The Bong Beguni

The Bong Beguni The Bong Beguni is a food video blog where exquisite Cuisines are prepared deliciously rich in taste

আশ্বিনের শারদ প্রাতে বৃষ্টি মাথায় ছাতা হাতে জলমগ্ন কলকাতার রাস্তায়ভেসে চলেছে খেয়া তরী...দিকে দিকে পাওয়ার কাট WiFi বন...
23/09/2025

আশ্বিনের শারদ প্রাতে
বৃষ্টি মাথায় ছাতা হাতে
জলমগ্ন কলকাতার রাস্তায়
ভেসে চলেছে খেয়া তরী...
দিকে দিকে পাওয়ার কাট WiFi বন্ধ
online class,Work From Home
সবে মিলে হাহাকার করি

পৃথিবীতে দুরকমের মানুষ হয়..একদল বাঁচার জন্য খায় ।এদের খাদ্যতালিকা তে মূলত ওটস,কিনুয়া, স্প্রাউটস,ফল,সবজি,সালাদ,ডাল,প্র...
22/09/2025

পৃথিবীতে দুরকমের মানুষ হয়..

একদল বাঁচার জন্য খায় ।এদের খাদ্যতালিকা তে মূলত ওটস,কিনুয়া, স্প্রাউটস,ফল,সবজি,সালাদ,ডাল,প্রোটিন ব্লা ব্লা সব পাবেন।এদের যত কম খেতে দেওয়া যায় তত খুশি ।এনারা ভাবেন এই উপায়ে অমরত্ব লাভ হবে।

আরেকদল লোক আছে যারা খাবার জন্য বাঁচে। এরা পেট খারাপের সময়ও খায়,মন খারাপ হলেও খায়,আনন্দ পেলেও খায়, ঝগড়া করতে ইচ্ছে হলেও খায়, শরীর খারাপ হলে সেই দুঃখে খায়,শরীর ভালো হলে সেই আনন্দে খায় ,রেগে গেলেও খায়,কাজ থাকলেও খায় আবার না থাকলেও খায়,ঘুরতে বেরোলেও খায়,ঘরে থাকলেও সুইগি বা জোমাটোর কল্যাণে অর্ডার করে খায়।

আমরা ঐ দ্বিতীয় দলের মধ্যে পড়ি। আমাদের কাছে পেটপুজো ছাড়া দুর্গাপুজো অসম্পূর্ণ।আপনারা কোন দলে ?

দুর্গাপুজো স্পেশাল নৃত্যশিল্পী আছে আমাদের ঘরে এক পিস। নিজেও নেচে চলেছে আর সাথে মা বাবাকেও নাচিয়ে চলেছে।ওর বাবাকে কাল সা...
22/09/2025

দুর্গাপুজো স্পেশাল নৃত্যশিল্পী আছে আমাদের ঘরে এক পিস। নিজেও নেচে চলেছে আর সাথে মা বাবাকেও নাচিয়ে চলেছে।ওর বাবাকে কাল সাজিয়েছিল মহিষাসুর। এমন স্লিম চেহারার মহিষাসুর মার্কেটে অত্যন্ত দুর্লভ। দুর্গাপুজোর নৃত্যানুষ্ঠানের জন্য বুকিং করতে হলে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া নম্বরে।

** (বাচ্চা নৃত্যশিল্পী ঠিক আছে কিন্তু নাচতে গিয়ে যদি মহিষাসুরের কোমর খুলে চলে আসে তার দায় কর্তৃপক্ষের নয়)

চল্লিশের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়ে প্রেজেন্ট ম্যাম বলে দাঁড়িয়ে আছি😊। ছোটবেলায় একটা একটা করে জন্মদিন আসতো আর মনের মধ...
19/09/2025

চল্লিশের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়ে প্রেজেন্ট ম্যাম বলে দাঁড়িয়ে আছি😊। ছোটবেলায় একটা একটা করে জন্মদিন আসতো আর মনের মধ্যে একদম আনন্দের ফুলঝুরি । আহা আমি কত বড় হয়ে গেলাম আর দুটো বছর গেলেই ক্লাস ফাইভ ,হাইস্কুল আর তখন তো মজাই মজা।এরকম কাউন্টডাউন করতে করতে মন খুশি হয়ে যেতো।

