News India Bangla

News India Bangla This is web portal news's social media page . more details contact : 09333513986 or email [email protected] Power full platform

'পাঠান'-এ মুগ্ধ আট থেকে আশি। প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। গোটা দেশের সিংহভাগ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেয়েছ...
26/01/2023

'পাঠান'-এ মুগ্ধ আট থেকে আশি। প্রথম দিনেই রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। গোটা দেশের সিংহভাগ প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেয়েছে। কিন্তু প্রথম দিনের পরেই শো বাড়ল 'পাঠান'-এর
। প্রসঙ্গত উল্লেখ্য - এই হিন্দি ছবির জন্য লক ডাউনে বন্ধ হয়ে যাওয়া অনেক সিনেমা হল, আবার নতুন করে চালু হলো। এ যেনো এক ইতিহাস। যে সিনেমা হল খুলতে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর ক্যালমা কাজে লাগেনা। সেটা সত্যিই বাজিগর এর যাদু।
🙏জয় গুরু সবাইকে 🙏

এবার আমরা নতুন এক "OTT প্ল্যাটফর্ম" নিয়ে আসছি। সাথে আমাদের প্রথম চমকদার ওয়েব সিরিজ নিয়ে।  🙏অপেক্ষা 🙏
21/01/2023

এবার আমরা নতুন এক "OTT প্ল্যাটফর্ম" নিয়ে আসছি। সাথে আমাদের প্রথম চমকদার ওয়েব সিরিজ নিয়ে। 🙏অপেক্ষা 🙏

পবিত্র ঈদের ও শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে ❤️🙏❤️।  ঈদ ও অক্ষয় তৃতীয়া মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব...
03/05/2022

পবিত্র ঈদের ও শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে ❤️🙏❤️। ঈদ ও অক্ষয় তৃতীয়া মানে আত্মার পরিশুদ্ধি, ধনী-গরিব, উঁচু-নিচু সব ভেদাভেদ ভুলে গিয়ে সৌহার্দ্য ও সংহতি প্রকাশের এক উদার উৎসব। এই উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ।
🙏জয় গুরু সবাইকে 🙏

বিশ্ববরেণ্য বহুমুখী প্রতিভার অধিকারী " সত্যজিৎ রায় " - এর আজ জন্মদিন ।। এক নজরে সত্যজিৎ ........ ১৯২১ সালের ২রা মে কলকাত...
02/05/2022

বিশ্ববরেণ্য বহুমুখী প্রতিভার অধিকারী " সত্যজিৎ রায় " - এর আজ জন্মদিন ।।

এক নজরে সত্যজিৎ ........

