Field Gossip

Field Gossip Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Field Gossip, Media/News Company, kolkata, KOLKATA.

প্রয়াত 'হীরক জয়ন্তী'-র হিরো প্রাক্তন রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়কলকাতা : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত অভিনেতা জয় বন্...
25/08/2025

প্রয়াত 'হীরক জয়ন্তী'-র হিরো প্রাক্তন রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়
কলকাতা : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ৪ বছর আগে বিজেপি ছাড়া জয় দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার সকাল ১১.৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ১৭ই আগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয়। অভিনেতার সহকারী ছোটু জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেও হারতে হয়েছিল জয়কে। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার কথা বলেন তিনি। চুমকি চৌধুরী ও জয় বন্দ্যোপাধ্যায়ের জুটি দর্শকরা এখনো ভুলতে পারেননি। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। 'চপার' ছবিতে তার অভিনয়ের বিশেষভাবে নজর কাড়ে। 'হীরক জয়ন্তী' ছবিতে 'জয়া, আই লাভ ইউ' ডায়লগটি এখনো যথেষ্ট জনপ্রিয়। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।

Happy Birthday Sohini.
25/08/2025

Happy Birthday Sohini.

স্বামীজির শিকাগো বক্তৃতা স্মরণে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপস্টাফ রিপোর্টার : নিউ সেক্রেটারিয়েট...
24/08/2025

স্বামীজির শিকাগো বক্তৃতা স্মরণে স্বামী বিবেকানন্দ কাপ জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ
স্টাফ রিপোর্টার : নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে মাননীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে বিশ্বধর্ম মহাসভার ঐতিহাসিক বক্তৃতা করেছিলেন যুগপুরুষ স্বামী বিবেকানন্দ। আগামী ১১ই সেপ্টেম্বর, ২০২৫ সেই ঐতিহাসিক ঘটনার ১৩৩ বছর। ওই একই সালে প্রতিষ্ঠিত হয় আইএফএ। সে বিষয়টি মাথায় রেখেই স্বামীজির শিকাগো বক্তৃতার ১৩৩ বছরের স্মরণে এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, আই এফ এ'র সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চলেছে "স্বামী বিবেকানন্দ কাপ"- জেলা ক্লাব ফুটবল চ্যাম্পিয়নশিপ। ২৩ টি জেলায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিটি জেলার ৮ টি ক্লাব নিয়ে জেলাভিত্তিক প্রতিযোগিতা হবে। জেলা চ্যাম্পিয়নরা অন্য জেলা চ্যাম্পিয়নদের সঙ্গে খেলবে। তারপরে নির্ধারিত হবে রাজ্যের চ্যাম্পিয়ন জেলা ও রাজ্যের রানার্স জেলা। প্রতিযোগিতা শুরু হবে ১১ সেপ্টেম্বর ২০২৫ থেকে। শুভারম্ভ হবে স্বামীজীর তৈরি বেলুড় মঠের নিজস্ব মাঠে। মোট ৩৯০ টি খেলা হবে। যে জেলার খেলোয়ার সেই জেলাতেই খেলতে পারবে। ফাইনাল হবে মার্চ ২০২৬ এ। মোট পুরস্কার মূল্য ৫০ লক্ষ টাকা। মাননীয় মন্ত্রী আরো বলেন, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য একদিকে স্বামী বিবেকানন্দের আদর্শ জেলায় জেলায় যুব সম্প্রদায় ও এই প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া আর অন্যদিকে বাংলার ফুটবলের সাপ্লাই লাইন তৈরি করা। এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা থেকে উঠে আসবে ফুটবল প্রতিভারা বলেও জানান মাননীয় মন্ত্রী। প্রসঙ্গত মাননীয় ক্রীড়া মন্ত্রী বরাবরই কলকাতা লিগের ক্লাবগুলিতে আরো বেশি করে ভূমিপুত্র খেলানোর বিষয়টি নিয়ে জোর দিচ্ছেন, যদিও ক্লাবগুলোর দাবি ছিল সেভাবে ভূমিপুত্ররা উঠে আসছে না। এই টুর্নামেন্টের মাধ্যমে সেই প্রতিভারা উঠে আসবে বলেও মনে করা হচ্ছে। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আই এফ এ) এর সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, আই এফ এ'র সহ-সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল সহ অন্যান্য আধিকারিকরা।

