
22/07/2025
আগামী ২৮ শে জুলাই বীরভূমে আসছেন রাজ্যের মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।বীরভূমের ইলামবাজারে প্রশাসনিক সভা করবেন মুখমন্ত্রী।বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখমন্ত্রী।২৯ জুলাই বোলপুরে বাংলা ভাষার অপমানের প্রতিবাদে পদযাত্রা করবেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।থাকবেন জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যরা।রাঙাবিতানে রাত্রি যাপন করবেন মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।কড়া নিরাপত্তায় চলছে প্রস্তুতি পর্ব।