বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ, বাংলা পারশে মাছ কে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে। বাংলার এই ফ্লেভারকে নিয়েই আমরা আজতক বাংলা ডট ইন হাজির হয়েছি আপনাদের কাছে। আমরা আজতক ডট ইন, ইন্ডিয়া টুডে গ্রুপ ডিজিটালের নবতম সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছি। বাংলার পাঠকদের কাছে গোটা বিশ্বের প্রতি মিনিটের প্রতিটা আপডেট আমরাই তুলে ধরব সবার আগে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, পাহাড় থেকে শিল
্পাঞ্চল, ডুয়ার্স থেকে সুন্দরবন আমাদের চোখ রয়েছে সর্বত্রই। কী চলছে রাজ্য রাজনীতিতে? কেন্দ্রই বা কী বলছে? উত্তর দেব আমরাই। বাদ যাবে না ময়দানের লড়াই থেকে সেলেবের অন্দরমহল। থাকছে সাহিত্য থেকে সংস্কৃতি, ইউটিলিটি থেকে অর্থনীতি, এমনকী পড়শি বাংলাদেশের প্রতিটা আপডেটও। তাই প্রতি মুহূর্তে, খবরে থাকতে চোখ রাখতেই হবে আজতক বাংলা ডট ইনের পেজে।