Global 24x7

Global 24x7 News /media

29/06/2025
ভুবনেশ্বর থেকে কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা। দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমানভুবনেশ্বর থেকে কলকাতা গামী 6E6101 ই...
18/06/2025

ভুবনেশ্বর থেকে কলকাতাগামী বিমানে পাখির ধাক্কা। দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইন্ডিগোর বিমান

ভুবনেশ্বর থেকে কলকাতা গামী 6E6101 ইন্ডিগো বিমানটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় এবং এর ফলে বিমানটি যাত্রা বাতিল করতে হয়। আজ বিকেল সোয়া চারটে নাগাদ ইন্ডিগো বিমানটি যখন ভুবনেশ্বর এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় সেই সময় বিমানের সঙ্গে একটি পাখির ধাক্কা লাগে। তৎক্ষণাৎ পাইলট এটিসি কে গোটা বিষয়টি জানায়। কোন রকম ঝুঁকি না নিয়ে এটিসি বিমানটিকে যাত্রা স্থগিত রাখার নির্দেশ দেয়। এর পরে বিমানটিকে রানওয়ে থেকে পার্কিং বেতে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। সন্ধ্যে সাতটা নাগাদ বিমানটির কলকাতা পৌঁছানোর কথা ছিল।

অবশেষে দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার সরাসরি শিয়ালদা থেকে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে শিয়ালদা অবধি ছু...
13/06/2025

অবশেষে দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার সরাসরি শিয়ালদা থেকে জলপাইগুড়ি এবং জলপাইগুড়ি থেকে শিয়ালদা অবধি ছুটবে ট্রেন।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ জুন এই নসিপুর ব্রিজের ওপর দিয়ে ছুটবে উত্তরবঙ্গগামী ট্রেন। এদিন বিকেল ৪টে নাগাদ জলপাইগুড়ি রোড থেকে শুরু হবে সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটির যাত্রা। এরপর সেটি নসিপুর ব্রিজ হয়ে শিয়ালদা ঢুকবে ভোর ৪:১৫ মিনিট নাগাদ।

ট্রেন নম্বর ০৩১১৬ প্রতি শুক্রবার রাত ১১:৪০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে শনিবার দুপুর ১২:১৫ মিনিটে জলপাইগুড়ি রোড পৌঁছবে। পরের দিন, শনিবার রাত ৮:৩০ মিনিটে জলপাইগুড়ি রোড থেকে রওনা দিয়ে রবিবার সকাল ৮:১০ মিনিটে পৌঁছবে শিয়ালদহ। ট্রেনে থাকবে ১৯টি কোচ, যার মধ্যে ১৬টি এসি থ্রি-টিয়ার। জেনারেল ও স্লিপার কোচ থাকবে কিনা সে বিষয়ে এখনও অবধি কিছু জানা যায়নি। ট্রেনটি যাত্রাকালে নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, সামসি, মালদহ, নিউ ফরাক্কা, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর কোর্ট, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, শিয়ালদহে থামবে বলে খবর।

রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে ...
24/05/2025

রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

ঝাড়খণ্ডের চাইবাসার এমপি-এমএলএ আদালত রাহুল গান্ধীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করল। এর পাশাপাশি ২৬ জুন তাঁকে আদালতে হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গতঃ ২০১৮ সালে একটি ভাষণ দিয়েছিলেন রাহুল। সেই ভাষণের পরিপ্রেক্ষিতেই বিজেপি নেতা প্রতাপ কুমার তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলাতেই এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।

আদালতের নির্দেশ অমান্য, বিচারপতি সম্পর্কে কুমন্তব্য এবং নিজের মক্কেলকে আদালতের নির্দেশ কার্যকর না করার পরামর্শ দেওয়ার ক...
24/05/2025

আদালতের নির্দেশ অমান্য, বিচারপতি সম্পর্কে কুমন্তব্য এবং নিজের মক্কেলকে আদালতের নির্দেশ কার্যকর না করার পরামর্শ দেওয়ার কারণে কলকাতা হাই কোর্টের এক আইনজীবীকে কারাবাসের সাজা দিলেন বিচারপতি কৌশিক চন্দ। শুক্রবার আইনজীবী অরুণাংশু চক্রবর্তীকে চার দিনের জেল খাটার নির্দেশ দেয় আদালত। বিচারপতি চন্দ শেরিফের মাধ্যমে ওই আইনজীবীকে এজলাস থেকেই গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দেন।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি মামলায় এক অধ্যাপকের হয়ে হাই কোর্টে দাঁড়ান অরুণাংশু। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মামলায় হেরে যাওয়া সত্ত্বেও ওই অধ্যাপককে ভুল পরামর্শ দেন। তিনি জানান, হাই কোর্ট নির্দেশ দিলেও তা পালন করার প্রয়োজন নেই। অনেক মামলায় দেখা গিয়েছে আদালতের নির্দেশ পালন না করলে কিছুই হবে না। এমনকি এক রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলাতেও ওই আইনজীবী একই পরামর্শ দিয়েছিলেন মক্কেলকে।

এ ছাড়া সামাজিক মাধ্যমে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের নামে কুৎসা করার অভিযোগ ওঠে অরুণাংশুর বিরুদ্ধে। ফেসবুকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য তথা কর্নাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও কুৎসা করেন।বিচারপতি কৌশিক চন্দ সম্পর্কে কুমন্তব্য করেন তিনি। বিশ্ববিদ্যালয় তাঁর বিরুদ্ধে আদালতে হলফনামা দেয়। এ

বর্তমানে হাই কোর্টে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলা শুনছেন বিচারপতি চন্দ। তাঁর এজলাসে মামলায় পরাজিত হওয়ায় বিচারপতি সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ ওঠে ওই আইনজীবীর বিরুদ্ধে। শুক্রবার বিশ্ববিদ্যালয় আইনজীবীর বিরুদ্ধে আদালতে হলফনামা জমা দেয়। সেখানে আইনজীবীর পরামর্শের বিষয়টি উল্লেখ করে তারা। চাপের মুখে পড়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেননি আইনজীবী। নিজের কাজের জন্য আদালতের কাছে তিনি ক্ষমা চাইতেও নারাজ। শেষমেশ বিচারপতি ওই আইনজীবীকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেন।

আইনজীবী অরুণাংশু এর আগেও বিচারপতিদের সমালোচনার মুখে পড়েছিলেন। তাঁর আচার-ব্যবহার নিয়ে সতর্ক করেছিলেন বিচারপতিরা। অভিযোগ, সেখানেও মক্কেলকে আদালতের নির্দেশ না মানার পরামর্শ দিয়েছিলেন তিনি। সেই সময় রেহাই দিয়েছিল আদালত। তার পরেও আবার একই ধরনের ঘটনা ঘটালেন ওই আইনজীবী।

ভাঙড় ডিভিশনের মনিটরিং সেলের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, পোলেরহাট থানার পুলিশ, ৬ নং হাতিশালা লেনের কাছে একটি গাড়ি আটক ...
24/05/2025

ভাঙড় ডিভিশনের মনিটরিং সেলের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, পোলেরহাট থানার পুলিশ, ৬ নং হাতিশালা লেনের কাছে একটি গাড়ি আটক করে। গাড়ি থেকে ৫১ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ির চালকসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এনডিপিএস আইন অনুযায়ী পোলেরহাট থানায় একটি কেস রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

জানিয়েছে কলকাতা পুলিশ

Address

Kolkata
700074

Alerts

Be the first to know and let us send you an email when Global 24x7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global 24x7:

Share