24/08/2025

ওমের বিপরীতে মেঘা। 'শঙ্খবেলায়' ছবিতে দেখা যাবে ওম-মেঘা জুটিকে। প্রথমবার বড়পর্দায় ওম-মেঘা জুটি। মেঘার সঙ্গে অভিনয় প্রসঙ্গে ওম কি বললেন ফিল্ডগসিপকে শুনে নিন।

24/08/2025

বাওয়ার্চির কর্ণধার রাজীব পালের উপস্থিতিতে হাতিবাগানে এই রেস্তোরাঁর দশম শাখার উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য।


Title: 9.45 And The Bike's Not Ready
Artist: Trout Recording
Link: https://www.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=1114152529727476&reference=artist_attr

22/08/2025

FB Live | Part-3

22/08/2025

আদ্যা কালী মাতা মন্দিরের পুজো নিয়ে পুরোহিত মনোরঞ্জন চক্রবর্তী কি বললেন শুনে নিন। | FB Live Part-2

22/08/2025

কসবা আদ্যা কালী মাতা মন্দিরে কৌশিকী আমাবস্যার পুজোয় দূর দুরান্ত থেকে ভক্তদের ভিড়। | FB Live Part-1

22/08/2025

পুজোর প্রথম স্টপ SHOPPERS STOP এ এসে পুজোর আমেজ নিয়ে এলেন গৌরব ও দেবচন্দ্রিমা।


Shoppers Stop Debchandrima Singha Roy Gaurav Chakrabarty

22/08/2025

ফিল্ডগসিপের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মুখোমুখি গীতিকার ও সুরকার রজত ঘোষ। টলিউড ও বলিউডে কাজ করা রজতকে জীবনে অনেক ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। টলিউডে জিতের সঙ্গে, অন্বেষার সঙ্গে কাজ, বলিউডে শান, মিকা সিং-এর সঙ্গে কাজ থেকে আরো অনেক কথা খোলামেলা আড্ডায় ফিল্ডগসিপের সঙ্গে শেয়ার করলেন তিনি।


Title: 9.45 And The Bike's Not Ready
Artist: Trout Recording
Link: https://www.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=1114152529727476&reference=artist_attr

22/08/2025

পশ্চিমবঙ্গের সব সিনেমা হলে প্রাইম টাইমে (দুপুর ৩টে থেকে রাত ৯টা) অন্তত একটি বাংলা ছবি দেখাতেই হবে বলে নির্দেশিকা জারি করল নবান্ন। বাংলা সিনেমার সুদিন ফিরল বলছেন সিনে জগতের কলাকুশলীরা।

18/08/2025

প্রেরণা পাল চৌধুরীর স্পার্ক এন্টারটেনমেন্ট ও রাহুল পালের এসকে ফিল্মসের যৌথ উদ্যোগে জন্মাষ্টমীর ফটোশুট হয়ে গেল দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে। এই ফটোশুটে যশোদা লুকে দেখা গেল অভিনেত্রী সায়ন্তনী মজুমদার কে। এছাড়াও অন্যান্য মডেলরা জন্মাষ্টমীর বিভিন্ন লুকে ধরা দিলেন।


Title: Moon Tattoos And Plum Perfume
Artist: Janapriyan Levine
Link: https://www.facebook.com/sound/collection/?sound_collection_tab=sound_tracks&asset_id=2044133116062545&reference=artist_attr

Address

Kolkata
Kolkata
700075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Field Gossip posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Field Gossip:

Share