মার্কসবাদী পথ

মার্কসবাদী পথ Official page of Marxbadi Path – CPI(M) West Bengal's theoretical quarterly. Est. 1981. Now online at marxbadipath.org. Editor: Md.

Join us in Marxist discourse, debate & development. Salim | Associate Editor: Santanu Dey.

"ভাষার ধর্ম পরিচয় অনুসন্ধানকেই আমরা জল ও পানি প্রসঙ্গে প্রথম ভ্রান্তি বলেছিলাম। এ-প্রসঙ্গে আরও একটি ভ্রান্তি রয়েছে।  আরব...
07/08/2025

"ভাষার ধর্ম পরিচয় অনুসন্ধানকেই আমরা জল ও পানি প্রসঙ্গে প্রথম ভ্রান্তি বলেছিলাম। এ-প্রসঙ্গে আরও একটি ভ্রান্তি রয়েছে। আরবি-ফারসিকে যদি আরব-পারস্যের ভাষা না-বলে সংকীর্ণভাবে মুসলমানের ভাষা বলা হয়, তাতেও ‘পানি’ একেবারেই মুসলমানের শব্দ নয়। পানি একান্তভাবেই ভারতীয় শব্দ; সংস্কৃত পান বা পানীয়ের সঙ্গেই এর আত্মীয়তা। আরবিতে জলকে বলে ‘মাউন’ আর ফারসিতে বলে ‘আব’। পানি ভারতীয় শব্দ হিসাবেই হিন্দি বা হিন্দুস্থানিতে প্রবেশ করেছে। বাংলা অঞ্চল পেরোলেই বিহার উত্তর প্রদেশে যে ব্যাপকভাবে ‘পানি’র ব্যবহার লক্ষ করি, তাতে অনেক বাঙালি হিন্দুও যোগ দেন। আর হিন্দুস্তানিরা যে ‘পানি’ ব্যবহার করেন সেটাও ‘মুসলমানী’ শব্দের প্রতি কোনও প্রীতির বশে নয়, এটি ভারতীয় শব্দ বলেই।" লিখেছেন, আবুল হাসনাত।

🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/Jol-vs-Paani-Two-inescapable-symbols-of-contrast-and-harmony/651

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

"ক্যালেণ্ডারের পাতার থেকেও দ্রুততায় প্রেক্ষাপট পালটে পালটে গেছে বাংলায়। ৪১-এর বোমাতঙ্কের দিন পেরিয়ে ৪২-এ ভারত ছাড়ো আন্দো...
06/08/2025

"ক্যালেণ্ডারের পাতার থেকেও দ্রুততায় প্রেক্ষাপট পালটে পালটে গেছে বাংলায়। ৪১-এর বোমাতঙ্কের দিন পেরিয়ে ৪২-এ ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল হয়েছে শহর। '৪৩-'৪৪ সালের মেজাজ আবার ভিন্নতর। মজুতদারি, ব্ল্যাকমার্কেটিং, মড়ক, আকাল। খিদের জ্বালায় আকাতরে মানুষ মরল লাখো। সুকান্ত ততদিনে কমিউনিস্ট পার্টিতে। মন্বন্তরের দিনগুলিতে কমিউনিস্ট কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রিলিফের কাজে।" লিখছেন, সৌম্যজিৎ রজক।

🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/Kolkata-Sukanta-party-and-poetry/650

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

অশ্লীল সভ‍্যতানিউট্রন বোমা বোঝ মানুষ বোঝ না!— হেলাল হাফিজআজ, হিরোশিমা হত‍্যাকাণ্ডের ৮০-বছর
06/08/2025

