Star Tour And Travel

Star Tour And Travel Star Tour And Travels, Silk Round, East Sikim , travels agency, North Sikim , Sundarban , home-sty,

All Tour
keep and cost good guide
Tour and Travels
Best quality tour
package Tour
Family Tour,sikkim tour
all Sikkim Tour
North Sikkim Tour
1Nighe Tour
Night to Night Tour
Silk Rurd
East Sikkim tour plans
not Sikkim tour plan
sundarban tour

২ রাত্রি ৩ দিন || ৩ রাত্রি ৪ দিনের প্যাকেজ ডুয়ার্স || নিউ মাল বা NJP TO NJP || 🌴🌴3500-5000 Per Head 🌿 ডুয়ার্স গ্রুপ ট্য...
07/09/2025

২ রাত্রি ৩ দিন || ৩ রাত্রি ৪ দিনের প্যাকেজ ডুয়ার্স || নিউ মাল বা NJP TO NJP || 🌴🌴3500-5000 Per Head

🌿 ডুয়ার্স গ্রুপ ট্যুর – ২ রাত ৩ দিন 🌿
💰 Per Head Only ₹3500
(Family wise room)
📍 নিউ মাল → এনজেপি / নিউ মাল
🏡 থাকার ব্যবস্থা Hotel ***

📅 প্রথম দিন – আগমন ও সাফারি
🚗 নিউ মাল জংশন থেকে পিক-আপ
🌳 সন্ধ্যায় গরুমারা ফরেস্ট সাফারি (নিজ খরচে)

📅 দ্বিতীয় দিন – ৭ পয়েন্ট দর্শন
✅ বিন্দু
✅ ঝালং
✅ সামসিং
✅ রকি আইল্যান্ড
✅ সানতালেখোলা
✅ লালিগুরাস
✅ মূর্তি পয়েন্ট

📅 তৃতীয় দিন – বিদায়
🍽️ সকালের ব্রেকফাস্ট ও চেক-আউট
🚗 গাজলডোবা ভিউ পয়েন্ট হয়ে এনজেপি / নিউ মাল ড্রপ

✅ ট্যুরে যা অন্তর্ভুক্ত
🔹 নিউ মাল থেকে পিক-আপ ও ড্রপ
🔹 উল্লিখিত সব দর্শনীয় স্থান
🔹 আবাসন + খাবার (প্রথম দিনের সকালের নাশতা থেকে তৃতীয় দিনের সকালের নাশতা পর্যন্ত)

❌ ট্যুরে যা অন্তর্ভুক্ত নয়
🔸 সাফারি (নিজ খরচে)
🔸 জঙ্গল / ভিউ পয়েন্ট প্রবেশ ফি
🔸 অতিরিক্ত পরিষেবা বা ব্যক্তিগত খরচ
🔸 ট্রেন টিকিট

🍽️ খাবারের তালিকা
🔹 প্রথম দিন
ব্রেকফাস্ট: লুচি, সবজি, সেদ্ধ ডিম, চা
লাঞ্চ: ভাত, ডাল, মিক্সড সবজি, কদলা কালিয়া, চাটনি, পাপড়
সন্ধ্যা স্ন্যাকস: ভেজ পকোড়া, চা
ডিনার: ভাত / রুটি, ডাল, সবজি, চিকেন কারি

🔹 দ্বিতীয় দিন
ব্রেকফাস্ট: লুচি, সবজি, সেদ্ধ ডিম, চা
প্যাকড লাঞ্চ: জিরা ভাত, ডাবল ডিম কারি
সন্ধ্যা স্ন্যাকস: চিকেন মোমো, চা
ডিনার: ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড

🔹 তৃতীয় দিন
ব্রেকফাস্ট: লুচি, সবজি, মিষ্টি, চা

✅ সীমিত সিট! এখনই বুক করুন!
📞 097482 90848





🦏 ডুয়ার্স ৩ রাত ৪ দিনের দুর্দান্ত package, (NJP / New Mal) 🐆🦓🐂মনোমুগ্ধকর দর্শনীয় স্থান ভ্রমণ!8 জন: প্রতি জন ₹5200 7 জন: ...
01/09/2025

🦏 ডুয়ার্স ৩ রাত ৪ দিনের দুর্দান্ত package, (NJP / New Mal) 🐆
🦓🐂মনোমুগ্ধকর দর্শনীয় স্থান ভ্রমণ!

