RINA PAL

RINA PAL This page is created for sharing videos and Written content on different topic which will entertain and motivate you .

বছরের পর বছর ধরে একটা জাতির সাহিত্য, কবিতা, গান..  সবকিছু নিঃশব্দে সরে গেছে বাস্তব থেকে। চোখের সামনে একটা রাজ্যের শিক্ষা...
31/08/2025

বছরের পর বছর ধরে একটা জাতির সাহিত্য, কবিতা, গান.. সবকিছু নিঃশব্দে সরে গেছে বাস্তব থেকে। চোখের সামনে একটা রাজ্যের শিক্ষা বিক্রি হয়ে গেছে। চাকরি বেচার টাকা পাওয়া গেছে সরকারি মন্ত্রীর নাচনেওয়ালির খাটের তলা থেকে। স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, চাকরি নেই, একজন ডাক্তারের কর্মস্থলে নিরাপত্তা নেই। বাঙ্গালীর মেধা, বাঙ্গালীর শ্রম বাক্স গুছিয়ে হয় হাওড়া শিয়ালদা থেকে ট্রেন ধরেছে, নয়তো বা চকচকে ট্রলি নিয়ে দমদমে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটাও কোন স্বনামধন্য বাঙ্গালী লেখকের পূজা বার্ষিকীর লেখায়, একটাও দেশের ধারাবাহিক উপন্যাসে এই রিয়েলিটি উঁকি দিয়ে যায়নি।

যে হাতেগোনা কুড়িজনের কবিতা ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক বেরোয়, তাদের কোন কবিতায় একটা জাতির ফুরিয়ে যাবার কথা জায়গা পায়নি। Our literature has abandoned our society... সাহিত্যিক, কবি, প্রবন্ধকারদের সামনে সত্যম, শিবম আর সুন্দরম তিনভাই লাইন দিয়ে দাঁড়িয়ে হরহর করে বমি করেছে। সেই বমিতে কলম চুবিয়ে প্রেম, ভালোবাসা, যৌনতা, বিষাদ, বিরহ, আকাশ, বাতাস, চু-কিতকিত, আব্বুলিশ লেখা হয়েছে পাতার পর পাতা।

সাল্ভাদোর দালি শুধু চিত্রকর ছিলেন না, দুর্দান্ত লিখতেন। স্পেনের সিভিল ওয়ারে নিজের বোন জেলে চলে গেলেও সাররিয়লিজমের গডফাদার দালি একটি টুঁ-শব্দ করেন নি। তিনি মনে করতেন শিল্প এসব রাজনীতির থেকে অনেক দূরে একটা স্বপ্নের জগতে চরে বেড়ায়, "Surrealism could exist in apolitical context" বাংলাসাহিত্যে সবাই সাল্ভাদোর দালি। সমাজ, রাজনীতি এই সবকিছু থেকে একশো যোজন দূরে ভূত-প্রেত-তন্ত্র , গোয়েন্দা, স্তন-ওষ্ঠ-প্রেম-বিচ্ছেদের একটা 'মম চিত্তে নিতি নৃত্যে'-র মাঠে হাজার হাজার সাল্ভাদোর দালি সাহিত্য, সঙ্গীত চর্চা করেছে।

এই যে বিশাল শূন্যস্থান সেখানে নিঃশব্দে উঠে এসেছে দলে দলে 'মাংকো ভাতের' দল। রাইজ অফ দা সাব-অল্টারণ, ... কাউন্টার কালচার। উঠে এসে দেখেছে জয় করার জন্য চেষ্টাটুকুও করতে হবে না, the culture has left the society long back ... 'মাংকো ভাতের' দলকে না হয় উঠে আসতে হয়েছে, তরতর করে নেমে এসেছেন মমতাশঙ্করদের দল। বলেছেন শাড়ির আঁচল ঠিক করুন, চুমু খাবেন না বরং আলমারির গায়ের আঠা চেটে খান। সেই ছোটবেলার ইন্টিগ্রেশানের অঙ্ক, লিমিটিং কন্ডিশান +1 থেকে -1 , ওড ফাংশানে দুপক্ষ কাটাকাটি করে শূন্য হয়ে গেছে।

টুনির মা, কাঁচাবাদাম, মাংকো-ভাত, রাজুদার পরোটা, মমতাশঙ্কর কোন বিচ্যুতি না। এগুলো আমাদের আজকের পদ্মানদীর মাঝি, গোরা, পুতুলনাচের ইতিকথা।