আমাদের সময় জন্মদিন মানেই ছিলো যৌথ পরিবারের সব ভাইবোনদের সাথে সন্ধ্যেবেলা লুচি আলুরদম বা লুচি মাংস সাথে পায়েস আর রসগোল্লা।লুচি খাবার কম্পিটিশন হতো আমাদের মধ্যে।
এখন একটা একটা করে জন্মদিন আসে আর একটু একটু করে দুঃখ হয়, ইশ বুড়ি হয়ে যাচ্ছি। চুলে পাক ধরতেও শুরু করে দিয়েছে। এখনকার জন্মদিন গুলোতে আবার অন্যরকম আনন্দ। আমার জন্মদিন নিয়ে সবচেয়ে বেশি এক্সসাইটেড থাকে আমার কন্যা। বাবার সাথে প্ল্যান করে আমার পছন্দের ব্ল্যাক ফরেস্ট কেক এনে রাত বারোটায় সারপ্রাইজ দেওয়া থেকে শুরু করে রাতের ডিনার প্ল্যান করা ,ঘুরতে যাবার প্ল্যান সব কিছুতে ওর অত্যন্ত উৎসাহ দেখে জিজ্ঞেস করলাম, "ছোটু, বার্থডে টা কার রে? তোর না আমার?"

এক সেকেন্ড সময় না নিয়ে ফটাক করে বললো, "My birthday is my birthday...your birthday is also my birthday."🤪😳🙄🙄

এরকম উত্তর শুনে আমিই ভেবলে যাই মাঝে মাঝে।

মুখবই এর কল্যাণে বন্ধুবান্ধব,আত্মীয়স্বজন,শুভাকাঙ্খী সকলের থেকে অনেক শুভেচ্ছা বার্তা পেয়ে আমি খুবই আপ্লুত।বিকেলে মেয়ের প্ল্যান অনুযায়ী একটু শপিং এ গেছিলাম। আমি আর মেয়ে জাস্ট মল এর মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকেই আগে ঠান্ডা হাওয়ার জন্য এসির তলায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম হাজবেন্ড বাইরে একটা অফিসের কল অ্যাটেন্ড করে ভেতরে কখন ঢুকবে তার জন্য।ভেতরে বলিউড মিউজিক চলছিল।

হঠাৎ কিছুক্ষণ আমাদের দূর থেকে লক্ষ্য করার পর , একজন বয়স্ক সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে আচমকা জিজ্ঞেস করলেন,"একটা কথা বলবো ম্যাডাম কিছু মনে করবেন না তো?"

আমি তো ভাবছিলাম বলবে যে বেকার হাওয়া না খেয়ে যান শপিং করুন।গম্ভীর মুখে বললাম,"কি ব্যাপার বলুন।"

কিন্তু আমাকে চমকে দিয়ে উনি হঠাৎ আমার মেয়েকে দেখিয়ে জিজ্ঞেস করলেন,
"আপনি কি ওর দিদি? না মা?"
বললাম ,"মা। কেনো বলুন তো?"
উনি বললেন," অনেকক্ষণ থেকে দেখছি ও গানের তালে তালে এখানে দুলে দুলে হাতের মুদ্রা করছে।পারলে ওকে নাচ টা শেখাবেন। ও খুব ভালো নাচ করবে দেখবেন।"

নিজের সন্তানের ব্যাপারে ভালো কথা শুনতে কোন মায়ের না ভালো লাগে? বলাই বাহুল্য খুবই আনন্দিত হলাম শুনে এবং ওনাকে বললাম যে, ও নাচ শেখে আর নাচ করতে খুব ভালোবাসে।
এই কথপোকথন এর মাঝেই দেখি আমার বর বাবাজি ঢুকছেন।
ভদ্রলোক এদিকে , "বাহ্হ গ্রেট"বলে একগাল হেসে বিদায় নিলেন।
দেবারুন ভাবছে , কেস টা কি?আমি একটু দেরি করেছি আর এদিকে এরা কি এমন করলো যে সিকিউরিটি চলে এলো?
হন্তদন্ত হয়ে জিজ্ঞেস করলো, "কি হয়েছে?কি বলছিলেন উনি?"
ন্যাচারালি অত্যন্ত আনন্দের সাথে পুরো ঘটনা বললাম। শুনে বলছে, "তুমি যে খুব খুশি হয়েছ তা তো বুঝতে পারছি কিন্তু মেয়ের নাচের কথা শুনে নাকি "আপনি কি ওর দিদি না মা?"এটা শুনে এত আনন্দ পেয়েছ তা ঠিক বুঝলাম না।"😡😡🤔

