মার্কসবাদী পথ

মার্কসবাদী পথ Official page of Marxbadi Path – CPI(M) West Bengal's theoretical quarterly. Est. 1981. Now online at marxbadipath.org. Editor: Md.

Join us in Marxist discourse, debate & development. Salim | Associate Editor: Santanu Dey.

28/09/2025

গ্রিসে কমিউনিস্ট যুব উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এথেন্সে সমবেত কণ্ঠে 'আন্তর্জাতিক' সঙ্গীত।

"আমি মনে করি একথা বলাটা সঠিক যে, ভারত ছাড়ো প্রস্তাব নেওয়া হয়েছিল ভুল সময়ে। সেই সময়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। জাপা...
27/09/2025

"আমি মনে করি একথা বলাটা সঠিক যে, ভারত ছাড়ো প্রস্তাব নেওয়া হয়েছিল ভুল সময়ে। সেই সময়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। জাপানি ও জার্মান ফ্যাসিবাদকেই তখন প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করা উচিত ছিল। পরে ব্রিটিশদের মোকাবিলা করা যেতে পারত। আমি মনে করি, আজকের সময়ে একথাই আমাদের বলা উচিত। তখন কমিউনিস্ট পার্টি এই কথাই বলেছিল এবং আমি মনে করি আমাদের এক্ষেত্রে কমিউনিস্ট পার্টির অবস্থানের পক্ষেই দাঁড়াতে হবে:অর্থাৎ হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার পর, প্রাথমিক কাজ ছিল ফ্যাশিস্ত শক্তিগুলিকে পরাস্ত করা এবং তারপরে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মোকাবিলা করা।" - ইরফান হাবিব। ( প্রথম সীতারাম ইয়েচুরি স্মারক বক্তৃতা)

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/It-is-important-to-look-back-at-history/684

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

26/09/2025

গাজায় গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের আগে সাধারণ সভার প্রধান কক্ষ থেকে ওয়াকআউট করলেন প্রতিনিধিরা।

"আমার বাবা মহম্মদ হাবিব আমাকে বলেছিলেন যে, ১৯৩০ এর দশকে তিনি একজন বিচারপতি সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর নাম ছিল মিঃ স...
26/09/2025

"আমার বাবা মহম্মদ হাবিব আমাকে বলেছিলেন যে, ১৯৩০ এর দশকে তিনি একজন বিচারপতি সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাঁর নাম ছিল মিঃ সুলেইমান। সুলেইমান বলেছিলেন যে, তিনি ঘুমাতে পারছেন না। আমার বাবা তাকে প্রশ্ন করেন কেন তিনি ঘুমাতে পারছেন না। তিনি ছিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বা আচার্য (আমার ঠিক মনে নেই) এবং হাই কোর্টের বিচারপতি, পরে সেই সময়কার ফেডারাল কোর্ট অফ দিল্লিতে তার পদোন্নতি হয়। তিনি বলেছিলেন, এই সব ‘শুভবুদ্ধিসম্পন্ন কমিউনিস্টদের’ জন্য রাতে তাঁর ঘুম হচ্ছে না। যখন বিচার চলছিল তখন তিনি বুঝতে পেরেছিলেন যে যাদের বিচার চলছে তারা নিরপরাধ। এবং ব্রিটিশ আইনজীবীকে তিনি বলেন, উনি যা বলছেন তা পুরোপুরি আজগুবি— এবং কমিউনিস্টরা যা করেছে বলে তিনি দাবি করছেন সেটা বাস্তবত সম্ভব নয়।" - ইরফান হাবিব। ( প্রথম সীতারাম ইয়েচুরি স্মারক বক্তৃতা)

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/It-is-important-to-look-back-at-history/683

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

ইতিহাসকে ফিরে দেখা জরুরি ইরফান হাবিবআসছে ২৬-২৭ সেপ্টেম্বরচোখ রাখুন মার্কসবাদী পথের ওয়েবসাইটে
25/09/2025

ইতিহাসকে ফিরে দেখা জরুরি
ইরফান হাবিব
আসছে ২৬-২৭ সেপ্টেম্বর
চোখ রাখুন মার্কসবাদী পথের ওয়েবসাইটে

