News IKON

News IKON News & Media

14/09/2025

উদয়পুর হরদয়াল আদর্শ বিদ্যালয়ে রক্তদান শিবির, সমাজসেবায় এগিয়ে শিক্ষাঙ্গন

14/09/2025

ভারতীয় সেনা ও পহেলগাঁও হামলায় নিহতদের জয় উৎসর্গ করলেন সূর্যকুমার

14/09/2025

পঁহেলগাও এর বদলা বাইশগজে নিল ভারত।
এশিয়াকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের।

13/09/2025

#কুমোরটুলিতে_প্রাণের_ছোঁয়া_মহালয়ার_আর_মাত্র_সাত_দিন_বাকি।।

কলকাতার কুমোরটুলি আজ যেন স্বপ্নের মতো এক ছবি। অর্ধসমাপ্ত দুর্গা প্রতিমার সারি রাস্তার দু’ধারে দাঁড়িয়ে, প্রতিটি মূর্তিতেই কারিগরদের সযত্ন ছোঁয়া। মহালয়ার আর মাত্র সাত দিন, ষষ্ঠীর পূজো মাত্র চৌদ্দ দিনের দূরত্বে। তাই এখন দিনরাত এক করে কাজ করছেন শিল্পীরা। আমরা পৌঁছে গিয়েছিলাম খুব ভোরে, তাদের রাতভর পরিশ্রমের সময় কোনও ব্যাঘাত না ঘটিয়ে। কেবল তাদের সৃষ্টির রূপটুকু ক্যামেরায় তুলে এনেছি আপনাদের জন্য। এই মূর্তি গড়াই আমাদের বাঙালির শিকড়, ঐতিহ্য আর ভক্তির মিলনক্ষেত্র।










আদানি পাওয়ারের বিশাল বিনিয়োগে বিহারে আসছে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রবিহারের ভাগলপুর জেলার পিরপাইনতিতে প্রায় ২৬,৪৮২ কোট...
13/09/2025

আদানি পাওয়ারের বিশাল বিনিয়োগে বিহারে আসছে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র

বিহারের ভাগলপুর জেলার পিরপাইনতিতে প্রায় ২৬,৪৮২ কোটি টাকার বিনিয়োগে একটি বড় বিদ্যুৎকেন্দ্র গড়তে চলেছে আদানি পাওয়ার। পরিকল্পনায় রয়েছে ২৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা, যার জন্য তিনটি ৮০০ মেগাওয়াটের ইউনিট বসানো হবে।

বিহার স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানির সঙ্গে ২৫ বছরের পাওয়ার সাপ্লাই চুক্তি হয়েছে, যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধার্য হয়েছে ৬.০৭৫ টাকা। আগামী পাঁচ বছরের মধ্যে উৎপাদন শুরু হওয়ার কথা।
প্রকল্প চলাকালীন প্রায় ১০-১২ হাজার মানুষের অস্থায়ী কাজ হবে এবং প্ল্যান্ট চালু হলে স্থায়ীভাবে প্রায় ৩০০০ মানুষের কর্মসংস্থান হবে।

তারকেশ্বর মির্জাপুরে রাস্তার অবস্থা খুবই খারাপ,প্রতিমা শিল্প তে এর খারাপ প্রভাব পড়ছে।হুগলি জেলার তারকেশ্বরের মির্জাপুর এ...
13/09/2025

তারকেশ্বর মির্জাপুরে রাস্তার অবস্থা খুবই খারাপ,প্রতিমা শিল্প তে এর খারাপ প্রভাব পড়ছে।
হুগলি জেলার তারকেশ্বরের মির্জাপুর এলাকায় এখন এক নতুন সমস্যায় জর্জরিত মানুষ জন।রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বড় গর্ত-খানাখন্দের জন্য মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া দুস্কর হচ্ছে। “মিনি কুমোরটুলি” নামে পরিচিত এই এলাকার প্রায় ২০০ জন মৃৎশিল্পী উল্লেখ করেছেন যে, প্রতিমা নির্মাণ ও গন্তব্যে পৌঁছানর কাজটি এখন বিপদজনক হয়ে দাঁড়িয়েছে।
ধনেখালির পারামবুয়া থেকে লোকনাথ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার পুরো অংশ জুড়ে রয়েছে বড়-বড় গর্ত।
অনেক পূজা কমিটি অর্ডার বাতিল করেছে ,এবং প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও মেরামতের কাজ হয়নি বলেই জানিয়েছেন শিল্পীরা।
পঞ্চায়েত ও ব্লক প্রশাসন অবশ্য প্রতিমা শিল্পীদের সাথে কথা বলেছেন। তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ অধিকারী জানিয়েছেন, পুজোর আগে রাস্তা মেরামতের পরিকল্পনা নেওয়া হচ্ছে, দ্রুত কাজ শুরু হবে।

আবার ও ফিল্মে প্লে-ব্যাক আশার!
13/09/2025

আবার ও ফিল্মে প্লে-ব্যাক আশার!

