15/05/2025
যোগ্য চাকরির দাবিতে করুণাময়ীতে শিক্ষক আন্দোলনে রক্তক্ষয়
নিজস্ব প্রতিবেদন | কলকাতা |
যোগ্যতার ভিত্তিতে চাকরি ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে বুধবার করুণাময়ী চত্বরে বিক্ষোভে বসেন কয়েকশো শিক্ষক-প্রার্থী। প্যানেলভুক্ত হয়েও বছরের পর বছর চাকরি না পেয়ে অবশেষে রাস্তায় নামতে বাধ্য হন তাঁরা। বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ, তবে দুপুর গড়াতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই শুরু হয় লাঠিচার্জ। রক্তাক্ত হন বহু শিক্ষক-প্রার্থী। ঘটনাস্থলে ছুটে আসে অ্যাম্বুলেন্স, হাসপাতালে ভর্তি করতে হয় বেশ কয়েকজনকে।
আন্দোলনকারীদের অভিযোগ,
"২০১৬ থেকে প্যানেলে নাম থাকা সত্ত্বেও আমরা বঞ্চিত। আদালতের নির্দেশ, মেধা তালিকা—সবই অগ্রাহ্য করে সরকার নিজের মতো করে নিয়োগ চালাচ্ছে।"
তাঁদের আরও বক্তব্য, যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁরা দীর্ঘদিন ধরে অপমানিত ও উপেক্ষিত।
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে,
"আন্দোলনকারীরা অনুমতি না নিয়েই জনজীবনে বিঘ্ন ঘটান। তাঁদের সরানোর চেষ্টা চলাকালীন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।"
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। বিশিষ্ট শিক্ষাবিদ, অভিভাবক মহল এবং সমাজের নানা স্তর থেকে প্রতিবাদে সরব হন অনেকে।
শিক্ষাবিদ ড. অমিতাভ ঘোষ বলেন,
"শিক্ষক হতে চাওয়া মানুষের গায়ে লাঠি চললে, সেটা শুধু দুঃখজনক নয়—গোটা সমাজের জন্য লজ্জাজনক।"
উপসংহার:
যোগ্যতার মূল্য দিতে না পারলে, শুধু একটি প্রজন্ম নয়—সমস্ত সমাজই পিছিয়ে পড়ে। করুণাময়ীর রক্তাক্ত বিকেল যেন আমাদের চোখে আঙুল দিয়ে সেই কথাই মনে করিয়ে দিল।