Babai Halder Official

Babai Halder Official Politician

07/08/2025

ডোনাল্ড ট্রাম্প কে Indian Stock Market সপাটে চড় মারলো।

আমাদের দেশে Agricultural Sector এ 60% ভারতীয় জড়িত আছে, এবং Dairy Sector এ কোটি কোটি মানুষ জড়িত আছে। কোটি কোটি ভারতীয় কৃষ...
07/08/2025

আমাদের দেশে Agricultural Sector এ 60% ভারতীয় জড়িত আছে, এবং Dairy Sector এ কোটি কোটি মানুষ জড়িত আছে। কোটি কোটি ভারতীয় কৃষক ও Dairy Sector এর মানুষদের স্বার্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী ডোনাল্ড ট্রাম্পের সাথে কোন Deal করবে না Indian Agriculture Sector এ এবং Dairy Sector এ। এটাই ডোনাল্ড ট্রাম্পের রাগ।

কারন ভারতীয় Agricultural Sector এবং Dairy Sector এ যদি আমেরিকার সাথে ডিল করে নেই তাহলে আমেরিকার Dairy Sector এবং Agricultural Sector লাভবান হবে এবং ভারতীয় Dairy Sector ও Agricultural Sector পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের সাথে এটাতে বোঝা পড়া ঠিক হয়নি এবং মোদী জী বলে দিয়েছে ভারতীয় Dairy Sector এবং Agricultural Sector এর সাথে কোন রকম ডিল হবে না আমেরিকার সাথে। এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আসল রাগ।

বাকী রাশিয়ার সাথে তেল কেনা তো একটা বাহানা মাত্র। এবং ভারত যে সৈন্য সামগ্রী কিনছে সেটা আমেরিকার কাছ থেকে কিনছে না সেটাই হচ্ছে ট্রাম্পের ট্যারিফ লাগানোর আসল কারন।

আর কংগ্রেসীরা ফালতু ফালতু চিলাচ্ছে। রাহুল গান্ধীর হাতে দেশ থাকলে আজ ভারতের Agricultural Sector এবং Dairy Sector এর সাথে Deal করতো আমেরিকার সাথে তারফলে 60% ভারতীয় বরবাদ হয়ে যেত। এটাই হচ্ছে কংগ্রেসের পলিসি। মোদী জী সব সময় দেশ হিতে কাজ করে এবং করবে।

07/08/2025
07/08/2025
07/08/2025

8th August Udaipur Files রিলিজ হচ্ছে।
5th September The Bengal Files রিলিজ হচ্ছে। রোহিঙ্গা, অবৈধ বাংলাদেশীরা তৈরি থেকো এবার।

06/08/2025

ডোনাল্ড ট্রাম্প যদি 50% ভারতের উপর Tariff লাগাতে পারে তাহলে, Microsoft Operating System ও বন্ধ করে দিতে পারে ভারতে। তাহলে ভারতে একটাও Computer চলবে না।

ভারত আমেরিকার তিক্ততা বাড়লে আগামী দিনে আমেরিকা ভারতে Google, Facebook, Twitter, YouTube সব বন্ধ করেও দিতে পারে।

চীন তো নিজেদের Operating System বানিয়ে নিয়েছে, Google, Facebook, Twitter, YouTube এর বিকল্প বানিয়ে নিয়েছে। কিন্তু ভারত এখনও এর বিকল্প বানাতে পারেনি। তাই যতই ডোনাল্ড ট্রাম্প কে গালাগালি করি এগুলো একদম Fact।

এই গান্ডু মার্কা শুয়োর সাংবাদিকদের কী বলবো? এটা তৃণমূলের তোলা তোলার পরে ৭০% ও ৩০% এর ভাগাভাগির ব্যাপার নয়। এটা বিদেশ নিত...
06/08/2025

এই গান্ডু মার্কা শুয়োর সাংবাদিকদের কী বলবো? এটা তৃণমূলের তোলা তোলার পরে ৭০% ও ৩০% এর ভাগাভাগির ব্যাপার নয়। এটা বিদেশ নিতী, এখানে কোন দেশ কোন দেশের বন্ধু হয়না। সব দেশ নিজের নিজের স্বার্থ দেখে।

Diplomacy যদি এই গান্ডু মার্কা শুয়োর গুলো যদি বুঝে যেত তাহলে খুব ভালোই হতো। Foreign Policy, Diplomacy যদি সব বুঝে যেত এই চটিচাটা মিডিয়া বা সাংবাদিকরা তাহলে পশ্চিমবঙ্গের এত অধঃপতন হতো না। যারা একটা রাজ্য চালাতে গিয়ে ৭ লক্ষ কোটি টাকা ঋণ নেয় তারা আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী কে বড়ো বড়ো জ্ঞান দিচ্ছে।

06/08/2025

ভারত 87 Billion Dollar Export করে আমেরিকাকে এবং আমেরিকা থেকে Import করে 41 Billion Dollar। 46 Billion Dollar বেশি ব্যবসা করে আমেরিকার থেকে।

