19NEWSBANGLA

19NEWSBANGLA 19newsbangla officials News Page

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল ৮.২০ মিনিটে দক্ষিণ কলকাতার পাম এভিনিউ ছোট্ট দু কামরার ফ্লাটে শ...
08/08/2024

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল ৮.২০ মিনিটে দক্ষিণ কলকাতার পাম এভিনিউ ছোট্ট দু কামরার ফ্লাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ২০০১ সাল থেকে ২০১১ সাল টানা ১১ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সম্মেলন। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয় খুবই আজ সকাল বেলায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

11/06/2024
14/03/2024

বামফ্রন্টের প্রথম দফার প্রার্থী তালিকা

কলকাতা দক্ষিন-সায়রা শাহ হালিম
যাদবপুর -সৃজন ভট্টাচার্য
কোচবিহার- নীতিশ চন্দ্র রায়।( কোচবিহার)
জলপাইগুড়ি -দেবনাথ বর্মন
বালুরঘাট-জয়দেব সিদ্ধান্ত( আরএসপি)
কৃষ্ণ নগর- এস এম সাদি
দমদম- সুজন চক্রবর্তী
হাওড়া- সব্যসাচী চ্যাটার্জী
শ্রীরামপুর-দীপ্সিতা ধর
হুগলি - মনোদীপ ঘোষ
তমলুক- সায়ন ব্যানার্জী
মেদিনীপুর -বিপ্লব ভট্ট(সিপিআই)
বাঁকুড়া- নীলাঞ্জন দাসগুপ্ত
বিষ্ণুপুর- শীতল কৈবর্ত
বর্ধমান পূর্ব -নীরজ খান
আসানসোল- জাহানারা খান

সবথেকে বড় খবর  তাপস রায় বরানগরের বিধায়ক ইস্তফা দিলেন
04/03/2024

সবথেকে বড় খবর তাপস রায় বরানগরের বিধায়ক ইস্তফা দিলেন

প্রয়াত সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান (১৯৬৮-২০২৪) মাত্র ৫৫ বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নক্ষত্রপতন, সংগীত জগতের অভাবন...
09/01/2024

প্রয়াত সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খান (১৯৬৮-২০২৪) মাত্র ৫৫ বয়সে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের নক্ষত্রপতন, সংগীত জগতের অভাবনীয় ক্ষতি. তার আত্মার শান্তি কামনা করি আমরা

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ করলো লোকসভার স্পিকার ওম বিড়লা।  ধ্বনি ভোটে সেটা গৃহীত হয়, লোকসভায় এথিক্স ...
08/12/2023

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ করলো লোকসভার স্পিকার ওম বিড়লা। ধ্বনি ভোটে সেটা গৃহীত হয়, লোকসভায় এথিক্স কমিটির রিপোর্ট পেশ মহুয়ার বিরুদ্ধে ৪৯৫ পাতা রিপোর্ট কমিটির ।৫২ নম্বর পাতায় বহিষ্কারের সুপারিশ । তৃণমূলের তরফ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকারকে চিঠি কেন্দ্রের প্রতিহিংসা মূলক আচরণ মহুয়া মৈত্রের সদস্য পদ খারিজ এর।

কাউন্টডাউন শুরু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর।চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত।কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সুহৃদ ই...
14/11/2023