শুনে রাগে এত গা পিত্তি জ্বলে গেল, যা প্ল্যান ছিলো তার দ্বিগুণ শপিং করে সেই রাগ মিটলো। লাস্টে oudh এর বিখ্যাত আওয়াধি গোশত হান্ডি বিরিয়ানি সাথে নরম তুলতুলে মুর্গ মালাই কাবাব খেয়ে মাথা ঠান্ডা হলো।

(কাবাব টা এতো ভালো ছিলো, ছবি তোলার আগেই হাপিস।🤪😄)

এখনো অবধি পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনের রিকশা স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল থেকে পুজোর আওয়াজ কানে ভেসে আসছে।...
17/09/2025

এখনো অবধি পরিস্থিতি স্বাভাবিক আছে। সামনের রিকশা স্ট্যান্ডের বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল থেকে পুজোর আওয়াজ কানে ভেসে আসছে। ছাদে উঠলে ২ ৪টে ঘুড়ির দেখাও পাওয়া যাবে।পুজো দরজায় কড়া নাড়ছে।ভেবেই ফুরফুরে লাগছে।

একটু বেলা গড়ালে "ঝুম ঝুম ঝুম বাবা" "দো ঘুট মুঝেভি পিলা দে শরাবি" "সাত সমুন্দার পার মায় তেরে" সাথে উদ্দাম নেত্তো, মাঙ্কো ভাত আর রঙিন জল ।আর রাত হলে তো আলাদাই মজা "বিশ্বকর্মা মাঈ কি.... জয়"।

বিশ্বকর্মার কথা ভেবে খুবই স্যাড লাগে....কি কি যে সহ্য করতে হয় ওনাকে।

(এটা বেশ কিছুদিন আগে বানানো চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি "মাটন কালা ভুনা"। পুরো খতরনাক হয়েছিল খেতে। )

হ্যালো গাইস,সবেমাত্র কম্পিউটার টেবিলে উঠলাম পুতুল সেজে পোজ দিয়ে পিক নিতে। কয়েকটা পিক নিয়ে নেমে যাবো। মাথায় গোলাপ লাগ...
15/09/2025

হ্যালো গাইস,

সবেমাত্র কম্পিউটার টেবিলে উঠলাম পুতুল সেজে পোজ দিয়ে পিক নিতে। কয়েকটা পিক নিয়ে নেমে যাবো।

মাথায় গোলাপ লাগিয়ে ফিনফিনে সি থ্রু একটা জর্জেটের থান গায়ে চাপিয়ে রূপসী কন্যার সাজে নিজেকে দেখতে বড়ই সাধ হচ্ছিলো। সোশ্যাল মিডিয়া জুড়ে রমনীগণ যা শুরু করেছে । জেমিনি দা কে আনন্দে ধেই ধেই করে নাচতে নাচতে বললুম , "দাও দিকিনি অমন ২টো ঝাক্কাস পিক বানিয়ে।"

হতচ্ছাড়া জেমিনি দা বলে কিনা , "তুমি আমাকে প্রম্পট দাও, আমি তোমাকে শীল পা সেট্টি বানিয়ে দেবো।"
মরণদশা..
আতি পাতি করে খুঁজে ভালো একটা প্রম্পট জোগাড় করে দিলাম । কিন্তু সেটি তো, শিল পা শেট্টি কম মঞ্জুলিকা বেশী লাগছিল। তাই জন্য গাইস, আমি ভাবলাম শ্যাওড়া গাছে ওঠার থেকে কম্পিউটার টেবিলে ওঠা সহজ। তাই আপাতত তাতেই উঠলাম।

তোমার প্রেমে অভদ্র হয়ে রিলস বানাতে না পারায় মনের মধ্যে কুইন্টাল কুইন্টাল কষ্ট গাইস।