এবার যদি 87 Billion Dollar এর 50% Tariff লাগলে এটা হবে Tariff লাগার আগে যদি কোন জিনিসের দাম আমেরিকায় 100 টাকা থাকে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ লাগানোর পরে সেই জিনিসের দাম আমেরিকানরা কিনবে 150 টাকায়।

তারফলে আমেরিকানরা বেশি দাম দিয়ে ভারতীয় জিনিস কেনা বন্ধ করে দেবে তারফলে 87 Billion Dollar এর যে Export ভারত করে তারফলে বহু ভারতীয় Company তাদের উৎপাদন কমিয়ে দেবে, তারফলে বহু ভারতীয় শ্রমিক ও ভারতীয়দের চাকরি চলে যাবে। বহু Company ক্ষতিগ্রস্ত হবে। এবং আমেরিকায় ভারতীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় বহু Company ও বহু মানুষের চাকরি চলে যাবে।

এবার একটাই ভারতের কাছে উপায় আছে ভারত যা আমেরিকায় Export করছে মানে 87 Billion Dollar সেই জিনিস গুলো যদি আমিরিকার জায়গায় অন্য কোন দেশকে Export করে তাহলেই সমস্যার সমাধান হবে, নাতো ডোনাল্ড ট্রাম্পের 50% Tariff লাগানোর ফলে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে বহু ভারতীয় Company এর। এর ফলে Tax অনেক কম আদায় করবে ভারত সরকার।

আগামী দিনে দেখা যাক ভারত ও মোদী সরকার এটার কী করে মোকাবিলা করে?

06/08/2025

আমি একদম সত্যি কে সত্যি বলছি - আজকে ডোনাল্ড ট্রাম্পের ৫০% Tariff ভারতের উপর লাগানো সেটা একদম ভালো খবর নয় ভারতীয়দের জন্য।

এটা ভারতীয়দের জন্য খুব ভালো নিউজ নেই। তবে মোদী হে তো মুমকিন হে। ডোনাল্ড ট্রাম্প চাচা এটা মোদী ঝুকেগা নেহি।ডোনাল্ড ট্রাম্...
06/08/2025

এটা ভারতীয়দের জন্য খুব ভালো নিউজ নেই। তবে মোদী হে তো মুমকিন হে।

ডোনাল্ড ট্রাম্প চাচা এটা মোদী ঝুকেগা নেহি।

ডোনাল্ড ট্রাম্প ভারতের Agricultur Setor এবং Dairy Sector এ নিজেদের Monopoly চালাতে চেয়েছিল। মোদী জী সাফ মানা করে দেওয়ায় ডোনাল্ড ট্রাম্পের মিরচি লেগেছে।

রাশিয়ার কাছে তেল কিনবে নাকী কার কাছে তেল কিনবে সেটা Decide করবে ভারত সরকার, সেটাটে ডোনাল্ড ট্রাম্প নাক গলালে শুনবে না ভারত।

অজিত ডোবাল আজ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এর সাথে মিটিং করেছে তাতেও মিরচি লেগেছে ডোনাল্ড ট্রাম্পের।

ডোনাল্ড ট্রাম্প চাচা যতই ট্যারিফ লাগান না কেন এটা মোদী ঝুকেগা নেহি।

রাজ্য বিজেপি এখন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে কতটা সঠিক পথে চলছে সেটা এই জেলা সভাপতি গুলো দেখেই বোঝা যাচ্ছে। ...
06/08/2025

রাজ্য বিজেপি এখন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নেতৃত্বে কতটা সঠিক পথে চলছে সেটা এই জেলা সভাপতি গুলো দেখেই বোঝা যাচ্ছে।

রাজ্য বিজেপি তার দলের কর্মীদের পরিশ্রমের দাম সুধে আসলে দিচ্ছেন। এটা দেখে বোঝা যাচ্ছে আগামী দিনে বিজেপি কোন দিকে এগাবে।

এবার বোঝা যাচ্ছে রাজ্য বিজেপির সংগঠন বুথ লেবেল পর্যন্ত শক্তিশালী হবে এবং এটা দেখে ১০০% বোঝা যাচ্ছে রাজ্য বিজেপি কয়েক যুগ পরে সঠিক পথে চলছে। এবং ১০০% বলছি এবার বাংলায় বিজেপির সরকার আসা শুধু সময়ের অপেক্ষা মাত্র।

এটার নাম মোদী। ৩১ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী চীনে যাচ্ছেন। এনার নাম মোদী ঝুঁকেগা নেহি।
06/08/2025

এটার নাম মোদী। ৩১ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জী চীনে যাচ্ছেন। এনার নাম মোদী ঝুঁকেগা নেহি।

Address

Salt Lake Sector 5
Kolkata
700091

Alerts

Be the first to know and let us send you an email when Babai Halder Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share