কাউন্টডাউন শুরু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর।

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো জগৎ বিখ্যাত।কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের সুহৃদ ইন্দ্র নারায়ণ চৌধুরীর হাত ধরে যে পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় ২৭০ বছর আগে।চাউল পট্টি থেকে সেই পুজো কালে কালে সাবেক ফরাসডাঙার সব পাড়া মহল্লায় ছড়িয়ে পরে।এমনকি পাশের শহর ভদ্রেশ্বরেও।শুধু চন্দননগরেই দের শতাধিক পুজো হয়।চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মূল আকর্ষন বড় বড় প্রতিমা, শোভাযাত্রা এবং আলোক সজ্জা।যদিও এখন অনেক থিমের মন্ডপ তৈরী হয়।তবুও চন্দননগরের আলোর কারিকুরি দেখতে রাজপথে ভীর জমে চারটে দিন।হাতে আর বেশি সময় নেই তাই প্রতিমা তৈরী মন্ডপ সজ্জা আলোক সজ্জার প্রস্তুতি শেষ পর্যায়ে।কুড়ি ফুট বাইশ ফুটের জগদ্ধাত্রী প্রতিমা হয় চন্দননগরে।তাই বেশির ভাগ প্রতিমা মন্ডপেই তৈরী হয়।মধ্যাঞ্চলের প্রতিমার চক্ষুদান করেন শিল্পী সুরজিৎ পাল।প্রতিমা তৈরী করেছেন তার দাদা জগন্নাথ পাল।চন্দননগরের ২১ টি জগদ্ধাত্রী প্রতিমা তৈরী করছেন জগন্নাথ।আর সব প্রতিমারই চক্ষুদান করছেন সুরজিৎ।
শিল্পী বলেন,প্রতিমার কাজ করি নিরামিষ খেয়ে।মনের মধ্যে একটা ভাব চলে আসে রঙ তুলি নিয়ে কাজ করার সময়।অন্তর থেকে করার চেষ্টা করি।পনেরো বছর বয়স থেকে বাবার সঙ্গে প্রতিমা গড়ার কাজ শুরু করি।দুর্গা পুজোয় উত্তরপ্রদেশের ফৈজাবাদে কাজ করি।
জগন্নাথ পাল বলেন,প্রতিমা তৈরীর পর মানুষ দেখে যখন প্রশংসা করে তখন ভালো লাগে।বিসর্জন হয়ে গেলে খারাপ লাগে।গোলায় প্রতিমা তৈরীর পর সেগুলো চলে গেলে যেমন মন খারাপ হয়।আবার অন্য কোনো পুজোর প্রতিমা গড়ার বরাত এসে যায় তখন নতুন উদ্যমে কাজ করি।
চক্ষুদানের পর জগদ্ধাত্রী জীবন্ত রূপ পায়।

৭৭ তম স্বাধীনতা দিবসে সমস্ত রাজ্যবাসীকে জানাই অভিনন্দন 19 নিউজ বাংলা পরিবারের পক্ষ থেকে
15/08/2023

৭৭ তম স্বাধীনতা দিবসে সমস্ত রাজ্যবাসীকে জানাই অভিনন্দন 19 নিউজ বাংলা পরিবারের পক্ষ থেকে

৮ই জুলাই  এক দফায় নির্বাচন, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের, ৯ ই জুন মনোনয়নপত্র শুরু!৮ই জুন বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্...
08/06/2023

৮ই জুলাই এক দফায় নির্বাচন, ঘোষণা রাজ্য নির্বাচন কমিশনের, ৯ ই জুন মনোনয়নপত্র শুরু!

৮ই জুন বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সাংবাদিক বৈঠক করে দিনক্ষণ ঘোষণা করলেন। আজ থেকে ঠিক একমাস পর আজকের তারিখ অর্থাৎ ৮ জুলাই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন হবে।

মনোনয়ন জমা শুরু শুক্রবার, ৯ জুন থেকেই।’’ রাজ্যে নির্বাচন কমিশন আরও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না।
আগামীকাল ৯ জুন থেকে মনোনয়ন জমা শুরু। ১৫ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৭ তারিখ স্ক্রুটিনির শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। দিন ভোট গণনা বা ফল ঘোষণা কবে তা জানতে চাওয়া হলে রাজীব প্রথমে জানান, সাধারণত ভোট গ্রহণের এক দু'দিন পরে এ ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী করা হবে। পরে কমিশন সূত্রে জানা যায়, আগামী ১১ জুলাই গণনা হতে পারে।

উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি ও করমন্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষমালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস মুখোমু...
02/06/2023

উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, মালগাড়ি ও করমন্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ

মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ। ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! বালেশ্বরে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। বহু প্রাণহানির আশঙ্কা রয়েছে। শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। আহত বেশ কয়েকজন যাত্রী, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য রেলের পক্ষ থেকে একটা বিশেষ টিম ঘটনাস্থলে যাচ্ছে বলে সুপ্ত জানা যাচ্ছে!

বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। ৩টি কামরা বাদে করমণ্ডল এক্সপ্রেসের সমস্ত বগি লাইনচ্যুত। খড়গপুর থেকে রেলের আধিকারিকরা ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন!

HS Result 2023 : উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার!2023 তে উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন শুভ্...
24/05/2023

HS Result 2023 :
উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার!

