21/08/2025
গতকাল সংবাদ সংগ্রহের সময় পুলিশের এক সদস্য প্রকাশ্যে G EYE সাংবাদিক Md Sakirul Islam এর বাবা-মাকে নিয়ে অশ্লীল গালাগালি করে, কয়েকজন পুলিশ কর্মী ধাক্কাধাক্কি ও মারধোর করে। শুধু তাই নয়, অকথ্য ভাষায় গালি দিয়ে বলেছে— “এ শালা মুসলিম লিডারদের নিউজ করে,খা... ছেলেকে গাড়িতে তোল।”
জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হয়। এই পুরো ঘটনার ভিডিও আপনাদের সামনে ।
👉 সাংবাদিকের উপর এই ন্যাক্কারজনক হামলা শুধু Md Sakirul Islam এর উপর নয়, গোটা সাংবাদিক সমাজের উপর আক্রমণ।
অসুস্থ অবস্থায় থেকেও গতকাল থেকে আজ পর্যন্ত নিরলসভাবে কাজ করে গিয়েছে, সত্য তুলে ধরার জন্য।
সত্যকে দমিয়ে রাখা যায় না। ✊
G Eye
Indian Secular Front News
দিগন্ত News 24/7