গোপন রাখেনি, যার নাম ‘এরেটজ ইজরায়েল’ বা ইহুদিস্তান। ২০২৩ সাল থেকেই তাদের একমাত্র লক্ষ্য দাঁড়িয়েছে, প্যালেস্তাইন দাবিকে চিরতরে নিকেশ করে দেওয়া। বাইডেন, ট্রাম্পের সহায়তা এবং ব্রিটেনকে সম্মুখসারিতে রেখে বেশিরভাগ ইউরোপীয় মিত্রদেশগুলির সমর্থন সত্ত্বেও এই লক্ষ্যপূরণ হয়নি।' লিখছেন, তারিক আলি।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/endless-war/698

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'আমাদের প্রতিনিধিদের সুযোগ হয়েছিল দারিদ্র দূরীকরণ কর্মসূচি কী, তা সরাসরি বুঝে নেওয়ার। এগুলির একেবারে নিখুঁতভাবে পরিকল্পন...
20/10/2025

'আমাদের প্রতিনিধিদের সুযোগ হয়েছিল দারিদ্র দূরীকরণ কর্মসূচি কী, তা সরাসরি বুঝে নেওয়ার। এগুলির একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করা হয় এবং তারপর কার্যকর করা হয়। গ্রামগুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে উন্নীত করা হয়েছে, কৃষকদের ও প্রান্তিক গোষ্ঠীর লোকজনদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় এ ধরনের বৈচিত্রসম্পন্ন উদ্যোগ কার্যকর করা হয়েছে। এগুলি করার সময় নজরে রাখা হয়েছে স্থানীয় স্তরে উন্নয়নের ওপরে। সিপিআই (এম)-এর নেতৃত্বাধীন কেরলের এলডিএফ সরকার একই ধরনের গ্রামীণ পর্যটন উন্নয়ন উদ্যোগ কার্যকর করার চেষ্টা চালাচ্ছে।' লিখছেন, এম এ বেবি।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/The-party-must-be-strengthened-to-ensure-progress-of-China/697

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'ট্রাম্পের লক্ষ‍্য আসলে ভেনেজুয়েলার বিপুল তেল ভাণ্ডার। সেই সঙ্গেই মজুত রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস। রাশিয়া এবং চীনের ...
19/10/2025

'ট্রাম্পের লক্ষ‍্য আসলে ভেনেজুয়েলার বিপুল তেল ভাণ্ডার। সেই সঙ্গেই মজুত রয়েছে প্রচুর প্রাকৃতিক গ্যাস। রাশিয়া এবং চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক রেখেছে ভেনেজুয়েলার। কিউবার সঙ্গে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। যা এই অঞ্চলে মার্কিন আধিপত্যের জন্য একটি ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ। অতীতেও ওয়াশিংটনের সঙ্গে কারাকাসের বৈরিতা ছিল। কিন্তু ট্রাম্পের মতো এমন নির্লজ্জ ছিল না। মাদুরোর নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কারও প্রশ্ন, ভিন্ন মত থাকতেই পারে। কিন্তু তা ঠিক করবেন ভেনেজুয়েলার মানুষ। অবৈধ মার্কিন হস্তক্ষেপ নয়।' - টিম মার্কসবাদী পথ

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Trumps-agression-in-Venezuela-/695

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'দুঃখকষ্ট ও অর্থাভাবের মধ্যেও কমিউনিস্ট কর্মীরা, জঙ্গি ট্রেড ইউনিয়ন কর্মীরা, ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সংগঠিত...
18/10/2025

'দুঃখকষ্ট ও অর্থাভাবের মধ্যেও কমিউনিস্ট কর্মীরা, জঙ্গি ট্রেড ইউনিয়ন কর্মীরা, ভারতের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সংগঠিত করার কাজ চালিয়ে যান। প্রচণ্ড দমন-পীড়ন তাঁদের দমাতে পারেনি। ১৯২৫ সাল থেকে ১৯২৮ সাল পর্যন্ত চারটি বছরে অসংখ্য শ্রমিক-ধর্মঘট, সভা-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সরকার সব থেকে বেশি ভয় করতে থাকে শ্রমিক আন্দোলনকে এবং শ্রমিকশ্রেণির জঙ্গি ট্রেড ইউনিয়ন সংগঠনগুলিকে। তদানীন্তন সরকারি রিপোর্টগুলিতে ব্রিটিশ সরকারের এই আতঙ্কের ছবি ফুটে ওঠে। শ্রমিকশ্রেণির বিপ্লবী কর্মকাণ্ডকেই তারা তখন অঙ্কুরেই বিনাশ করতে চেয়েছিল।' লিখছেন, সরোজ মুখোপাধ্যায়।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Communist-Movement-and-Organization-in-India-Introduction-(Part-II)/694