১৯২১ সালের ২রা মে কলকাতায় জন্ম ।
১৯২৩ সালের ১০ই সেপ্টেম্বর পিতা সুকুমার রায়-এর মৃত্যু ।
১৯২৫ সালে ইউ রায় এন্ড সনস-এর দেউলিয়া ঘোষণা ।
১৯২৬ সালে গড়পার থেকে বেলতলা রোডে মামা প্রশান্ত দাসের বাড়িতে স্থানান্তর ।
১৯২৮ সালের পৌষমেলায় শান্তিনিকেতনে রবীন্দ্রনাথকে প্রথম দেখা ।
১৯৩০ সালে বালিগঞ্জ গভর্মেন্ট হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি ।
১৯৪০ সালের ১৩ই জুলাই শান্তিনিকেতন প্রবেশ , ১৯৪২ সালের ডিসেম্বর মাসে কলকাতা প্রত্যাবর্তন ।
১৯৪৩ সালের এপ্রিল মাসে বিজ্ঞাপন সংস্থা ডি জে কিমার-এ চাকরি ।
১৯৪৭ সালের ৫ই অক্টোবর বন্ধুদের সঙ্গে ক্যালকাটা ফিল্ম সোসাইটি গঠন ।
১৯৪৮ সালে লেক এভেনিউ-এর বাড়িতে স্থানান্তরিত ।
১৯৪৯ সালের ০৩রা মার্চ বিজয়া দেবীর সঙ্গে বিবাহ ।
১৯৫০ সালের এপ্রিল মাসে ডি জে কিমার-এর কাজে সস্ত্রীক ইংল্যান্ড যাত্রা । পাঁচ মাস লন্ডনে থাকাকালীন পৃথিবীর সব দেশের শ্রেষ্ঠ ৯৯টি ছবির সঙ্গে পরিচয় ।
১৯৫০ সালে রেনোয়া-র সঙ্গে কলকাতা আলাপ । এই ফরাসী পরিচালকের শ্যুটিং লোকেশন দেখার সঙ্গী ।
১৯৫১ সালে রাশিয়ান পরিচালক পুদভকিন ও অভিনেতা চেরকাসভ ক্যালকাটা ফিল্ম সোসাইটিতে বক্তব্য রাখেন ।
১৯৫১ সাল থেকে পথের পাঁচালী নির্মাণ করার পরিকল্পনা ।
১৯৫২ সালের অক্টোবর মাসে পথের পাঁচালী শুটিং শুরু ।
১৯৫৩ সালের ০৮ই সেপ্টেম্বর একমাত্র পুত্র সন্দীপ ( বাবু / খোকন )-এর জন্ম ।
১৯৫৫ সালের ২৬শে আগস্ট প্রথম ছবি পথের পাঁচালী-র মুক্তি । কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল রূপে পুরস্কৃত ।
১৯৬০ সালের নভেম্বর মাসে মা সুপ্রভা দেবীর মৃত্যু ।
১৯৬১ সালে কবি সুভাষ মুখোপাধ্যায়-এর সঙ্গে যুগ্মভাবে পারিবারিক সন্দেশ পত্রিকা পুনঃপ্রকাশ ও সম্পাদনার ভার গ্রহণ । এই বছর লেখক সত্যজিৎ রায়-এর "প্রফেসর শঙ্কু" গল্প প্রকাশ ।
১৯৬৩ সালে টাইম পত্রিকার মতে বিশ্বের সেরা এগারোজন চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম ।
১৯৬৫ সালে সন্দেশ পত্রিকায় প্রথম ফেলুদার গল্প প্রকাশ এবং প্রফেসর শঙ্কু গ্রন্থ প্রকাশ ।
১৯৬৯ সালে ফেলুদা সিরিজের বাদশাহী আংটি গ্রন্থরূপে প্রকাশ ।
১৯৭৫ , ১৯৭৬ , ১৯৭৭ ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিচারক মন্ডলীর সভাপতি ।
১৯৮২ সালের ২৫শে এপ্রিল দূরদর্শন-এ সদগতি টেলিফিল্ম সম্প্রচার ।
১৮৮৩ সালের ১লা অক্টোবর হৃদরোগ-এ আক্রান্ত ।
১৯৮৪ সালে ১২ই জুন আমেরিকা যাত্রা করেন । ১৯শে জুন হিউস্টনে সেন্ট লিউকস হাসপাতালে বাইপাস হার্ট সার্জারি হয় । ২১শে জুলাই প্রস্টেট গ্ল্যান্ড অপারেশন করিয়ে ২৪শে আগষ্ট দেশে প্রত্যাবর্তন ।
১৯৮৯ সালের ডিসেম্বর মাসে পুত্র সন্দীপ-এর বিবাহ ।
১৯৯০ সালের ২২শে নভেম্বর একমাত্র নাতি সৌরদীপ-এর জন্ম ।
১৯৯২ সালের ২৭শে জানুয়ারি বেলভিউ নার্সিং হোমে ভর্তি হন । মার্চ মাসে ঐ হাসপাতালের বিছানায় শুয়ে Academy of Motion Pictures-এর সম্মান Life Time Achievement Award " OSKAR " গ্রহণ করেন । (১৯৯১ সালের ১৪ই ডিসেম্বর আমেরিকা থেকে টেলিগ্রাম মারফত খবরটি জেনেছিলেন । এর আগে এই শিরোপা যে ছয়জন পেয়েছিলেন -- গ্রেটা গারবো , ক্যারি গ্র্যান্ট , চার্লি চ্যাপলিন , জেমস স্টুয়ার্ট , আকিরা কুরোশাওয়া ও সোফিয়া লরেন )। Life Time Award হাতে নিয়ে বললেন " Well , what an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award , certainly the best achievement of my movie making career ....... Every thing I have learned about the craft of cinema from the making of American films very carefully over the years and I loved them for how they entertain and then later loved them for what they taught " .
১৯৯২ সালে ২০শে মার্চ ভারত সরকার দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করেন ।
জাতীয় পুরস্কার , আন্তর্জাতিক পুরস্কার , ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার " লিজিয়ন দ্য অনার "- সহ দেশ-বিদেশের অগণিত পুরস্কারে সম্মানিত ।
১৯৯২ সালের ২৩শে এপ্রিল বৃহস্পতিবার দীর্ঘরোগভোগের পর বিকাল ৫টা ৪৫ মিনিটে জীবনাবসান ।
১৯৯২ সালের ২৪শে এপ্রিল রবীন্দ্র সদনে সাধারণ মানুষের শেষ শ্রদ্ধা গ্রহণ করে সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে পূর্ন রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় ।

