05/07/2025
আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে উত্তর ২৪ পরগনা জেলা শহর ছাত্র পরিষদের এক কর্মীসভায় উপস্থিত ছিলেন, উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, মহিলা কংগ্রেস নেত্রী কল্যাণী চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব।
উক্ত সভায় জেলা সভাপতি কথা দিলেন, রাজ্য ছাত্র পরিষদের সকল সাংগঠনিক নির্ণয়ে এবং প্রিয়াঙ্কা চৌধুরীর সকল সাংগঠনিক পদক্ষেপকে কেন্দ্র করে যদি লড়াই চালায় ছাত্র পরিষদ, সেখানে যারা বাধা হয়ে দাঁড়াবে তাঁদের সাথে মোকাবিলায় ছাত্র পরিষদ একা থাকবে না। সাথে সামনে ২৮ এ অগাস্ট ২০২৫ এ বিশেষ সাহায্যের হাত বাড়াবে উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্রেস।
উপস্থিত ছিলেন, ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক প্রথম ভৌমিক, রাজ্য সম্পাদিকা দেবারতি দেব, জেলার ছাত্র নেতা অনামিত্র নাগ, সংগ্রাম ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, জাহির ফিরদৌস এবং প্রমুখ।