এই প্রশ্নটা দেখি অনেকেই করেন । বিশেষ করে অবাঙালি বন্ধুরা। আর কদিন বাদেই নবরাত্রি শুরু হবে তাদের। নিয়ম করে সাত্ত্বিক আহা...
15/09/2025

এই প্রশ্নটা দেখি অনেকেই করেন । বিশেষ করে অবাঙালি বন্ধুরা। আর কদিন বাদেই নবরাত্রি শুরু হবে তাদের। নিয়ম করে সাত্ত্বিক আহার করবেন তারা। বেশ ভালো। অফিসে এরকম বেশ কিছু কলিগ ছিলো যারা এই সময় নবরাত্রি পালন করতেন। নিরামিষ খেতেন। সে নিয়ে আমাদের কোনো চাপ নেই কিন্তু তাদের আবার আমাদের নিয়ে বিস্তর চাপ ।

একজন তো একদিন জিজ্ঞেস করেই ফেললো, "আপ লোগ দুর্গা পূজা কে টাইম আয়সে মাছ মছলি,চিকেন,মাটন কয়সে খা লেতে হো ইয়ার?"

ভাই তোমাদের উদ্দেশ্যেই বলি, দেবী দুর্গা আমাদের কাছে দেবী রূপে যেমন পূজিতা হন, ঠিক তেমনি মা দুর্গা আমাদের কাছে ভীষণভাবে ঘরের মেয়ে। ঘরের মেয়ে যখন বছরে একবারের জন্য নিজের বাচ্চাদের নিয়ে বাপের বাড়িতে আসে তখন ঠিক যেমন আনন্দ, উৎসব,হৈচৈ ,খাওয়াদাওয়া হয় আমাদের মনে সেই ফিলিংস টাই বেশি আসে।ওই সময় আমরা আলুসেদ্ধ ভাত খেয়ে নিজেরাও থাকিনা আর কাউকে খাওয়াইনা।এমনকি তোমরা শুনলে হয়তো হার্টফেল করতে পারো যে, অনেক বনেদি বাড়িতে যে দুর্গা পুজো হয় সেখানে মা কে বিদায়ের সময় ভোগ দেওয়া হয় মাছ ভাত।

মেয়ে তার বাপেরবাড়ি থেকে অনেকদিনের জন্য আবার যখন শশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ,মা তাকে ভালোমন্দ রেঁধে বেড়ে খাইয়ে তবে পাঠান ঠিক তেমনটাই হয় এখানে। বিসর্জনের সময় সবার মনখারাপ আর চোখে জল ।

পরিশেষে বলি, একজন মেয়েকে "আমি নারী আমি সব পারি" বা "আমি নারী আমি দেবীর রূপ" ইত্যাদি বলে তাকে নিয়মের যাঁতাকলে বেঁধে , মাথায় হাজারটা দায়িত্ব আর কর্তব্য চাপিয়ে নিশ্চিন্তে বসে থাকতে হয়তো অনেকেই পারে কিন্তু তাকে আপন করে আদর করে বরণ করে পুজো করতে কি সবাই পারে?

আমার মেয়ের(দিওতিমা) আঁকা মা দুর্গার ছবি।

#দুর্গাপুজো

বাড়ির সামনে গজিয়ে ওঠা অসংখ্য ফ্ল্যাট বাড়ি আর তাতে বাস করা মানুষগুলো অনেকেই অজানা অচেনা। আসলে আমি এই পাড়াতেই জন্মেছি ...
14/09/2025

