গল্পকথা ও কবিতায় পম্পা

  • Home
  • India
  • KOLKATA
  • গল্পকথা ও কবিতায় পম্পা

গল্পকথা ও কবিতায় পম্পা স্বাগতম সবাইকে আমার 'গল্পকথা ও কবিতায় পম্পা' পৃষ্ঠায়। ছন্দময় জীবনের স্পন্দন অনুভব করুন।

18/08/2024

পরিবর্তনের একটা মাধ্যম হলো প্রতিবাদ। যদি আমরা এই সমাজের পরিবর্তন চাই, সুস্থ্যতা কামনা করি তাহলে প্রতিটি মানুষকে হাতে হাত মিলিয়ে চলতে হবে। এককাথায় লড়তে হবে। হ্যাঁ ঠিকই লড়তে হবে আমাদের।। এই সমাজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা মানুষ রুপী অমানুষ গুলোর মুখোশ ছিঁড়ে ফেলে তাদের প্রকৃত উলঙ্গ রূপটাকে সবার সামনে তুলে ধরতে হবে। এই লড়াই শুধু আমার হয়ে যেন আপনার কাছে দিয়ে থেমে না যায়। আমরা যে- যেখানে -যেভাবে আছি আমাদের মানসিক পরিবর্তনের খুব দরকার। আজ একটি মেয়ের সঙ্গে এটা হয়েছে কাল এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে একটি ছেলের সঙ্গে। নৃশংসভাবে প্রাণটা চলে যেতে পারে। কেন হবে বলুন তো এগুলো?? বর্তনামে নিজেকে স্বগর্বে স্বাধীন বলতে পারছি না। একটা অস্বস্তি কাজ করছে শরীর - মন জুড়ে। না মন দিতে পারছি কর্মক্ষেত্রে, না ঘরে ফিরে। এভাবে যদি একের পর এক ধর্ষণ হতে থাকে আর তার সমাধান হয় ১০ লক্ষ টাকায় তাহলে এটা মেনে নেওয়া আপনার মনকেও প্রস্তুত রাখুন আপনার প্ৰিয় মানুষের ক্ষতবিক্ষত দেহটাকে কল্পনা করে। আর যদি মনে করেন না এটা ভুল তাহলে এই সমাজের অসুখকে সারিয়ে তুলুন। পৃথিবীতে এমন কোনো সরকার আছে কিনা আমার জানা নেই যেখানে খুনিকে আড়াল করে সরকার। তাই আবার দ্বিতীয় ভগবান বলে আমরা যাকে জানি সেই "ডাক্তার" এর খুনিকে। এখানে খুব ভালো করে ভাবতে হবে মমতা ( দিদি, বোন কিংবা মা কোনোটাই এই নামের পিছনে লাগাতে পারছিনা ক্ষমা করবেন) ঠিক কিসের বিরুদ্ধে পথে বিচার চাইতে মেনেছেন?? কার কাছে বিচার চাইছেন উনি? নির্লজ্জের চরম শিখরে বসে আছে এই অমানবিক মহিলাটা। সঙ্গে ওনার সিস্টেমের মাথায় বসে থাকা প্রতিটা সেগমেন্টের বিভাগীও প্রধান। কোন উন্নতি করেছেন বলুন তো আমাদের? শিক্ষা, শিল্প, সংরক্ষণ সব আজ ধ্বংসের পথে। প্রতিটা ধর্ষণ ওনার কাছে খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে। উনি ঠিক কতবার ধর্ষণ হয়েছেন আমার কিংবা আপনারও জানা নেই তাই হয়তো ওনার কাছে ধর্ষণ টাকায় রফা হয়ে যায়। কিন্তু শুনুন আপনাকে বলছি, সবাই আপনার মতো স্বভাবের নয় রাজপথ তার প্রমাণ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর এখনো যারা ভাবছেন কিছু ভাতা দিয়ে জীবন চলছে প্রতিবাদ করবো নাকি চুপ থাকবো তাদেরকে বলছি করুণ প্রতিবাদ। সত্যি একটা মৌমিতা মরে গিয়ে আমাদের সকলের বাঁচার উপায় বলে দিয়ে গেলো মেয়েটা। এ বলিদান বৃথা যেন না যায়। প্রতিবাদ করুণ, পথে নামুন, না নামতে পারলে যারা নামছে মানসিক ভাবে তাদেরকে সাহায্য করুণ। নিজের ভিতর থেকে পরিবর্তন আনুন যে, এই সরকার আর না। আজকে আমাদের এই অসুস্থ সমাজের মূল শিকড় হলো তৃণমূল সরকারের মমতা। ওনার পদত্যাগটা খুব দরকার। সঙ্গে আমাদের মানসিক পরিবর্তন।। পরিবর্তনটা খুব খুব দরকার।।