8 জন: প্রতি জন ₹5200
7 জন: প্রতি জন ₹5400
6 জন: প্রতি জন ₹5650
5 জন: প্রতি জন ₹5950
4 জন: প্রতি জন ₹6100
3 জন: প্রতি জন ₹6850
2 জন: প্রতি জন ₹8300

🗓️ Day 01 – আগমন ও সাফারি (নিজ খরচে)
🛻 পিকআপ: নিউ মাল জংশন
🌠 দুপুর-রিসোর্টে পৌঁছে লাঞ্চ ও আরাম
🌠 বিকেল-ইচ্ছা হলে নিজ খরচে গরুমারা ফরেস্টে জিপ সাফারি করতে পারেন.
💡রাত: স্ন্যাকস ও ডিনার

💎 Day2 – সেভেন পয়েন্টস দেখুন.
🌝 সকাল: ব্রেকফাস্টের পর পুরো দিনব্যাপী ৭টি স্পট ভ্রমণ:
ঝালং
বিন্দু
সামসিং
সনতালেখোলা
রকি আইল্যান্ড
লালিগুড়া
মূর্তি নদী
🥡 লাঞ্চ: প্যাকড লাঞ্চ
🌆 সন্ধ্যা: রিসোর্টে ফিরে স্ন্যাকস ও ডিনার

🌥Day 03 – জালদাপাড়া ও খয়ারবাড়ি + সাফারি (নিজ খরচে)
☁️সকাল: ব্রেকফাস্ট শেষে রওনা জালদাপাড়ার উদ্দেশ্যে
🦍দর্শন: খয়ারবাড়ি লেপার্ড রেসকিউ সেন্টার, লালঝামেলা গ্রাম
🚙 বিকেল ৩:৩০: ইচ্ছা হলে জালদাপাড়ায় জিপ সাফারি (নিজ খরচে)
🥡 লাঞ্চ: প্যাকড লাঞ্চ
🌃 রাত: স্ন্যাকস ও ডিনার সহ বিশ্রাম

🗓️ Day 04 – বিদায় ও গাজলডোবা দর্শন
🍽️ সকাল: ব্রেকফাস্ট শেষে চেকআউট
🌄 ফেরার পথে দর্শন: গাজলডোবা ভিউ পয়েন্টস
🚉 ড্রপ: নিউ মাল / এনজেপি

প্যাকেজে অন্তর্ভুক্ত: ✔️
✅ যাতায়াত: পিকআপ ও ড্রপের ব্যবস্থা।
✅ দর্শনীয় স্থান: সব উল্লেখিত দর্শনীয় স্থান।
✅ আবাসন: আরামদায়ক থাকার ব্যবস্থা।
✅ খাবার: 🔽 (প্রথম দিনের দুপুরের খাবার থেকে শেষ দিনের সকালের খাবার পর্যন্ত )
ব্রেকফাস্ট: পুরি-সবজি / ম্যাগি অথবা ব্রেড-বাটার।
লাঞ্চ: ডাল, সবজি, ভাজা, ডিম / মাছ। ( ট্যুরের সময় প্যাকড লাঞ্চ)
সন্ধ্যার স্ন্যাকস: ভেজ পকোড়া ও চা / কফি।
ডিনার: চিলি চিকেন, রাইস / চিকেন, ভাত /*রুটি, ড*ল, সবজি।

প্যাকেজে অন্তর্ভুক্ত নয়: ❌
❎ জঙ্** সাফারি 🔽
* জিপ সাফারি: ₹2,700 - ₹3,000 (প্রতি জিপে 6 জনের জন্য)
* ওয়া* টাওয়া*: ₹3,100 - ₹3,600 (প্রতি জিপে 6 জনের জন্য)
❎ হাতি সাফারি 🔽
* প্রতি ব্যক্তি: ₹1,000
❎ পার্কের টিকিট।
❎ বার্বিকিউ
❎ পার্কিং চার্জ
❎ ব্যক্তিগত খরচ।
❎ উল্লেখিত সূচির বাইরে কোনো পরিষেবা।

প্রকৃতির ডাকে সাড়া দিন, ডুয়ার্সের সৌন্দর্যে হারিয়ে যান! 🌿

📞Call / Whats-app ☎️-9748290848

🔥 Advance Payment Policy –
✅ You can book your package with a minimum advance amount.
💰 30% of the total package cost must be paid at least 15 days before the check-in date to confirm the booking.

