RINA PAL

RINA PAL This page is created for sharing videos and Written content on different topic which will entertain and motivate you .

লেখাটি কার আমি জানি না । ভাবনা টা মিলে গেছে তাই শেয়ার করছি । শুভেচ্ছা তোদের সবাইকে । জীবন সবে শুরু ।
04/05/2025

লেখাটি কার আমি জানি না । ভাবনা টা মিলে গেছে তাই শেয়ার করছি ।
শুভেচ্ছা তোদের সবাইকে । জীবন সবে শুরু ।

19/04/2025

According to you who should retire from IPL now ??

10/04/2025

বসন্তের আগমনে প্যারিসের চারদিক Cherry Blossoms এ ভরে উঠেছে ।


07/04/2025

IPL এর ফাইনাল রেজাল্ট ছাড়া আর কিছুই ফলো করি না । কিন্তু এটা জানি যে প্রতিটি ডট বলের জন্য টাটা কোম্পানি কিছু গাছ লাগায় , সঠিক পরিমাণ আমার জানা নেই । এবার আমার প্রশ্ন হচ্ছে কোথাও গাছ কাটা হলেই সেই খবর ভাইরাল হয়ে যায় কিন্তু প্রতি বছরই IPL এ এত ডট বল হয় তার মানে প্রতি বছর প্রচুর পরিমাণ গাছ লাগানো হয় তাহলে সেগুলো কোথায় লাগানো হয় যে সেই খবরই সামনে আসে না । এই বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাবেন প্লিজ ।

The gown isn’t just fabric & fancy, it’s stitched with dreams, struggles and victories…..No more assignments & homework ...
07/04/2025

The gown isn’t just fabric & fancy, it’s stitched with dreams, struggles and victories…..

No more assignments & homework as we are graduated…🥂

The beauty of spring……cherry blossom 🌸..
05/04/2025

The beauty of spring……cherry blossom 🌸..

22/03/2025

আপনার প্রিয় সিনেমা বা সিরিজ কোনটি?
(বাংলা / হিন্দি)

19/03/2025

দিল পে মত্ লে ইয়ার 😂
শ্রীময়ী চক্রবর্তী

সুনীতা যদি বাঙালি ছেলে বিয়ে করতেন....

মহাকাশে যাওয়ার আগে
**********************
*তুমি আবার স্পেসে যাচ্ছো? তোমাকে আমি স্বাধীনতা দিই মানে কি তুমি স্বর্গ, মর্ত্য, পাতাল চড়ে বেড়াবে?

*আমি বলছিনা তোমাকে পারমিশন নিতে হবে কিন্তু তুমি 'মা'কে বলেছ আটদিন যে থাকবে না?

*কাজের অজুহাত দেখিও না। এই তো রায় বউদি ও চাকরি করে, কই তোমার মতো দেখ না দেখ ট্যূরে তো যায়না?

*তোমাকে কি আমি হাতখরচ দেবনা বলেছি? তোমার এই মাথা খাওয়া চাকরি করার দরকারটাই বা কি?

*তোমার সাথে কে কে যাচ্ছে? ওই বুচ? জানো ওকে আমার বরদাস্ত হয়না। অবশ্য আমার আগেই বোঝা উচিত ছিল...

*শোন ফিরতে দেরি করবে না। কাজ হয়ে গেলেই ফিরে আসবে, এদিক ওদিক ঘুরতে যাওয়ার কোন প্রয়োজন নেই।

*বন্ধুরা বিয়ের আগেই বলেছিল....
যাকগে সাবধানে যেও। দুগ্গা দুগ্গা।
আর যাওয়ার আগে এক কাপ লিকার চা করে রেখে যেও।

মহাকাশ থেকে ফেরার পর
************************

*কি গো আটদিন বলে ন'মাস পরে ফিরলে? একটা জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করোনা। ঘরে মন নেই তো বিয়ে করেছিলে কেন?

*মহাকাশ না গেলেই নয়? খামোখা আমার বিপি বাড়ানো?

*কি বললে তুমি আর স্পেসে যাওয়ার পারমিশন পাবে না? তাহলে কি এবার ডিপ সি ডাইভিং শিখবে?