বাড়ির সামনে গজিয়ে ওঠা অসংখ্য ফ্ল্যাট বাড়ি আর তাতে বাস করা মানুষগুলো অনেকেই অজানা অচেনা। আসলে আমি এই পাড়াতেই জন্মেছি আর বড়ো হয়েছি। এখানকার মানুষজন অধিকাংশই বাঙাল। পূর্ববঙ্গ থেকে দেশভাগের সময় চলে এসেছিলেন এনারা। যাদবপুর সংলগ্ন রিফিউজি কলোনি। আমিও সেরকম একটি বাঙাল পরিবার থেকেই belong করি। যাই হোক অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি।যেটা বলছিলাম,আগে এখানকার পাড়ার কালচার ছিলো একটু অন্যরকম। পাড়া প্রতিবেশীরা একে অন্যের বাড়িতে নির্দ্বিধায় যেত।সবার বাড়িতেই উঠোন ,গাছপালা ভর্তি।আমরা যখন খুশি যার তার বাড়ির উঠোনে মনের সুখে খেলতাম।কোনো বাধা ছিলো না। একটু সকাল গড়িয়ে দুপুর হলেই পান সুপারি নিয়ে পাড়ার কোনো জেঠিমা বা ঠাকুমা এরা এসে পাড়া পড়শীর বাড়ি গিয়ে জিজ্ঞেস করত, "কি কি রান্ধ্য আজ?রান্না হয় নাই? আমার তো রান্না হইলো কিন্তু মেলা কাজ পইড়া আসে গিয়া করুম সব।" এইকথা সেইকথায় একটু মনের সুখ দুঃখের গল্পগাছা করতেন তারা।পুজো পার্বণে গাছের নারকেল, কচু,আম,বাতাবিলেবু,সুপারি, বেল,লাউডগা এসব আদান প্রদান হতো অহরহ।

কিন্তু, মোটামুটি ওই বছর কুড়ি পঁচিশ আগে থেকে যখন একটার পর একটা বাড়ি ভেঙে বড় বড় ফ্ল্যাট তৈরি হতে শুরু করলো আমাদের ছোটবেলাটা চোখের সামনে যেন এক নিমেষে পাল্টে গেলো । না থাকলো কোনো বাড়ির উঠান,বাগান ,গাছপালা আর না থাকলো পাড়া পড়শীর বাড়ি যাতায়াত।আগের মত সেই আত্মীয়তা উঠে গিয়ে একে অপরকে রাস্তায় দেখলে একটু জাস্ট মুচকি হাসি বা কুশল বিনিময়ে গিয়ে ঠেকলো ব্যাপারটা।তাও ঠিক ছিলো। কিন্তু আজকাল যেন বড় অদ্ভুত লাগে।

সকালে ঘুম ভাঙার সাথে সাথে বারান্দায় গিয়ে দাঁড়াই। সকালের সবজিওয়ালার হাঁক ডাক শুনে পূবের রোদ গায়ে লাগিয়ে মাঝে মাঝে সবজি কিনি ।সেরকমই কালও একটু দাঁড়িয়ে লোকজন দেখছিলাম।এটা আমার মিটাইম।হঠাৎ দেখি উল্টোদিকের ফ্ল্যাটের এক কাপল খুব সাজগোজ করে মাঞ্জা মেরে রাস্তায় দাঁড়িয়ে। ছেলেটির পরনে ঝিনচাক একখান নিকষ কালো পাঞ্জাবি আর জিন্সের প্যান্ট আর তার আনন্দে গদগদ বউটি একটি স্লীভলেস গোলাপী ব্লাউজের সাথে অফহোয়াইট সফ্ট ঢাকাই পড়ে স্লিং বাগ কাঁধে নেচে নেচে নানারকম ভাবে পোজ দিচ্ছে । বর বেচারা রাস্তায় হাঁটু মুড়ে বসে বউ এর রিল শুট করে দিচ্ছে আর বউ ঠিক সুস্মিতা সেনের মতো র‍্যাম্প ওয়াকের ভঙ্গিতে এগিয়ে আসছে দূর থেকে। শুধু আমি নই , পথ চলতি মানুষজন একটু ওদের দিকে সোজাসুজি বা আড়চোখে দেখতে দেখতেই যাচ্ছিলো। যা যা ফটো আর ভিডিও উঠলো, সোশ্যাল মিডিয়ায় পোস্টালে লোকে তো নিশ্চিত ভাববে যে এদের মতো আইডিয়াল কাপল পৃথিবীতে আর দুটি নেই। "রব নে বানা দি জোড়ি" টাইপ ব্যাপার।কিন্তু অদ্ভুত ভাবে ফটোশুটের শেষে দুজনে দুটো মোবাইল নিয়ে মিনিট দশেক
চুপচাপ যে যার মতো ব্যস্ত হয়ে গেলো মোবাইল নিয়ে যেন পরস্পরকে চেনেই না।এরপর ক্যাব এলে দুজন বিদায় হলো। কিন্তু ব্যাপার হলো এরাই রোজ রাতে এমন ভয়ংকর ঝগড়াঝাঁটি করে যে পাড়ার লোকের ঘুম উড়ে যাবে।অকথ্য ভাষায় গালিগালাজ সব চলে। আমরা তো এদের ঝগড়া শুনলে আতঙ্কে ভাবি যে,এই খুনোখুনি হলো বলে নাহলে ডিভোর্স তো পাক্কা হচ্ছেই। কিন্তু ভগবানের দয়ায় সেরকম বিপদ এখনো ঘটেনি।সে খুবই ভালো ব্যাপার। কিন্তু যারা এদের ফেবু পোস্টগুলো দেখে আমার মত সরলমনে ভাবতে বসে ,"আহা রে কি সুন্দর । অমন একখান কলিযুগের কৃষ্কাপুর যদি আমি পাইতাম 😮", তাদের জন্য এক গামলা সমবেদনা ইনক্লুডিং মি।