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ১২০টি গ্রেড বি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুর...
13/09/2025

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) ১২০টি গ্রেড বি অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর ২০২৫ থেকে এবং চলবে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এই নিয়োগের মধ্যে রয়েছে— গ্রেড বি (জেনারেল-ডিআর) ৮৩টি পদ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিকস অ্যান্ড পলিসি রিসার্চে ১৭টি পদ এবং স্ট্যাটিসটিকস অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টে ২০টি পদ।

যোগ্যতা: জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও ন্যূনতম ৬০% নম্বর প্রয়োজন। সংশ্লিষ্ট বিভাগ অনুযায়ী অর্থনীতি, ফাইন্যান্স, পরিসংখ্যান বা গণিত-অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাও লাগবে।
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের জন্য ২১–৩০ বছর, অভিজ্ঞ ও বিশেষ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর এবং পিএইচডি ডিগ্রিধারীদের জন্য ৩৪ বছর পর্যন্ত ছাড় থাকবে।

পরীক্ষা ও নির্বাচন প্রক্রিয়া: নিয়োগ হবে দুটি অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে। প্রথম ধাপের পরীক্ষা ১৮ ও ১৯ অক্টোবর এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ৬ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

আবেদন করতে হবে RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

এশিয়া কাপ ২০২৫-এ ভারত–পাকিস্তান ম্যাচে বোর্ডের “অদৃশ্য” বয়কটের সম্ভাবনাপাহলগাম সন্ত্রাস হামলার পর জনরোষের কারণে বিসিসিআই...
13/09/2025

এশিয়া কাপ ২০২৫-এ ভারত–পাকিস্তান ম্যাচে বোর্ডের “অদৃশ্য” বয়কটের সম্ভাবনা

পাহলগাম সন্ত্রাস হামলার পর জনরোষের কারণে বিসিসিআই ভারত–পাকিস্তান ম্যাচে অদৃশ্য বয়কট করতে পারে বলে সূত্রের খবর।

শীর্ষ বোর্ডকর্তারা দুবাই পৌঁছাননি, অনেকেই নাকি ম্যাচে উপস্থিত হবেন না—এভাবেই প্রতিবাদের বার্তা পাঠানো হতে পারে।

তবে বিসিসিআই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বয়কট ঘোষণা করেনি।

বঙ্গবাসী মর্নিং কলেজে অধ্যক্ষ নিয়োগ সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগঅধ্যক্ষ পদের এক প্রার্থী অভিযোগ করেছেন, সাক্ষাৎকারে তাঁক...
13/09/2025

বঙ্গবাসী মর্নিং কলেজে অধ্যক্ষ নিয়োগ সাক্ষাৎকারে দুর্নীতির অভিযোগ

অধ্যক্ষ পদের এক প্রার্থী অভিযোগ করেছেন, সাক্ষাৎকারে তাঁকে হুমকি দেওয়া হয়েছে এবং অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে।

প্রার্থীর দাবি, ক্ষমাপ্রার্থনা না করলে মেধাতালিকা থেকে নাম কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।

এ নিয়ে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে অভিযোগপত্র পাঠানো হয়েছে, যদিও অভিযুক্ত কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করেছেন।

মালদার পাঁচ পুজো কমিটির টাকা নিয়ে কলকাতার ডেকোরেটরের গা-ঢাকামালদার পাঁচটি পুজো কমিটি অভিযোগ করেছে, কলকাতার এক ডেকোরেটর প...
13/09/2025

মালদার পাঁচ পুজো কমিটির টাকা নিয়ে কলকাতার ডেকোরেটরের গা-ঢাকা

মালদার পাঁচটি পুজো কমিটি অভিযোগ করেছে, কলকাতার এক ডেকোরেটর প্রায় ২০–২৫ লাখ টাকা অগ্রিম নিয়েও কাজ শেষ না করে পালিয়ে গিয়েছেন।

তাঁর ফোন বন্ধ, অবস্থান অজানা—ফলে কমিটিগুলি বিপাকে পড়েছে।

দুর্গাপুজো শুরু হতে আর মাত্র ১৪ দিন বাকি থাকায় তাঁরা থানায় এবং জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন।

বরাহনগর লোল্যান্ড-পুজোর থিম হলো “বাংলার মুখ”এই বছরের দুর্গাপুজোতে বরাহনগরের লোল্যান্ড পুজোর নতুন থিমবরাহনগর লোল্যান্ড দু...
12/09/2025

বরাহনগর লোল্যান্ড-পুজোর থিম হলো “বাংলার মুখ”

এই বছরের দুর্গাপুজোতে বরাহনগরের লোল্যান্ড পুজোর নতুন থিম

বরাহনগর লোল্যান্ড দুর্গোৎসব কমিটি ঘোষণা করেছে, ২০২৫ সালের পুজোর জন্য তাদের থিম রাখা হবে “বাংলার মুখ”, যা বঙ্গের জনজীবন, সংস্কৃতি ও মুখমণ্ডলের বৈচিত্র্যকে তুলে ধরবে।

এই পুজোর আয়োজনগুলি শুধু দর্শনীয় নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্প ও সমাজের সঙ্গে সংযোগের প্রতিফলন হবে বলে কমিটির সদস্যরা আশা করছেন

Address

3 Nawab Abdul Latif Stree, Belgharia
Kolkata
700056

Telephone

+919432527949

Alerts

Be the first to know and let us send you an email when News IKON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News IKON:

Share