"পশ্চিমের কোনও সরকার খুব সহজেই দাবি করতে পারে: ‘আমরা তো প‍্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছি।’ সংক্ষিপ্ত এই বাক‍্যটি অনেকটা র...
24/09/2025

"পশ্চিমের কোনও সরকার খুব সহজেই দাবি করতে পারে: ‘আমরা তো প‍্যালেস্তাইনকে স্বীকৃতি দিয়েছি।’ সংক্ষিপ্ত এই বাক‍্যটি অনেকটা রাজনৈতিক সেফটি ভলভের মতো। জনমনের চাপ কমায়। মিডিয়াকে সন্তুষ্ট করে। অগ্রগতির ইঙ্গিত দেয়। কিন্তু মূল নীতি থেকে যায় অপরিবর্তিত। অনেকটা রোগীকে শুধু যন্ত্রণা উপশমের ওষুধ দেওয়ার মতো, কিন্তু মূল রোগের হচ্ছে না কোনও চিকিৎসা।" - টিম মার্কসবাদী পথ

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Recognition-of-Palestine-the-real-meaning/682

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

"যাঁরা এখন ক্ষমতায় রয়েছেন তাঁদের মনুবাদী পূর্বপুরুষেরা বি আর আম্বেদকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, আম্বে...
22/09/2025

"যাঁরা এখন ক্ষমতায় রয়েছেন তাঁদের মনুবাদী পূর্বপুরুষেরা বি আর আম্বেদকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, আম্বেদকার ‘হিন্দু মতাদর্শকে ধ্বংস’ করছেন। কারণ হিন্দু রিফর্মস বিলের প্রস্তাবে আম্বেদকার নারীদের ডিভোর্সের অধিকার দিয়েছিলেন এবং বৈধ বিবাহের শর্ত হিসাবে জাতপাতের ব্যবস্থা তুলে দিতে চেয়েছিলেন। সেই সময়কাল থেকে আজ পর্যন্ত মনুবাদী উত্তরপুরুষদের মনোভাব খুব একটা বদলায়নি। আজকের দিনের যে মনুবাদী বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রের মতাদর্শগত মঞ্চের সহজাত সংস্কৃতি হল, স্বামীর সহিংস আচরণ সত্ত্বেও বিবাহে আবদ্ধ থাকতে নারীদের বাধ্য করা, যেহেতু বিয়ে বিষয়টি ‘স্বভাবত ধর্মের বন্ধনে বাঁধা’ তাই মেয়েদের সব কিছু ‘মানিয়ে নিতে’ বলা। যদি নিজের ইচ্ছায় কোনও নারী অন্য জাতের পুরুষকে বিয়ে করেন এবং সেক্ষেত্রে পারিবারিক সম্মান রক্ষায় যদি কেউ অপরাধ করে তাহলে চুপ করে থেকে নারীদের সবকিছু ক্ষমা করতে বাধ্য করা হয় এই মতাদর্শে।" লিখছেন, বৃন্দা কারাত।

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/The-%E2%80%98domestic-sphere%E2%80%99-in-a-new-India/681

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

"কেরালা সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘রোশনি’। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের শিশুরা পায় ভাষা শিক্ষার বাড়তি ক্লাস...
17/09/2025

"কেরালা সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘রোশনি’। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের শিশুরা পায় ভাষা শিক্ষার বাড়তি ক্লাস। সকালে ক্লাস শুরু হওয়ার ৯০ মিনিট আগে শুরু হয় এই অতিরিক্ত ক্লাস। বাংলা, ওড়িয়া ও হিন্দি ভাষী শ্রমিক পরিবারের শিশুদের দেওয়া হয় মালয়ালি, ইংরাজি ও হিন্দি ভাষা শিক্ষার বিশেষ পাঠ। স্থানীয় ভাষার অবৈতনিক শিক্ষার আওতায় এসে ভবিষ্যতে উচ্চ শিক্ষার পথে এগিয়ে চলেছে পরিযায়ী শ্রমিক পরিবারের শিশুরা।" লিখছেন, শমীক মণ্ডল।

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/Where-migrants-are-guest-workers/680

