কাহন Kahon

কাহন Kahon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from কাহন Kahon, Publisher, KOLKATA.

09/06/2024
10/05/2024
08/05/2024

Aha❤️

Dari katena kano🤣
07/05/2024

Dari katena kano🤣

❤️❤️🥺🥺
06/05/2024

❤️❤️🥺🥺

06/05/2024
🥺🥺
04/05/2024

🥺🥺

03/05/2024

আর বলো কেমন লাগছে, প্লেসমেন্টের নামে বেকারত্ব! থুড়ি! Return On Investment? 😂

© Authentic Kolikata

03/05/2024

আজ প্রায় দীর্ঘ দশ বছর পর আবার এই রাস্তায় এলো রক্তিমা। সাধুর মোড়ের এই রাস্তাতেই কালীনাথ পাঠশালা। রক্তিমার প্রাইমারি স্কুল।
এখন রক্তিমার ত্রিশ বছর। ডিউটি থেকে তাড়াতাড়ি ছুটি পেয়ে এই রাস্তা হয়েই বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল ও।
এত বছরে কত কিছু বদলে গেছে!
স্কুলটা তো একইভাবে দাঁড়িয়ে আছে রাস্তার একেবারে শেষপ্রান্তে।
ঘড়ি নির্দেশ দিচ্ছে বিকেল প্রায় পাঁচটা বাজে। স্কুল ছুটি হয়ে গেলেও এখনও বেশ কিছু বাচ্চাকাচ্চা রয়ে গেছে রাস্তার আনাচে-কানাচে। কেউ দাঁড়িয়ে স্টুডেন্ট কর্নারে স্কুলের প্রোজেক্টের জন্য রঙিন আর্ট পেপার কিনতে আবার কেউ দাঁড়িয়ে আছে আইসক্রিমে দোকানে।
রক্তিমা কাঁধে ব্যাগটা ঝুলিয়ে হেঁটে যেতে লাগল ধীরে ধীরে।
সময় বদলে যায় আর সাথে বদলে নেয় সব আশেপাশের জিনিসকেও।
আশেপাশে তাকিয়ে হাতের রুমালটা দিয়ে কপালের ঘাম মুছল রক্তিমা। ওর চোখ এখন একটাই জিনিস খুঁজছে। সেই পঞ্চুকাকার বুড়ির চুলের দোকান। রোজ স্কুল থেকে ফেরার পথে যে দোকানটা ছিল রক্তিমার আড্ডাখানা। এমনকি হাইস্কুলে উঠে গিয়েও এই রাস্তা দিয়েই বাড়ি ফিরত যাতে ঐ দোকানে যেতে পারে। বিশেষ করে মনে পড়ল সেই পরীক্ষার রেজাল্টের দিন। যখন মায়ের হাত ধরে দুরুদুরু বুকে স্কুলে যেত রেজাল্ট নিতে।
আর মায়ের কাছে সেই একই বায়না,
"রেজাল্ট ভালো হলে কিন্তু বুড়ির চুল কিনবো আমি!"
এবার সেই ভালো রেজাল্ট কত পেলে 'ভালো' হবে সেটা সম্পূর্ণ মায়ের ওপরই নির্ভর করে।
হঠাৎ সামনে একটা ছোটো বাচ্চা তার মায়ের হাত ধরে কাঁদতে শুরু করল।
" মা প্লিজ! আমি এত ভালো রেজাল্ট করেছিলাম কিন্তু তুমি বলেছিলে আজ আমাকে রেস্টুরেন্টে নিয়ে যাবে। এদিকে এখন বলছ যাবে না। ও মা চলো না!"
কান্নারত বাচ্চাটিকে শান্ত করে ওর মা বলতে লাগল,
" কাঁদে না মা। এভাবে রাস্তায় কাঁদে না। আমি তো বললাম নিয়ে যাবো। তবে আজ না। এই নাও ফোনে গেম খেলো। কাঁদে না।"
এই বলে সেই মধ্যবয়স্কা মহিলা বাচ্চাটির হাতে ডিজিটাল টাচ স্ক্রিন ফোন ধরিয়ে দিয়ে বাচ্চাকে নিয়ে চারচাকার গাড়িতে উঠে চলে গেলেন।
রক্তিমা শুধু নির্বাক দর্শকের মতো সবটা দেখল।
সত্যিই কি অদ্ভুত তাই না!
আজকের মা-বাবা তাদের বাচ্চাদের আবদারকে প্রথম থেকে আকাশ ছুঁইয়ে দেয়। কিন্তু সেই আবদারগুলো আর তাদের পরিবেশ সবটাই কেমন যেন ডিজিটালভাবেই তৈরি হয়ে যাচ্ছে।
এইসব ভাবতে ভাবতে হাঁটছিল রক্তিমা। হঠাৎ ওর চোখ গেল রাস্তার একপাশে থাকা সেই দোকানটার দিকে। দোকানটা ফাঁকাই পড়ে আছে। শুধু রয়েছে বৃদ্ধ এক দোকানদার। পঞ্চুকাকা।
বুড়ির চুলের সেই দোকানটা এখন তেমন বিক্রিবাট্টা হয় না। একটা কাঠের তক্তার ওপর বসে রয়েছেন পঞ্চুকাকা। হাতে একটা ছোট্ট মুঠোফোন। সেই পুরনো দিনের ফোন। তাতেই সেই সাপের গেম খেলছেন পঞ্চুকাকা। আগেও তাই করতেন।
রক্তিমা দোকানের দিকে এগিয়ে গিয়ে বলল,
"একটা বুড়ির চুল দেবে কাকু!"
পুরু লেন্সের আড়ালে রক্তিমার দিকে তাকালেন পঞ্চুকাকা। একগাল হেসে একটা বুড়ির চুল এগিয়ে দিলেন রক্তিমার দিকে।
রক্তিমা হাতে নিয়ে নিল সেটা। চোখের সামনে ভেসে আসছে পুরানো সেই দিনের কথা।
বুড়ির চুলের মতো রং বেরঙের সেই সময়টা কোথায় যেন বুড়ির চুলের মতোই জট পাঁকিয়ে কোনো একটা প্যাকেটে বন্দি হয়ে রয়ে গেছে।

কলমে -পর্না দেবনাথ🖋️
ছবি - দূর্বা 🎭

© Authentic Kolikata

02/05/2024

Mone pore galo ❤️❤️

10/12/2022

10/12/2021

বলোতো আবার বন্ধু হব কবে?
অটোর লাইনটা আজও ভীষন প্রিয়,
আবার যদি বৃষ্টি আসে হঠাৎ,
নাহয় এবার একলাটি ভিজে নিও।

কবিতা এখন লিখিনা তেমন,
অভিমানেরা লেখে রোজ;
দায়িত্বদের মালিশ দিতে,
নিইনাকো আর খোঁজ।

তবুও ফাঁকা‌ রবিবারে,
বসন্ত হারিয়ে প্রেমের প্রলাপ;
ভ্রমের মালিক ভীষন প্রিয়,
তাতে শুকনো কটা ব্যর্থ গোলাপ।

আবার যদি দুচোখ বুজে,
আঁতকে উঠি ভয়ে;
স্বপ্নে তোমার সর্বনাশে,
আজও আতঙ্ক হয়।

কুয়াশা ঘেটে বেড়াই একা,
অপেক্ষা নেই আর কারো,
গলির গল্প সমাপ্ত তাই
দিনের শেষে রাত গাঢ়।

কলমে : দূর্বা নস্কর

Address

Kolkata

Telephone

+917439352934

Website

Alerts

Be the first to know and let us send you an email when কাহন Kahon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category