
15/07/2024
“গেলে যাক”——
থাকার হলে এমনিই থাকবে......"
এমন চিন্তা ভাবনা কারোর থাকলে সে কখনোই ম্যাচিওর নয়.....
নিজেদের মাঝে কথা বলে সব মিটিয়ে নেওয়াটাই আসলে ভালোবাসা, আর সেটাই প্রকৃত ব্যক্তিত্বের উদহারণ.....
কারণ ম্যাচিওর মানুষ কখনোই ভালোবাসার একমাত্র অবলম্বনকে হারিয়ে ফেলতে চায় না....🥺
কারণ, হারিয়ে ফেলতে সবাই পারে কিন্তু ধরে রাখতে সবাই পারে না.....
আর যারা শেষ পর্যন্ত থেকে যেতে চায় তাদের মাথায় তুলে রাখতে হয়। অবহেলায় নয়....❤️
একে অপরের দোষগুলোকে ঢেকে একে অপরের গুন গুলোকে তুলে ধরো, আমরা সবাই মানুষ ভগবান নই তো সবসময় সবকিছু পারফেক্ট করব। কিছু জিনিস ভুলে যেতে হয়। তবেই জীবনে ভালো থাকা যায়....💙
তাই ফোন গুলোকে সাইডে রেখে পাশের মানুষটাকে সময় থাকতে সময় দিতে শেখো, ভালবাসতে শেখো, সম্পর্ক এমনিতেই সুন্দর হবে...... মনের শান্তি বজায় থাকবে... তাকে হাসতে দেখলে তোমারও মনে খুশি অনুভূতি হবে।💚