3rd Eye Media

3rd Eye Media (Private Investigative Journalist)
( contact for any personal investigation)

Exec. body member AIRA INTERNATIONAL West Bengal.

Investigative journalist & BDM of IBG News

before calling pls send msg in.WhatsApp
(+91) 85840 50846

Excited to have you onboard! Kalpana Roy Basu, Mampi Roy, Hapijul Sk, Sudipta Mukherjee, Debasis Ghosh, Sukhdevsinh Raul...
17/09/2025

Excited to have you onboard! Kalpana Roy Basu, Mampi Roy, Hapijul Sk, Sudipta Mukherjee, Debasis Ghosh, Sukhdevsinh Raulji, Sujit Das, Ranjit Saha, Sampa Ghosh, Habib Islam, Sushanta Chakraborty, Sam Paul

17/09/2025

ভাবুন, ভাবুন। ভাবা অভ্যেস করুন। কোর্ট এর রায়ে কষ্টার্জিত অর্থ নষ্ট করছেন না তো? রায় দেওয়া মানে কিন্তু এই নয় যে কেস রিওপে...
14/09/2025

ভাবুন, ভাবুন। ভাবা অভ্যেস করুন। কোর্ট এর রায়ে কষ্টার্জিত অর্থ নষ্ট করছেন না তো? রায় দেওয়া মানে কিন্তু এই নয় যে কেস রিওপেন করা যাবেনা। প্রয়োজন হলে আমাদের মনে রাখবেন।
(বিস্তারিত কমেন্ট বক্সে)

কানে এসেছে আপনার নামে মামলা হয়েছে। আর তাই শুনেই আপনি নিজে থানায় দৌড়ে গেলেন। এই ভুল করবেন না। থানা থেকে কোনো ফোন আসলেও নয়...
14/09/2025

কানে এসেছে আপনার নামে মামলা হয়েছে। আর তাই শুনেই আপনি নিজে থানায় দৌড়ে গেলেন। এই ভুল করবেন না। থানা থেকে কোনো ফোন আসলেও নয়। তাহলে কি করবেন?
(বিস্তারিত কমেন্ট বক্সে)

13/09/2025

কিছু টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বাড়ি ভাড়া দিচ্ছেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো? ভাড়া দেওয়ার আগে ব্যাক গ্রাউন্ড চেক...
13/09/2025

কিছু টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার বাড়ি ভাড়া দিচ্ছেন? অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো? ভাড়া দেওয়ার আগে ব্যাক গ্রাউন্ড চেক অবশ্যই করিয়ে নিন।
(বিস্তারিত কমেন্ট বক্সে)
!

সন্তানের আচার আচরনে যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই প্রফেশনালদের সাহায্য নিন। গোপনে সমস্ত তথ্য সংগ্রহ করুন। এর ফলে বাচ্চারা জ...
12/09/2025

সন্তানের আচার আচরনে যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই প্রফেশনালদের সাহায্য নিন। গোপনে সমস্ত তথ্য সংগ্রহ করুন। এর ফলে বাচ্চারা জানতেই পারবে না তাদের ওপর লক্ষ্য রাখা হচ্ছে। তারা তাদের অজান্তেই নিরাপদে থাকবে।
+91(8584050846)

বিস্তারিত কমেন্ট বক্সে।।

জাল পরিচয় নিয়ে পশ্চিমবঙ্গে থাকতেন, বাংলাদেশী পর্ন তারকা রিয়া বারদে।(বিস্তারিত কমেন্ট বক্সে)3rd Eye Media                ...
11/09/2025

জাল পরিচয় নিয়ে পশ্চিমবঙ্গে থাকতেন, বাংলাদেশী পর্ন তারকা রিয়া বারদে।
(বিস্তারিত কমেন্ট বক্সে)
3rd Eye Media

লক্ষ লক্ষ টাকা খরচ করার আগে বিবাহ পূর্ববর্তী অনুসন্ধান বা Pre matrimonial investigation শুধু আপনার ব্যক্তিগত প্রয়োজন নয়,...
10/09/2025

লক্ষ লক্ষ টাকা খরচ করার আগে বিবাহ পূর্ববর্তী অনুসন্ধান বা Pre matrimonial investigation শুধু আপনার ব্যক্তিগত প্রয়োজন নয়,সামাজিক দায়িত্ব ও।।
(বিস্তারিত কমেন্টে)

