Motion Graph.News

Motion Graph.News Media and news Company. We provide the true story which is verified before publishing. Motion Graph

: Merry Christmas :
25/12/2022

: Merry Christmas :

16/11/2022(WEDNESDAY):কুকুর কামড়েছে বলে পোষ্যের মালিককে ক্ষতিপূরণ হিসাবে দু’লক্ষ টাকা দিতে হবে বলে জানাল গুরুগ্রাম ক্রে...
16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:কুকুর কামড়েছে বলে পোষ্যের মালিককে ক্ষতিপূরণ হিসাবে দু’লক্ষ টাকা দিতে হবে বলে জানাল গুরুগ্রাম ক্রেতা সুরক্ষা দফতর:

সকাল সকাল কাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুন্নি নামের গুরুগ্রামের এক মহিলা। হঠাৎ তাঁর গায়ের উপর ঝাঁপিয়ে পড়ল এক বিশালাকার কুকুর। কুকুরের কামড়ে গুরুতর আক্রান্ত হন মুন্নি। গুরুগ্রামে ১১ অগস্ট এই ঘটনাটি ঘটে। পোষ্য কুকুরের মালিকের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছিলেন মুন্নি। মঙ্গলবার সেই মামলার রায়ে ঘোষণা করা হয়, ক্ষতিপূরণ হিসাবে পোষ্যের মালিককে দু’লক্ষ টাকা মুন্নিকে দিতে হবে।

মঙ্গলবার জেলা ক্রেতা সুরক্ষা দফতরের তরফে জানানো হয়, বিনীতকে ক্ষতিপূরণ হিসাবে দু’লক্ষ টাকা দিতে হবে। এমনকি, পোষ মানানোর ক্ষেত্রে ১১টি বিদেশি প্রজাতির কুকুরের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই তালিকায় আমেরিকান পিটবুল টেরিয়ার্স, ডগো আর্জেন্তিনো, রটওয়েইলার, নিয়েপোলিটান মাসটিফ, বোয়েরবয়েল, প্রেসা কানারিও, উলফডগ, ব্যানডগ, আমেরিকান বুলডগ, ফিলা ব্রাসিলেইরো এবং কেন করসো প্রজাতির কুকুরদের পোষা যাবে না বলে সিদ্ধান্ত নিল সংগঠন।
CREDITS: ANANDABAZAR
PICTURES: GOOGLE

16/11/2022(WEDNESDAY):খাদ থেকে উদ্ধার করল ঘড়ি:তবে এ বারের ঘটনাটি একেবারেই আলাদা। ১৭ বছর বয়সি, স্মিথ নীলেশ মেথা-সহ চার ড...
16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:খাদ থেকে উদ্ধার করল ঘড়ি:

তবে এ বারের ঘটনাটি একেবারেই আলাদা। ১৭ বছর বয়সি, স্মিথ নীলেশ মেথা-সহ চার ডাক্তারি পড়ুয়া ট্রেক করতে গিয়েছিলেন মহারাষ্ট্রের ভিসাপুর দুর্গে। ঘুরে ফেরার সময়, ওই চার বন্ধুর মধ্যে একজন পা পিছলে খাদে পড়ে যান।

চেষ্টা করেও বন্ধুরা তাকে ধরতে পারেন না। পাহাড় থেকে প্রায় ১৫০ মিটার গভীরে পড়ে গেলেও, খাদের ঢালে জমে থাকা শুকনো পাতায় আটকে যান নীলেশ। তাকে উদ্ধার করতে সঙ্গে থাকা আরও তিন বন্ধু অন্য কারও সঙ্গে যোগাযোগও করতে উঠতে পারছিলেন না।

পাহাড়ে ওঠার সময় যাতে কষ্ট কম হয়, তাই তারা একটি মাত্র ব্যাগ সঙ্গে নিয়ে উঠেছিলেন এবং তার মধ্যেই চারটি ফোন রাখা ছিল। কিন্তু মুশকিল হল, ওই ব্যাগটি ছিল নীলেশের কাছে। ব্যাগসমেতই নীলেশ পাহাড়ের খাদে পড়ে যাওয়ায় বন্ধুরাও কী করবে ভেবে পাচ্ছিলেন না।