সিল্পো সঙওস্কিতির আঙিনায় আপনাকে স্বাগত।

লেখা -সৌম‍্য চট‍্যোপাধ‍্যায়

বাঙালি ইনফ্লুয়েন্সার ( ইনফ্লুয়েঞ্জা )বেশ ঘেটে দেখলাম বাংলায় একটা এমন Influencer নেই যে ইয়ং-জেনারেশনকে একটু সঠিক দিশা দে...
22/08/2025

বাঙালি ইনফ্লুয়েন্সার ( ইনফ্লুয়েঞ্জা )

বেশ ঘেটে দেখলাম বাংলায় একটা এমন Influencer নেই যে ইয়ং-জেনারেশনকে একটু সঠিক দিশা দেখাবে,পুরো কলপাড়-কালচার হয়ে উঠেছে, কেউ এমন নেই যে ক্যারিয়ার নিয়ে বলে, জীবনে কিছু Achieve করার কথা বলে, Skill Upscale বা বর্তমান ইন্ডাস্ট্রি কি ডিমান্ড রাখে সেসব নিয়ে কথা বলে ।
কিভাবে তারা জীবনে একটা উচ্চতর জায়গায় পৌঁছাবে তা নিয়ে কথা বলে । খুবই হতাশাজনক।
তারা কি ইনফ্লুয়েন্স করছে বর্তনাম যুব সমাজকে? বাংলায় চাকরি নেই জানি, কিন্তু দেশে কিন্তু আছে, ইন্ডাস্ট্রিও আছে, এই সরকার শিক্ষাব্যবস্থা তথা রাজ্যের শিল্পকে খোকলা করে দিয়েছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম কী শিখছে? কিভাবে ফুড ব্লগার হয়ে কোন নতুন দোকান পেলে মাছির মতো হামলে পরতে হয়? না রাজুদার মতোই পরোটা বেঁচে ভাইরাল হবে?

নাহ! অল্পবয়সেই বিয়ে করে সারাদিন ক্যামেরা অন করে মিথ্যে সংসার-খুনসুটি দেখাতে হয়? ভাই! ওরা ক্যামেরা অন করে স্ক্রিপ্ট পড়ছে, তোমায় ফিড করছে, ওদের আলাদা করে কাজ নেই, তুমি কনজিউমার, ওরা তোমার দ্বারা ইনকাম করে, তুমি করো না, তোমাকে খেটে খেতে হবে। Focus On your Career. দয়া করে এদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে ২২-২৩ বিয়ে করে কাপেল Vlog বানাতে শুরু করো না,
কয়েক হাজার লোকের মধ্যে কজন ভাইরাল হয় ? এদের কজনের স্ট্যাবল ইনকাম আছে? এই ক্যারিয়ারের জব সিকিউরিটি কি?
বাংলায় চাকরি নেই, তাই হয়তো জনগন বেশি ইজি-মানিতে বেশী ভরসা এসে গেছে, তাই ভাইরাল হতে যে যা ইচ্ছে পারছে করছে, নাইটি বৌদির কোমর দোলানো vlog থেকে "ফেসবুক মিটাব", তাতে আবার চাঁদা দিয়ে Award পাওয়া যায়, পাওয়া যায় টিফিন, আসে ফেসবুক সেলিব্রিটি! আহা! সেলিব্রিটি কারা? যারা খাঁজ দেখিয়ে ফলোয়ার গেইন করেছে, কি কালচার বানাচ্ছি আমরা এই প্লাটফর্মটাকে । ফেসবুক মনিটাইজেশন অন করে যে কি ভুল করেছে, সারাদিন মানুষ-পাগলের মতো তাদের পরিবারে যুক্ত হয়ে ফুলবাসা-স্টার - এসব দিতে বলছে । কেউ বলছে লাইভ জয়েন করলেই স্টার দেবে, এসব করে একটা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে?
আজকাল ভালো জিনিস ভাইরাল হয়না, ভুলভাল জিনিস নেগেটিভ পাবলিসিটি পেয়ে ভালোই কামায়, তাই ফেসবুকটা এদের কন্টেন্ট-এ দূষিত হচ্ছে রোজ রোজ । কে এসে কি খিস্তি দিল? টাকা তো আসছে, তাই মান-সম্মান সব ধুলোয় মিশিয়ে মানুষ রীতিমতো পাগলে গেছে । যাচ্ছেতাই করে বেড়াচ্ছে গোটা ফেসবুক-ইন্সটা জুড়ে ।
চারিদিকে শুধু উল্লাস, নাচন-কোদন, মচ্ছব! যা বুঝলাম বাঙালি আগামী প্রজন্ম শুধু Vlog বানাবে আর বিরিয়ানি খাবে ও বানাবে, বাংলার মূল ইনকাম উৎস? মদ, বিরিয়ানি আর Vlog । Industry সেটা আবার কি? শিক্ষা সেটা আবার কি? Stable Career এসব কি? Skill Development আবার কি?

