North 24 Parganas District Urban

North 24 Parganas District Urban North 24 Parganas District Congress (u)- Social Media. President - Tapas Majumder,
District SM

05/07/2025

" ভোট আসছে তাই মন্ত্রী সান্ত্রী সবাই আসবে , সাম্প্রদায়িক রাজনীতি করবে, বিজেপি র সাথে দিদিরও লাভ হবে , মমতা ব্যানার্জির জন্যই বাংলায় বিজেপির শ্রীবৃদ্ধি "
অধীর রঞ্জন চৌধুরী ,
(সদস্য , কংগ্রেস কার্যকরী কমিটি )

আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে উত্তর ২৪ পরগনা জেলা শহর ছাত্র পরিষদের এক কর্মীসভ...
05/07/2025

আজ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে উত্তর ২৪ পরগনা জেলা শহর ছাত্র পরিষদের এক কর্মীসভায় উপস্থিত ছিলেন, উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্রেসের সভাপতি তাপস মজুমদার, মহিলা কংগ্রেস নেত্রী কল্যাণী চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব।
উক্ত সভায় জেলা সভাপতি কথা দিলেন, রাজ্য ছাত্র পরিষদের সকল সাংগঠনিক নির্ণয়ে এবং প্রিয়াঙ্কা চৌধুরীর সকল সাংগঠনিক পদক্ষেপকে কেন্দ্র করে যদি লড়াই চালায় ছাত্র পরিষদ, সেখানে যারা বাধা হয়ে দাঁড়াবে তাঁদের সাথে মোকাবিলায় ছাত্র পরিষদ একা থাকবে না। সাথে সামনে ২৮ এ অগাস্ট ২০২৫ এ বিশেষ সাহায্যের হাত বাড়াবে উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্রেস।
উপস্থিত ছিলেন, ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক প্রথম ভৌমিক, রাজ্য সম্পাদিকা দেবারতি দেব, জেলার ছাত্র নেতা অনামিত্র নাগ, সংগ্রাম ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, জাহির ফিরদৌস এবং প্রমুখ।

রাজ্যের কংগ্রেস কর্মীদের বিভিন্ন প্রয়োজনে আইনি-পরামর্শ দানের জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের উদ্...
05/07/2025

রাজ্যের কংগ্রেস কর্মীদের বিভিন্ন প্রয়োজনে আইনি-পরামর্শ দানের জন্য পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের উদ্যোগে এবং নির্দেশে এক আইনি পরামর্শদাতা কমিটি গঠন করা হলো।

05/07/2025

আগামী ১০ জুলাই'২৫;'লালবাজার চলো'র ডাক দেওয়া হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে।

সাংবাদিক সম্মেলনে শুভঙ্কর সরকার (সভাপতি,প:ব: প্রদেশ কংগ্রেস কমিটি) ৫ জুলাই '২৫দুপুর ২ টো ৩০ মিনিট বিধান ভবন।  কোলকাতা
04/07/2025

সাংবাদিক সম্মেলনে

শুভঙ্কর সরকার
(সভাপতি,প:ব: প্রদেশ কংগ্রেস কমিটি)
৫ জুলাই '২৫
দুপুর ২ টো ৩০ মিনিট

বিধান ভবন। কোলকাতা

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলির বর্তমান হাল - হকিকত প্রসঙ্গে মাননীয় রাজ্যপালকে চিঠি লিখল...
04/07/2025

পশ্চিমবঙ্গের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলির বর্তমান হাল - হকিকত প্রসঙ্গে মাননীয় রাজ্যপালকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার মহাশয়।

Address

Kolkata
700065

Alerts

Be the first to know and let us send you an email when North 24 Parganas District Urban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to North 24 Parganas District Urban:

Share