
31/08/2025
প্রতি বছরের মতো এ বছরও মেয়ের পূজোর গান রেকডিং। এবার মেয়ে একা নয় মেয়ের সাথে মা ও পূজোর গান রেকডিং করেছে। বিখ্যাত music director স্যার কল্যাণ সেন বরাটের স্টুডিও তে। আজকের এই দিনটা জীবনের দেওয়া সব থেকে বড় উপহার। এতটা সৌভাগ্য যে কোনোদিনও আমার হবে স্বপ্নেও ভাবিনি। জীবনে কষ্ট করলে ধৈর্য ধরলে আর স্যাক্রিফাইস করতে জানলে একদিনে না হোক একদিন ঠিকই সবকিছু ফিরে পাওয়া যায়। অপেক্ষা শুধু সময়ের।