27/03/2024
গতকাল রবিবার ২৪ শে মার্চ,২০২৪, কোলকাতার শিয়ালদহের,কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে, মহা সমারোহে অনুষ্ঠিত হয়েছে 'মন কলম সাহিত্য পত্রিকা'র বসন্ত উৎসব অনুষ্ঠানটি।বিশিষ্ট কবি এবং ঔপন্যাসিক অর্পিতা কামিল্যার সুন্দর উদ্যোগে, এই সৃজনশীল অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, অনেক স্বনামধন্য বিশিষ্ট কবি ও গুণীজনেরা। এই
অনুষ্ঠানটি একটি সুন্দর গীতি আলেখ্য দিয়ে শুরু হয়। লেখা ও পরিচালনা করেছিলেন কবি অর্পিতা কামিল্যা স্বয়ং।এই অনুষ্ঠানের আয়োজনে ও প্রয়োজনে, সব সময় সাথে থেকেছেন আনন্দ প্রকাশনীর কর্ণধার শ্রী নিগমানন্দ মন্ডল মহাশয়। তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কবি আরণ্যক বসু মহাশয়।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শ্রী বরুন চক্রবর্তী, কথা সাহিত্যিক দীলিপ রায়,কবি জয়দীপ চট্টোপাধ্যায়,কবি সুশান্ত ঘোষ,কবি যতীন দাশ,কবি সুনীল বণিক,কবি রঞ্জিত রায়,কবি আনারুল ইসলাম প্রামানিক এবং কবি শুভময় চক্রবর্তী মহাশয়।এছাড়াও টলিউড অভিনেত্রী পায়েল সরকারের ঊজ্বল উপস্থিতিতে এই অনুষ্ঠানটি একটা আলাদা মাত্রা পেয়ে যায়!পরিচালক মন্ডলীর মধ্যে বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী সঞ্চিতা কানথালকে আলাদা করে সম্মানিত করা হয়।টীম মন কলমের অনান্য এডমিন যেমন কবি রমাকান্ত পাঁজা,কবি রত্না সেনগুপ্ত এনারাও অনুষ্ঠানের যথেষ্ট দায়িত্ব নিয়েছেন। সমগ্ৰ অনুষ্ঠানটিতে প্রধান তত্বাবধায়ক হিসেবে ছিলেন কবি অর্পিতা কামিল্যার জীবনসঙ্গী শ্রী গৌতম কর্মকার মহাশয় এবং একমাত্র সন্তান শ্রী আগ্নিক কর্মকার মহাশয়। মন কলম সাহিত্য পত্রিকার সহ-সম্পাদক শ্রী শৈলেন মণ্ডল ও অন্যতম এডমিন শ্রী তুষার কান্তি সিংহ মহাশয় শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন।মন কলম সাহিত্য পত্রিকার অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক, জনাব সৈয়দ খাইরুল আলম মহাশয়
ভিসার কারণে ভারতে আসতে পারেননি।অনুষ্ঠানে তাদের দূর থেকে সহযোগিতার কথা বলা হয়েছে।
কবি অর্পিতা কামিল্যার লেখা বইয়ের সংখ্যা এখনো পর্যন্ত মোট আঠারোটি।ঐদিন তাঁর লেখা আরো একটি বই প্রকাশিত হয়, যেটি একশোটি বাছাই করা আবৃত্তি যোগ্য প্রেমের কবিতা নিয়ে লেখা, বইটির নাম 'বসন্ত এসে গেছে'। ঔপন্যাসিক অর্পিতা কামিল্যার অন্যতম সৃষ্টি 'বত্রিশা অণু কাব্য ঘরানা'।সেই ঘরানার কবিতায়,একশোজন কবির লেখা একটি যৌথ কাব্য সংকলন ...'ঊষার কুহুতান' বইটির ও মোড়ক উন্মোচন হয় এই অনুষ্ঠানে। কবিতাপাঠে,নাচে,গানে,রঙে-রঙে শুভেচ্ছা বিনিময়ে,হালকা জলযোগে সব মিলিয়ে অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়েছে।
এই অনুষ্ঠানে কবি অর্পিতা কামিল্যা,তার পরবর্তী সুন্দর পদক্ষেপের কথা জানিয়েছেন,তিনি বলেছেন এরপর তিনি উঠতি লেখকদের ছোট ছোট গল্প নিয়ে শর্টফিল্ম বানাবেন,তারজন্য তাদের সেই গল্প গুলো নিয়ে, আগে আনন্দ প্রকাশন থেকে বই আকারে প্রকাশ করতে হবে।সেখান থেকে কবি অর্পিতা কামিল্যা গল্প বেছে নেবেন।ডিরেক্টর অর্পিতা কামিল্যা একটি প্রোডাকশন হাউসের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন, তার একটি সুযোগ্য টীম রয়েছে।সেখানে তিনি নিজেই ডিরেক্টর। এই পদক্ষেপের কথা বলার সময় তিনি তাঁর প্রোডাকশন টীম থেকে দুইজন নবাগত ডিরেক্টরের সাথে সবার পরিচয় করিয়ে দেন।তারা হলেন জয় ও মেঘ।হ্যালো কোলকাতা নিউজ চ্যানেল থেকে সমগ্ৰ অনুষ্ঠানটি কভারেজ করা হয়।এই প্রতিবেদনটি ডেইলি হান্ট, তারা বাংলা,আমার বাংলা এবং হ্যালো কোলকাতা নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে।
#বাংলা #বসন্ত #সাহিত্য