
25/08/2025
প্রয়াত 'হীরক জয়ন্তী'-র হিরো প্রাক্তন রাজনীতিবিদ জয় বন্দ্যোপাধ্যায়
কলকাতা : দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। ৪ বছর আগে বিজেপি ছাড়া জয় দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার সকাল ১১.৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই মুহূর্তে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায় ও মা। ১৫ আগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। ১৭ই আগস্ট ভেন্টিলেশনে দেওয়া হয়। অভিনেতার সহকারী ছোটু জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেও হারতে হয়েছিল জয়কে। ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে বিজেপি ছাড়ার কথা বলেন তিনি। চুমকি চৌধুরী ও জয় বন্দ্যোপাধ্যায়ের জুটি দর্শকরা এখনো ভুলতে পারেননি। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ বহু ছবির নায়ক ছিলেন জয়। 'চপার' ছবিতে তার অভিনয়ের বিশেষভাবে নজর কাড়ে। 'হীরক জয়ন্তী' ছবিতে 'জয়া, আই লাভ ইউ' ডায়লগটি এখনো যথেষ্ট জনপ্রিয়। জয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ টলিউড।