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'এরই পাশাপাশি উঠে এসেছে এক ভয়াবহ তথ‍্য। নারীর উপর সংঘটিত অপরাধের মামলায় শাস্তির হারে পশ্চিমবঙ্গ রয়েছে সর্বনিম্ন পর্যায়ে ...
18/10/2025

'এরই পাশাপাশি উঠে এসেছে এক ভয়াবহ তথ‍্য। নারীর উপর সংঘটিত অপরাধের মামলায় শাস্তির হারে পশ্চিমবঙ্গ রয়েছে সর্বনিম্ন পর্যায়ে থাকা রাজ্যগুলির দলে। ২০১৭ থেকে ২০২৩ সময়পর্ব পশ্চিমবঙ্গে নারীর নির্যাতনের মামলার শাস্তির হার অত্যন্ত কম। ৫ শতাংশের কাছাকাছি। ২০২২ সালে সামান্য বৃদ্ধি পেয়ে ৮.৯ শতাংশ হয়েছিল।' - ওয়েব ডেস্ক মার্কসবাদী পথ।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Crime-against-women-is-highest-in-West-Bengal-punishment-is-lowest/693

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'এই পরিস্থিতিতে জাতীয় আন্দোলনের ভিতরকার বামপন্থীদের মধ্যে, বিপ্লববাদীদের মধ্যে, ট্রেড ইউনিয়ন কর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে ক...
17/10/2025

'এই পরিস্থিতিতে জাতীয় আন্দোলনের ভিতরকার বামপন্থীদের মধ্যে, বিপ্লববাদীদের মধ্যে, ট্রেড ইউনিয়ন কর্মীদের মধ্যে প্রশ্ন ওঠে কোন্ পথে স্বাধীনতা আসবে, স্বাধীনতার রূপ কি হবে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক কর্মীদের মনকে এইসব প্রশ্ন আলোড়িত করে তোলে। প্রকৃত পথের সন্ধান খুঁজতে থাকেন এঁরা। বৈজ্ঞানিক রাজনৈতিক চিন্তা ভাবনা শুরু হয়। প্রকৃত বৈপ্লবিক পথ সন্ধানের রাজনৈতিক ভিত্তি প্রস্তুত হয় এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই।' লিখছেন, সরোজ মুখার্জি। (আজ প্রথম পর্ব, শেষ পর্ব আগামীকাল)

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Communist-Movement-and-Organization-in-India-Introduction-(Part-I)/692

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

'যখন শুল্ক সন্ত্রাসবাদকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশকে হুমকি দিচ...
16/10/2025

'যখন শুল্ক সন্ত্রাসবাদকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশকে হুমকি দিচ্ছেন এবং তাদের ওপর হামলা করছেন, তখন চীন অবিচলভাবে তার বিরোধিতা করছে এবং দৃঢ়ভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর ভিত্তি রয়েছে চীনের অর্জিত অর্থনৈতিক শক্তি এবং সিপিসির রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর ওপর। সিপিসি ও সিপিআই(এম) দু-দলের পক্ষ থেকেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের অধীন মার্কিন রাষ্ট্র নিজেদের আধিপত্য কায়েম করার জন্য একমেরু বিশ্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ‘দক্ষিণ গোলার্ধের দেশগুলি’ — উন্নয়নশীল দেশগুলিকে — এর প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।' লিখছেন, এম এ বেবি।

🔗বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/The-whole-world-is-watching-the-rise-of-China/691

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

ভারতে কমিউনিস্ট আন্দোলন ও সংগঠন : সূচনাপর্বসরোজ মুখোপাধ্যায়আসছে ১৭-১৮ অক্টোবরমার্কসবাদী পথের ওয়েবসাইটে
15/10/2025

ভারতে কমিউনিস্ট আন্দোলন ও সংগঠন : সূচনাপর্ব
সরোজ মুখোপাধ্যায়

আসছে ১৭-১৮ অক্টোবর
মার্কসবাদী পথের ওয়েবসাইটে

Address

31 Alimuddin Street, Kolkata/16
Kolkata
700016

Alerts

Be the first to know and let us send you an email when মার্কসবাদী পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মার্কসবাদী পথ:

Share

Category