🚫 Cancellation Policy – ❌
📅 Cancellation within 3 days of check-in date: No refund of the advance amount.
📅 Cancellation between 3 to 5 days before check-in: 25% refund of the advance amount.
📅 Cancellation between 5 to 7 days before check-in: 50% refund of the advance amount.
📅 Cancellation between 7 to 10 days before check-in: 75% refund of the advance amount.
✅ Cancellation before 10 days of check-in: 100% refund of the advance amount.

⚠️ Important Notes:
⏳ Refunds will be processed within 2-3 Working days.

🚣‍♂️ সুন্দরবন ইলিশ উৎসব ২০২৫ 🚣‍♂️ইলিশের স্বাদে, সংস্কৃতির ছোঁয়ায়, সুন্দরবনের কোলে এক অনন্য ভ্রমণ।🥗 সঙ্গে থাকছে বাঙালির...
01/09/2025

🚣‍♂️ সুন্দরবন ইলিশ উৎসব ২০২৫ 🚣‍♂️
ইলিশের স্বাদে, সংস্কৃতির ছোঁয়ায়, সুন্দরবনের কোলে এক অনন্য ভ্রমণ।
🥗 সঙ্গে থাকছে বাঙালির প্রিয় সব খাবার ও মনোমুগ্ধকর হাউসবোট অভিজ্ঞতা।
প্রতিবছরের মতোই, এবারও ষ্টার ট্যুর এন্ড ট্রাভেল আয়োজন করছে "সুন্দরবন ইলিশ উৎসব ২০২৫"—একটি রোমাঞ্চকর দু’রাত্রি তিনদিনের ভ্রমণ প্যাকেজ, যেখানে ভ্রমণ, প্রকৃতি, সংস্কৃতি ও ইলিশের আস্বাদ মিলবে একত্রে।

📅 ভ্রমণের সময়সূচী ও স্থানসমূহ
প্রথম দিন:
🔹 গদখালি → গোসাবা → হ্যামিল্টন বাংলো → রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো → পাখির জঙ্গল → পাখিরালয় (রাত্রি বাস)

দ্বিতীয় দিন:
🔹 সকাল: সজনেখালি ওয়াচ টাওয়ার → সুধন্যখালি ওয়াচ টাওয়ার → পীরখালি → গাজিখালি → চোরাগাজীখালি → দোবাঁকি ওয়াচ টাওয়ার → পাখিরালয় (রাত্রি বাস)
তৃতীয় দিন:

🔹 পাখিরালার স্থানীয় বাজার → বনদেবীর মন্দির → লোকনাথ মন্দির → সাইড সিন → ফিরে গদখালি।
🍽️ বিশেষ ইলিশ ভোজন মেনু

প্রথম দিন:
☕ সকালের জলখাবার: পুরি, আলুর দম, মিষ্টি, চা, বিস্কুট
🍴 দুপুর: সাদা ভাত, ডাল, ভাজা, কচুশাক ইলিশ মাথা, ইলিশ পাতুরি, চাটনি, পাপড়
☕ বিকেল: চিকেন পকোড়া, কফি
🌙 রাতের খাবার: জিরা রাইস, আলুর দম, মটন কষা, সালাড

দ্বিতীয় দিন:
☕ ভোর: বেড টি, বিস্কুট
🍴 সকালের নাস্তা: কচুরি, ছোলার ডাল, মিষ্টি, চা
☕ ১১টা: ভেজ পকোড়া, চা
🍴 দুপুর: সাদা ভাত, ডাল, ইলিশ মাথা দিয়ে পুঁই শাক, ভাপা ইলিশ, বাগদা চিংড়ি, চাটনি, পাপড়
☕ বিকেল: চা, বিস্কুট
🌙 রাত: ফ্রাইড রাইস, চিকেন কষা, সালাড

তৃতীয় দিন:
☕ ভোর: বেড টি, বিস্কুট
🍴 সকাল: লুচি, সবজি, ডিম সিদ্ধ, চা
☕ ১১টা: পকোড়া, চা
🍴 দুপুর: ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, সালাড

