
07/09/2025
🌑 চন্দ্রগ্রহণে কী করা উচিত নয়
1. ❌ খাবার খাওয়া এড়িয়ে চলা – শাস্ত্রে বলা আছে গ্রহণের সময় রান্না ও খাওয়া বর্জন করতে।
2. ❌ পবিত্র কাজ না করা – পূজা-পাঠ, মন্ত্রোচ্চারণ, যজ্ঞ ইত্যাদি সাধারণত গ্রহণ শেষে করা হয়।
3. ❌ ঘুমানো ও অলস থাকা বারণ – এই সময়ে জপ বা ধ্যান করা শ্রেয়।
4. ❌ গর্ভবতী মহিলাদের বাইরে না বেরোনো – শাস্ত্র মতে গ্রহণের কুপ্রভাব এড়িয়ে চলা ভালো।
5. ❌ অশুদ্ধ খাবার বা জল ব্যবহার না করা – গ্রহণ কেটে গেলে স্নান করে নতুন খাবার গ্রহণ করা উচিত গ্রহণের সময় কী করা ভালো
মন্ত্র জপ করা (বিশেষ করে “ওঁ নমঃ শিবায়” বা গায়ত্রী মন্ত্র) বা জয় বাবা লোকনাথ "
দান ও সৎকর্মের সংকল্প নেওয়া।
গ্রহণ শেষে স্নান ও পরিষ্কার পোশাক পরা।
ভগবানের নাম স্মরণ করা।