Observation knowledge

Observation knowledge কম্পিটিটিভ এক্সামের প্রয়োজনীয় ইনফরমেসন পেতে সঙ্গে থাকুন

আমরা সাধারণত শিক্ষা সম্পর্কিত ইনফরমেশন দিয়ে থাকি! আশাকরি এতে কারো ক্ষতি হচ্ছেনা, যদি আপনার পেজটির গুরুত্ব ভালো মনেহয় তবে অবশ্যই পেজটি like করতে পারেন
এবং বন্ধুদের পেজটিতে আমন্ত্রণ করতে পারেন!

আমাদের YouTube Channel link:- https://youtube.com/channel/UCDzqnwhgw8gFBjkxvIzjT-Q

Facebook Group link:-
https://www.facebook.com/groups/1259880880819836/members/

23/07/2025

পোস্ট মাস্টার থেকে IIS অফিসার অভিজিৎ চৌধুরী।বর্তমানে তিনি ভারতীয় রেলে কর্মরত। কর্মস্থলের দায়িত্ব সামলে এ বার তিনি আই আই এস পরীক্ষায় নবম স্থান অধিকার করেন।(UPSC: Senior Grade of Indian Information Service-- Rank 9)

📍মালদা

23/07/2025

*UGC NET JRF 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ কাটোয়ার গর্ব নিলুফা ইয়াসমিন*
সাফল্যের শিখরে উঠে গোটা কাটোয়া শহরকে গর্বিত করলেন নিলুফা ইয়াসমিন। সর্ব ভারতীয় স্তরের অন্যতম কঠিন প্রতিযোগিতা UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করেছেন তিনি। কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দা নিলুফার এই কৃতিত্বে উৎসবে মেতেছে তার পরিবার, পাড়া, এমনকি গোটা শহর।
এই চূড়ান্ত সাফল্যের পেছনে রয়েছে এক অবিচল মনোযোগ, কঠোর অধ্যবসায় আর অদম্য জেদ। নিলুফা জানিয়েছেন, এর আগেও দু’বার তিনি এই পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ফল আশানুরূপ হয়নি। অনেকেই হয়তো সেখানেই থেমে যেতেন কিন্তু নিলুফা থামেননি। বরং প্রতিবার ব্যর্থতার পর নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন, নিজের ভুলগুলো বিশ্লেষণ করে এগিয়ে গেছেন।
তিনি বলেন,প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব। এবারের প্রস্তুতিতে ছিল দৃঢ় লক্ষ্য শুধুই পাশ নয়, শীর্ষে পৌঁছানোর।
ফলাফল প্রকাশের দিন
ফল প্রকাশের পর প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি নিলুফা। তাঁর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ দেখে আনন্দে চোখে জল আসে পরিবারের সদস্যদের। মা-বাবা, শিক্ষক, প্রতিবেশী সবাই উচ্ছ্বাসে ভেসেছেন। ছোট শহর থেকে উঠে এসে সর্বোচ্চ র‍্যাংক অর্জন করা যেন স্বপ্নের মতো।
নিলুফা শুরু থেকেই পড়াশোনার প্রতি অত্যন্ত মনোযোগী ছিলেন। স্কুল জীবন থেকেই তিনি ছিলেন মেধাবী। পরবর্তীতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরেও তিনি বরাবরই অসাধারণ ফল করেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগ্রহ থেকেই তিনি UGC NET ও JRF-এর প্রস্তুতি শুরু করেন।
ভবিষ্যতের পরিকল্পনা
এই সাফল্যের পর কী পরিকল্পনা? উত্তরে নিলুফা বলেন,দেশের একজন শিক্ষিকা হিসেবে গবেষণায় অবদান রাখতে চাই। উচ্চশিক্ষার জগতে কিছু অর্থবহ কাজ করতে চাই। ভবিষ্যতে পিএইচ.ডি-তে ভর্তি হয়ে গবেষণার মাধ্যমে সমাজে কিছু ফিরিয়ে দেওয়াই এখন লক্ষ্য।
নিলুফার এই কৃতিত্ব কাটোয়ার মতো শহরের শিক্ষিত তরুণ-তরুণীদের কাছে এক বড় অনুপ্রেরণা। প্রমাণ করে দিলেন প্রতিভা,পরিশ্রম ও সাহস থাকলে সীমাবদ্ধতা কোন বাধা হতে পারে না। তাঁর এই সাফল্যে আজ শুধু তাঁর পরিবার নয়, গোটা কাটোয়া গর্ব অনুভব করছে।
নিলুফার গল্প হাজারো শিক্ষার্থীর জন্য এক উদাহরণ বারবার ব্যর্থ হলেও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে গেলে সাফল্য ধরা দিতেই পারে। তাঁর এই অধ্যবসায় ও অর্জন ভবিষ্যতের পথপ্রদর্শক হয়ে থাকবে।
বাঙালির মেধা আর লড়াইয়ের জয়গাথায় লেখা থাকুক নিলুফা ইয়াসমিনের নাম স্বর্ণাক্ষরে।

©সংগৃহীত

23/07/2025
21/07/2025

উপরাস্ট্রপতি থেকে পদত্যাগ করলেন
জগদীপ ধনখড়

Psc 🥱
19/07/2025

Psc 🥱

পুরুলিয়া পাহাড়ের জিলিংসেরেং গ্রামের মালতি মুর্মু গরিব বাচ্চাদের জন্য ঘরকেই বানিয়ে তুলেছেন বিনা পয়সার বিদ্যালয়।গ্ৰাম...
08/07/2025

