
12/09/2025
। দেশ জুড়ে The Bengal Files দেখতে দর্শকদের সংখ্যা হঠাৎ বাড়ছে হু হু করে। বিবেক অগ্নিহোত্রী সিনেমা হলে দর্শকদের ছবি শেয়ার করে বোঝালেন এই সিনেমা ফ্লপ হয়নি, সুপারহিট ছবি এটা। গোটা দেশ জুড়ে হঠাৎ The Bengal Files সিনেমা দেখার চাহিদা বাড়ছে ঝড়ের গতিতে।