অশ্লীল সভ‍্যতা

নিউট্রন বোমা বোঝ
মানুষ বোঝ না!
— হেলাল হাফিজ

আজ, হিরোশিমা হত‍্যাকাণ্ডের ৮০-বছর

আসছে আগামী কাল (৭ আগস্ট)।চোখ রাখুন মার্কসবাদী পথের ওয়েবসাইটে।
06/08/2025

আসছে আগামী কাল (৭ আগস্ট)।
চোখ রাখুন মার্কসবাদী পথের ওয়েবসাইটে।

"নিরাপদ পরিবহণ, সিসিটিভি নজরদারি, যথেষ্ট আলো, মহিলা নিরাপত্তাকর্মী ইত্যাদির মতো নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দেওয়া সত্ত...
06/08/2025

"নিরাপদ পরিবহণ, সিসিটিভি নজরদারি, যথেষ্ট আলো, মহিলা নিরাপত্তাকর্মী ইত্যাদির মতো নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাব দেওয়া সত্ত্বেও, ১৯৮৪ সাল থেকে কার্যকর থাকা মহিলাদের রাতের শিফটে কাজের নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই প্রস্তাবের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলির পক্ষ থেকে প্রবল ও দৃঢ়ভাবে বিরোধিতা করা হয়। এই প্রেক্ষাপটে পুঁজিপতি শ্রেণি রাতের শিফটের পক্ষে এক নতুন যুক্তি তুলে ধরেছে—এইবার তা হল ‘সমতা’-র যুক্তি।" লিখছেন, কিরণ মোঘে।

🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/Is-Night-Work-an-Equal-Opportunity-for-Women-Workers/649

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

মাহদি আমেল। আরব বিশ্বে সবচেয়ে প্রিয় মার্কসবাদী তাত্ত্বিকদের একজন। বাকি বিশ্ব তাঁকে চেনে আরব গ্রামশি নামে। ছিলেন বেইরুটের...
05/08/2025

মাহদি আমেল। আরব বিশ্বে সবচেয়ে প্রিয় মার্কসবাদী তাত্ত্বিকদের একজন। বাকি বিশ্ব তাঁকে চেনে আরব গ্রামশি নামে। ছিলেন বেইরুটের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। লেবাননের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। একদিন খুন হয়ে যান বেইরুটের রাস্তায়। তাঁর চিন্তার বিষয় ছিল– মার্কসবাদী ধারণাকে কীভাবে পশ্চিম এশিয়ায় উপস্থিত করা যায়, যা আরব বাস্তবতার প্রতি থাকবে বিশ্বস্ত। সম্প্রতি তাঁর ছ’টি প্রধান লেখা প্রকাশিত হয়েছে ইংরেজিতে। তার থেকে বাছাই চারটি লেখা নিয়ে এই বই।

মার্কসবাদী পথের এবারের বিশেষ সংখ্যা দেশভাগ।  প্রকাশিত।
05/08/2025

মার্কসবাদী পথের এবারের বিশেষ সংখ্যা দেশভাগ। প্রকাশিত।

"তাঁকে হস্‌পিটালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর গাড়ী ডেকার্স লেনের ভিতর দিয়ে গিয়েছিল। আমরা গেটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। স...
05/08/2025

"তাঁকে হস্‌পিটালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর গাড়ী ডেকার্স লেনের ভিতর দিয়ে গিয়েছিল। আমরা গেটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। সুকান্ত অনেকক্ষণ আমার হাত চেপে ধরে থাকলেন। হয়তো তিনি ভেবেছিলেন আর যদি দেখা না হয়।
আমার অনুশোচনার আর শেষ নেই। কেন আমি আগে খবর পেলাম না? কেন ঢাকা হতে এসে শামসুদ্দীন আহমদকে আমায় সুকান্তের অসুখের খবর দিতে হলো!" - মুজফ্‌ফর আহ্‌মদ।

🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/I-I-didnt-forgive-myself/648

