19/09/2025
চল্লিশের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়ে প্রেজেন্ট ম্যাম বলে দাঁড়িয়ে আছি😊। ছোটবেলায় একটা একটা করে জন্মদিন আসতো আর মনের মধ্যে একদম আনন্দের ফুলঝুরি । আহা আমি কত বড় হয়ে গেলাম আর দুটো বছর গেলেই ক্লাস ফাইভ ,হাইস্কুল আর তখন তো মজাই মজা।এরকম কাউন্টডাউন করতে করতে মন খুশি হয়ে যেতো।
আমাদের সময় জন্মদিন মানেই ছিলো যৌথ পরিবারের সব ভাইবোনদের সাথে সন্ধ্যেবেলা লুচি আলুরদম বা লুচি মাংস সাথে পায়েস আর রসগোল্লা।লুচি খাবার কম্পিটিশন হতো আমাদের মধ্যে।
এখন একটা একটা করে জন্মদিন আসে আর একটু একটু করে দুঃখ হয়, ইশ বুড়ি হয়ে যাচ্ছি। চুলে পাক ধরতেও শুরু করে দিয়েছে। এখনকার জন্মদিন গুলোতে আবার অন্যরকম আনন্দ। আমার জন্মদিন নিয়ে সবচেয়ে বেশি এক্সসাইটেড থাকে আমার কন্যা। বাবার সাথে প্ল্যান করে আমার পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেক এনে রাত বারোটায় সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে রাতের ডিনার প্ল্যান করা ,ঘুরতে যাবার প্ল্যান সব কিছুতে ওর অত্যন্ত উৎসাহ দেখে জিজ্ঞেস করলাম, "ছোটু, বার্থডে টা কার রে? তোর না আমার?"
এক সেকেন্ড সময় না নিয়ে ফটাক করে বললো, "My birthday is my birthday...your birthday is also my birthday."🤪😳🙄🙄
এরকম উত্তর শুনে আমিই ভেবলে যাই মাঝে মাঝে।
মুখবই এর কল্যাণে বন্ধুবান্ধব,আত্মীয়স্বজন,শুভাকাঙ্খী সকলের থেকে অনেক শুভেচ্ছা বার্তা পেয়ে আমি খুবই আপ্লুত।বিকেলে মেয়ের প্ল্যান অনুযায়ী একটু শপিং এ গেছিলাম। আমি আর মেয়ে জাস্ট মল এর মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকেই আগে ঠান্ডা হাওয়ার জন্য এসির তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হাজবেন্ড বাইরে একটা অফিসের কল অ্যাটেন্ড করে ভেতরে কখন ঢুকবে তার জন্য।ভেতরে বলিউড মিউজিক চলছিল।
হঠাৎ কিছুক্ষণ আমাদের দূর থেকে লক্ষ্য করার পর , একজন বয়স্ক সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে আচমকা জিজ্ঞেস করলেন,"একটা কথা বলবো ম্যাডাম কিছু মনে করবেন না তো?"
আমি তো ভাবছিলাম বলবে যে বেকার হাওয়া না খেয়ে যান শপিং করুন।গম্ভীর মুখে বললাম,"কি ব্যাপার বলুন।"
কিন্তু আমাকে চমকে দিয়ে উনি হঠাৎ আমার মেয়েকে দেখিয়ে জিজ্ঞেস করলেন,
"আপনি কি ওর দিদি? না মা?"
বললাম ,"মা। কেনো বলুন তো?"
উনি বললেন," অনেকক্ষণ থেকে দেখছি ও গানের তালে তালে এখানে দুলে দুলে হাতের মুদ্রা করছে।পারলে ওকে নাচ টা শেখাবেন। ও খুব ভালো নাচ করবে দেখবেন।"
নিজের সন্তানের ব্যাপারে ভালো কথা শুনতে কোন মায়ের না ভালো লাগে? বলাই বাহুল্য খুবই আনন্দিত হলাম শুনে এবং ওনাকে বললাম যে, ও নাচ শেখে আর নাচ করতে খুব ভালোবাসে।
এই কথপোকথন এর মাঝেই দেখি আমার বর বাবাজি ঢুকছেন।
ভদ্রলোক এদিকে , "বাহ্হ গ্রেট"বলে একগাল হেসে বিদায় নিলেন।
দেবারুন ভাবছে , কেস টা কি?আমি একটু দেরি করেছি আর এদিকে এরা কি এমন করলো যে সিকিউরিটি চলে এলো?
হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, "কি হয়েছে?কি বলছিলেন উনি?"
ন্যাচারালি অত্যন্ত আনন্দের সাথে পুরো ঘটনা বললাম। শুনে বলছে, "তুমি যে খুব খুশি হয়েছ তা তো বুঝতে পারছি কিন্তু মেয়ের নাচের কথা শুনে নাকি "আপনি কি ওর দিদি না মা?"এটা শুনে এত আনন্দ পেয়েছ তা ঠিক বুঝলাম না।"😡😡🤔
শুনে রাগে এত গা পিত্তি জ্বলে গেল, যা প্ল্যান ছিলো তার দ্বিগুণ শপিং করে সেই রাগ মিটলো। লাস্টে oudh এর বিখ্যাত আওয়াধি গোশত হান্ডি বিরিয়ানি সাথে নরম তুলতুলে মুর্গ মালাই কাবাব খেয়ে মাথা ঠান্ডা হলো।
(কাবাব টা এতো ভালো ছিলো, ছবি তোলার আগেই হাপিস।🤪😄)