🛥️ আমাদের প্যাকেজে যা থাকছে
✅ নিজস্ব হাউসবোটে জঙ্গল ভ্রমণ
✅ আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান
✅ অভিজ্ঞ ও অনুমোদিত ট্যুর ম্যানেজার
✅ সরকারি গাইড (প্রাপ্যতার উপর নির্ভরশীল)
✅ রাতের বাসস্থান: আমাদের নিজস্ব সুন্দরবন ওয়াইল্ডলাইফ রিসোর্টে
✅ গ্রামীণ পরিবেশ ও বন্যপ্রাণ জীবনের স্বাদ

📸 ভ্রমণের ধরন (আপনার পছন্দমতো):
• Sundarban Group Tour
• Sundarban Personal Tour
• Sundarban Family Tour
• Sundarban Photography Tour
• Corporate Group Tour

💰 প্যাকেজ মূল্য (AC রুম আলাদা চার্জযোগ্য):
🛏️ ১ রুমে ৪ জন – ₹৩৫০০/জন
🛏️ ১ রুমে ৩ জন – ₹৩৭০০/জন
🛏️ ১ রুমে ২ জন – ₹৪২০০/জন

💎কোনো লুকানো খরচ নেই। বাজারের প্রাপ্যতার উপর ভিত্তি করে মেনুতে সামান্য পরিবর্তন হতে পারে।
🚖 যাত্রার সূচনা:
🚉 শিয়ালদা-ক্যানিং লোকাল ট্রেনে সকাল ৭:৪২am এ উঠে ক্যানিং পৌঁছাবেন সকাল ৯টায়।
🫂 ক্যানিং স্টেশনে আমাদের টিম আপনাদের রিসিভ করে গদখালি জেটিঘাটে নিয়ে যাবে।
⛴ সেখানে হাউসবোটে ব্রেকফাস্ট দিয়ে শুরু হবে সুন্দরবনের রোমাঞ্চকর যাত্রা।
☎️ বুকিং ও আরও তথ্যের জন্য যোগাযোগ করুন:
📍 Star Tour And Travel
https://www.facebook.com/share/1B8kGm9zeA/?mibextid=wwXIfr

👤 যোগাযোগ: Debashish Das
📞 +91 9748290848

🎉 এবার ইলিশ খেতে খেতে ঘুরে আসুন প্রকৃতির কোলে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে!
🌠ভ্রমণ, খাওয়া আর স্মৃতি—সব একসঙ্গে! 🗺

Silk Route এর আমাদের Honesty  এর কিছু ছবি
31/08/2025

Silk Route এর আমাদের Honesty এর কিছু ছবি

31/08/2025

silk route tour🏔🗻🏔⛰🏕 Booking No -9748290848

||  #গ্যাংটক  #ছাঙ্গুলেক  #নাথুলাপাস  #সিল্করুট |||Booking Open:☎️ 9748290848 ♥️রেশম পথের আকর্ষণ আমরা কেউই অস্বীকার করতে...
30/08/2025

|| #গ্যাংটক #ছাঙ্গুলেক #নাথুলাপাস #সিল্করুট ||
|
Booking Open:
☎️ 9748290848


♥️রেশম পথের আকর্ষণ আমরা কেউই অস্বীকার করতে পারি না ।
👉প্রাচীনকালে এই রাস্তা দিয়েই মধ্যপ্রাচ্য থেকে চীন, তিব্বত হয়ে আমাদের সিকিম রাজ্যের ভেতর দিয়ে তমলুক পর্যন্ত সিল্ক অর্থাৎ রেশম আদান-প্রদান করা হতো। তাই এই পথের নাম রেশম পথ বা সিল্ক রুট।
👉তাই আমরা চলেছি সেই ভালোবাসার টানে। আমরা সবাই মিলে ঘুরে আসব ইস্ট সিকিমের রানী ওরফে #ওল্ডসিল্করুট, #নাথুলাপাস( #চীন #বর্ডার), #নিউবাবামন্দির, #ছাঙ্গুলেক এবং সিকিমের রাজধানী #গ্যাংটক।

🚘Plan:
আপনার পছন্দমত যেকোনো দিন ঘুরে আসতে পারেন। এই সিল্করুট এবং গ্যাংটক Tour টি সাধারণত 3 রাত 4 দিন /4 রাত 5 দিন এবং 5 রাত 6 দিনে শেষ করতে পারেন।

🏔আমি আপনাদের সুবিধার্থে 4 রাত্রি 5 দিনের একটি ট্যুর প্ল্যান শেয়ার করলাম:

🏔🏕4N :
🌁প্রথমদিন:
সকাল সকাল নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছালে আমাদের গাড়ি সেবক কালিবাড়ী ,তিস্তা ব্রিজ হয়ে এগিয়ে যাবে গন্তব্যের উদ্দেশ্যে ।পথে যেতে যেতে আমরা দুচোখ ভরে দেখব পাহাড় তার অপার্থিব সৌন্দর্যর ডালি সাজিয়ে আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। আর পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা। দেখতে দেখতে পৌঁছে যাব আজকে আমাদের প্রথম গন্তব্য সিলারি গাও।
দুপুরের খাওয়া সেরে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে রেমিটি ভিউ পয়েন্ট থেকে আমরা দেখে নেব সূর্যাস্ত ।সাথে পুরো শহরের ৩৬০ ডিগ্রী ভিউ এবং তুষারাবৃত সোনালী চাদরের মোরা কাঞ্চনজঙ্ঘা। রাত্রি বাস সিলারিগাঁও ।🚘দ্বিতীয়দিন:
ব্রেকফাস্ট সেরে চলে যাব আড়ি তারে সমস্ত সাইট সিন Aritar lake, Mankim view point, Aritar ghumpha ইত্যাদি আরো অনেক কিছু দেখতে। রাত্রি বাস Rishikhola or Aritar. সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের মজা।
✅️ #তৃতীয়দিন:
আমরা রওনা দেব সিল্করুটের উদ্দেশ্যে। পেডং, লিংক থাম, কিউ খোলা ফলস, সিদ্ধি বিনায়ক মন্দির, ঋষি খোলা হয়ে আমরা পৌঁছে যাব জুলুক। রাত্রিবাস জুলুক ।
✅️ #চতুর্থদিন:
অথবা আমাদের ট্রিপের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে আমরা দেখব #জিগজ্যাক রোড, #থামবিভিউপয়েন্ট, #লক্ষ্মীচক, নাথাং ভ্যালি, #ওল্ড বাবা মন্দির, #নিউ বাবা মন্দির, নাথুলা পাস, ছাঙ্গু লেক ইত্যাদি দেখে আমরা পৌঁছে যাব গ্যাংটক হোটেলে। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে, আমরা বেরিয়ে পড়বো সিকিমের রাজধানী গ্যাংটকের এমজি মার্গের উদ্দেশ্যে। সেখানে ইচ্ছেমতো খাওয়া দাওয়া, কেনাকাটা ,শহরের আনন্দ নিয়ে রাত্রি বাস করব গ্যাংটক হোটেলে।
✅️ #পঞ্চমদিন:
সকালটা একটু রিলাক্স টাইম কাটিয়ে, ব্রেকফাস্ট সেরে এবারের মতন সিল্করুট এবং গ্যাংটক কে বিদায় জানিয়ে একরাশ মধুর স্মৃতি নিয়ে আমরা বেরিয়ে পড়বো নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে।
আজ আমাদের ট্রেন ধরার পালা।

👉𝗣𝗮𝗰𝗸𝗮𝗴𝗲 𝗜𝗻𝗰𝗹𝘂𝗱𝗲𝗱:
✓𝗖𝗮𝗿 𝗳𝗼𝗿 𝗽𝗶𝗰𝗸𝘂𝗽, 𝗱𝗿𝗼𝗽 𝗮𝗻𝗱 𝗔𝗹𝗹 𝗦𝗶𝗴𝗵𝘁𝘀𝗲𝗲𝗻.
✓𝗖𝗮𝗿 𝗧𝘆𝗽𝗲 𝗕𝗼𝗹𝗲𝗿𝗼/𝗦𝘂𝗺𝗼/𝗪𝗮𝗴𝗻𝗼𝗿.
✓𝗗𝗲𝗹𝘂𝘅𝗲 𝗛𝗼𝘁𝗲𝗹 𝗮𝗻𝗱 𝗛𝗼𝗺𝗲𝘀𝘁𝗮𝘆.
✓𝗔𝗹𝗹 𝗙𝗼𝗼𝗱 𝗕𝗿𝗲𝗮𝗸𝗳𝗮𝘀𝘁, 𝗹𝘂𝗻𝗰𝗵 𝗮𝗻𝗱 𝗗𝗶𝗻𝗻𝗲𝗿 (𝗡𝗼𝗻 𝗩𝗲𝗴/𝗩𝗲𝗴).