কিন্তু হঠাৎ করেই নীলেশের মনে পড়ে, তাঁর হাতের সেলুলার অ্যাপল ঘড়িটির কথা। যার সাহায্যে ১৫০ মিটার গভীরে পড়ে গেলেও সেখান থেকে তিনি তার পরিবার এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে, পরিবারের লোকজন এবং বন্ধুরা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করলে, তৎক্ষণাৎ এসে তারাঁ নীলেশকে খাদ থেকে তুলে এনে স্থানীয় হাসপাতালে ভর্তি করিয়ে দেন।

খাদে পড়ে যাওয়া ওই তরুণ জানান,“পাহাড় চূড়োয় ওঠার সময় কোনও সমস্যা হয়নি। কিন্তু ফেরার পথে, প্রচণ্ড বৃষ্টি হওয়ায়, রাস্তাও পিছল হয়ে গিয়েছিল। খাদে পড়ে গেলেও গাছের ঝরা পাতার পুরু স্তরে আটকে গিয়েছিলাম আমি।”

সৌভাগ্যবশত দুটি পায়ের গোড়ালির হাড় সরে যাওয়া ছাড়া নীলেশের প্রাণসংশয় হওয়ার মতো তেমন কিছু ঘটেনি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে নীলেশের অস্ত্রোপচারও সফল হয়েছে।

প্রাণ ফিরে পাওয়ায় কৃতজ্ঞ নীলেশ, সুস্থ হওয়ার পর ধন্যবাদ জানিয়ে একটি মেলও পাঠিয়েছে অ্যাপল সংস্থাকে।

CREDITS: ANANDABAZAR
PICTURES: GOOGLE

:সব বয়সের এবং বিভিন্ন রুচির মানুষের কথা ভেবে রেলের নয়া উদ্যোগ:নির্দেশিকায় বলা হয়েছে, “রেলের নিজস্ব ক্যাটারিং পরিষেবা আ...
16/11/2022

:সব বয়সের এবং বিভিন্ন রুচির মানুষের কথা ভেবে রেলের নয়া উদ্যোগ:

নির্দেশিকায় বলা হয়েছে, “রেলের নিজস্ব ক্যাটারিং পরিষেবা আর উন্নত করার লক্ষ্যেই অভিনব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি যাত্রী যেন তাঁর রুচি এবং পছন্দ অনুযায়ী খাবারের বিকল্প বেছে নিতে পারেন সেই সুবিধা দেওয়া হবে। বিভিন্ন রাজ্যের খাবার তো বটেই, থাকবে মরসুমি বিশেষ খাবারও। সদ্যোজাত শিশুদের জন্যে ‘বেবি ফুডের’ ব্যবস্থা থাকবে।”

অতএব, ট্রেনে করে গুজরাত থেকে পশ্চিমবঙ্গে এলে শুধু মাছের ঝোল, ভাত কিংবা পশ্চিমবঙ্গ থেকে রাজস্থান গেলে শুধুই জোয়ার-বাজরার রুটি খেয়ে থাকতে হবে, এমনটা ভাবার দিন শেষ।

CREDITS: ANANDABAZAR
PICTURES: GOOGLE

16/11/2022(WEDNESDAY):HAPPY BIRTHDAY ADITYA ROY KAPOOR:PICTURES: GOOGLE
16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:HAPPY BIRTHDAY ADITYA ROY KAPOOR:

PICTURES: GOOGLE

16/11/2022(WEDNESDAY):হাওড়া স্টেশনে উদ্ধার ১১ লাখ নগদ-সহ ৩ লাখ টাকার সোনা:আরপিএফ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ৪০ নাগাদ হ...
16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:হাওড়া স্টেশনে উদ্ধার ১১ লাখ নগদ-সহ ৩ লাখ টাকার সোনা:

আরপিএফ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা ৪০ নাগাদ হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে নজরদারি চালাচ্ছিল আরপিএফের একটি দল। সেই সময় এক ব্যক্তিকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এর পর তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে আরপিএফ। অভিযোগ, তাঁর ব্যাগ খুলে তল্লাশির সময় বিপুল পরিমাণে নগদ টাকা-সহ বেশ কয়েকটি সোনার জিনিস পাওয়া যায়। যদিও নগদ টাকা-সহ সোনার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এর পর কলকাতার আয়কর অফিসের আধিকারিকদের খবর দেওয়া হয়।

বিপুল নগদ এবং সোনার সামগ্রী-সহ আটক ব্যক্তিকে আয়কর দফতরের হাতে তুলে দিয়েছেন আরপিএফ জওয়ানেরা।
Credit: abpnews
Image (Google)

16//11/2022(WEDNESDAY):হৃদ্‌রোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা:২০১৫ সালে অভিনেত্রীর অস্থিমজ্জায় ক্যানসার ধরা পড়ে। দিল্লিতে শ...
16/11/2022

16//11/2022(WEDNESDAY)
:হৃদ্‌রোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা:

২০১৫ সালে অভিনেত্রীর অস্থিমজ্জায় ক্যানসার ধরা পড়ে। দিল্লিতে শুরু হয় চিকিৎসা। চলে একের পর এক কেমোথেরাপি। ২০১৬ সালে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ঐন্দ্রিলা। ফের ২০২১ সালে অভিনেত্রীর ডান দিকের ফুসফুসে টিউমার ধরা পড়ে। আবার চলে কেমোথেরাপির পালা। ফের নরকযন্ত্রণার মুখোমুখি হন বছর ২৪ এর অভিনেত্রী। আবারও মারণরোগের সঙ্গে কঠিন লড়াইয়ে জয়ী হন ঐন্দ্রিলা। বছর গড়াতেই স্ট্রোকের কবলে আক্রান্ত হন তিনি! শারীরিক অবস্থা সঙ্কটজনক হতে থাকে যত দিন গড়ায়। স্ট্রোক হওয়ার সপ্তাহ দুয়েকের মাথায় একাধিক বার হার্ট অ্যাটাক।

তবে কি ক্যানসারের কারণেই হৃদ্‌রোগে আক্রান্ত হলেন অভিনেত্রী? একাধিক বার কেমো নেওয়াই কি তাঁর বর্তমান পরিস্থিতির জন্য দায়ী?

মেডিক্যাল হিমাটো অনকোলজিস্ট সুদীপ দাস বললেন, কেমো থেকে যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়, তাকে মূলত দু’ ভাগে ভাগ করা যায়। কিছু পার্শ্বপ্রতিক্রিয়া কেমো নেওয়ার ২৪ ঘণ্টা থেকে ১০ দিনের মাথায় দেখা যায়, আবার কিছু উপসর্গ ছ’ মাস থেকে এক বছরের পর মাথাচাড়া দিয়ে ওঠে। বেশির ভাগ কেমোথেরাপির পর প্রাথমিক পর্যায়ে বমি বমি ভাব, খিদে কমে যাওয়া, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, মুখে ঘা হওয়া, ডায়েরিয়া, রক্তাল্পতার মতো সমস্যা দেখা যায়। তবে কেমোর ওষুধগুলির মধ্যে মাত্র ১০ শতাংশ ক্ষেত্রে তিন মাস, ছ’ মাস বা এক বছর পরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়। সে ক্ষেত্রে হার্টের সমস্যা দেখা দিতে পারে রোগীর শরীরে। তবে ঐন্দ্রিলার ক্ষেত্রে কেমোর জন্যই তা হয়েছে কি না, সেটা প্রশ্নসাপেক্ষ।’’
Credit: abpnews
Image (Google)

16/11/2022(WEDNESDAY):৮ মে শ্রদ্ধাকে খুন করার আসল ছক কষেছিলেন আফতাব:পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় আফতাব পুলিশকে জ...
16/11/2022

16/11/2022(WEDNESDAY)
:৮ মে শ্রদ্ধাকে খুন করার আসল ছক কষেছিলেন আফতাব:

পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় আফতাব পুলিশকে জানিয়েছেন, শ্রদ্ধাকে যে দিন তিনি খুন করেন, তার অন্তত ১০ দিন আগেই তিনি খুনের ছক কষেছিলেন। কিন্তু একটি বিশেষ ‘আবেগতাড়িত মুহূর্তের’ কারণে পিছিয়ে যায় আফতাবের প্রেমিকাকে খুনের পরিকল্পনা।

আফতাবকে প্রথম দফার জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ৮ মে আফতাব এবং শ্রদ্ধার মধ্যে প্রচণ্ড ঝগড়া হচ্ছিল এবং আফতাব সে দিনই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু ঝগড়া চলতে চলতে শ্রদ্ধা হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়েন এবং কাঁদতে শুরু করেন। প্রেমিকাকে কাঁদতে দেখে আফতাবও আবেগতাড়িত হয়ে পড়েন এবং খুন করতে ইতস্তত বোধ করেন। পিছিয়ে যায় খুনের পরিকল্পনা।

নিয়তির কারণে খুন হওয়া পিছিয়ে গেলেও প্রেমিকের তৈরি মরণফাঁদকে ফাঁকি দিতে পারেননি শ্রদ্ধা। ১০ দিন পরই শ্বাসরুদ্ধ হয়ে প্রেমিক আফতাবের হাতে খুন হতে হয় শ্রদ্ধাকে।

Credit: abpnews
Image (Google)

15//11/2022(TUESDAY):কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারও ১৭ ডিগ্রির ঘরে:আলিপুর আবহাওয়া দফতরের খবর...
15/11/2022

15//11/2022(TUESDAY)
:কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারও ১৭ ডিগ্রির ঘরে:

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ৩ ডিগ্রি কম। এ ছাড়া, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা-ও ১ ডিগ্রি কম।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা ০.১ ডিগ্রি কমেছে। কলকাতার পাশাপাশি তাপমাত্রার পতন অব্যাহত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। এ ছাড়া, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে।
Credit: abpnews
Image (Google)

15/11/2022(TUESDAY):লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর খুব বেশি দেখা যাচ্ছে না আমির খানকে:সম্প্রতি ‘চ্যাম্পিয়ন’ ছবির প্রসঙ্গ...
15/11/2022

15/11/2022(TUESDAY)
:লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার পর খুব বেশি দেখা যাচ্ছে না আমির খানকে:

সম্প্রতি ‘চ্যাম্পিয়ন’ ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমির জানান, তিনি আপাতত কোনও ছবিতেই অভিনয় করবেন না। বছর দেড়েকের মতো বিরতি চাই তাঁর। এই সময়টা তিনি তাঁর পরিবার, সন্তান ও মায়ের সঙ্গে সময় কাটাতে চান। তাই ‘চ্যাম্পিয়ন’ ছবি-তে আমিরের অভিনয় করা নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল তা সরাসরি নাকচ করেন অভিনেতা। তবে অভিনয় না করলেও এই ছবির প্রযোজনা করবেন সেটাও স্পষ্ট করেন আমির।এই ছবি প্রসঙ্গে আমির খান বলেন, ''চ্যাম্পিয়ন ছবিটা আমি প্রযোজনা করছি কারণ ছবিটার উপর বিশ্বাস আছে, গল্পটাও খুব ভাল।’’এমনিতেই তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। তিনি যা করেন একেবারে নিঁখুত করার চেষ্টাই করেন। কিন্তু আপাতত অভিনয় থেকে সরে নিজের পরিবারকে সময় দিতে চান অভিনেতা। তিনি বলেন, ‘‘আমার ৩৫ বছরের কর্মজীবনে আমিই শুধু নিজের কাজকেই প্রাধান্য দিয়ে এসেছি। যাঁরা আমার কাছের মানুষ তাঁদের প্রতি হয়তো অবিচার করেছি। আমার মন হয় এবার পরিবারকে সময় দেওয়া উচিত।”

