06/06/2025
#শুভ_সকাল
টাইমমেশিন
ঋক,
মনে আছে সেই আইটিআইয়ের মাঠ?
ম্যাচ ছিল বলে, টিফিন টাইমে কোনোভাবে স্কুল কাট।
কোত্থেকে যে কাটলো সময়, নিজেও জানিনা আমি;
কাদা ভরা মাঠে ফুটবল নিয়ে কী ভীষণ পাগলামি।
মনে আছে তোর আচার কাকুকে? আমসি খেতাম রোজ,
স্কুলের সামনে আজও যাই আমি, তোদের পাইনা খোঁজ।
আমাকে চিনতে পারছিস তুই? কী করে চিনবি? তাইনা?
আমিও তো আর যেচে গিয়ে তোকে পরিচয় দিতে চাইনা।
আমার এখন চুল দাড়ি পাকা, মিডলক্লাসের গঠন;
হপ্তাহান্তে চিকেন খাচ্ছি, মাসে একবার মটন।
তুই তো এখন নিউ জার্সিতে, আলাদা দিন ও রাত,
এতটাই বিজি, দেশে না আসার হাজারটা অজুহাত।
সুতপা ম্যামকে মনে আছে তোর? ছুড়ে মারতেন ডাস্টার;
ক্লাসে ঢুকতেই তোকে বলতেন, এটা বকবক মাস্টার।
সুতপা ম্যাম ভালো নেই ঋক, স্ট্রোক হয়ে গেছে তিনবার।
সেদিনকে শুনি, টাকাটাও নেই ইনহেলার পাম্প কিনবার।
এক আধবার আমি নয় দেব, সাথে সৌমিক, বিকাশ;
কিন্তু তুই তো জানিস, আমরা ছাপোষা মিডল ক্লাস।
তুই যদি এই দায়িত্বটা নিজের থেকেই নিতিস;
কী হবে ঋক? ওটুকু ওষুধ, আর ডক্টর ফিস।
সেদিন ম্যামকে বলেই এসেছি, কান্না মোছার ফাঁকে;
আপনার বকবক মাস্টার নিউ জার্সিতে থাকে।
হ্যাঁরে, তুই কি আগের মতোই বলতে পারিস কথা?
নাকি গলাটা চেপে ধরে রোজ কঠোর বাস্তবতা?
আমাদের তো যেমন ছিল,তেমনি চলছে লাইফ,
কাস্তে হাতুড়ি, জোড়াফুল, সব হরেগরে এক টাইপ।
এখানে রাত্রে কাশি ওঠে রোজ, চোখ হয়ে ওঠে লাল,
ঠিকানা তো সেই চেনা এম আর বাঙ্গুর হাসপাতাল।
তারপরে ওই মৃত্যুটা আসে ভাঙে জীবনের আইন;
পরের দিনের চা বিস্কুট, কেওড়াতলার লাইন।
আমরা বেরোতে পারবো না রে,মাকড়সার এক জাল,
ও তুই তো বুঝবি না সেটা, তোর সব ডিজিটাল।
মেট্রোর ভিড়, সাথে চ্যাচামেচি, অটোর লাইনে ঘামি,
তবুও কেন যে সেই দিনগুলো রোজ মনে করি আমি।
মনে হয়, এই সোয়া এগারোটা, স্কুলের প্রেয়ার হবে,
মেয়েদের সাথে একসাথে হাঁটা বসন্ত উৎসবে।
স্পোর্টসের দিন গ্লুকোন ডি খেয়ে শুধু ভেজাতাম গলা,
একসাথে বলে গোল হয়ে খাওয়া ডিম পাউরুটি কলা।
মাসের কুড়ি তারিখ পেরোলে,শেষ হয়ে যায় স্যালারি,
বলতে পারিস রোজ টেনশন কোনো ফুটবল খেলারই।
একবার বল এই প্রান্ততে, ছোটাছুটি, পাস, গোওওওওল,
উপরের ওই রেফারি বলবে, বলো হরি, হরি বোল।
আজ আসি রে, দিনগুলোকে আর দেখবো না ভাবি;
আবার নিজের শিশুটাই বলে, আলুকাবলি কি খাবি?
টাইমমেশিন সত্যি হয়না, কোনোদিনও পাওয়া যায়না,
সুতপা ম্যাম যাওয়ার আগে, ঋক একবার আয়না।
আর কোনোদিন ডাকবো না তোকে, এ জীবনে কোনোদিনও;
ভালো থাকিস, কথাটা রাখিস, আমি কে? তোর তৃণ।
- তৃণ 🌿🌹🌿👍🏻
#আপনার_অপেক্ষায়_সময়বৃত্ত
゚
#সুপ্রভাত_সময়বৃত্ত
゚viralシypシ゚viralシhtag
#ছোটগল্প