পুরুলিয়া পাহাড়ের জিলিংসেরেং গ্রামের মালতি মুর্মু গরিব বাচ্চাদের জন্য ঘরকেই বানিয়ে তুলেছেন বিনা পয়সার বিদ্যালয়।গ্ৰামের ৮৫ টি পরিবারের ছেলেমেয়েদের পড়াশোনার দায়িত্ব মালতি মুর্মুর কাঁধে
পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের Hilltop থেকে ২৫ কিমি দূরে বিচ্ছিন্ন গ্ৰাম জিলিং সেরেং। সেই গ্ৰামের গৃহবধূ নিজের ২ মাসের ছোট্ট বাচ্চাকে নিয়ে প্রায় ৬০ জন ছাত্রীদের নিয়ে বিনামূল্যে স্কুল চালাচ্ছেন। গ্ৰাম থেকে বিদ্যালয় দূরবর্তী হওয়ায় বাচ্চারা নিয়মিত স্কুলে যেতে পারে না। ২০২০ সালে লক ডাউনের সময় শিশুরা যখন বইএর পাতা থেকে মুখ সরিয়ে নিয়েছে। তখন তিনি সিদ্ধান্ত নেন আমি গ্ৰামে ছেলেমেয়েদের বিনাপয়সায় পড়াবো। কয়েকজনকে নিয়ে পড়ানো শুরু করেন। তারপর ধীরে ধীরে গ্ৰামের সমস্ত শিশুরা পড়াশোনা করতে শুরু করেন মালতী দিদিমনির কাছে।
প্রথমের দিকে স্বামীর আপত্তি থাকলেও মালতীর অদম্য ইচ্ছাশক্তির কাছে স্বামী সহমত পোষণ করেন। তারপর স্ত্রীর পাশে দাঁড়িয়ে মালতীকে সাহায্য করতে থাকেন।
প্রতিকূল পরিবেশকে কাটিয়ে বর্তমানে মালতী দিদিমনি শুধুমাত্র গ্ৰামের গর্ব নয়, আমাদের ভারতবর্ষের গর্ব। শ্রদ্ধা ও নমস্কার জানাই।
9382396722 মালতি মুর্মুর নাম্বার,পারলে পাশে দাঁড়ান ।
সূত্র : Dil Khan দীল খান
ভিডিও লিংক : https://www.facebook.com/share/v/1CARSraW7n/

★★★★★★




হাজারটা মেয়ের সুখের সংসার আবার ভাঙ*ল! 🙂ভুয়ো পুলিশ 😂
03/07/2025

হাজারটা মেয়ের সুখের সংসার আবার ভাঙ*ল! 🙂
ভুয়ো পুলিশ 😂

মেয়েটার b***s বড়, এর মানে কোনো ছেলে grab করে বড় করছে.?..ছেলে বেশি রাতে বাসায় back করে, এর মানে ছেলে নেশা করে.?..s*x এর স...
02/07/2025

মেয়েটার b***s বড়, এর মানে কোনো ছেলে grab করে বড় করছে.?..ছেলে বেশি রাতে বাসায় back করে, এর মানে ছেলে নেশা করে.?..s*x এর সময় blood বের হয় নাই, এর মানে সেই মেয়ে ভার্জিন না.?..একটা exam এ ফেইল করছে, এর মানে ও লাইফে কিছু করতে পারবে না.ক্যারিয়ার নাই ওর?..একটা মেয়ে celebrity, এর মানে সে s*xual relation এ আছে.অবশ্যই চরিত্র খারাপ,এভেইলেবেল ?..একটা মানুষ depressed, এর মানে রিলেশন ব্রেকাপের জন্য.?..একটা মেয়ে ডিভোর্সি তার মানে সে অবশ্যই চরিত্রহীনা?..একটা ছেলে smoke করে, এর মানে সে আরো খারাপ কাজও করে পারে.?..একটা মেয়ে r***d হইছে, এর মানে সে তার ড্রেস এর জন্য r***d হইছে.?..একটা ছেলের just ভালো degree আছে, এর মানে সেই ছেলেটা ভালোই হবে.?..সে কালো বলে কি তার life partner পাবে না.?..একটা মেয়ে একা স্ট্রাগল করে লাইফ লিড করতেছে তারমানে সে অবশ্যই মডার্ন পস্টিটিউট,, মর্জিমতন ফূর্তি করে চলতে চায় ?..n**e viral হইছে মানেই অই মেয়ে টা মাগি.?
মানুষ কে judge করার আগে নিজেকে দেখ,
কতো lifeless তুই,, (Sorry to say This.)
যে যেভাবে life experience করতেছে,
only সেই জানে, what's actually happen in their life,,
so কাউকে কিছু বলার আগে use your fu***ng brain and see things as it is..
f**k this system and f**k those rules!
F**k This fu***ng people.
End of the day nobody gives a sh*t😊.
এইসব মনগড়া ব্লেমিং গেইম গোটা একটা জেনারেশনকে আমাদের সুইসাইডাল করে দিচ্ছে ,তোরা কি জানিস।
হয়তো না! খোজ নিয়ে দেখেন।
মানুষকে ভিতর থেকে শেষ করে দেয়।

25/06/2025

ইনি হলেন মুর্শিদাবাদে তৃণমূলের বিজয় উল্লাসে গোলাবারুদে বিধ্বস্ত তামান্নার মা। বিধায়ক ও প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবীরের চেক প্রত্যাখ্যান করলেন।
তিনি প্রমান করলেন শিরদাড়া বিক্রি নেই 🙏

18/06/2025

ওমা 🥴

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Observation knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Observation knowledge:

Share

Category