পরিবর্তনের একটা মাধ্যম হলো প্রতিবাদ। যদি আমরা এই সমাজের পরিবর্তন চাই, সুস্থ্যতা কামনা করি তাহলে প্রতিটি মানুষকে হাতে হাত মিলিয়ে চলতে হবে। এককাথায় লড়তে হবে। হ্যাঁ ঠিকই লড়তে হবে আমাদের।। এই সমাজের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা মানুষ রুপী অমানুষ গুলোর মুখোশ ছিঁড়ে ফেলে তাদের প্রকৃত উলঙ্গ রূপটাকে সবার সামনে তুলে ধরতে হবে। এই লড়াই শুধু আমার হয়ে যেন আপনার কাছে দিয়ে থেমে না যায়। আমরা যে- যেখানে -যেভাবে আছি আমাদের মানসিক পরিবর্তনের খুব দরকার। আজ একটি মেয়ের সঙ্গে এটা হয়েছে কাল এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে একটি ছেলের সঙ্গে। নৃশংসভাবে প্রাণটা চলে যেতে পারে। কেন হবে বলুন তো এগুলো?? বর্তনামে নিজেকে স্বগর্বে স্বাধীন বলতে পারছি না। একটা অস্বস্তি কাজ করছে শরীর - মন জুড়ে। না মন দিতে পারছি কর্মক্ষেত্রে, না ঘরে ফিরে। এভাবে যদি একের পর এক ধর্ষণ হতে থাকে আর তার সমাধান হয় ১০ লক্ষ টাকায় তাহলে এটা মেনে নেওয়া আপনার মনকেও প্রস্তুত রাখুন আপনার প্ৰিয় মানুষের ক্ষতবিক্ষত দেহটাকে কল্পনা করে। আর যদি মনে করেন না এটা ভুল তাহলে এই সমাজের অসুখকে সারিয়ে তুলুন। পৃথিবীতে এমন কোনো সরকার আছে কিনা আমার জানা নেই যেখানে খুনিকে আড়াল করে সরকার। তাই আবার দ্বিতীয় ভগবান বলে আমরা যাকে জানি সেই "ডাক্তার" এর খুনিকে। এখানে খুব ভালো করে ভাবতে হবে মমতা ( দিদি, বোন কিংবা মা কোনোটাই এই নামের পিছনে লাগাতে পারছিনা ক্ষমা করবেন) ঠিক কিসের বিরুদ্ধে পথে বিচার চাইতে মেনেছেন?? কার কাছে বিচার চাইছেন উনি? নির্লজ্জের চরম শিখরে বসে আছে এই অমানবিক মহিলাটা। সঙ্গে ওনার সিস্টেমের মাথায় বসে থাকা প্রতিটা সেগমেন্টের বিভাগীও প্রধান। কোন উন্নতি করেছেন বলুন তো আমাদের? শিক্ষা, শিল্প, সংরক্ষণ সব আজ ধ্বংসের পথে। প্রতিটা ধর্ষণ ওনার কাছে খুব স্বাভাবিক বলে মনে হচ্ছে। উনি ঠিক কতবার ধর্ষণ হয়েছেন আমার কিংবা আপনারও জানা নেই তাই হয়তো ওনার কাছে ধর্ষণ টাকায় রফা হয়ে যায়। কিন্তু শুনুন আপনাকে বলছি, সবাই আপনার মতো স্বভাবের নয় রাজপথ তার প্রমাণ দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আর এখনো যারা ভাবছেন কিছু ভাতা দিয়ে জীবন চলছে প্রতিবাদ করবো নাকি চুপ থাকবো তাদেরকে বলছি করুণ প্রতিবাদ। সত্যি একটা মৌমিতা মরে গিয়ে আমাদের সকলের বাঁচার উপায় বলে দিয়ে গেলো মেয়েটা। এ বলিদান বৃথা যেন না যায়। প্রতিবাদ করুণ, পথে নামুন, না নামতে পারলে যারা নামছে মানসিক ভাবে তাদেরকে সাহায্য করুণ। নিজের ভিতর থেকে পরিবর্তন আনুন যে, এই সরকার আর না। আজকে আমাদের এই অসুস্থ সমাজের মূল শিকড় হলো তৃণমূল সরকারের মমতা। ওনার পদত্যাগটা খুব দরকার। সঙ্গে আমাদের মানসিক পরিবর্তন।। পরিবর্তনটা খুব খুব দরকার।।