মহারাষ্ট্রে কর্মসূত্রে দেখেছি, এক-একটা MIDC ( Maharashtra Industrial Development Corporation) Area থাকে, সেখানে শুধু ইন্ডাস্ট্রিই থাকে, যেটা বাংলায় Exist-ই করে না, সেখানে থাকে হাজার হাজার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, Assembling Plant, অফিস, হাজার হাজার Qualified Engineer, Employees কত কি! হাজার হাজার ছেলেমেয়ে আসে তাতে চাকরি করতে, রোজ সকালে রীতিমতো জ্যাম লেগে যায় সেই অঞ্চলে, কত কেরিয়ার ওরিয়েন্টেড তারা, মাধ্যমিকের পরেই কোন স্কীল আপগ্রেড করে, টেকনিক্যাল হোক বা নন-টেকনিক্যাল, চাকরি করতেও করতেও পড়াশুনো চালায়, অল্প বয়েস থেকেই মানি-মনিটরিং করে, সেই টাকা ইনভেস্ট করে, অল্প বয়েস থেকেই জানে Stock market, SIP, Mutual Fund ইত্যাদির গল্প । মহারাষ্ট্রের Per Capita GDP ভারতবর্ষের সমস্ত রাজ্যের থেকে বেশী এমনি এমনি নয়, ওরা ভাবে সেভাবে, ওদের ইনফ্রাস্ট্রাকচার সেরকম, তাই বিদেশি থেকে দেশী কোম্পানিরা ওখানেই ইন্ডাস্ট্রি বিস্তারও করে ।

একটা সেনসিবল ইনফ্লুয়েন্সর নেই বাংলার বুকে, বা আমার জানা নেই, যে এসব হুল্লাবাজি ছেড়ে Sensible বাস্তববাদী কন্টেন্ট বানিয়ে নতুন প্রজন্মকে দিশা দেখায় ।বাংলার হাল সত্যি খারাপ, সরকার দুটো প্রজন্মকে নষ্ট তো করেই দিয়েছে, কিন্তু আমাদেরও দোষ কম নেই, আমরাও এই বেহাল দশার জন্যে দায়ী । কনটেন্ট ক্রিয়েটররা সেটাই করে যেটা পাবলিক খায়, সেটা খাঁজ হোক, ইন্সট্রাগ্রাম থেকে অনলি-ফ্যানস হোক, যেটায় ক্লাউট আসে, যেটায় ইজি মানি আসে, মানুষ সেটাই করে । তাই সমান দোষী পাবলিকও ।পাতি বাংলায়, আপনি খাচ্ছেন, তাই ওরা দিচ্ছে ।

আগামী দিনে কি অবস্থা হবে বাংলার ভেবে হতাশ হই, অন্ধকার ঘেরা দুর্দিন আসছে । তৈরি হন, যখন আপনার বাচ্চাটা বড় হয়ে কি হতে চাও এর উত্তরে "ফুড ব্লগার হব " বলবে, তারপর রাজুদার দোকানের সামনে পরোটা খাওয়ার ক্লিপ তোলার জন্য সারাদিন দাঁড়িয়ে থাকবে।

লেখা-অপূর্ব রায়

লেখাটি কার আমি জানি না । ভাবনা টা মিলে গেছে তাই শেয়ার করছি । শুভেচ্ছা তোদের সবাইকে । জীবন সবে শুরু ।
04/05/2025

লেখাটি কার আমি জানি না । ভাবনা টা মিলে গেছে তাই শেয়ার করছি ।
শুভেচ্ছা তোদের সবাইকে । জীবন সবে শুরু ।

19/04/2025

According to you who should retire from IPL now ??

