
15/07/2025
আপনার ফিল্ডে আপনি বেস্ট থাকুন। কাওকে কপি করে লাভ নেয়। যেমন এর নাম অভিজিত দাস, আগে দেখেছি অভিজিত রাজ্য বিজেপি যুব মোর্চায় ছিল এবং একে রাজ্য অফিসে দেখেছি অনেক বার। এবং এই অভিজিতের সাথে ভালো কথা বার্তা হতো সেই সময়। কিন্তু অভিজিতের মনে হয়েছিল সে হয়তো রাজনিতীতে পারফেক্ট নয়, কিংবা সে বেস্ট হচ্ছে আধ্যাত্মিকে। তাই অতীতের অভিজিত আজ মহন্ত হয়ে গেছে, সাধু সন্নাসী হয়ে গেছে।
আমার কথা হল আপনি যে জিনিসে পারফেক্ট সেই সেক্টরে দৌড়ান তাহলে আপনার জন্য ভালো হবে। এবং জীবনে আপনার সেক্টরে আপনি রাজা/বাদশা হবেন। তাছাড়া জীবনে আপনি কাওকে কপি করলে জীবনে কিছু হতে পারবেন না। অনেকের উচিত এই অভিজিতকে দেখে শিক্ষা নেওয়ার তাহলে জীবনে Success সে পবেই এবং বড় জায়গায় যাবেই।