*শোন তুমি ফেরা উপলক্ষে উইকেন্ডে বাড়িতে ক'জন বন্ধুকে ডাকছি। জলপথের সাথে একটু স্ন্যাক্সের ব্যবস্থা রেখো।

*চলো কাল ভোরে কালিঘাটে একটা পুজো দিয়ে আসি। মা তোমার ফেরার মানত রেখেছিলেন। তুমি না মানলেও আমরা তো মানি।

*আজ দুপুরে ঝাল ঝাল করে একটু মাংসের ঝোল করো। কাজের লোকের হাতে খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে।

( সুনীতা উইলিয়ামস নমস্য, কিন্তু বাঙালি বরেরা প্রণম্য 😅😂😜)

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣�

সকলকে শুভ বসন্তের শুভেচ্ছা
14/03/2025

সকলকে শুভ বসন্তের শুভেচ্ছা

কীভাবে নিজের দক্ষতা বিক্রি করবেন এবং অন্যদের সামনে তুলে ধরবেন ?চারিদিকে বিয়েবাড়ির সিজন চলছে এবং আপনিও ঠিক একটা নেমতন্ন...
12/03/2025

কীভাবে নিজের দক্ষতা বিক্রি করবেন এবং অন্যদের সামনে তুলে ধরবেন ?

চারিদিকে বিয়েবাড়ির সিজন চলছে এবং আপনিও ঠিক একটা নেমতন্ন পেয়েছেন। পুরনো কিছু বন্ধু বা পরিচিত কিছু মানুষের সাথে ঠিক দেখা হচ্ছে । আর তা হলে একটা আলোচনা তো হবেই যে কি করছিস । আপনি চুপচাপ শুনছেন আর ভাবছেন , “ আমারও তো দক্ষতা আছে কিন্তু কীভাবে তা অন্যদের সামনে বলব বুঝতে পারছি না” । নিজের দক্ষতা বিক্রি করা এক ধরনের শিল্প, আর এখনকার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এটা শেখা অত্যন্ত প্রয়োজন। এবার প্রশ্ন হল কীভাবে ?

১. প্রথমে নিজেকে বিশ্বাস করুন
আপনি যদি নিজের দক্ষতায় বিশ্বাস না করেন, তাহলে অন্যরাও করবে না। ভাবুন, কোন দক্ষতাগুলো আপনাকে বিশেষ করে তোলে? লেখালেখি, ডিজাইন, প্রোগ্রামিং, নেতৃত্ব, ছবি আঁকা —যেটাই হোক, নিজের শক্তিটা খুঁজে বের করুন। আত্মবিশ্বাসই হল সফল প্রচারের প্রথম ধাপ।

২. গল্প বলুন, শুধুমাত্র তথ্য নয়
মানুষ সংখ্যার চেয়ে অনুভূতির গল্প বেশি মনে রাখে। তাই আমরা সিনেমা দেখতে ভালবাসি। আপনি যদি বলেন যে"আমি পাঁচ বছর ধরে ছবি আঁকছি " সেটার থেকে মানুষ বেশী মনে রাখবে আপনি যদি বলেন যে কারো মৃত দাদুর ছবি দেখে হুবহু এঁকে দিয়েছেন ।সেটা আপনার ব্যক্তিগত দক্ষতাকে আরও আকর্ষণীয় করে তোলে।

৩. করে দেখান, শুধু বলবেন না
আপনি যদি লেখক হন, আপনার লেখা শেয়ার করুন। যদি শিল্পী হন, আপনার কাজ প্রদর্শন করুন। নিজের দক্ষতাকে প্রমাণ করার সেরা উপায় হল বাস্তব উদাহরণ দেওয়া।

৪. সম্পর্ক তৈরি করুন, শুধু প্রচার নয়
আপনার কাজের প্রচার করার জন্য সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করুন, তাদের সাহায্য করুন, কোন কমিউনিটির অংশ হন।শুধু নিজের কাজ /পণ্য নিয়ে কথা বললেই হবে না, তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন মানুষের সাথে সম্পর্কও তৈরি করতে হবে ।

৫. শিখতে থাকুন, নিজেকে আপডেট করুন
বিশ্ব প্রতিনিয়ত বদলাচ্ছে, আপনাকেও বদলাতে হবে। নতুন কিছু শিখুন, দক্ষতা বাড়ান, এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। তখনই আপনার মূল্য আরও বাড়বে।

সঠিক দক্ষতার মূল্য অবশ্যই পাওয়া যায়, এই বিশাল দুনিয়ায় কেউ না কেউ ঠিক আপনার দক্ষতারই অপেক্ষায় আছে। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের গল্প বলুন, আর দেখুন কীভাবে সুযোগগুলো আপনার দিকেই এগিয়ে আসে!

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when RINA PAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RINA PAL:

Share