অনেক মানুষের মৃত্যুর পর তিনি তাঁদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও সেই সব প্রতিভাবান মানুষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন । দু'জন মানুষের প্রতি তাঁর রচনায় তিনি যে সম্মান জানিয়েছেন সেটা দিয়েই শেষ করব ।

ছবিবাবু চলে যাবার আগে বুঝতে পারিনি বাংলা ছবি কি বিপজ্জনকভাবে তাঁর উপর নির্ভরশীল ছিল । আজ যদি কোনো গল্প উপন্যাস পড়তে বসে কোনও জাঁদরেল জমিদার চরিত্র বা এক ধরনের কেতাদুরস্ত ভারভার্তিক বাঙালি বা ইঙ্গ-বঙ্গ চরিত্রের সামনে পড়ি , তা হলে অত্যন্ত আক্ষেপের সঙ্গে মনে মনে বলতে হয় যে এ চরিত্র ছবিতে মূর্ত করার উপযুক্ত কোনও অভিনেতা আজ আর বাংলাদেশে নেই ।

তুলসী চক্রবর্তী চলে গিয়েও বাংলা ছবিকে অন্য আর একটি দিক দিয়ে কানা করে দিয়ে গেছেন । শুধু কমিক চেহারা থাকলেই তো আর কমেডিয়ান হওয়া যায় না । আকৃতির সঙ্গে একটা বিশেষ ধরনের হাস্যরসবোধ বা কমিক সেন্স ও দুর্দান্ত অভিনয় ক্ষমতা থাকলে তবেই তুলসী চক্রবর্তীর মতো কমেডিয়ান হওয়া যায় । এখানে ভাড়ামোর স্থান নেই , যদিও দুর্ভাগ্যবশত এ কাজটাও তুলসীবাবুকে করতে হয়েছিল । একজন বহুগুণ-সম্পন্ন অভিনেতার কেবল দর্শক-সমর্থিত একটি গুণ বেছে নিয়ে , তাকে সেই ছাঁচে ঢেলে তাঁর পূর্ন বিকাশের পথ বন্ধ করে দেওয়ার অপকাজটা এদেশে মঞ্চে ও চলচ্চিত্রে এতজনের ক্ষেত্রে হয়েছে যে তার ইয়ত্তা নেই । ভাড়ামিতেই হোক বা জাত কমেডিতেই হোক , ঠিক তুলসীবাবুর জায়গা নিতে পারে এমন আর কেউ বাংলাদেশে নেই ।

🙏 প্রণাম ....... প্রণাম ......... প্রণাম 🙏

Happy Birthday sir (2nd May,1921)🙏🙏
02/05/2022

Happy Birthday sir (2nd May,1921)🙏🙏

তাঁকে নিয়ে অনেক মিম হয়েছে, এই আমরাই কখনো বলেছি .. 'ও মিঠুনদা একটু নাচুন না' কিংবা 'জাত গোখরো' কিংবা  'নকশাল টু রং দে তু ...
01/05/2022