এর চেয়ে ভাই আগের ওই সময় টাই যেন ভালো ছিলো। ওই সময়টা খুব মিস করি। এই লোকদেখানো কালচার টা যবে থেকে শুরু হয়েছে মানুষের মনের সরলতা গুলো কোথায় যেনো হারিয়ে যাচ্ছে। সব কিছুই যেনো সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য।সেখানে নিজেদেরকে বেস্ট প্রমাণ করতেই হবে লোকের কাছে। বড়ই অদ্ভুত হয়ে যাচ্ছে সমাজ ।

চাপ নিয়া লাভ নাই
তারচেয়ে বরং একটু চিকেন কোপ্তা খাই😄😄

আমার বাড়িতে একটা মিষ্টিপাগল ইঁদুর আছে। মিষ্টি দেখলে নিজেকে সামলাতে পারে না। কুট কুট করে রোজ  কিছু না কিছু মিষ্টি খাবেই।...
12/09/2025

আমার বাড়িতে একটা মিষ্টিপাগল ইঁদুর আছে। মিষ্টি দেখলে নিজেকে সামলাতে পারে না। কুট কুট করে রোজ কিছু না কিছু মিষ্টি খাবেই।সেই ক্লাস ফাইভে পড়া বাচ্চা ইঁদুরের কথা ভেবে বানালাম বাটার কুকিজ।

#ভাইরালভিডিওシ

একজন সদ্য সন্তানহারা মা, যে তার মাতৃত্বের স্বাদ পাবার মুহূর্তেই নিজের গর্ভের সন্তান কে হারায় তাকে যখন সোশ্যাল মিডিয়া ত...
03/09/2025

একজন সদ্য সন্তানহারা মা, যে তার মাতৃত্বের স্বাদ পাবার মুহূর্তেই নিজের গর্ভের সন্তান কে হারায় তাকে যখন সোশ্যাল মিডিয়া তে একদল মানুষরূপী হায়েনার দল মিলে খুবলে খাবলে আরো ক্ষত বিক্ষত করে এই বলে যে, "বেশ হয়েছে আরো দেখাও নিজের প্রেগন্যান্সি জার্নি, আরও আঁকো পেটে জগন্নাথ দেবের ছবি,এরকম তো হবেই ,নজর তো লাগবেই" তখন বিশেষ অবাক হইনা আর আজকাল। কারণ , আমার মনে হয় এখানে এরকম মানসিকতার লোকজনই ভর্তি।

এরা শুধু খোঁজে একটু সুযোগ।এরাই আবার কোনো মেয়ে ধর্ষিতা হলে তার পোশাক নিয়ে গবেষণা করতে বসে যায়। আর সন্তানহারা মা কে কুনজরের দোহাই দিয়ে তুলোধোনা করে । ও হ্যাঁ, তার আগে অবশ্য ওই "খুবই খারাপ খবর"টাইপ একটা লেখা ছোট্ট করে লিখে দেয়। এদের দেখে আজকাল অবাক হইনা আর। এসব লোকদের থেকে এটাই কাম্য।

