Observation knowledge

Observation knowledge কম্পিটিটিভ এক্সামের প্রয়োজনীয় ইনফরমেসন পেতে সঙ্গে থাকুন

আমরা সাধারণত শিক্ষা সম্পর্কিত ইনফরমেশন দিয়ে থাকি! আশাকরি এতে কারো ক্ষতি হচ্ছেনা, যদি আপনার পেজটির গুরুত্ব ভালো মনেহয় তবে অবশ্যই পেজটি like করতে পারেন
এবং বন্ধুদের পেজটিতে আমন্ত্রণ করতে পারেন!

আমাদের YouTube Channel link:- https://youtube.com/channel/UCDzqnwhgw8gFBjkxvIzjT-Q

Facebook Group link:-
https://www.facebook.com/groups/1259880880819836/members/

19/09/2025

২০১২ সালে রাজ্যে প্রাথমিক স্কুল ছিল ৭৪,৭১৭ টি
২০২৫ সালে রাজ্যে প্রাথমিক স্কুল আছে ৪৯,৩৬৮ টি
১৩ বছরে ২৫,৩৪৯ টি স্কুল কমেছে কিন্তু এলাকায় এলাকায় মদের দোকান বেড়েছে!

টিউটরদের জন্য কিছু পরামর্শ:১ . সামর্থ্যবান ফ্যামিলিতে কখনো ন্যায্য রেটের চাইতে কম বেতনে পড়াবেন না। কম বেতনে পড়ালে মার্কে...
17/09/2025

টিউটরদের জন্য কিছু পরামর্শ:
১ . সামর্থ্যবান ফ্যামিলিতে কখনো ন্যায্য রেটের চাইতে কম বেতনে পড়াবেন না। কম বেতনে পড়ালে মার্কেট নষ্ট হয়ে যায়। তবে যদি ফ্যামিলি যদি গরীব হয় তাহলে কিছু কম রাখবেন।

২. কখনো নির্ধারিত সময়ের চেয়ে বেশি পড়াবেন না। মনে করুন, আপনার নির্ধারিত সময় ১ ঘন্টা। কিন্তু আপনি টানা তিনদিন ১ ঘন্টা ১০ মিনিট পড়ালেন,এরপর চতুর্থ দিন ১ ঘন্টা পড়ালেন। এতেই দেখবেন অভিভাবক মাইন্ড করে বসবে। কারন তখন সে ১ ঘন্টা ১০ মিনিটকেই নির্ধারিত সময় ধরে নিবে।

৩. বছর শেষে বেতন বাড়ানোর কথা বলতে সংকোচ করবেন না।

৪. অভিভবকের সাথে দিনের চুক্তি করবেন না। সিলেবাস কমপ্লিটের চুক্তি করবেন। বলবেন, "ক্লাস,পরীক্ষা,অসুস্থতা ইত্যাদি কারনে আমার মাঝেমধ্যে বন্ধ যেতে পারে। তবে আমি সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে দিবো"।

৫. কখনো টানা দুই মাস বেতন ঝুলিয়ে রাখবেন না। প্রতি মাসের বেতন প্রতি মাসের শেষে দ্রুত বুঝে নিবেন। নাহলে আপনি তাদের কাছে আটকা থাকবেন। এছাড়া, অনেক সময় অভিভাবক অস্বীকার করতে বসতে পারে।

৬. কখনো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে টিউশনি করবেন না। যথাযথ সম্মান না পেলে সেই স্থান ত্যাগ করুন।

৭. আপনি যেই সাবজেক্ট পড়ান সেই সাবজেক্ট যদি অন্য টিচার দিয়েও পড়ায় তাহলে সেই টিউশনি করাবেন না। কারন, এক্ষেত্রে আপনার একার পরিশ্রমে শিক্ষার্থী ভালো রেজাল্ট করলে সেটার ক্রেডিট অন্য শিক্ষকও পাবে।

৮. পড়াতে গিয়ে নাশতার প্রত্যাশা করবেন না। কারন তারা খাবার খাওয়াতে বাধ্য নয়। তাই খাবার না দিলে মাইন্ড করবেন না।

৯. যদি কোনো ফ্যামিলি সামর্থ্যবান হওয়া সত্ত্বেও আপনাকে সস্তা/অল্প পরিমানে খাবার দেয় তাহলে এটা এক ধরনের অপমান। এই ক্ষেত্রে তাদেরকে খাবার দিতে নিষেধ করে দিবেন।

১০. অবশ্যই নিজে প্রস্তুতি নিয়ে তারপর পড়াতে যাবেন। নাহলে পড়াতে গিয়ে আটকে গেলে লজ্জিত হতে পারেন।

১১. শিক্ষার্থীর ব্রেইন ভালোনা তবুও তাকে ক্লাসে টপ করাতেই হবে, অভিভাবকদের এমন মানসিকতা থাকলে সেই টিউশনি বর্জন করুন।

১২. অতিরিক্ত টিউশনি করে নিজের ক্যারিয়ারের বারোটা বাজাবেন না। প্রয়োজনীয় সংখ্যক টিউশনির পাশাপাশি নিজের একাডেমিক রেজাল্ট ঠিক রাখুন, বিভিন্ন স্কিল শিখুন, জব প্রিপারেশন নিন।

১৩. যারা ছেলে টিচার আছেন তারা কখনোই ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করবেন না। আপনাদের কারনে অন্যান্য ছেলে টিচারদের বদনাম হয়, তাদের টিউশনি পাওয়া কঠিন হয়ে যায়।

16/09/2025
সুপার ৪-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন   এর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর   -এর ফাইনালে স্থান নিশ্চিত করার জন্য ভারতীয় হকি দলকে...
14/09/2025

সুপার ৪-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর -এর ফাইনালে স্থান নিশ্চিত করার জন্য ভারতীয় হকি দলকে অভিনন্দন। দলটি কাপ জয়ের জন্য তাদের জয়ের ধারা অব্যাহত রাখুক। ফাইনাল ম্যাচের জন্য দলকে শুভকামনা।

11/09/2025

এ যেনো বাংলাদেশের কপি 🧐

Hockey Asia Cup 2025Congratulations Team India 🇮🇳🎉   Hockey India Asian Hockey Federation International Hockey Federatio...
08/09/2025

Hockey Asia Cup 2025
Congratulations Team India 🇮🇳🎉


Hockey India
Asian Hockey Federation
International Hockey Federation (FIH)

Address

Kolkata
700011

Alerts

Be the first to know and let us send you an email when Observation knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Observation knowledge:

Share

Category