তাঁকে নিয়ে অনেক মিম হয়েছে, এই আমরাই কখনো বলেছি .. 'ও মিঠুনদা একটু নাচুন না' কিংবা 'জাত গোখরো' কিংবা 'নকশাল টু রং দে তু মোহে গেরুয়া' ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা ধ্রুব সত্যি যে তিনিই জাতীয়স্তরের বাণিজ্যিক সিনেমায় প্রথম ও একমাত্র বাঙালি সুপারস্টার, তিনি মহাগুরু ... আজ তিনি অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন। আপনার দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সেরে উঠুন সুপারস্টার। আপনি ভারতের তথা আমাদের বাঙালীর গর্ব।🙏🙏

কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রী ...
24/04/2022

কর্ণের রথের চাকা মাটিতে বসে গেলে তিনি তা মাটি থেকে তোলার জন্যে রথ থেকে নিচে নামেন। এসময় তিনি নিরস্ত্র ছিলেন। ভগবান শ্রী কৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুন কে, কর্ণের উপর বান মেরে হত্যা করার নির্দেশ দেন।

অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে একেরপর এক বান নিক্ষেপ করে। যা কর্ণ কে ভয়ংকর ভাবে বিদ্ধ করে। এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে।

মৃত্যু পূর্ববর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়া কর্ণ ভগবান শ্রী কৃষ্ণ কে প্রশ্ন করেন, "এই তুমি ভগবান? এই তুমি করুনাময়? এই তোমার ন্যায্য বিচার ! যে একজন নিরস্ত্র কে হত্যা করার পরামর্শ দাও ? "

সচ্চিদানন্দময় ভগবান শ্রী কৃষ্ণ স্মিত হেসে জবাব দেন, "চক্রব্যূহে অর্জুন পুত্র অভিমুন্যও নিরস্ত্র হয়ে গেছিলো, যখন সকলে মিলে তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছিলে... তাঁর মধ্যে তুমিও ছিলে । তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিলো কর্ণ ? এ জগতে যে যেরূপ কর্ম করবে আমিও তাঁকে সেইরূপ কর্মফলই প্রদান করি। ইহাই আমার বিচার।"

অতএব... কর্ম করুন ভেবেচিন্তে। আপনি আজ কাউকে কষ্ট দিলে, যন্ত্রনা দিলে, অবজ্ঞা করলে, কারো দুর্বলতার সুযোগ নিলে.... আগামীতে আপনার জন্যেও সেই একই কর্মফল অপেক্ষা করে থাকবে এবং স্বয়ং তিনিই আপনাকে তা প্রদান করবেন।

🙏হরে কৃষ্ণ🙏

মৃত্যুবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম  জানাই 🙏🏻💐🙏
23/04/2022

মৃত্যুবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🏻💐🙏

 #মধুর__আমার__মায়ের__হাসি 'চাঁদের  মুখে  ঝরে / মাকে  মনে  পড়ে  আমার /মাকে  মনে  পড়ে।' এই  গান  শোনেননি --এমন  কোনো  বা...
20/04/2022

#মধুর__আমার__মায়ের__হাসি

'চাঁদের মুখে ঝরে / মাকে মনে পড়ে আমার /মাকে মনে পড়ে।' এই গান শোনেননি --এমন কোনো বাঙালী থাকলে তাকে অবশ্যই নোবেল দেওয়া উচিত।

গানটির 'আদি' গায়ক-ভদ্রলোক জন্মেছিলেন ১৯১৬ সালে --আজকের বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালিপাড়া পরগনার অন্তর্গত বালিয়াডাঙা গ্রামে। হাফ-প্যান্ট বয়সেই গান গেয়ে চমকে দিয়েছিলেন তৎকালীন নামী গাইয়ে গিরিজাশঙ্কর চক্রবর্তীকে।