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

"মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থা বেশ কিছু দিন ধরে ক্ষয় পেতে শুরু করেছে এবং বহুপাক্ষিক বিশ্ব মার্...
16/09/2025

"মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক ব্যবস্থা বেশ কিছু দিন ধরে ক্ষয় পেতে শুরু করেছে এবং বহুপাক্ষিক বিশ্ব মার্কিনি আন্তর্জাতিক ব্যবস্থাকে ক্রমশ চ্যালেঞ্জ করতে শুরু করেছে। বহুপাক্ষিক বিশ্বের শক্তি বাড়ছে। সেখানে নানা ধরনের সুযোগ কাজে লাগিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ রয়েছে। অথচ মার্কিন ঘেঁষা নীতির ফলে ভারত সেই সুযোগ কাজে লাগাতে পারেনি।" লিখছেন, প্রকাশ কারাত।

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/India-will-no-longer-be-a-subordinate-ally-of-America/679

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

"পরিযায়ী শ্রমবাহিনীর উল্লেখযোগ্য অংশ নাবালক। শ্রমের অধিকারের দুর্দশা শুরু হওয়ার আগেই বা সমান্তরালে তাঁরা হারাচ্ছেন শিক্ষ...
12/09/2025

"পরিযায়ী শ্রমবাহিনীর উল্লেখযোগ্য অংশ নাবালক। শ্রমের অধিকারের দুর্দশা শুরু হওয়ার আগেই বা সমান্তরালে তাঁরা হারাচ্ছেন শিক্ষার অধিকার— “ছেলেটা ঘর ছেড়ে গেছে চোদ্দ বছর বয়সে। লেখাপড়া ছেড়ে দিতে হল। গুজরাটের আমেদাবাদে হেল্পারের কাজ করত। ক’বছর আগে এখানে এসে বিয়ে করল, ছেলে হল, সেই ছেলের বয়স এখন তিন। তারপর একদিন জানা গেল উঁচু ভাড়া থেকে পড়ে গেছে। বাঁচল না। ভাবি, লেখাপড়াটা শেষ করলে এ কাজ হয়তো করতে হত না। অন্য কোনও কাজ পেত। কিন্তু কী করে পেত? কাজ তো নাই!" লিখছেন, উর্বা চৌধুরী।

🔗 বিস্তারিত পড়ুন:
https://marxbadipath.org/article/the-voice-of-migrant-labour/678

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

মার্কসবাদী পথ প্রকাশনা পাওয়া যাবে শারদ স্টলে
11/09/2025

মার্কসবাদী পথ প্রকাশনা পাওয়া যাবে শারদ স্টলে

"প্রাচীনকাল থেকে আমাদের দেশের বিজ্ঞান গবেষণার যে ঐতিহ্য রয়েছে, তার উপর আধারিত যে শ্লোকটি আমাদের উৎসাহিত করে তা হল ‘সা বি...
08/09/2025

"প্রাচীনকাল থেকে আমাদের দেশের বিজ্ঞান গবেষণার যে ঐতিহ্য রয়েছে, তার উপর আধারিত যে শ্লোকটি আমাদের উৎসাহিত করে তা হল ‘সা বিদ্যা যা বিমুক্তয়ে’। যার অর্থ হল ‘সেটাই জ্ঞান, যা আমাদের মুক্তি দেয়’।... যদি এই বিদ্যাই হিন্দুত্বের প্রহরীদের পোষিত কর্পোরেটদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে বুঝতে হবে যে সঙ্ঘ পরিবার ও তার বিজেপি সরকার বিদ্যাচর্চার মধ্যে বিপদের গন্ধ খুঁজে পাচ্ছে। বিদ্যা যখন নিজেই মুক্ত নয়, তা আমাদের মুক্ত করবে কিভাবে?" লিখছেন, তপন মিশ্র।

🔗 বিস্তারিত পড়ুন এই লিঙ্কে:
https://marxbadipath.org/article/One-nation-one-subscription-/677

মার্কসবাদী পথের ওয়েবসাইটে প্রকাশিত।

Address

31 Alimuddin Street, Kolkata/16
Kolkata
700016

Alerts

Be the first to know and let us send you an email when মার্কসবাদী পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মার্কসবাদী পথ:

Share

Category