
21/05/2025
চিরদিনই তুমি যে আমার
আজ ও আগামীকাল
অফিসে কাজের ফাঁকে একে-অপরের ভাবনায় ডুবে অপু-আর্য। এদিকে অফিসের নতুন এমপ্লয়ি নীলের সঙ্গে কাজ করতে গিয়ে ফাইল হারিয়ে নতুন সমস্যার মুখে অপর্ণা। কীভাবে সামাল দেবে অপু? এদিকে অপর্ণার সঙ্গে নীলকে জড়িয়ে আর্যর মনে সন্দেহ তৈরি করার চেষ্টায় মীরা-কিঙ্কর!