28/07/2025
আমি একটা বিষয়ে হাঁপিয়ে উঠছি, আমার আশেপাশে কিছু মানুষ জানে আমার সাথে অমুক মানুষ কথা বলেন না, আমিও বলি না, আমার কাছে সেই মানুষটা একদমই ছ্যাচরা গোছের একটা লোক, কাজের বেলায় কাজী, কাজ ফুরালে পাজি, তার পরেও আমার কাছে এসে তার গুনকীর্তন করাটা খুব একটা বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে কি??
দেখুন, মানব সভ্যতার ইতিহাসে আপনি এমন অনেক মানুষ পাবেন যিনি ভীষণ পপুলার, তার বহু গুন, কিন্তু মানুষ হিসেবে অসভ্য, সেলফিস এবং পরিচয় লোভী।
আমার তুলনায় অনেক অনেক সফল ব্যাক্তি রয়েছে দুনিয়ায়, এটা আমার মানতে আপত্তি নেই, কিন্তু তারা সফল মানেই তারা মানুষ হিসেবেও ভালো এটা মানতে আমার আপত্তি রয়েছে।
আপনি কাকে ভালো বলবেন সেটা আপনার ব্যাপার, আপনি তাকে ব্যাবহার করে আপনার কোন কাজে লাগিয়ে সুখ লাভ করবেন কিনা সেটাও আপনার অধিকার, কিন্তু আমার সাথে দেখা হলেই আমাকে সেই মানুষটা নিয়ে হ্যাজাতে এলে ধরে নেবেন আপনার যে আমাকে কোনো ভাবে বিরক্ত করে হাল্কা অর্গাজম হচ্ছে সেটা বুঝতে পারি, কিন্তু আমি এটা বুঝতে অপারক যে আপনার এতে লাভ কি হচ্ছে!! আপনার যদি লাভ হয় তবে আমার দুঃখ নেই, লাভ হোক, কিন্তু একটা জিনিষ বুঝুন, যার কথা বলছেন এসে উনি জানেওনা আপনার মতন একজন চিয়ার লিডার পমপম নিয়ে মিনি স্কার্ট পড়ে নাচে তার হয়ে, তবে আপনার এই কদাকার বিশ্রী নাচ আমার খুব একটা পোষায় না বিশ্বাস করুন। টালিগঞ্জ ফাঁড়ির দিকে যাবেন না, লোকে শুয়োর পেলে ওদিকে কেটে ট্যাংড়ায় বেচে দিতে পারে।