24/11/2025
ধর্মেন্দ্র চলে গিয়েছেন কিন্তু থেকে যাবে তার সারল্য!
আপনি ভেবে দেখুন একজন সুপারস্টার, আসমুদ্রহিমাচল যার গ্ল্যামারে, মোহের সাগরে নিমজ্জিত হয়েছিল তার শুরুটা হয়েছিল কিছু বোকা মানুষের স্বপ্ন দেখার চিঠি দিয়ে! তখন পঞ্চাশের দশক, পাঞ্জাবের অখ্যাত এক গ্রাম, নসরালির গমের ক্ষেতের পাশে বসে এক তরুণ, তার ছবি ও বায়োডাটা পাঠাতেন
To Bombay film industry, Bombay“
এরকম অদ্ভুত এক ঠিকানায়, মানুষ কতটা সরল হলে এরকম কাজ করতে পারে! অবিশ্বাস্য হলেও সত্যি! এরকমই এক চিঠি ফিল্ম ফেয়ারের ট্যালেন্ট হান্ট হাতে পায় ও তাকে বোম্বেতে ডেকেও পাঠায়!
আরেকটা ছোট্ট গল্প শুনলে তার সারল্যে ভরা স্বপ্নের কথা বুঝতে সুবিধে হবে, বন্দিনী ছবির শুটিং এর সময় তিনি ছিলেন তরুণ সাইড এক্টর, এক দৃশ্যে, কারাগারে বন্দিনী নারী (নূতন) সমাজের কাছে অপমানিত হন, ক্যামিও চরিত্রে ধর্মেন্দ্র অভিনয় করছিলেন, শুটিং শেষে দেখা যায় এক কোনায় বসে তিনি কাঁদছেন, বিমল রায় তার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিলেন তার কান্নার কারণ! তার উত্তরে তিনি বলেছিলেন, বন্দিনী চরিত্রের উপর এই অপমান উনি সহ্য করে উঠতে পারেন নি!! একজন অভিনেতা হওয়ার পরেও তার মন কতটা সরল হলে এমনটা হতে পারে!
ভারতবর্ষ অনেক নক্ষত্র পতন দেখেছে, বাস্তবে নক্ষত্র কিন্তু সাধারণ মানুষদের কাছে অধরা থেকে যায়, ধর্মেন্দ্র মাটিতে থাকা বিরল এক তারা যাকে সাধারণ মানুষ ছুঁতে পেরেছিল, এবং যিনি সাধারণ মানুষের মধ্যেই থেকে যাবেন! “Stars will come and go but not Dharamji“ - Aniket Uncaged