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

আসছে আগামীকালচোখ রাখুন মার্কসবাদী পথের ওয়েবসাইটে
04/08/2025

আসছে আগামীকাল
চোখ রাখুন মার্কসবাদী পথের ওয়েবসাইটে

"জীবনে যেমন, কাব্য-সাহিত্যেও সরলতা বিশেষণটিতে রিক্ততার ইঙ্গিতটাই আমাদের কাছে বড় বেশী জোরালো। গভীরতা, ব্যপ্তি, তীব্রতা, ...
04/08/2025

"জীবনে যেমন, কাব্য-সাহিত্যেও সরলতা বিশেষণটিতে রিক্ততার ইঙ্গিতটাই আমাদের কাছে বড় বেশী জোরালো। গভীরতা, ব্যপ্তি, তীব্রতা, ভাবৈশ্বর্য ইত্যাদি সবকিছুর ধারক ও বাহক হিসাবে সাদামাটা স্পষ্টভাষী সার্থক কবিতা কল্পনা করতে আমরা অপটু ছিলাম, আমাদের অভিজ্ঞতা ও স্বীকৃতি গীতি-কবিতা পর্যন্ত। সুকান্তর কবিতায় তাই বাংলা কাব্য-সাহিত্যের নবজন্মের সূচনা ছিলো।" - মানিক বন্দ্যোপাধ্যায়।

🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/The-poet-has-also-got-a-new-age/647

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

"আমার গৌরব, সেই ঐতিহাসিক মুহূর্তের আমি সাক্ষী। আমার প্রেরণা, সেই আশ্চর্য সেতুবন্ধের আমিও এক স্ৰষ্টা। উর্দুতন্ত্রের বিরুদ...
03/08/2025

"আমার গৌরব, সেই ঐতিহাসিক মুহূর্তের আমি সাক্ষী। আমার প্রেরণা, সেই আশ্চর্য সেতুবন্ধের আমিও এক স্ৰষ্টা। উর্দুতন্ত্রের বিরুদ্ধে বাঙলা ভাষার আন্দোলনে যারা বুকের রক্ত ঝরিয়েছে, তাদের স্মৃতি-মন্দিরের সামনে দাড়িয়ে এক উর্দু-কবি পড়ছেন আমাদের সুকান্তের কবিতা।
মনে হল, শোক এবার শ্লোক হয়ে উঠেছে।" -দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/shlok/646

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

"যুদ্ধের নামে ইজরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে সে-বিষয়ে পশ্চিমী দেশগুলি তাদের মনোভাব এখন বদলাতে বাধ্য হচ্ছে। বিপরীতে ভা...
03/08/2025

"যুদ্ধের নামে ইজরায়েল গাজায় যে গণহত্যা চালাচ্ছে সে-বিষয়ে পশ্চিমী দেশগুলি তাদের মনোভাব এখন বদলাতে বাধ্য হচ্ছে। বিপরীতে ভারতের অবস্থান একেবারে স্তম্ভিত করার মতো। গত এক পক্ষকালে গাজায় মানবিক সংকট যখন আরও তীব্র হয়েছে, তখনও মোদী সরকারের তরফে কোনও সাড়াশব্দ নেই। ইজরায়েল যে-অমানবিক অবরোধের নীতি নিয়ে চলেছে তার সমালোচনা কিংবা নিন্দা করে বিদেশমন্ত্রক একটা বিবৃতিও দেয়নি। প্রধানমন্ত্রী মোদী তাঁর বন্ধু নেতানিয়াহুকে ফোনে এটুকুও অনুরোধ করেননি যাতে গাজায় বিনা বাধায় সব কিছু সরবরাহের ব্যবস্থা করা হয় এবং যাতে অন্তত মানুষের জীবন বাঁচে।" লিখছেন, প্রকাশ কারাত।

🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/Gaza-exposed-the-shamelessness-of-the-Modi-government/645

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

Address

31 Alimuddin Street, Kolkata/16
Kolkata
700016

Alerts

Be the first to know and let us send you an email when মার্কসবাদী পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মার্কসবাদী পথ:

Share

Category