2023 তে উচ্চ মাধ্যমিকে প্রথম হলেন শুভ্রাংশু সর্দার। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। প্রাপ্ত নম্বর ৪৯৬। দ্বিতীয় স্থানে দু’জন। সুষমা খান, বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের এবং আবু সামা, উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের ছাত্রী। প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস। প্রাপ্ত নম্বর ৪৯৪!
চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৪৯৩। পঞ্চম হয়েছেন কৌস্তভ কুণ্ডু, ঋষিতা সিনহা মহাপাত্র, দীপ্তার্ঘ্য দাস, অঙ্কিতা ঘোরাই, অনন্যা সামন্ত। এদের প্রাপ্ত নম্বর ৪৯২!
ষষ্ঠ হয়েছেন চয়ন বর্মন, অঙ্কুর রায়, অর্কদীপ ঘরা, তমালকান্তি দাস, সোমাইল জানা, সোহম চ্যাটার্জি, রূপসা উপাধ্যায়, অদিতি মহান্তি, সুপর্ণা মাহাত, উৎসা কুণ্ডু, সৌমিলি মণ্ডল, সাহেলি আহমেদ। এদের প্রাপ্ত নম্বর ৪৯১।
সপ্তম হয়েছেন সন্দীপ ঘোষ, দেবর্ষি বসাক, বিতান শাসমল, অর্ক ঘোষ, অভিরূপ পাল, সৃজা উপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়, রূপঙ্কর ঘটক, কৌশিকী কুণ্ডু, সৌজাত্য মুখোপাধ্যায়, সরণ্য ঘোষ, অর্ণব পতি, অষ্মিতা পাল, অভিরূপ পাল। প্রাপ্ত নম্বর ৪৯০!
অষ্টম হয়েছেন শ্রীতমা মিস্ত্রি, সৈয়দ সাকলিং কবীর, সায়ন প্রধান, আত্রেয়ী সাহানা, সংযুক্তা বিশ্বাস, শ্রেষ্ঠা অধিকারী, সন্দীপ ভট্টাচার্য, অদ্বিতীয়া সিনহা, ঈশিকা শীল, সিরিন আলম, সপ্তম দাস। প্রাপ্ত নম্বর ৪৮৯। নবম হয়েছেন দেবাঙ্গনা দাস, প্রণব বর্মন, দৃষ্টি মাইতি, অঙ্গাজ হোসেন, অর্ক দাস, সায়ন সাহা, অর্কপ্রতীম দে, পবিত্র মাইতি, তুহিনরঞ্জন অধিকারী, তৃষিতা কর্মকার, অহেনা বসু, সুপ্রভাত ঘোষ, সুজিত পাল, মোনালিসা পাল। প্রাপ্ত নম্বর ৪৮৮। দশম হয়েছেন আর্য নন্দী, স্বাগতা চক্রবর্তী, সুস্মিতা মোদক, সংহীতা দাশগুপ্ত, সুচেতনা জানা, বিক্রম বর্মন, শেখ সৈফুদ্দিন আহমেদ, সৌম্যদীপ দত্ত, কোয়েল কুণ্ডু, অঞ্জুমা দিলরুবা। তাদের প্রাপ্ত নম্বর ৪৮৭!
প্রথম দশে রয়েছেন ৮৭ জন। হুগলি থেকে সবচেয়ে বেশি রয়েছেন ১৮ জন। ৫৭ দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। আট লক্ষ ২৪ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষার ফলপ্রকাশ হল। ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ১৪ শতাংশ বেশি। প্রতিটি মার্কশিটে থাকছে কিউআর কোড। ৮৯.২৫ শতাংশ পাশের হার। পাশের হারে সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হারে কলকাতা দশম স্থানে। ১১টি জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। উর্দু ভাষায় প্রথম হয়েছেন মহম্মদ হাসান। নেপালিদের মধ্যে প্রথম স্নেহা লামা। সাঁওতালিদের মধ্যে তিনজন যুগ্মভাবে প্রথম হয়েছেন। আজ বেলা সাড়ে বারোটা থেকেই অনলাইনে রেজাল্ট জানা যাবে। মার্কশিট ডাউনলোড করা যাবে। ৩১ তারিখ থেকে স্কুলে মার্কশিটের সমস্ত কপি পাওয়া যাবে!

Address

Kolkata
WB

Website

Alerts

Be the first to know and let us send you an email when 19NEWSBANGLA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 19NEWSBANGLA:

Share