14/01/2023
একটা মুখ থাকা ভালো যে মুখটা দেখলে তোমার মনে হবে এই মুখটা ভাগ্যিস ছিল তাই পৃথিবীটা এত সুন্দর। একটা মুখ থাকা ভালো যে মুখটা দেখলে মনে হবে ভগবান না জানি কত সুন্দর যত্ন করে এই মুখটা গড়েছেন যে মুখের হাসিটা যখনই দেখতে পাওয়া যাবে মনে হবে সমস্ত গ্লানি ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে। সেই মুখের মায়া তোমায় এমন ভাবে বাঁধবে যে তুমি হাজারো সুন্দর মুখের মাঝে সেই মুখটা খুঁজবে। এমন একটা মুখ থাকা ভালো যে তুমি হাজারো অনুযোগ অভিযোগ খারাপ ব্যবহার করলে সে ভাববে পাগলিটা তো এমনই হয়তো মনের কথাগুলো গুছিয়ে বলতে পারে না কিন্তু মনপ্রাণ দিয়ে সে আমায় ভালোবাসে মানে ব্যপার টা এমন তোমার না বলা কথাগুলো অনায়াসে বুঝে সে থেকে যাবে আজীবন আমরণ। যে তোমার আয়না হবে সামনে দাড়ালে তোমার তুমিকে দেখতে পাবে। এমন একটা মুখ থাকা ভালো যার কাছে তোমার মুখটাও খুব দামি যে তুমি চলে যেতে চাইলে বলবে প্লিজ যেয়োনা তুমি না থাকলে আমার বুকে ব্যাথা করে তুমি যাবার কথা বললে আমার কিছু ভাল লাগে না আমি তো তোমার কাছে কিছুই চাইনি শুধু চাই তুমি আজীবন পাশে থাকো তুমি না থাকলে আমার সব বৃথা। একা লাগে নিঃস্ব রিক্ত অসহায় লাগে এমন কি দম নিতে কষ্ট হয়। এমন একটা মুখ সবার জীবনে থাকা ভালো বড্ড অভাব এমন একটা মুখের যে মুখ একে অপরের পরিপূরক হয়ে নিঃস্বার্থ ভাবে শুধু থেকে যাবে আজীবন আমরণ......... 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