কিন্তু অবাক হই যখন দেখি যথেষ্ট শিক্ষিত আর আমার পরিচিত বা বন্ধুদের মধ্যেও অনেকে এখনো তাবিজ, কবচ বা মাদুলি বা নজর লাগা নিয়ে এই যুগে দাঁড়িয়েও ভীষণ রকম চিন্তিত। আমি জানি ,যেই শিক্ষা আমাদের কে কুসংস্কার মুক্ত মন গড়তে সাহায্য করে সেটাই আসল শিক্ষা। এরা ঠিক কোন ক্যাটাগরি তে পড়ছে জানিনা। এরা মনে করে ফেবু তে বাচ্চার মুখ দেখালেও নজর লেগে যায়।প্রেগন্যান্সিতে কালী ঠাকুরের মুখ দেখলে বাচ্চা কালো হয়ে যায়, অমাবস্যা তে বেরোলে পেত্নী ঘাড়ে চাপে।আলাদাই লেভেল।

তবে কষ্ট লাগে তখন, যখন দেখি এসব পাগল দের প্রলাপ শুনে ওই সন্তানহারা মা অসহায়ের মত কেঁদে চলেছে, বলছে সত্যি ঘটনাটা কি। যদিও এটা একদমই ভুল কাজ।এসব পাবলিকদের কোনো কৈফিয়ত দেবার প্রয়োজন আছে বলে মনে করিনা। উল্টে আমার মত যারা একটু বেশি ইমোশনাল তাদের মনখারাপ টা আরো বেড়ে যায় আর চোখ গুলো আরো ঝাপসা হয়।

আমার বরকে ডেকে একটা প্ল্যান দিলাম। এই যে এত রান্না বান্না করি সেগুলো তো দিব্যি পেট পুরে সাটাও। তাহলে একদিন তোমাকেও একটা ...
02/09/2025

আমার বরকে ডেকে একটা প্ল্যান দিলাম। এই যে এত রান্না বান্না করি সেগুলো তো দিব্যি পেট পুরে সাটাও। তাহলে একদিন তোমাকেও একটা কাজ করতে হবে। একটু "মাংকো ভাত মাংকো ভাত" বলে একটু একটু নেচে নেচে একটা লেগ পিস খেতে হবে বুঝলে।

জিজ্ঞেস করছে ,"কি সেটা? "
"কি আবার মাংস ভাত"🍗🍗

"ও তাহলে মাংকো কেনো বলব?"

"এটাই এখন ট্রেন্ড..পাবলিক হেবি খাচ্ছে"

"দেখো যার ভিডিও ভাইরাল হয়েছে সে একটা মেয়ে তাকে এসব নাচানাচি করলে তাও মানাবে আমাকে তো লোকে গুছিয়ে ____ দিয়ে যাবে।"

না ...মন্দ বলেনি ..লজিক আছে

বললাম , " ওকে তাহলে একটু ভালো ড্রেসআপ করে আসবে কিচেনে একটু গরীবের সারুক খান মার্কা হাবভাব নিয়ে। কিলো খানেক চিকেন হাতে দিয়ে বলবে এটা দিয়ে কিছু জমিয়ে রান্না করো তো আজ গিন্নি।"

"দেখো রান্না যেমনি হোক সে তো এই আমরাই খাবো। এত কাণ্ড করার কিছু নেই।"

🙄🙄🙄🙄

যা বুঝলাম ভিডিও ভাইরাল হওয়া একদমই সম্ভব নয়।

নেক্সট দিন মানকো ভাত বানালে যদি দেখি আশে পাশে ঘুরঘুর করছে , সোজা মোমো পিসির বাড়ি পাঠিয়ে দেবো😡😡 ওখানে গিয়ে আলমারি থেকে গড়িয়ে পড়া চটচটে আঠালো তরল যখন মুখে দিয়ে দেবে বুঝে যাবে কত ধানে কত চাল।"

দেখ কেমন লাগে ।🤔

#মাংকোভাত #ভাইরালシ

01/09/2025

Naan Recipe | Butter Naan Recipe | Baby Naan Recipe| বেবি নান রেসিপি | তন্দুরি নান রেসিপি| naan recipe without oven

#নানরেসিপি

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Bong Beguni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share