Babai Halder Official

Babai Halder Official Politician

আপনার ফিল্ডে আপনি বেস্ট থাকুন। কাওকে কপি করে লাভ নেয়। যেমন এর নাম অভিজিত দাস, আগে দেখেছি অভিজিত রাজ্য বিজেপি যুব মোর্চায়...
15/07/2025

আপনার ফিল্ডে আপনি বেস্ট থাকুন। কাওকে কপি করে লাভ নেয়। যেমন এর নাম অভিজিত দাস, আগে দেখেছি অভিজিত রাজ্য বিজেপি যুব মোর্চায় ছিল এবং একে রাজ্য অফিসে দেখেছি অনেক বার। এবং এই অভিজিতের সাথে ভালো কথা বার্তা হতো সেই সময়। কিন্তু অভিজিতের মনে হয়েছিল সে হয়তো রাজনিতীতে পারফেক্ট নয়, কিংবা সে বেস্ট হচ্ছে আধ্যাত্মিকে। তাই অতীতের অভিজিত আজ মহন্ত হয়ে গেছে, সাধু সন্নাসী হয়ে গেছে।

আমার কথা হল আপনি যে জিনিসে পারফেক্ট সেই সেক্টরে দৌড়ান তাহলে আপনার জন্য ভালো হবে। এবং জীবনে আপনার সেক্টরে আপনি রাজা/বাদশা হবেন। তাছাড়া জীবনে আপনি কাওকে কপি করলে জীবনে কিছু হতে পারবেন না। অনেকের উচিত এই অভিজিতকে দেখে শিক্ষা নেওয়ার তাহলে জীবনে Success সে পবেই এবং বড় জায়গায় যাবেই।

14/07/2025
14/07/2025

Elon Musk

14/07/2025

Did you know?
On 15 August 1946, a day before Direct Action Day, Muslim shops in Calcutta were marked “Pakistan.”

These signs weren’t slogans.
They were identifiers to spare those shops from violence.

Hindu shops? Looted. Burned.
This was not a riot. It was pre-planned terror.

The Bengal Files
Releasing Worldwide on 05 Sept 2025

14/07/2025
14/07/2025

হরিয়ানার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন অধ্যাপক অসীম ঘোষ মহাশয়।

অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন!

14/07/2025

কিছু মানুষ আছে যারা রাজনৈতিক পদ পেয়ে গেলে তার অসময়ের সহ যোদ্ধাদের চিনতে পারে না, চেনা মানুষ অচেনা লাগে, পদ পেয়ে গেলে তার সহ যোদ্ধাদের B....... দিয়ে পোছে না। চোখ উল্টিয়ে দেয়, অহংকার বেড়ে যায়, পাত্তা দেয় না।

কিন্তু যখনই পদ চলে যায় তখন আবার চেনা মানুষদের আর অচেনা লাগে না, চেনা চেনা লাগে। আরও কত কী। রাজনৈতিক পদ মানুষ কে রাতারাতি চেঞ্জ করে দেয় সেটা বুঝে গেছি।

গত ৩ বছরে দলের কোন পদে ছিলাম না, কিন্তু এই সময় কালে রাজ্য থেকে জেলা উপর থেকে নিচ বহু মানুষকে দেখেছি। এবং বুঝতে পেরেছি দুনিয়াতে বেশিরভাগই মানুষ পদ পেয়ে গেলে চেনা মানুষ কে অচেনা লাগে।

তাই আমি বিশ্বাস করি রাজনৈতিক পদের উপর যারা যারা গরম দেখাবে, পদ পেয়ে হঠাৎ চেনা মানুষ কে অচেনা লাগতে লাগবে, এবং অহংকার বেড়ে যায়, Attitude বেড়ে যায় এবং পদ পাওয়ার পরে মানুষের সাথে ব্যবহার টা টুকু ভালো করে না। তাদের পদ চলে যাওয়ার পরে তাদের অবস্থা এমন হয় যে তারা " না ঘর কা না ঘাট কা " হয়ে যায়। এবং তাদের মানুষ তো দূরের কথা তাদের কুত্তাও পৌঁছে না। এই রকম নমুনা ও দুনিয়ায় তে অনেক কে দেখছি এখন।

ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি অধ্যাপক শ্রীযুক্ত অসীম ঘোষ মহাশয়কে হরিয়ানা রাজ্যের রাজ্যপাল মনোনীত করায় আম...
14/07/2025

ভারতীয় জনতা পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি অধ্যাপক শ্রীযুক্ত অসীম ঘোষ মহাশয়কে হরিয়ানা রাজ্যের রাজ্যপাল মনোনীত করায় আমরা গর্বিত, মাননীয় অসীমদাকে, অসীম শুভেচ্ছা ও অসীম অভিনন্দন।

চার আনার পুইশাক রাজন্য হালদারকে দলে টানার জন্য কিছু Export করা পঞ্চাস পয়সার নেতারা উঠে পড়ে লেগেছে। চার আনার পুইশাককে বিজ...
14/07/2025

চার আনার পুইশাক রাজন্য হালদারকে দলে টানার জন্য কিছু Export করা পঞ্চাস পয়সার নেতারা উঠে পড়ে লেগেছে। চার আনার পুইশাককে বিজেপিতে আনার জন্য কিছু পঞ্চাস পয়সার নেতারা উঠে পড়ে লেগেছে।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Babai Halder Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share