20/09/2025
ফোনে আদিত্যের সাথে পরমার কথা শুনে, পরমা আদিত্যকে ভালোবাসে জানতে পেরে, পরের দিনই মেলেটারিতে চলে গেল অভ্র। সুদীপা ও জেনে গেল আদিত্য ও পরমার সম্পর্ক।
হিমাদ্রি রেগে গিয়ে সুদিপাকে অনেক কথা শোনায়। সুদিপা কান ধরে ক্ষমা চাইলে হিমাদ্রি বাবু সুদীপাকে আদিত্যের কাছে গিয়ে ক্ষমা চাইতে বলে।
অন্যদিকে গৃহপ্রবেশ করে পরমা। মনে মনে ভাবে আমি তো তোমার ঘরে এসেছে আদিত্য। আমার আর কোন কষ্ট নেই। এই কথা কেউ জানবে না।
কাল রাত্রিতে অভ্র পরমার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। কিন্তু পরমার মনে শুধুই আদিত্য। পরমা আদিত্যকে ফোন দেয় সুদিপার কথা জানতে চায়। সুদিপা আদিত্যের কাছে ক্ষমা চাইতে আসলে, আড়াল থেকে পরমা আর আদিত্যের কথা শুনে ফেলে।
অন্য দিকে পরমাকে উপহার দিতে এসে ফোনে পরমার আদিত্যের কথা শুনে ফেলে অভ্রে। পরমা আদিত্যকে বলে আমি তো তোমাকে ভালবেসেছি আদিত্য। আমি তোমার ভাইয়ের সাথে কিভাবে থাকবো। এই কথা শুনে অভ্রের পুরো পৃথিবী এলোমেলো হয়ে যায়।
অভ্রকে পিছনে দেখে ভয় পেয়ে যায় পরমা, অভ্র পরমাকে কিছু বুঝতে না দিয়ে শুধু বলে আমি কালকেই চলে যাব। আমাদের ফুলশয্যাটা হলো না। এক বুক কষ্ট নিয়ে পরের দিন মিলিটারি তে চলে গেল অভ্র।
অন্যদিকে আদিত্য সুদীপাকে দেখে বলে আপনি কি আমার কথা আরে পেতে শুনছিলেন। সুদীপা বলে না আমি শুধু আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আদিত্য বলে ক্ষমা চাওয়া হয়ে গেছে তাহলে চলে যান । আমার মেজাজ এমনি খারাপ।
সুদীপা বলে মেজাজ খারাপ হলে সেটা আপনি পরমাকে বলুন। আমাকে কেন বলছেন। আদিত্য সুদিপাকে বাড়িতে পৌঁছে দিতে চাইলে। সুদীপা বলে আপনি আমার জন্য অনেক করেছেন আর করতে হবে না। আমার জীবনের দায়িত্ব আপনাকে নিতে হবে না। অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
Anurager Chowa Today Episode
অনুরাগের ছোঁয়া আজকের পর্ব
অনুরাগের ছোঁয়া, Anurager Chhowa Today Episode,
অনুরাগের ছোঁয়া আগামী পর্ব, Anurager Chhowa
Anurager Chowa New Promo
#অনুরাগেরছোঁয়া #স্টারজলসা