# পম্পা

23/08/2023

#মা_এখনো_অংক_বোঝে_না।
#কণ্ঠে_পম্পা_বর্মন
আসলে মায়ের কখনো হিসাব করে না। করে সন্তান....


#মায়েরভালোবাসা #মা #আমারমা

21/08/2023

#স্বপ্নদীপ_তুমি_শুনতে_পাচ্ছ?
#কলমে_বীথি কর
#কণ্ঠে_পম্পা বর্মন

18/08/2023

গল্প -হাতঘড়ি
কণ্ঠে - পম্পা বর্মন

#গল্প #গল্পপাঠ #হাতঘড়ি #নীতিমূলকগল্প #শিক্ষণীয়গল্প

14/08/2023

এরা জানে তো স্বাধীনতার মানে??
কবিতা_স্বাধীনতার_মানে।
কবি- ভবানীপ্রসাদ মজুমদার।

08/08/2023

কুপ্রথার আর এক ভদ্র নাম 'উপহার'... 🙂🙃
#উপহার
#কলমে_সরজিৎ_ঘোষ
#কণ্ঠে_পম্পা_বর্মন

#গল্প #সামাজিকগল্প #পনপ্রথারগল্প #সরজিৎ_ঘোষের_গল্প

08/08/2023

I've received 300 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

07/08/2023

খেলাটি খেলে আপনিও আপনার প্রিয় মানুষ পেতে পারেন 😊
#একটি মেয়ের প্রিয়জন
সংগৃহীত গল্প
কণ্ঠে - পম্পা বর্মন

#গল্প #গল্পকথাওকবিতায়পম্পা #পম্পাবর্মন #গল্পপাঠ #ভালোবাসারগল্প #প্রিয়মানুষেরগল্প #প্রিয়মানুষকেখুঁজেপাওয়ারগল্প

05/08/2023

💙 এবার একটু বিশ্রাম নিন নিজের জন্য 💙
#বেঁচে থাকাটাও একপ্রকার বিজয়..
সংগৃহীত।
#কণ্ঠে - পম্পা বর্মন

#গল্পকথাওকবিতায়পম্পা #পম্পাবর্মন #উৎসাহ #জীবনেরকথা #মনেরকথা #ভালোবাসা #আশ্রয় #কবিতা #গল্প #গল্পকথা

04/08/2023

💝আপনি আপনার জায়গায় একদম ঠিক আছেন💝
#হতাশ হবেন না।
কণ্ঠে - পম্পা বর্মন।

#হতাশহবেননা #উৎসাহ #সফলতা #পম্পাবর্মন #শিক্ষামূলকগল্প #নীতিমূলকগল্প #মনেরকথা #হারনামানা #গল্প

03/08/2023

কেন এমনটা হয় বলুন তো?
কলমে - সরজিৎ ঘোষ। কণ্ঠে - পম্পা বর্মন।

#কেনএমনটাহয়বলুনতো #সরজিৎঘোষ #পম্পাবর্মন # কথাকবিতা #গল্প #মনেরকথা

02/08/2023

নিজের দুর্বলতা প্রকাশ করবেন না.... ❤️🤍❤️
কলমে- অর্পিতা সরকার। কণ্ঠে - পম্পা বর্মন।

#অর্পিতাসরকার #পম্পাবর্মন #গল্প #মনেরকথা #একচিলতেরোদ্দুর #নিজেরদুর্বলতাপ্রকাশকরবেননা #নীতিমূলকগল্প #শিক্ষামূলকগল্প #উৎসাহ

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when গল্পকথা ও কবিতায় পম্পা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্পকথা ও কবিতায় পম্পা:

Share

Category