👉👉 বুকিং এর জন্য যোগাযোগ:
☎️ 𝗖𝗮𝗹𝗹 𝗮𝗻𝗱 𝗪𝗵𝗮𝘁𝘀𝗔𝗽𝗽: 9748290848

🏡🏡 #𝗼𝗳𝗳𝗶𝗰𝗲: বাটানাগর কলকাতা -700140

#গ্যাংটক #ছাঙ্গুলেক #বাবামন্দির #নাথুলাপাস #জুলুক #পদমচেন #জিগজ্যাকরোড #নাথাংভ্যালি #আরিতারলেক #ঋষিখোলা #সিলারিগাও

🤳শীতের ছুটিতে বরফের মজা নিতে, আমাদের সাথে চলুন সিল্করুট। মাত্র 6500/- (৮জনের গ্রুপ)। আমরা দেখবো সিলারগাঁও, রংপোখোলা, পদা...
29/08/2025

🤳শীতের ছুটিতে বরফের মজা নিতে, আমাদের সাথে চলুন সিল্করুট। মাত্র 6500/- (৮জনের গ্রুপ)।
আমরা দেখবো সিলারগাঁও, রংপোখোলা, পদামচেন, লিংথাম, ঋষিখোলা, রোলেপ, জলুক, নাথাংভ্যালি, লুংথুঙ, জীগজ্যাগ রোড, কুপুপলেক, কিউখোলা ফলস, লক্ষীচক, ওল্ড বাবামন্দির, আরিতার লেক, আরিতার মনাস্ট্রি, সিদ্ধিবিনায়ক মন্দির, রংলী বাজার ইত্যাদি।
👉3N4Days - 6500/- (৮জন)
👉3N4Days - 7200/- (৬জন)
👉3N4Days - 8000/- (৪জন)
👉3N4Days - 10800/- (২জন)
--------------------------------------------------👇👇👇

👉পিকআপ &ড্রপ নিউ জলপাইগুড়ি স্টেশন, শিলিগুড়ি, বাগডোগরা বিমান বন্দর।
👉গাড়ি- বলেরো/ সুমো।
👉বরেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার।
👉রাত্রিবাস- সিলারিগাঁও, লুঙচুক,ঋষি, জলুক, রোলেপ, পদামচেন, সিশনে, লিংতাম। ভ্রমনসূচি অনুযায়ী।
👉সিন্ডিগেট চার্জ, এন্টি ফি, পার্কিং চার্জ, ট্রেনের টিকিট অতিরিক্ত খরচ।
👉বুকিং শুরু হয়ে গেছে,
যোগাযোগ-
Star Tour & Travels
Kolkata-700140
Call👉9748290848 (11PM-8PM)
👉NOTE-❤️কোনো লোকানো খরচ নেই ❤️

  RIP
28/06/2025

RIP

27/06/2025
🏞️ ❤️❤️তিনচুলে অফবিট দার্জিলিং এর লুকানো রত্ন 🌄 পুজো বুকিং 9848290838 !❤️❤️👫👇👇👇টিনচুলে, লাপচা জগৎ দার্জিলিং জেলার একটি ম...
06/06/2025

🏞️ ❤️❤️তিনচুলে অফবিট দার্জিলিং এর লুকানো রত্ন 🌄 পুজো বুকিং 9848290838 !❤️❤️👫👇👇👇

টিনচুলে, লাপচা জগৎ দার্জিলিং জেলার একটি মনোরম গ্রাম, যারা হিমালয়ের মধ্যে শান্তি খুঁজছেন তাদের জন্য একটি নির্মল সুন্দর জায়গা❤️❤️ ।

Destinations

01/02/2025
09/01/2025

চলুন ঘুরে অসি সুন্দরবনে 2 রাতি 3দিনে, বা 1রাতি 2দিনে kaning থেকে kaning -জন প্রতি 3500/-টাকা করে, আমাদের বুকিং নেয়া চালু হয়ে গেছে, আমাদের ফোন নাম্বার - 9748290848 Karma Thendup Bhutia Star Tour And Travel

Address

Batanagar Nungi Station Road
Kolkata

Telephone

+919903733887

Website

Alerts

Be the first to know and let us send you an email when Star Tour And Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Tour And Travel:

Share