10/04/2025

বসন্তের আগমনে প্যারিসের চারদিক Cherry Blossoms এ ভরে উঠেছে ।


07/04/2025

IPL এর ফাইনাল রেজাল্ট ছাড়া আর কিছুই ফলো করি না । কিন্তু এটা জানি যে প্রতিটি ডট বলের জন্য টাটা কোম্পানি কিছু গাছ লাগায় , সঠিক পরিমাণ আমার জানা নেই । এবার আমার প্রশ্ন হচ্ছে কোথাও গাছ কাটা হলেই সেই খবর ভাইরাল হয়ে যায় কিন্তু প্রতি বছরই IPL এ এত ডট বল হয় তার মানে প্রতি বছর প্রচুর পরিমাণ গাছ লাগানো হয় তাহলে সেগুলো কোথায় লাগানো হয় যে সেই খবরই সামনে আসে না । এই বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে জানাবেন প্লিজ ।

The gown isn’t just fabric & fancy, it’s stitched with dreams, struggles and victories…..No more assignments & homework ...
07/04/2025

The gown isn’t just fabric & fancy, it’s stitched with dreams, struggles and victories…..

No more assignments & homework as we are graduated…🥂

The beauty of spring……cherry blossom 🌸..
05/04/2025

The beauty of spring……cherry blossom 🌸..

22/03/2025

আপনার প্রিয় সিনেমা বা সিরিজ কোনটি?
(বাংলা / হিন্দি)

19/03/2025

দিল পে মত্ লে ইয়ার 😂
শ্রীময়ী চক্রবর্তী

সুনীতা যদি বাঙালি ছেলে বিয়ে করতেন....

মহাকাশে যাওয়ার আগে
**********************
*তুমি আবার স্পেসে যাচ্ছো? তোমাকে আমি স্বাধীনতা দিই মানে কি তুমি স্বর্গ, মর্ত্য, পাতাল চড়ে বেড়াবে?

*আমি বলছিনা তোমাকে পারমিশন নিতে হবে কিন্তু তুমি 'মা'কে বলেছ আটদিন যে থাকবে না?

*কাজের অজুহাত দেখিও না। এই তো রায় বউদি ও চাকরি করে, কই তোমার মতো দেখ না দেখ ট্যূরে তো যায়না?

*তোমাকে কি আমি হাতখরচ দেবনা বলেছি? তোমার এই মাথা খাওয়া চাকরি করার দরকারটাই বা কি?

*তোমার সাথে কে কে যাচ্ছে? ওই বুচ? জানো ওকে আমার বরদাস্ত হয়না। অবশ্য আমার আগেই বোঝা উচিত ছিল...

*শোন ফিরতে দেরি করবে না। কাজ হয়ে গেলেই ফিরে আসবে, এদিক ওদিক ঘুরতে যাওয়ার কোন প্রয়োজন নেই।

*বন্ধুরা বিয়ের আগেই বলেছিল....
যাকগে সাবধানে যেও। দুগ্গা দুগ্গা।
আর যাওয়ার আগে এক কাপ লিকার চা করে রেখে যেও।

মহাকাশ থেকে ফেরার পর
************************

*কি গো আটদিন বলে ন'মাস পরে ফিরলে? একটা জিজ্ঞাসা করারও প্রয়োজন বোধ করোনা। ঘরে মন নেই তো বিয়ে করেছিলে কেন?

*মহাকাশ না গেলেই নয়? খামোখা আমার বিপি বাড়ানো?

*কি বললে তুমি আর স্পেসে যাওয়ার পারমিশন পাবে না? তাহলে কি এবার ডিপ সি ডাইভিং শিখবে?

