Ananda Prakashan - আনন্দ প্রকাশন

Ananda Prakashan - আনন্দ প্রকাশন Publisher and Book Seller

📚✨এক অনন্য বইমেলার আমন্ত্রণ – প্রকাশকের পক্ষ থেকে!✨📚প্রকাশনার জগতে আমার এক বিশেষ মুহূর্ত— সরস্বতী পূজার শুভলগ্নে, ২রা ফে...
31/01/2025

📚✨এক অনন্য বইমেলার আমন্ত্রণ – প্রকাশকের পক্ষ থেকে!✨📚
প্রকাশনার জগতে আমার এক বিশেষ মুহূর্ত— সরস্বতী পূজার শুভলগ্নে, ২রা ফেব্রুয়ারি ২০২৫-এ আপনাদের আমন্ত্রণ জানাই বইমেলায়, স্টল নম্বর ৪৮১-এ!
নতুন বই, অনন্য গল্প, লেখকদের সাথে সাক্ষাৎ এবং সাহিত্যচর্চার অপার আনন্দ—সবকিছুই অপেক্ষা করছে আপনার জন্য! একজন প্রকাশক হিসেবে, এই বিশেষ দিনে আপনাদের পাশে থাকাটাই আমার জন্য গর্বের বিষয়।

আসন্ন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বুকস্টল নম্বর ৪৮১-এ আপনাদের আন্তরিক আমন্ত্রণ জানাই। বইয়ের সুবাস, গল্পের আবেশ, আর...
15/01/2025

আসন্ন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বুকস্টল নম্বর ৪৮১-এ আপনাদের আন্তরিক আমন্ত্রণ জানাই। বইয়ের সুবাস, গল্পের আবেশ, আর সৃষ্টির আনন্দে মেতে উঠতে আমাদের সঙ্গে যোগ দিন। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত।

04/05/2024
সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
14/04/2024

সকলকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

গতকাল রবিবার ২৪ শে মার্চ,২০২৪, কোলকাতার শিয়ালদহের,কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে, মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে 'মন কলম সাহি...
27/03/2024

গতকাল রবিবার ২৪ শে মার্চ,২০২৪, কোলকাতার শিয়ালদহের,কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে, মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে 'মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব অনুষ্ঠানটি।বিশিষ্ট কবি এবং ঔপন্যাসিক অর্পিতা কামিল‍্যার সুন্দর উদ‍্যোগে, এই সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেক স্বনামধন্য বিশিষ্ট কবি ও গুণীজনেরা। এই
অনুষ্ঠানটি একটি সুন্দর গীতি আলেখ‍্য দিয়ে শুরু হয়। লেখা ও পরিচালনা করেছিলেন কবি অর্পিতা কামিল‍্যা স্বয়ং।এই অনুষ্ঠানের আয়োজনে ও প্রয়োজনে, সব সময় সাথে থেকেছেন আনন্দ প্রকাশনীর কর্ণধার শ্রী নিগমানন্দ মন্ডল মহাশয়। তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি আরণ‍্যক বসু মহাশয়।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শ্রী বরুন চক্রবর্তী, কথা সাহিত্যিক দীলিপ রায়,কবি জয়দীপ চট্টোপাধ্যায়,কবি সুশান্ত ঘোষ,কবি যতীন দাশ,কবি সুনীল বণিক,কবি রঞ্জিত রায়,কবি আনারুল ইসলাম প্রামানিক এবং কবি শুভময় চক্রবর্তী মহাশয়।এছাড়াও টলিউড অভিনেত্রী পায়েল সরকারের ঊজ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটা আলাদা মাত্রা পেয়ে যায়!পরিচালক মন্ডলীর মধ্যে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সঞ্চিতা কানথালকে আলাদা করে সম্মানিত করা হয়।টীম মন কলমের অনান্য এডমিন যেমন কবি রমাকান্ত পাঁজা,কবি রত্না সেনগুপ্ত এনারাও অনুষ্ঠানের যথেষ্ট দায়িত্ব নিয়েছেন। সমগ্ৰ অনুষ্ঠানটিতে প্রধান তত্বাবধায়ক হিসেবে ছিলেন কবি অর্পিতা কামিল‍্যার জীবনসঙ্গী শ্রী গৌতম কর্মকার মহাশয় এবং একমাত্র সন্তান শ্রী আগ্নিক কর্মকার মহাশয়। মন কলম সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক শ্রী শৈলেন মণ্ডল ও অন‍্যতম এডমিন শ্রী তুষার কান্তি সিংহ মহাশয় শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন।মন কলম সাহিত্য পত্রিকার অন‍্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক, জনাব সৈয়দ খাইরুল আলম মহাশয়
ভিসার কারণে ভারতে আসতে পারেননি।অনুষ্ঠানে তাদের দূর থেকে সহযোগিতার কথা বলা হয়েছে।