তার গান শুনে ছাত্র নির্বাচনের ব্যাপারে ভীষণ খুঁতখুতে গিরিজাশঙ্কর নিজেই তাকে গান শেখানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাঁর হাত ধরেই ছেলেটি একে একে এলাহাবাদ মিউজিক কম্পিটিশন, বেঙ্গল মিউজিক কম্পিটিশনে যোগদান করে ও অনন্য কৃতিত্বের সাক্ষর রাখে। অচিরেই গান গাওয়ার সুযোগ ঘটে আকাশবাণীতে।

কৈশোর তখন যৌবনে প্রবেশ করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর বছর অর্থাৎ ১৯৩৯ সালে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয় হিন্দুস্থান রেকর্ড কোম্পানি থেকে। যুবকটির নিজের সুরে ওই রেকর্ডে প্রকাশিত সমসাময়িক প্রবল জনপ্রিয় সেই গান দুটি ছিলো --'ভালোবেসেছিনু আলেয়ারে..'' এবং 'রজনী গো যেও না চলি..।'

এরপরে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাঙালী সহজেই আপন করে নিয়েছিলো নবীন এই প্রতিভাকে। অথচ সেই সময়ে বাংলা গানের জগতে দাপটের সাথে রাজত্ব করছেন কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজকুমার মল্লিক, শচীনদেব বর্মন, জগন্ময় মিত্রের মত দিকপালেরা।

শুধু গায়ক হিসাবেই নয়, যুবকটি একের পর এক চমক দিতে থাকেন সুরকার হিসাবেও। নীতা বর্ধন তাঁর সুরে গাইলেন, 'ওগো নয়নে আবীর দিও না.. ।' শ্যামল মিত্রকে দিয়ে গাওয়ালেন --'স্মৃতি তুমি বেদনার।'

যুবকটি নিজের সুরে নিজেই গাইলেন --'খেলাঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়।'
আজকের পরিভাষায় সবক'টিই মেগাহিট।

শুধু গান গেয়ে আর সুর করেই থেমে থাকেনি সেই অবাক প্রতিভা। ঘষেমেজে তৈরী করেছিলেন একঝাঁক নতুন শিল্পীকে। যাঁরা পরবর্তীতে সামলেছেন তাঁর ছেড়ে যাওয়া রাজ্যপাট। কারা তাঁরা? নামগুলিতে চোখ বোলালে চমকে উঠতে হয় --শ্যামল মিত্র, উৎপলা সেন, নীতা বর্ধন, গায়ত্রী বসু, অপরেশ লাহিড়ী (বাপ্পি লাহিড়ীর বাবা)।

আর এ সবই তিনি করেছিলেন তাঁর ক্ষুদ্র, স্বল্পায়ু জীবদ্দশায়। ১৯৫২ সালের ২০ শে এপ্রিল মাত্র ৩৬ বয়সে তিনি বিদায় নেন এই ধূলি-ধরণী থেকে।

তিনি সুধীরলাল চক্রবর্তী। যাঁর কথা বলতে গিয়ে শ্যামল মিত্র অকপটে স্বীকার করেছিলেন --'সুধীরদা আজ নেই, কিন্তু আজ আমার যেটুকু সাফল্য আপনারা দেখছেন, এর মূলে ছিলেন সুধীরদা। '

--
(ছবি:--সংগৃহীত।)🙏🙏

  Birthday চ্যাপলিন ভরাট শূন্য আকাশে ভর্তি দূষণ  কোনো ঘর নেই আজ খালি প্রতিদিন আমরা  ভরাট করেছি  একা মনের ডালি🙏
16/04/2022

Birthday চ্যাপলিন

ভরাট

শূন্য আকাশে ভর্তি দূষণ
কোনো ঘর নেই আজ খালি
প্রতিদিন আমরা ভরাট করেছি
একা মনের ডালি🙏

ভারতবর্ষের সংবিধান নির্মাতা ডঃ ভীমরাও রামজী আম্বেদকরের জন্ম দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম 🙏🙏🙏
14/04/2022

ভারতবর্ষের সংবিধান নির্মাতা ডঃ ভীমরাও রামজী আম্বেদকরের জন্ম দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রণাম 🙏🙏🙏

Address

Netaji Nagar
Kolkata
700092

Alerts

Be the first to know and let us send you an email when News India Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News India Bangla:

Share