*শোন তুমি ফেরা উপলক্ষে উইকেন্ডে বাড়িতে ক'জন বন্ধুকে ডাকছি। জলপথের সাথে একটু স্ন্যাক্সের ব্যবস্থা রেখো।

*চলো কাল ভোরে কালিঘাটে একটা পুজো দিয়ে আসি। মা তোমার ফেরার মানত রেখেছিলেন। তুমি না মানলেও আমরা তো মানি।

*আজ দুপুরে ঝাল ঝাল করে একটু মাংসের ঝোল করো। কাজের লোকের হাতে খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছে।

( সুনীতা উইলিয়ামস নমস্য, কিন্তু বাঙালি বরেরা প্রণম্য 😅😂😜)

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣�

সকলকে শুভ বসন্তের শুভেচ্ছা
14/03/2025

সকলকে শুভ বসন্তের শুভেচ্ছা

কীভাবে নিজের দক্ষতা বিক্রি করবেন এবং অন্যদের সামনে তুলে ধরবেন ?চারিদিকে বিয়েবাড়ির সিজন চলছে এবং আপনিও ঠিক একটা নেমতন্ন...
12/03/2025

কীভাবে নিজের দক্ষতা বিক্রি করবেন এবং অন্যদের সামনে তুলে ধরবেন ?

চারিদিকে বিয়েবাড়ির সিজন চলছে এবং আপনিও ঠিক একটা নেমতন্ন পেয়েছেন। পুরনো কিছু বন্ধু বা পরিচিত কিছু মানুষের সাথে ঠিক দেখা হচ্ছে । আর তা হলে একটা আলোচনা তো হবেই যে কি করছিস । আপনি চুপচাপ শুনছেন আর ভাবছেন , “ আমারও তো দক্ষতা আছে কিন্তু কীভাবে তা অন্যদের সামনে বলব বুঝতে পারছি না” । নিজের দক্ষতা বিক্রি করা এক ধরনের শিল্প, আর এখনকার প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এটা শেখা অত্যন্ত প্রয়োজন। এবার প্রশ্ন হল কীভাবে ?

১. প্রথমে নিজেকে বিশ্বাস করুন
আপনি যদি নিজের দক্ষতায় বিশ্বাস না করেন, তাহলে অন্যরাও করবে না। ভাবুন, কোন দক্ষতাগুলো আপনাকে বিশেষ করে তোলে? লেখালেখি, ডিজাইন, প্রোগ্রামিং, নেতৃত্ব, ছবি আঁকা —যেটাই হোক, নিজের শক্তিটা খুঁজে বের করুন। আত্মবিশ্বাসই হল সফল প্রচারের প্রথম ধাপ।

২. গল্প বলুন, শুধুমাত্র তথ্য নয়
মানুষ সংখ্যার চেয়ে অনুভূতির গল্প বেশি মনে রাখে। তাই আমরা সিনেমা দেখতে ভালবাসি। আপনি যদি বলেন যে"আমি পাঁচ বছর ধরে ছবি আঁকছি " সেটার থেকে মানুষ বেশী মনে রাখবে আপনি যদি বলেন যে কারো মৃত দাদুর ছবি দেখে হুবহু এঁকে দিয়েছেন ।সেটা আপনার ব্যক্তিগত দক্ষতাকে আরও আকর্ষণীয় করে তোলে।

৩. করে দেখান, শুধু বলবেন না
আপনি যদি লেখক হন, আপনার লেখা শেয়ার করুন। যদি শিল্পী হন, আপনার কাজ প্রদর্শন করুন। নিজের দক্ষতাকে প্রমাণ করার সেরা উপায় হল বাস্তব উদাহরণ দেওয়া।

৪. সম্পর্ক তৈরি করুন, শুধু প্রচার নয়
আপনার কাজের প্রচার করার জন্য সঠিক মানুষের সঙ্গে যোগাযোগ করুন, তাদের সাহায্য করুন, কোন কমিউনিটির অংশ হন।শুধু নিজের কাজ /পণ্য নিয়ে কথা বললেই হবে না, তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নতুন নতুন মানুষের সাথে সম্পর্কও তৈরি করতে হবে ।

৫. শিখতে থাকুন, নিজেকে আপডেট করুন
বিশ্ব প্রতিনিয়ত বদলাচ্ছে, আপনাকেও বদলাতে হবে। নতুন কিছু শিখুন, দক্ষতা বাড়ান, এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন। তখনই আপনার মূল্য আরও বাড়বে।

সঠিক দক্ষতার মূল্য অবশ্যই পাওয়া যায়, এই বিশাল দুনিয়ায় কেউ না কেউ ঠিক আপনার দক্ষতারই অপেক্ষায় আছে। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের গল্প বলুন, আর দেখুন কীভাবে সুযোগগুলো আপনার দিকেই এগিয়ে আসে!

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when RINA PAL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RINA PAL:

Share