কবি অর্পিতা কামিল‍্যার লেখা বইয়ের সংখ্যা এখনো পর্যন্ত মোট আঠারোটি।ঐদিন তাঁর লেখা আরো একটি বই প্রকাশিত হয়, যেটি একশোটি বাছাই করা আবৃত্তি যোগ্য প্রেমের কবিতা নিয়ে লেখা, বইটির নাম 'বসন্ত এসে গেছে'। ঔপন্যাসিক অর্পিতা কামিল‍্যার অন‍্যতম সৃষ্টি 'বত্রিশা অণু কাব‍্য ঘরানা'।সেই ঘরানার কবিতায়,একশোজন কবির লেখা একটি যৌথ কাব‍্য সংকলন ...'ঊষার কুহুতান' বইটির ও মোড়ক উন্মোচন হয় এই অনুষ্ঠানে। কবিতাপাঠে,নাচে,গানে,রঙে-রঙে শুভেচ্ছা বিনিময়ে,হালকা জলযোগে সব মিলিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে।

এই অনুষ্ঠানে কবি অর্পিতা কামিল‍্যা,তার পরবর্তী সুন্দর পদক্ষেপের কথা জানিয়েছেন,তিনি বলেছেন এরপর তিনি উঠতি লেখকদের ছোট ছোট গল্প নিয়ে শর্টফিল্ম বানাবেন,তারজন্য তাদের সেই গল্প গুলো নিয়ে, আগে আনন্দ প্রকাশন থেকে বই আকারে প্রকাশ করতে হবে।সেখান থেকে কবি অর্পিতা কামিল‍্যা গল্প বেছে নেবেন।ডিরেক্টর অর্পিতা কামিল‍্যা একটি প্রোডাকশন হাউসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন, তার একটি সুযোগ‍্য টীম রয়েছে।সেখানে তিনি নিজেই ডিরেক্টর। এই পদক্ষেপের কথা বলার সময় তিনি তাঁর প্রোডাকশন টীম থেকে দুইজন নবাগত ডিরেক্টরের সাথে সবার পরিচয় করিয়ে দেন।তারা হলেন জয় ও মেঘ।হ‍্যালো কোলকাতা নিউজ চ‍্যানেল থেকে সমগ্ৰ অনুষ্ঠানটি কভারেজ করা হয়।এই প্রতিবেদনটি ডেইলি হান্ট, তারা বাংলা,আমার বাংলা এবং হ‍্যালো কোলকাতা নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে।

#বাংলা #বসন্ত #সাহিত্য

সকলে আসুন এবং আমাদের মেলাটি সাফল্যমণ্ডিত করে তুলুন।  #কলকাতা         #কলকাতাবইমেলা
08/01/2024

সকলে আসুন এবং আমাদের মেলাটি সাফল্যমণ্ডিত করে তুলুন।
#কলকাতা #কলকাতাবইমেলা

ফেলে আসা দিনগুলি
09/11/2023

ফেলে আসা দিনগুলি

Ananda Prakashan - আনন্দ প্রকাশন এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া। মায়ের আশীর্বাদ থাকুক সকলের উপর এবং মঙ্গলময় হয়ে ...
25/10/2023

Ananda Prakashan - আনন্দ প্রকাশন এর পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়া। মায়ের আশীর্বাদ থাকুক সকলের উপর এবং মঙ্গলময় হয়ে উঠুক সকলের জীবন।

#শুভ

যে সকল কবি ও সাহিত্যিকরা সাহিত্য আকাদেমি পুরস্কার ২০২৩ পেলেন তাদের সকলকে Ananda Prakashan - আনন্দ প্রকাশন এর পক্ষ থেকে জ...
23/06/2023

যে সকল কবি ও সাহিত্যিকরা সাহিত্য আকাদেমি পুরস্কার ২০২৩ পেলেন তাদের সকলকে Ananda Prakashan - আনন্দ প্রকাশন এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Address

C-8, College Street, Barnaporichoy Building, 2nd Floor
Kolkata
700007

Opening Hours

Monday 12pm - 9pm
Tuesday 12pm - 9pm
Wednesday 12pm - 9pm
Thursday 12pm - 9pm
Friday 12pm - 9pm
Saturday 12pm - 9pm

Telephone

+916290316304

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ananda Prakashan - আনন্দ প্রকাশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ananda Prakashan - আনন্দ প্রকাশন:

Share

Category