একটি রোমাঞ্চকর প্রফেশনাল জীবনে স্বাগতম। ( বিস্তারিত কমেন্ট বক্সে)।।
08/09/2025

একটি রোমাঞ্চকর প্রফেশনাল জীবনে স্বাগতম।
( বিস্তারিত কমেন্ট বক্সে)।।

                    বিস্তারিত কমেন্ট বক্সে
07/09/2025



বিস্তারিত কমেন্ট বক্সে

কেস নং - ০৩৭১তদন্তের সময়সীমা - ১৭/৭/২৩ থেকে ২৬/৭/২৩বিষয় - ব্যাকগ্রাউন্ড চেকতদন্তকারী সহকারী অফিসার - সুনীল আইচস্থান - হা...
04/09/2025

কেস নং - ০৩৭১
তদন্তের সময়সীমা - ১৭/৭/২৩ থেকে ২৬/৭/২৩
বিষয় - ব্যাকগ্রাউন্ড চেক
তদন্তকারী সহকারী অফিসার - সুনীল আইচ
স্থান - হাওড়া

বিস্তারিত -
জনৈক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক) তার ৭৪৩ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ভাড়া দেন জনৈক বিশ্বজিৎ প্রামানিক নামে মালদা জেলার এক ২৯ বছরের ব্যক্তিকে গত ৭ই ফেব্রুয়ারী ২০২৩ । পেশায় পশু চিকিৎসক বলে দাবী করা সেই ব্যক্তির ঘরে তারপরেই আসতে থাকে কিছু সন্দেহজনক ব্যক্তি। সারারাত মদ্যপান এবং হৈ হুল্লোড় এর জন্যে বাড়ির মালিক কে অভিযোগ করতে থাকে আশেপাশের বাড়ি এবং সংলগ্ন ফ্ল্যাটের বাসিন্দারা। অনেকবার জানানোর পরেও বিশ্বজিৎ প্রামানিক পরিবেশ স্বাভাবিক রাখেনা। অত:পর তাকে বাড়ি ছাড়ার কথা বলা হয়। তারপর থেকেই জনৈক ফ্ল্যাট মালিকের কাছে আসতে থাকে হুমকি ফোন। স্থানীয় থানায় অভিযোগ জানালে প্রানে মারার হুমকিও দেওয়া হয়।
তারপরই ফ্ল্যাটের মালিক আমাদের সাহায্য নেন। আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম ৪ দিনের গোপন তদন্তে বের করে আনে ভয়াবহ তথ্য।মালদা জেলার বামনগ্রামের বাসিন্দা বিশ্বজিৎ আদপেও কোনো চিকিৎসক নয়। মানুষিক ভাবে বিকারগ্রস্ত এবং বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সাথে জড়িত বিশ্বজিৎ নিজের নানান রকম পরিচয় দিয়ে আর্থিক জালিয়াতি সাথে মালদার বৈষ্টব নগরের সংলগ্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের অসাধু ব্যবসার সাথে জড়িত ছিলো।আমাদের দেওয়া সমস্ত তথ্য এবং সাক্ষীর ওপর নির্ভর করে গত ২৬ /৭/২০২৩ স্থানীয় থানা বিশ্বজিৎ প্রামানিক ওরফে রাজু ওরফে বাবাইকে গ্রেপ্তার করে এবং আদালতে প্রসিড করানো হয়। প্রমান এবং স্বাক্ষীর বয়ানে বিশ্বজিৎ প্রামানিককে আদালত তিন মাসের কারাদন্ড এবং নগদ ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড ঘোষণা করেন।

সাধু সাবধান -
নিজের ঘর বা বাড়ি ভাড়া দেওয়ার সময় যথেষ্ট সতর্কতা অবলম্বন করুন।
১/ পরিচয় যাচাই করুন। শুধুমাত্র পরিচয় পত্রের জেরক্স বা এগ্রিমেন্ট ই সব নয়। পরিচয়পত্র সঠিক কিনা সেটা যাচাই করুন।(এ ক্ষেত্রে প্রয়োজন মনে করলে আমাদের বলুন)।
২/ স্থানীয় থানায় অবশ্যই ইনফর্ম করুন।
৩/ স্থানীয় পৌরসভার অনুমতি সাপেক্ষে প্রতি মাসে ভাড়ার রসিদ দিন এবং এক কপি রিসিভ করিয়ে রাখুন।
৪/ বাড়ি ভাড়া দেওয়ার আগে সুনির্দিষ্ট টার্মস এন্ড কন্ডিশন করিয়ে রাখুন। আইনজীবী র সহায়তা নিন।
৫/এডভান্স কখনই বেশি নেবেন না আইনগত যতটুকু ততটুকুই নিন।

কোনো রকম সমস্যা হলে আমাদের জানান।
হোয়াটসঅ্যাপ - +91(8584050846)
ভয়েস কল - +91 (9477258350)

Address

Shibpur
700152

Alerts

Be the first to know and let us send you an email when 3rd Eye Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 3rd Eye Media:

Share