29/10/2025
#বইয়েরখোঁজ
#ভৌতিক
লেখকঃ ঋদ্ধিমান মিত্র
প্রকাশকঃ টাইমলাইন পাবলিকেশন
মুদ্রিত মূল্যঃ ২০০
প্রাপ্তিস্থান:
কলেজ স্ট্রিট:
👉 দে'জ পাবলিশিং
👉 আদি দে বুক স্টোর
👉 দে বুক স্টোর (দীপুদা)
👉 বিমলা বুক এজেন্সি
ফ্লিপকার্ট : https://dl.flipkart.com/s/KTVCWVuuuN
বইঘর : https://boighar.in/product/ak-dojon-olukiker-sondhane/
আমাজন : https://amzn.in/d/7XYjH8l
বইটই
কলকাতাকিতাব.ইন : https://kolkatakitab.in/ak-dojon-olukiker-sondhane
চেনা অচেনার ছকে আমরা যে ভুতকে ছোটবেলা থেকে জেনে এসেছি তাতে ভুতের গল্প ভাবলে হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও এই জাতীয় ভুতকে চোখ বন্ধ করলে স্মরণে আসে, যেমন মামদো, লুল্লু, এদের কথা, কারোর তেনাদের গল্প পড়লে হার হিম করা ভয় আসে, রাতে ঠকঠক করে এতোই কাঁপি চাদরে মুখ লুকিয়ে শুয়ে থাকি, এই বুঝি আমায় ভুতে দেখে ফেললো, কিন্তু ছোটদের সান্ত্বনা দেওয়ার জন্য বড়রা সবসময় বলে ভুত বলে কিছু হয়না, কিন্তু ভুত বাস্তবে আছে এই কথা কিন্তু সত্যি, যা সূক্ষ্ম অনুভূতি দিয়ে অনুভব করা যায়, আমার বারোটা অলৌকিক গল্পে যেই ঘটনা বর্ননা করেছি, তা হয়তো বাস্তব আবার নাও বাস্তব হতে পারে, স্থান, চরিত্র প্রভৃতি বিষয় গুলিকে আলাদা আলাদা করে তুলে ধরেছি, যে ঘটনাগুলো হয়তো সত্যি, আবার নাও হতে পারে!