আপাতত বছর দেড়েক বড়পর্দায় আর দেখা যাবে না আমিরকে। কোন ছবির মাধ্যমে কামব্যাক করেন বলিউডের পারফেকশনিস্ট সেটার অপেক্ষায় আমির অনুরাগীরাI

CREDITS: ANANDABAZAR
PICTURES: GOOGLE

15/11/2022(TUESDAY):পাকিস্তানকে হুঁশিয়ারি আদনানের:জনপ্রিয় গায়ক আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি হলেও ২০০৬ সালে ভারতের না...
15/11/2022

15/11/2022(TUESDAY)
:পাকিস্তানকে হুঁশিয়ারি আদনানের:

জনপ্রিয় গায়ক আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি হলেও ২০০৬ সালে ভারতের নাগরিকত্ব পান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর পাকাপাকি ভাবে ভারতে থাকতে শুরু করেন জনপ্রিয় এই শিল্পী। কিন্তু কেন পাকিস্তান ছাড়েন আদনান? যদিও এই বিষয়ে আগে খুব একটা উচ্চবাচ্য করেননি, হঠাৎ রুদ্রমূর্তি ধারণ করলেন মৃদুভাষী এই শিল্পী। সরাসরি পাকিস্তানের দিকে আঙুল তুললেন গায়ক। পাকিস্তান সরকারের বিরুদ্ধে মুখ খুললেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শিল্পী লেখেন, ‘‘আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন, কেন আমি পাকিস্তান ছেড়েছি? সেখানকার মানুষ সম্পর্কে কোনও বিরূপ ধারণা নেই। তাঁরা যেমন আমাকে ভালবাসেন, আমি তাঁদের ভালবাসি। কিন্তু পাকিস্তানের সরকার আমার দেশ ছাড়ার জন্য দায়ী।’’ খানিকটা হুমকির সুরে শিল্পী বলেন, ‘‘এক দিন সব কুকীর্তি ফাঁস করে দেবে। বছরের পর বছর ধরে মুখ বুজে ছিলাম। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষায় রয়েছি। মানুষ এই সব শুনলে চমকে যাবেন!’’

উল্লেখ্য, ২০২০ সালে আদনান সামি পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন। তাঁর গাওয়া সর্বশেষ হিট হল ‘বজরঙ্গি ভাইজান’ ছবির ‘ভর দো ঝোলি মেরি’।
CREDITS: ANANDABAZAR
PICTURES: GOOGLE

15/11/2022(TUESDAY): বিশ্বকাপে রোহিতদের ব্যর্থতার পরে বড় দায়িত্ব পেতে পারেন মাহি:টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে...
15/11/2022

15/11/2022(TUESDAY)
: বিশ্বকাপে রোহিতদের ব্যর্থতার পরে বড় দায়িত্ব পেতে পারেন মাহি:

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পরে মহেন্দ্র সিংহ ধোনির দ্বারস্থ হয়েছে বিসিসিআই। দলের সাফল্যের জন্য এ বার ধোনিকে বড় দায়িত্ব দিতে চলেছে তারা। একটি সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ধোনিকে ভারতের টি-টোয়েন্টি দলের ডিরেক্টর করা হতে পারে। এবং তা কয়েক মাস বা কয়েকটি সিরিজ়ের জন্য নয়, পাকাপাকি ভাবে। অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত বিসিসিআই বা ধোনি কোনও মন্তব্য করেননি।
এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হয়েছিলেন ধোনি। কিন্তু সে বার ফল ভাল হয়নি। গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলিরা। কিন্তু ২০২১ সালে প্রতিযোগিতা শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে কাজ শুরু করেছিলেন ধোনি। তাই আগের বারের ব্যর্থতার দায় তাঁর উপর দেওয়া যাবে না। এ বার আর কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিসিআই। অনেক আগে থেকে পাকাপাকি ভাবে ধোনিকে দলের দায়িত্ব দিতে চাইছে তারা।
CREDITS: ANANDABAZAR
PICTURES: GOOGLE

Address

Kolkata
700078

Alerts

Be the first to know and let us send you an email when Motion Graph.News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Motion Graph.News:

Share