AM miss

AM miss Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AM miss, Video Creator, KOLKATA.

05/09/2025

Celebrating my 3rd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

25/06/2025

Shohag2.5 #জীবনযোদ্ধা20moment

15/06/2025

পুরো ভিডিও টা দেখুন

12/06/2025

হিন্দু সাস্ত্রের গোমাংশ খাওয়া নিয়ে কিছু কথা বিদ্যাসাগর ফ্লিম থেকে ছোট্ট একটি পার্ট তুলে ধরলাম আপনাদের মাঝে

06/06/2025

দেশ ও দেশের বাইরে থাকা সকল বন্ধুদের জানাই ঈদুল আযহা মোবারকবাদ ও শুভেচ্ছা

05/06/2025

কুরবানি দাতাদের কিছু সতর্ক বার্তা আপনারা সকলে শুনবেন স কথা গুলো

27/05/2025

পাসপোর্ট জটিলতার কারনে লোকটিকে (হজযাত্রী) নিরাপত্তা বাহিনিরা আটকে দেয়। তাকে ছাড়াই উড়াল দেয় বিমান,তখন সে কান্না করতে থাকেন। নিরাপত্তা বাহিনিরা তাকে শান্তনা দিয়ে বলেন" মন খারাপ করোনা,আল্লাহ হয়তো তোমার জন্য এবারের হজ্জ কবুল করেনি। -লোকটি উত্তর দেয়,আমি হজ্জের নিয়তে এসেছি,আমার বিশ্বাস বিমান আবার ফেরত আসবে আমাকে নিতে। পরক্ষণেই খবর এলো যান্ত্রিক ত্রুটি থাকার কারনে বিমান পুনরায় ফেরত আসছে।

আসার পর ত্রুটি সেরে নেয় এবং ক্যাপ্টেইন তাকে না নিয়ে প্লেন নিয়ে ২ বারের মতো উড়াল দেয়।

এরপর ঝড়ের কারনে বিমান আবার ৩য় বারের মতো ফিরে এসে জরুরি অবতরন করেন। এরপর ক্যাপ্টেইন ওই যাত্রীকে বলেন " আল্লাহর কসম আমি আর উড়বোনা,যতোক্ষণ না আপনি প্লেনে উঠেন। অবশেষে সব জটিলতা শেষ করে বিমান তাকে নিয়েই সৌদি আরবে হজ্জের উদ্দেশ্যে রওনা দেয়।💗

সবাই কমেন্ট করে জানাবেন মাজার টা কোথাই
26/05/2025

সবাই কমেন্ট করে জানাবেন মাজার টা কোথাই

🌀 দূর্যোগের আশঙ্কা: দক্ষিণ ২৪ পরগনা 🌀বিশেষ বিজ্ঞপ্তি: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ২৪শে মে ২০২৫ ...
25/05/2025

🌀 দূর্যোগের আশঙ্কা: দক্ষিণ ২৪ পরগনা 🌀
বিশেষ বিজ্ঞপ্তি: পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ২৪শে মে ২০২৫ শনিবার সকালে যা পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে নিম্নচাপে (Low pressure area) পরিণত হবে। এবং পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে গভীর থেকে গভীরতর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি অনুকূল পরিবেশের কারণে সিস্টেমটি ল্যাণ্ডফলের আগে অতি গভীর নিম্নচাপ বা ট্রপিক্যাল স্টোর্ম হিসাবে পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ২৮ মে থেকে ৩০শে মে ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে।
দূর্যোগের প্রকৃতি:
১) উচ্চ বাতাসের গতি বা সাইক্লোনিক উইন্ড (৫০-৭০ কিমি প্রতি ঘন্টা সর্বোচ্চ বাতাসের ঝাপটা ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা)। মনসুন সার্জের কারণে দক্ষিণ ২৪ পরগণার একেবারে উপকূলীয় এলাকায় বাতাসের গতি স্বল্পস্থায়ী ঝাপটা হিসাবে ৮০-১০০ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ছুঁতে পারে।
২) ভারী থেকে অতিভারী (Heavy to very heavy rain and isolated extremely heavy rain) বর্ষণের পাশাপাশি চরমভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
৩) উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস ও সামুদ্রিক প্লাবনের সম্ভাবনা রয়েছে। উত্তাল থেকে খুব উত্তাল সমুদ্র দেখা যেতে পারে।
৪) জোয়ারের নোনা জল উপকূলীয় এলাকার জমিতে ঢুকে চাষের ক্ষতির সম্ভাবনা থাকছে এছাড়া ভারী বৃষ্টিপাতের কারণে ফসলের ক্ষতির সম্ভাবনা থাকছে।
৫) বর্ষা ও ট্রপিক্যাল সিস্টেমের সম্মিলিত প্রভাবে টর্নেডো ও ওয়াটার স্পাউট সৃষ্টি হতে পারে।।
দক্ষিণ ২৪ পরগণার হাইলাইটেড রিস্ক জোন:
#সাগরদ্বীপ, #নামখানা, #কাকদ্বীপ, #পাথরপ্রতিমা, #কুলতলি, #গোসাবা, #বাসন্তি, #ক্যানিং, #মথুরাপুর, #মন্দিরবাজার, #মগরাহাট, #ডায়মন্ড হারবার, #ফলতা, #জয়নগর এছাড়া বাকি ব্লকগুলিতেও ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণ ২৪ পরগণা বাসীদের উদ্দেশ্যে:-
১) আতঙ্কিত নয় সতর্কতা নিন। ২৮ থেকে ৩০শে মে ২০২৫ পর্যন্ত সময়সীমার মধ্যে দূর্যোগ বাড়বে। সমুদ্র উপকূলে যাদের কাঁচা বাড়ি রয়েছে তারা প্রয়োজনীয় নথিপত্র সহ নিরাপদ আশ্রয়ে চলে আসুন। আসা করা যায় প্রশাসনের পক্ষ থেকে যথা সময়ে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাবে এবং সতর্কতা অবলম্বনে মাইকিং করবে।
২) সিস্টেমটি ট্রপিক্যাল স্টোর্ম বা ডিপ ডিপ্রেশন হলেও উপকূলীয় এলাকায় বাতাসের গতি ভালোই থাকবে এবং লাগাতার ভারী বৃষ্টি ঘটাবে। দক্ষিণ ২৪ পরগণার যেসমস্ত ব্লকগুলিতে বাঁধ দুর্বল রয়েছে সেগুলো অবিলম্বে মেরামত করা ব্যাবস্থা করতে হবে। কারণ হাতে আর ৪-৫ দিন সময় আছে।
৩) যে সমস্ত টুরিস্ট অপারেটররা সুন্দরবন ভ্রমণ করিয়ে থাকেন তাদের অনুরোধ ২৮ থেকে ৩১শে ২০২৫ মে পর্যন্ত সুন্দরবন ভ্রমণ এড়িয়ে চলুন।
৪) দক্ষিণ ২৪ পরগণার মধু সংগ্রাহী ও মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ২৭শে মে এর মধ্যে তারা (মৎস্যজীবী) গভীর সমুদ্র থেকে ফিরে আসুন। ২৮ থেকে ৩১শে মে পর্যন্ত নতুন করে সমুদ্রে যাবেনা। ২৮ থেকে ৩১শে মে পর্যন্ত মধুসংগ্রাহীদের বনের গভীরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when AM miss posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category