GeoCurio

GeoCurio স্বাগতম! পৃথিবী যথা মহাবিশ্বের ভূগোল বিষয়ক নানা অজানা তথ্য ও তার রহস্য উন্মোচন এই পেজের লক্ষ্য।

Madhya Pradesh(INDIA) breaks world record with over 12 lakh trees planted in 24 hours in Indore. Guinness Book of World ...
25/07/2024

Madhya Pradesh(INDIA) breaks world record with over 12 lakh trees planted in 24 hours in Indore. Guinness Book of World Records certifies the achievement as part of the 'Ek Ped Maa Ke Naam' campaign promoting environmental conservation.

Value of trees
28/06/2024

Value of trees

সফলতার ১৫টি সূত্রঃ১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের...
25/06/2024

সফলতার ১৫টি সূত্রঃ
১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

সংগৃহীত পোস্ট

17/04/2024

পশ্চিমঘাট অঞ্চলে বেশি বৃষ্টিপাত হয় কেন?
Why do Western Ghats have more rainfall than Eastern Ghats?

কোন গ্রহে পশ্চিম দিকে সূর্য ওঠে ?সাধারণত সৌরজগতের গ্রহগুলি পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ নিজের চারিদিকে...
11/03/2024

কোন গ্রহে পশ্চিম দিকে সূর্য ওঠে ?

সাধারণত সৌরজগতের গ্রহগুলি পশ্চিম থেকে পূর্বে অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজ নিজের চারিদিকে আবর্তন করে।কিন্তু শুক্র গ্রহ ঠিক এর বিপরীত অর্থাৎ এই গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে নিজের চারিদিকে আবর্তন করে। তাই এই গ্রহটিতে পশ্চিম দিকে সূর্য ওঠে এবং পূর্বদিকে সূর্য অস্ত যায়। গ্রহটির এই বিপরীতমুখী আবর্তন সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা একটা সময় বিশালাকৃতির কোন গ্রহাণু শুক্র গ্রহে আঘাত হানে এবং তার ফলে গ্রহটির আবর্তনের দিক পরিবর্তন হয়ে যায়।
শুক্র গ্রহ সম্পর্কে এরকম আরো মজার তথ্য জানার জন্য Watch The Video : https://youtu.be/RZazfpHeGwQ

শুক্র গ্রহের অজানা তথ্য জানলে চমকে উথবেন ।। Amazing Facts About Venus Planet in Bangla । GeoCurio #জিওকিউরিও ....

02/03/2024

সৌরজগতের ৮ টি গ্রহের পরিচয় । eight planets of our solar system
My Youtube Channel: Geocurio








#





01/03/2024

সৌরজগৎ কিভাবে সৃষ্টি হল?







সৌরজগৎ কিভাবে সৃষ্টি হল?
01/03/2024

সৌরজগৎ কিভাবে সৃষ্টি হল?

Address

Kolkata

Opening Hours

Monday 7pm - 10pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Telephone

+918420443274

Alerts

Be the first to know and let us send you an email when GeoCurio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GeoCurio:

Share